Tag: Bollywood Movie

Bollywood Movie

  • Maidaan: অজয়ের চোখের যাদুতে গোলে বল! ফুটবল প্রেমীদের মন ভরাল ‘ময়দান’

    Maidaan: অজয়ের চোখের যাদুতে গোলে বল! ফুটবল প্রেমীদের মন ভরাল ‘ময়দান’

    মাধ্যম নিউজ ডেস্ক: সব খেলার সেরা বাঙালির ফুটবল! ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই দাঁতে দাঁত চেপে লড়াই। ফুটবল মানেই ময়দান (Maidaan) জুড়ে দাপিয়ে বেড়ানো। ফুটবল মানেই মন জয়। ফুটবলকে ভিত্তি করে সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ময়দান’ও তার ব্যাতিক্রম নয়। তবে শুধুই ফুটবল নয়, ‘ময়দান’ জুড়ে দাপট অজয় দেবগণের। ‘ওমকারা’, ‘গঙ্গাজল’, ‘লেজেন্ড অফ ভগত সিং’, ‘সিংহম’ প্রতিটা ছবিতে অজয়কে ক্রমশ পরিণত লেগেছে। ২০-এর যুবক অজয় থেকে মধ্য চল্লিশের অজয় যেন চোখ দিয়ে কথা বলেন। ‘ময়দানেও’ কথা বলেছে সেই চোখের ভাষা।

    কী নিয়ে ছবি

    প্রখ্যাত ফুটবল কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী অবলম্বনে ‘ময়দান’ ছবিটি বানানো হয়েছে। ১৯৫২ থেকে ১৯৬২-এর সময়কালে আব্দুল রহিমের অক্লান্ত প্রচেষ্টা ভারতীয় ফুটবলকে বিশ্বের মানচিত্রে কোথায় নিয়ে গিয়েছিল, সেটা এই ৩ ঘণ্টার সিনেমা দেখলেই বোঝা যাবে। ‘ময়দান’ (Maidaan) ছবিটা পিকে, চুনি, অরুণ ঘোষের উদ্দেশে শ্রেষ্ঠ সম্মান। এই ছবির গল্প, ১৯৫২ থেকে ১৯৬২ সাল সময়কালে ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আব্দুল রহিমের, যিনি নিজের গোটা জীবনই ফুটবলকে উৎসর্গ করেছিলেন। তাঁর চেষ্টাতেই ভারতীয় ফুটবল টিম ‘ব্রাজিল অফ এশিয়া’ খেতাব পায়, ভারতীয় দল এশিয়াল গেমসে সোনা যেতে। কীভাবে তিনি ক্যান্সার ও ফুটবল ফেডারেশনের রাজনীতির সঙ্গে লড়াই করে ভারতীয় দলের সাফল্যের নয়া কাহিনি লিখলেন, সেই গল্পই বলবে এই ছবি।

    অজয়ের করিশমা

    পুরো সিনেমাজুড়ে অজয় দেবগণ (Ajay Devgn) দাপিয়ে বেরিয়েছেন। এই ছবি তাঁর দুর্দান্ত কাজগুলির অন্যতম। এই চরিত্রের প্রতি সুবিচার করেছেন অজয়। রহিম সাহেবের আবেগকে পর্দায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তিনি। ফিল্মে অজয়ের শরীরী ভাষা কখনও কখনও কোচ রহিমকে ছাপিয়ে গিয়েছে, এবং কিছু দৃশ্যে অজয় কেবল তাঁর চোখ দিয়ে অভিনয় করেছেন যা এক কথায় অনবদ্য। টিমের প্রত্যেক অভিনেতার কাজই খুব ভাল। ক্রীড়া সাংবাদিকের চরিত্রে গজরাজ রাও দুর্দান্ত। অজয়ের স্ত্রীর চরিত্রে প্রিয়মণি দারুণ। চরিত্রায়নের সাফল্যের পিছনে একটি বড় কারণ, এই ছবির বেশিরভাগ অভিনেতা, যাঁদের খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে, তাঁদের ছবিতে বা অন্য কোনও মাধ্যমে খুব একটা দেখা যায় না।

    আরও পড়ুন: মহাকাশে প্রথম ভারতীয় ‘পর্যটক’ গোপীচাঁদ, জানেন ইনি কে?

