Tag: blood donation camp

blood donation camp

  • Howrah: তৃণমূলের প্রতীকে কুপন ছাপিয়ে চলছে তোলাবাজি, জেলাজুড়ে শোরগোল

    Howrah: তৃণমূলের প্রতীকে কুপন ছাপিয়ে চলছে তোলাবাজি, জেলাজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের বিরুদ্ধে বার বারই কাটমানি, তোলাবাজির অভিযোগ করে বিরোধীরা। সেই অভিযোগ যে সত্যি তার প্রমাণ মিলল এবার হাওড়ার (Howrah) শ্যামপুরে। রক্তদান শিবিরের নামে চলছে তোলাবাজি। ব্যবসায়ীদের থেকে বেশি টাকা নিয়ে ৫০ টাকার রসিদ দেওয়ার হচ্ছে। তৃণমূলের প্রতীক কুপন ছাপিয়ে অবাধে চলছে তোলাবাজি। যা নিয়ে জেলাজুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

    ভালোবেসে দিচ্ছে, চাঁদা কেটে দিচ্ছি, সাফাই আয়োজক তৃণমূল নেতার (Howrah)  

    ১ জানুয়ারি হাওড়ার শ্যামপুর বাছরী অঞ্চল যুব তৃণমূলের উদ্যোগে এলাকায় স্বেচ্ছায় রক্তদান শিবির হওয়ার কথা রয়েছে। রক্তদান করলেই রক্তদাতাদের এই শীতে কম্বল দেওয়ার কথা বলা হয়েছে। শিবিরের মুখ্য আয়োজক তৃণমূলের যুব অঞ্চল সভাপতি রেজুয়ান আলি খান ও যুব অঞ্চল সম্পাদক সাগর দে চাঁদা তোলার বিষয়টি মেনে নিয়েছেন। তাঁদের বক্তব্য, রক্তদান একটি সামাজিক কাজ। কিন্তু এর জন্য অনেক খরচ। মানুষই ভালবেসে টাকা দিচ্ছেন। আমরা চাঁদা কেটে দিচ্ছি। তোলাবাজির কোনও বিষয় নেই।

    তৃণমূলের তোলাবাজি, সরব এলাকাবাসী

    স্থানীয় বাসিন্দারা বলেন, নিজেদের দলের রক্তদান শিবির। তারজন্য সাধারণ মানুষের কাছে কেন চাঁদা নেওয়া হচ্ছে। সিপিএম একসময় কৌট নাচিয়ে তোলাবাজি করত। এই দলের অবস্থাও এরকম হবে। আসলে রক্তদানকে সামনে রেখে তৃণমূল নেতারা এলাকা থেকে মোটা টাকা তুলছে। এক ব্যবসায়ী বলেন, ১০০ টাকা চাঁদা নিয়ে ৫০ টাকার রসিদ দেওয়া হচ্ছে। শাসক দলের লোকজন রক্তদান শিবির করছে। ফলে, কিছু বলার নেই।

     তৃণমূল নেতৃত্ব কী বললেন?

    হাওড়া (Howrah) গ্রামীণের তৃণমূলের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা বলেন, দলীয় প্রতীক ব্যবহার করে কোনও চাঁদা তোলা যায় না। এটা কেন হচ্ছে, জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখব। সাধারণ মানুষের থেকে কোনও টাকা নেওয়া যাবে না। হাওড়া গ্রামীণ জেলা যুব তৃণমূলের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও বলেন, রক্তদান সামাজিক কাজ। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এখানে কুপন কেটে চাঁদা তোলা ঠিক নয়।

    রক্তদান শিবিরে তোলাবাজি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    হাওড়ার  শ্যামপুরের কংগ্রেস নেতা আতিয়ার রহমান বলেন, দলটাই দুর্নীতিতে ভরা। রক্তদান শিবিরের মতো সামাজিক কাজ করতেও তোলাবাজি করছে। এর থেকে লজ্জার আর কিছুই নেই। শ্যামপুরের বিজেপি নেতা কৌশিক চক্রবর্তী বলেন, তৃণমূলের রাজত্বে তোলাবাজিও এখন একটা বড় শিল্প। আসলে সামনে লোকসভা ভোটের জন্য তৃণমূল এভাবেই  ধীরে ধীরে টাকা তুলছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: তৃণমূলের রক্তদান শিবিরে রক্তদাতাদের প্রেসার কুকার ও বিরিয়ানির প্যাকেট!

    TMC: তৃণমূলের রক্তদান শিবিরে রক্তদাতাদের প্রেসার কুকার ও বিরিয়ানির প্যাকেট!

