Tag: Bollywood Couple

Bollywood Couple

  • Ashish Vidyarthi: ৬০ বছর বয়সে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন আশিস বিদ্যার্থী

    Ashish Vidyarthi: ৬০ বছর বয়সে দ্বিতীয় বার সাত পাকে বাঁধা পড়লেন আশিস বিদ্যার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: কথায় বলে, প্রেম বয়স মানে না। তা ফের প্রমাণ করলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। এবার আচমকাই ৬০ বছর বয়সে নতুন করে সাত পাকে বাঁধা পড়লেন আশিস বিদ্যার্থী। বৃহস্পতিবার, ২৫ মে, জামাই ষষ্ঠীর দিন, অসমের রূপালি বড়ুয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। কলকাতার একটি ক্লাবেই সম্পন্ন হল তাঁদের শুভ পরিণয়। জন্মসূত্রে অসমের গুয়াহাটির বাসিন্দা হলেও রূপালি এখন কলকাতাবাসী। কলকাতার ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত তিনি। কলকাতাতেই ব্যক্তিগত পরিসরে সইসাবুদ করে আশিস বিদ্যার্থীর সঙ্গে বিয়ে সারলেন রূপালি।

    আরও পড়ুন: “বিজ্ঞানের মূল কথা নিহিত ছিল বেদেই”! দাবি ইসরো চেয়ারম্যানের

    রেজিস্ট্রি বিয়ে, ঘরোয়া অনুষ্ঠান

    জাতীয় পুরস্কার জয়ী অভিনেতার দ্বিতীয় বিয়ে এটি। আগে বাংলার জনপ্রিয় অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। রুপালির সঙ্গে বিয়ে সেরে আশিস (Ashish Vidyarthi) বলেন, ‘‘এই বয়সে এসে রূপালিকে বিয়ে করতে পেরে ভীষণ আনন্দিত আমি। দারুণ একটা ফিলিং কাজ করছে মনের মধ্যে।’’ বিয়ের অনুষ্ঠানের জন্য সাদা ও সোনালি শাড়িতে সেজেছিলেন রূপালি, পরনে ছিল ছিমছাম গয়না ও হালকা, সাজগোজ। অন্য দিকে আশিসের পরনে ছিল সাদা এবং সোনালি রঙের মুন্ডু ড্রেস (দক্ষিণ ভারতীয় পোশাক)। আইনি মতে বিয়ে সারার পর সন্ধেবেলায় ছোট একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেই ঘরোয়া অনুষ্ঠানে ছিলেন আশিস ও রূপালির ঘনিষ্ঠ বন্ধুরা।

    আরও পড়ুুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে মোদির পাশে ১৭ দল, কারা জানেন?

    উল্লেখ্য, ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ‘সোলজার’, ‘জিদ্দি’, ‘হাসিনা মান জায়গি’, ‘কহো না পেয়ার হ্যায়’, ‘বাস্তব’, ‘বিচ্ছু’র মতো হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। আবার ‘শেষ ঠিকানা’ থেকে ‘বোম্বাইয়ের বোম্বেটে’র মতো বাংলা ছবিতেও কাজ করেছেন। হিন্দি এবং বাংলার পাশাপাশি তামিল, তেলুগু, মালায়লাম ছবিতেও কাজ করেছেন আশিস। ২০০টিরও বেশি ছবিতে ১১টি ভাষায় ইতিমধ্যেই কাজ করেছেন তিনি। ১৯৮৬ সালে অভিনয় জগতে যাত্রা শুরু করে আজও দাপটের সঙ্গে অভিনয় চালিয়ে যাচ্ছেন এই অভিনেতা। নেতিবাচক চরিত্রে অভিনয়ের পাশাপাশি অন্যান্য বহুমুখী চরিত্রেও দাগ রেখেছেন আশিস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suhana Khan: বিগ বি-র নাতির সঙ্গে প্রেম শাহরুখ কন্যার! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার!

    Suhana Khan: বিগ বি-র নাতির সঙ্গে প্রেম শাহরুখ কন্যার! সুহানা-অগস্ত্যর সম্পর্কে খুশি বচ্চন পরিবার!

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুতেই ফের বলিপাড়ায় নতুন তারকা জুটির সম্পর্কের গুঞ্জন! বলিউডের নতুন জুটি হতে চলেছেন সুহানা খান ও অগস্ত্য নন্দা! তবে কি খান-বচ্চন পরিবার আত্মীয়তার বন্ধনে বাঁধা পড়তে চলেছে? তবে কি একে অপরকে মন দিয়ে বসেছেন তাঁরা? এমনটাই প্রশ্ন চারিদিকে। খুব শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান ও বচ্চন কন্যা শ্বেতার পুত্র অগস্ত্য নন্দা। জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ ছবির মাধ্যমেই বলিউডে এন্ট্রি হতে চলেছে দুই সেলেব কিডসের। কিন্তু তার আগেই সুহানা ও অগস্ত্যর সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এই খবর কতটা সত্যি, তা এখনও জানা যায়নি।

    সুহানার প্রেমে হাবুডুবু অগস্ত্য!

    সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, জোয়া আখতারের সিনেমার সেটেই শুরু হয়েছে এই প্রেম কাহিনি। ২০২২ সালের অগাস্ট মাস থেকেই নাকি তৈরি হয়েছে এই নতুন সম্পর্ক। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে রাজি নন তাঁরা। তবে সেটে শুরু হওয়া এই রোম্যান্সের চর্চা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে বি-টাউনে। সম্প্রতি কাপুর পরিবারের ক্রিসমাস ব্রাঞ্চে শ্বেতা বচ্চন ও অগস্ত্যর সঙ্গে হাজির ছিলেন সুহানা। আর সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর জল্পনা।

    এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ক্রিসমাস সেলিব্রেশনে কাপুর পরিবারের সামনে সুহানাকে নিজের ‘পার্টনার’ বলেও পরিচয় দিয়েছিলেন অগস্ত্য। এখানেই শেষ নয়, আরও জানা যাচ্ছে, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। তাঁদের বন্ধুত্বে নাকি বেশ খুশি অগস্ত্যর মা শ্বেতা। তবে তাঁদের সম্পর্ক নিয়ে কখনই মুখ খোলেননি সুহানা-অগস্ত্য।

    নেটিজেনদের আবার একাংশ এই খবরকে গুজব বলে মেনে নিয়েছেন। অনেকে বলেছেন, সিনেমা রিলিজ হওয়ার আগে ইচ্ছাকৃতভাবেই এই খবর ছড়ানো হয়েছে। তবে খান-বচ্চন অনুরাগীরা সুহানা-অগস্ত্যর সম্পর্কের খবরে বেজায় খুশি। প্রসঙ্গত, জোয়ার এই নতুন সিনেমার মাধ্যমে শুধু সুহানা আর অগস্ত্য নন, অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন বনি কাপুর এবং শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘দ্য আর্চিস কমিকস’ অবলম্বনে তৈরি এই সিনেমা।

LinkedIn
Share