    এ আর রহমানের সুর

    দেশাত্মবোধক ছবিতে এ আর রহমানের কম্পোজিশনের কোনও জুড়ি মেলা ভার। ‘ময়দানেও’ (Maidaan) সেই একই সুর শোনা গিয়েছে। ছবির আবহ এবং গান দর্শককে বেঁধে রাখে। ছবিটির পরিচালনা করেছেন অমিত রবীন্দ্রনাথ শর্মা। গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে এই ছবিটি। এই ছবির একটি সমস্যা হল, এর দৈর্ঘ্য। অনায়াসে ছবিটিকে ৪০ মিনিট কম করা যেত। প্রথম ভাগ বড় বেশি মন্থর। তবে যাই হোক ফুটবল অনুরাগীদের কাছে এই ছবি বেঞ্চমার্ক।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Indian Movie: দীর্ঘ ৩২ বছর পর! রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের শাহেনশা

    Indian Movie: দীর্ঘ ৩২ বছর পর! রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের শাহেনশা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে দক্ষিণী ছবির সঙ্গে বলিউড যেন মিলেমিশে গিয়েছে। আর এই যুগলবন্দিতেই বাজিমাত ভারতীয় সিনেমার (Indian Movie)। দেশ-বিদেশের মাটিতে এখন বলিউড সিনেমার এক আলাদা মর্যাদা। দক্ষিণ-বলিউড জুটি যে সিনেমা জগতের লাভের পরিমাণ বাড়িয়ে তুলেছে, সেটি আলাদা করে বলার কোনও প্রয়োজন নেই। সম্প্রতি একাধিক বলিউড তারকাকে দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা গেছে। আবার দক্ষিণী ছবির পরিচালকদের বলিউড তারকাদের দিয়ে সিনেমা করাতেও দেখা গিয়েছে। যেখানে শাহরুখ খানের জওয়ান একটি ভালো উদাহরণ। এবার দক্ষিণী ছবির তালিকায় যুক্ত হলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। এবার তাঁকে দক্ষিণী ছবিতে অভিনয় করতে দেখা যাবে। থাকছে আরও নতুন চমক।

    কোন দক্ষিণী ছবিতে দেখা মিলবে শাহেনশা’র? (Indian Movie)

    সোশ্যাল মিডিয়া থেকে জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন (Indian Movie)। দীর্ঘ ৩২ বছর পর আবার এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে। এর আগে মোট তিনটি ছবিতে এই জুটিকে কাজ করতে দেখা গিয়েছে, ‘অন্ধা কানুন’, ‘হাম’ ও ‘গ্রেফতার’। সেই সময় এই তিনটি ছবি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। আর সম্প্রতি জানা গিয়েছে, এই নতুন ছবিটির নাম হতে চলেছে থালাইভার 170। ছবিটি পরিচালনা করছেন “জয় ভিম” এর পরিচালক টিজে গনভেল। সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা বেড়েছে দর্শক মহলে, দীর্ঘ এত বছর পর এই দুই সুপারস্টারকে এক পর্দায় দেখা যাবে বলে। ছবিটি প্রযোজনা করেছেন সুভাষ করণ। কোনও সংস্থার তরফ থেকে এই খবরটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয় এবং ক্যাপশন লেখা হয়, “ভারতীয় চলচ্চিত্র জগতের শেহনশাহকে স্বাগত।”

    নাম নিয়ে এখনও জল্পনা (Indian Movie)

    তবে এখনও এই সিনেমার (Indian Movie) নাম নিয়ে জল্পনা আছে। রজনীকান্তের কেরিয়ারের ১৭০ তম ছবি এটি। সেই জন্যই আপাতত প্রযোজনা সংস্থার ওয়ার্কিং টাইটেলে ‘থালাইভার ১৭০’  রাখা হয়েছে। কিছু দিন আগে রজনীকান্ত তিরুবন্তপুরম থেকে চেন্নাই যাওয়ার সময় বিমানবন্দর থেকে বলেন, ‘আমি কেরিয়ারের ১৭ ০তম ছবিটি পরিচালক গনভেল এবং লাইকা প্রোডাকশনের সঙ্গে করছি, এটি পুরোটাই একটি বিনোদনমূলক ছবি। তবে এর সঙ্গে কিছু সামাজিক বার্তাও থাকবে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shah Rukh Khan: আসছে কিং খানের ‘জওয়ান’, হু হু করে বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট!