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস (TMC) আয়োজিত রক্তদান শিবিরে উপঢৌকন দেওয়া হল রক্তদাতাদের। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির দাবি, এভাবে উপঢৌকন দিয়ে কারও কাছে রক্ত নেওয়া বেআইনি। রবিবার ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির উপস্থিতিতে হাওড়ায় রক্তদান শিবির আয়োজিত হয়। সেখানেই রক্তদাতাদের প্রেসার কুকার ও বিরিয়ানির প্যাকেট দেওয়া হয় বলে অভিযোগ। যদিও মন্ত্রীর দাবি, উপহার দেওয়ার যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়।

    উপঢৌকন দিয়ে রক্তদান শিবির

    রবিবার মধ্য হাওড়ার ক্ষীরোদতলা বাস স্ট্যান্ডের সামনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদাতারা জানিয়েছেন, রক্ত দেওয়ার পর তাঁদের উপহার হিসাবে দেওয়া হয়েছে প্রেসার কুকার এবং বিরিয়ানির প্যাকেট। পরানো হয়েছে দলীয় উত্তরীয়। এতে ভালোই লাগছে বলে জানান রবিন হাজরা নামে এক রক্তদাতা। এই শিবিরে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও শিবপুর কেন্দ্রের বিধায়ক মনোজ তিওয়ারি। তিনি মঞ্চে রক্তদাতাদের উত্তরীয় এবং ব্যাজ পরিয়ে সম্মান ও অভিনন্দন জ্ঞাপন করেন।

    কী বলছে তৃণমূল (TMC) নেতৃত্ব?

    উপহার প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, ‘‘আমরা সারা বছরই রক্তদান শিবির করি। সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত দিতে আসেন। এখানেও মানুষ রক্ত দিতে এসেছেন। তবে কোনও উপহার দেওয়ার শর্ত ছিল না। তবে কেউ কেউ নিজে থেকে যদি উপহার দিয়ে থাকে, সেটা অন্য ব্যাপার। তবে উপহার দেওয়ার কথা ঠিক নয়।’’

    কী বলছে বিজেপি?

    বিজেপি এই উপঢৌকন দেওয়া নিয়ে কটাক্ষ করেছে। বিজেপির হাওড়া সদরের সভাপতি মনিমোহন ভট্টাচার্য বলেন, ‘‘রক্তদান শিবিরে উপহার দেওয়া সম্পূর্ণ বেআইনি। যেভাবে মন্ত্রীর উপস্থিতিতে রক্তদাতাদের উপহার দেওয়া হয়েছে, তা ঠিক নয়। মন্ত্রী নিশ্চয়ই জানতেন রক্তদাতাদের এভাবে উপহার দেওয়া যায় না। আসলে তৃণমূলের সঙ্গে আর কেউ থাকতে চাইছে না। তাই প্রলোভন দেখিয়ে কাছে টানার চেষ্টা করা হচ্ছে সাধারণ মানুষকে।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: ‘সেবাই বিজেপির মূলমন্ত্র’ রক্তদান শিবিরে কর্মীদের বার্তা দিলেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘সেবাই বিজেপির মূলমন্ত্র’ রক্তদান শিবিরে কর্মীদের বার্তা দিলেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কলকাতা উত্তর শহরতলী সাংগঠনিক জেলার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে আগরপাড়ায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রক্তদান শিবিরে স্বেচ্ছায় আসা রক্তদাতাদের উৎসাহিত করলেন নন্দীগ্রামের বিধায়ক। রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “করোনার সময় ভারত সরকার যা পরিষেবা দিয়েছে সমান্তরাল ভাবে জেপি নাড্ডা সাংগঠনিক ভাবে একই সেবার কাজ করে গিয়েছেন। দলের কর্মীরা সেই কাজে হাতে হাত মিলিয়েছেন। আমাদের কাছে সেবাই হল সংগঠন, তাই বিজেপির মূলমন্ত্র হল মানবসেবা। দলের কাছে ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর সময় পর্বের একটা নির্দিষ্ট সেবার অভিমুখ রয়েছে।” সেই সঙ্গে রক্তদান শিবিরে বিজেপি কর্মীদের সেবামূলক কাজে উৎসাহ দিলেন তিনি।

    সেবা মূলক কাজে উৎসাহ দিলেন শুভেন্দু (Suvendu Adhikari)

    রক্তদান শিবিরে যোগদান করে সেবা কাজে উৎসাহ দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “বিজেপি শুধু ভোট চায় না, কেবল আন্দোলন করে না। মানুষের জন্য রাস্তায় কাজ করে। গাছ লাগায়, ময়লা পরিষ্কার করে, জঙ্গল কাটে আবার দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্রও বিতরণ করে। এছাড়াও সাফাই স্বচ্ছতার কাজ করে, ড্রেনে ব্লিচিং-ফিনাইল দেয়, এক কথায় মানুষের যথার্থ সেবা কাজ করে বিজেপি। বিজেপি সংগঠনের কেন্দ্রীয় স্তর থেকে বলা হয়েছিল, যুব মোর্চাকে ৫ হাজার বোতল রক্ত দিয়ে সেবা কাজ করতে হবে রাজ্যে। ঠিক যে সময় সারা দেশে রক্ত সরবরাহ কম থাকে, তাই সেই সময় রক্তদান শিবিরের মাধ্যমে মানুষের পাশে থাকার কথা বলা হয়েছে।”

    আর কী বললেন শুভেন্দু?