    Shah Rukh Khan: আসছে কিং খানের ‘জওয়ান’, হু হু করে বিক্রি হচ্ছে অগ্রিম টিকিট!

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শুরুতেই কিং খান (Shah Rukh Khan) তাঁর ‘পাঠান’ দিয়ে বক্স অফিস মাতিয়ে রেখেছিলেন। ভারত থেকে বিদেশ, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল পাঠান। এবার পাঠান ঝড়ের পর আসতে চলেছে শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’। আবার একটি অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে ফিরে আসছেন তিনি। ছবির অফিসিয়াল পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে। এখানে নাকি সম্পূর্ণ নতুন রূপে শাহরুখকে দেখা যাবে। গত ১০ জুলাই ছবির প্রিভিউ মুক্তি পাওয়ার পর ভক্তদের মধ্যে সেই উত্তেজনা আরও বেড়ে যায়। আগামী ৭ই সেপ্টেম্বর বিশ্ব জুড়ে মুক্তি পেতে চলছে ‘জওয়ান’। ভক্তরা এখন থেকে দিন গুনতে শুরু করে দিয়েছেন। হাতে মাত্র দুই সপ্তাহ, তার পরেই আবার ঝড় তুলবেন বাদশা কিং খান। ইতিমধ্যেই আরব আমিরশাহি থেকে শুরু করে আমেরিকাতে টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। মুক্তির আগেই চরম সাড়া জাগিয়েছে এই ছবি।

    কোথায় কোথায় এবং কতগুলি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘জওয়ান’ (Shah Rukh Khan)?

    বছরের শুরুতেই ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর তা দারুণ সাফল্য লাভ করে ভারত থেকে শুরু করে সুদূর বিদেশেও। আমেরিকাতেও একটি এই ধরনের ভারতীয় ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রবাসী ভারতীয়রা সেখানে তো ছিলেনই, সঙ্গে বিদেশিদের মধ্যেও উন্মাদনা কম ছিল না। এবার আগের বারের মতোই ‘জওয়ান’ ছবিটিও মুক্তি পাবে বিদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে। আমেরিকার মোট ৩৬৭ টি জায়গায় ১৬০০ স্ক্রিনে মুক্তি পাবে এই ছবিটি। তাছাড়াও ভারতের প্রায় সব সিনেমা হলেই মুক্তি পাবে এই ছবিটি (Shah Rukh Khan)। ইতিমধ্যে ৯৭০০ রও বেশি টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। যার থেকে মোট আয় এখনও পর্যন্ত ১ কোটি ২০ লক্ষ ছাড়িয়েছে। অনুমান করা হচ্ছে মুক্তি পাওয়ার আগে পর্যন্ত মোট ৩ কোটি টাকারও বেশি অগ্রিম বুকিং হতে পারে।

    ছবির (Shah Rukh Khan) প্রচারে কী সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা?

    ‘জওয়ান’ মুক্তির আগেই ‘পাঠান’ এর যেভাবে সাফল্য এসেছিল, সেই মন্ত্রেই বিশ্বাস রাখছেন বাদশা। পাঠান মুক্তির আগে কোনও রকম প্রচার মূলক অনুষ্ঠানে দেখা যায়নি শাহরুখকে। শুধু মাত্র সোশ্যাল মিডিয়া এবং পোস্টারের মাধ্যমেই প্রচার চালিয়েছিলেন। ঠিক এবারও একই পরিকল্পনা করেছেন নির্মাতারা। ছবিটি পরিচালনা করেছেন অ্যাটলি কুমার, এটি তাঁর প্রথম হিন্দি ছবি। মুখ্য চরিত্রে শাহরুখ (Shah Rukh Khan) ছাড়াও দেখা যাবে বিজয় সেথুপতি ও নয়নথারাকে। ছবি মুক্তি পেতে চলেছে আগামী ৭ই সেপ্টেম্বর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Pathaan: প্রথা ভেঙে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’! প্রথম ২ দিনের টিকিট প্রায় শেষ