    রাজ্য সরকারের সমালোচনা করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “মুখ্যমন্ত্রী নিজের ঢাক খুব পেটান। কেন্দ্রের রেশনের চাল, আটা, গমের বস্তায় খাদ্য সাথীর ছাপ ব্যবহার করে মানুষের চোখে ধুলো দিচ্ছেন। বিজেপি কখনই ঢাক পেটায় না। আমাদের যুব মোর্চার কর্মীরা রাজ্যের ব্ল্যাড ব্যাঙ্কে ৮ থেকে ১০ হাজার বোতল রক্ত দিয়েছে। ২০২১ সালের নির্বাচনে আমাদের আরও ভাল ফল হতো। কিন্তু কোভিডের কারণে আমাদের প্রচার কম হয়েছে। মোদি জী আমাদের নির্দেশ দিয়েছিলেন মানুষের জীবন আগে তাই আমরা সীমিত পরিসরে প্রচার প্রসার করেছিলাম। ক্ষমতা আমাদের কাছে বড় বিষয় নয় আগে মানুষের জীবন।

    ডায়মন্ড হারবার নিয়ে অভিষেককে তোপ দেগে শুভেন্দু এদিন আরও বলেন, “২০১৮ সাল থেকে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি গণতন্ত্র লুট হয়েছে ডায়মন্ড হারবারে। পঞ্চায়েত নির্বাচনের একজন বিরোধীরাও মনোনয়ন জমা করতে পারেনি। ২০১৯ সালের লোকসভার ভোটে ১৩০০ বুথ দখল করে ৩ লক্ষ ভোটে জয়ী হয়েছেন কয়লা ভাইপো।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পে।।

  • PM Modi Birthday: প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন, বিশ্বকর্মা পুজোর দিন থেকে গুচ্ছ কর্মসূচি বঙ্গ বিজেপির

    PM Modi Birthday: প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন, বিশ্বকর্মা পুজোর দিন থেকে গুচ্ছ কর্মসূচি বঙ্গ বিজেপির

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় মাতবে বাংলা। আর সেদিনই প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন (PM Modi Birthday) পালন করবে বিজেপি। এই দিন থেকে ২ অক্টোবর গান্ধী জয়ন্তী পর্যন্ত সারা দেশে ‘সেবা পক্ষ’ পালন করবে বিজেপি। এই সময় দেশের প্রতিটি রাজ্যে স্বচ্ছতা অভিযানে জোর দিতে দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এর পাশাপাশি রাজ্যে নানা রকম সেবামূলক কর্মসূচিও গ্রহণ করতে বলা হয়েছে। এই পক্ষে রাজ্যের সর্বত্র রক্তদান শিবির করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি।

    কী বললেন সুকান্ত মজুমদার?

    দিন কয়েক আগে বিজেপির সল্টলেক দফতরে রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানেই সিদ্ধান্ত হয়, ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দলের পক্ষ থেকে আয়োজন করা হবে রক্তদান শিবিরের। দলের প্রতিটি জেলাকে অন্ততঃ ১০০ ইউনিট করে রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। রাজ্যে লোকসভার আসন রয়েছে ৪২টি। লক্ষ্যমাত্রা পূরণ করে ৪ হাজার ২০০ ইউনিট রক্ত সংগ্রহ করতে চায় বিজেপি। সুকান্ত বলেন, “আমরা প্রতি বছরই এই সময়টায় নানারকম সেবামূলক কর্মসূচি পালন করে থাকি। এবারও সব কিছু হবে। সারা বছরই দলের উদ্যোগে রক্তদান শিবির হয়। তবু আলাদা করে রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে শুধু সেটাই হবে, এমনটা নয়।”

    নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন

    ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। উত্তর গুজরাটের মেহসানা জেলার এই ছোট্ট শহরেই বেড়ে ওঠা অধুনা প্রধানমন্ত্রী মোদির। গত কয়েক বছর ধরে তাঁর জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে পক্ষকালের জন্য সেবা পাখওয়াড়া অনুষ্ঠান পালন করে বিজেপি। গত বছর এই উপলক্ষে প্রধানমন্ত্রীর বিষয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। কেবল মোদির জন্মদিন (PM Modi Birthday) নয়, ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায় জয়ন্তী, ২ অক্টোবর লালবাহাদুর শাস্ত্রী জয়ন্তীও পালন করা হয় বিজেপির তরফে।

    আরও পড়ুুন: ‘‘ভারতের সঙ্গে রয়েছে রক্তের সম্পর্ক’’, বৈঠকে মোদিকে জানালেন হাসিনা

    আগামী বছরের মাঝামাঝি হবে লোকসভা নির্বাচন। তাই এবার সেবামূলক কর্মসূচিতে (PM Modi Birthday) বাড়তি গুরুত্ব দিয়েছে বিজেপি। রক্তদান, স্বচ্ছতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে। সেই কর্মসূচি পালনেই কোমর কষে নামছে পদ্মশিবির।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share