    Pathaan: প্রথা ভেঙে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘পাঠান’! প্রথম ২ দিনের টিকিট প্রায় শেষ

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষা এবং জটিলতা কাটিয়ে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের কামব্যাক ফিল্ম ‘পাঠান’ (Pathaan)। কথা ছিল ইদেই মুক্তি পাবে। তবে কূটনৈতিক জটিলতার কারণে আটকে ছিল এই ছবির মুক্তি। আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। ভারতে মুক্তির ৩ মাস এবং ওটিটি রিলিজের কয়েক সপ্তাহ পর বাংলাদেশের হলগুলিতে এই ছবি কতটা চলবে তা নিয়ে একটা প্রশ্ন ছিল।

    কিন্তু সেই আশঙ্কা দূর হয়েছে অগ্রিম টিকিট কাটার চাহিদা দেখে। ইতিমধ্যে খবর, অগ্রিম বুকিংয়ে ‘পাঠান’ হাউজফুল হয়ে গিয়েছে। সে দেশের অধিকাংশ প্রেক্ষাগৃহে প্রথম সপ্তাহান্তে প্রায় সব শোয়ের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাংলাদেশে আরও বেশি সংখ্যক হলে এই ছবি মুক্তি পাওয়ায় অনুরোধ জানিয়েছেন হলমালিকরা, তবে প্রযুক্তিগত কিছু কারণে ৪১টির বেশি প্রেক্ষাগৃহে এখনই মুক্তি সম্ভব নয়।

    নজির পাঠানের

    এত দিন ভারতীয় হিন্দি ছবি মুক্তির ক্ষেত্রে আপত্তি ছিল বাংলাদেশ সরকারের। প্রায় ৫২ বছর পর সে দেশে কোনও হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। অতীতে বাংলাদেশে তিনটি হিন্দি ছবি রিলিজ করলেও ২০১৫ সাল থেকে কোনও হিন্দি ছবি মুক্তি পাচ্ছিল না হাসিনার দেশে। ‘পাঠান’ (Pathaan) সেই প্রথা ভেঙে নজির গড়তে চলেছে। 

    আরও পড়ুন: ৭ দিনে ৩ বার! অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ, গ্রেফতার ৫

    যশরাজ ফিল্মস্‌-এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের ভাইস প্রেসিডেন্ট নেলসন ডিসুজা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সিনেমা সব সময় দেশ, সংস্কৃতি এবং জাতিগত দূরত্ব কমিয়েছে। সীমানার বেড়াজাল পেরিয়ে মানুষকে মুগ্ধ করেছে। বাংলাদেশের প্রশাসনের সিদ্ধান্তকে কুর্নিশ জানাই আমরা। অনেক ধন্যবাদ। বাংলাদেশে শাহরুখ খানের একটা বিরাট সংখ্যক অনুরাগী রয়েছে।’’ বাংলাদেশে এই ছবির পরিবেশক অনন্যা মামুনের কথায়, ‘‘ভারতীয় সরকারি অনুমতি নিয়ে এই প্রথম কোনও ভারতীয় হিন্দি ছবি বাংলাদেশের মানুষ প্রেক্ষাগৃহে বসে দেখবেন। ইতিমধ্যেই দারুণ সাড়া পাচ্ছি। মাল্টিপ্লেক্সগুলিতে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।’’ তিনি আরও জানান, মুক্তির এত দিন পর বাংলাদেশের দর্শকের মাঝে ‘পাঠান’ (Pathaan) এতটা সাড়া ফেলবে, তা কল্পনা করতে পারেননি মামুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share