Tag: Bollywood Movies

Bollywood Movies

  • Hooghly: ঠিক যেন বলিউডের ‘স্পেশাল ২৬’! সোনা গলানোর দোকানে কী কাণ্ডটাই না ঘটল

    Hooghly: ঠিক যেন বলিউডের ‘স্পেশাল ২৬’! সোনা গলানোর দোকানে কী কাণ্ডটাই না ঘটল

    মাধ্যম নিউজ ডেস্ক: এ যেন অক্ষয় কুমারের স্পেশাল ২৬ সিনেমা। সিনেমার কায়দায় সোনা গলানোর দোকানে লুট ভুয়ো আয়কর আধিকারিকদের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে। নকল অভিযান চালায় কয়েকজন। ঠিক যেমন বলিউড ছবি স্পেশাল ২৬ এ অক্ষয় কুমার অনুপম খেররা করেছিলেন। ইতিমধ্যেই ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

    সোনার গয়না, টাকা হাতিয়ে উধাও ভুয়ো আয়কর আধিকারিকরা (Hooghly)

    হুগলির (Hooghly) পোলবার মদের খারখানায় আয়কর হানার ঘটনা ঘটে। সেই ঘটনার জের মিটতে না মিটতেই নকল আয়কর হানার ঘটনা ঘটল শ্রীরামপুরে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ হঠাৎ শুট বুট পরে চারজন কুমিরজলা রোডের ওই দোকানে হাজির হন। প্রত্যেকের গলায় আয়কর দফতরের আই কার্ড ঝোলানো ছিল। তাঁরা নিজেদের ইনকাম ট্যাক্স অফিসার পরিচয় দিয়ে তল্লাসি শুরু করেন। দোকানের মালিক মহারাষ্ট্রের যুবক। নাম অজয় ওরফে ভগবন্ত গেজগে। তাঁর মতো আরও কয়েকটি দোকান রয়েছে কুমির জলা রোডে। যাঁরা মূলত সোনা গালাই এর কাজ করেন। স্বর্ণ ব্যবসায়ীরা সোনার বাট দিয়ে যায় গলানোর জন্য। সেখানে কোনও কাগজ থাকে না। সেই সুযোগ নিয়ে অজয়কে ভয় দেখানো হয়। তাঁর কাছে থেকে নগদ টাকা ও সোনা নিয়ে যায় নকল আই টি অফিসাররা। যাওয়ার সময় অজয়কে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছুটা যাওয়ার পর দিল্লি রোডের কাছে নামিয়ে দিয়ে চলে যান। অজয়বাবুকে তাঁরা বলে যান, আয়কর অফিসে যোগাযোগ করতে।

    নিরাপত্তা নিয়ে উদ্বেগে ব্যবসায়ীরা

    স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানায় বিষয়টি। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আয়কর অফিসার পরিচয় দেওয়া ব্যাক্তিরা আসলে কারা তা খতিয়ে দেখথে ভুয়ো বলেই প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ভুয়ো আয়কর হানার ঘটনায় তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা।

    সিসি টিভি দেখে কী পেল পুলিশ?

    চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন. সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে তিনজন ছিল। সন্দেহ এই গ্যাং আগেও এই ধরনের অপরাধ করেছে। ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিতের কাজ চলছে। আশা করি, খুব দ্রুত ধরা পড়ে যাবে

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Naseeruddin Shah: “এই ধরনের ছবি সমাজের জন্য ক্ষতিকর”, ‘গদর ২’ নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

    Naseeruddin Shah: “এই ধরনের ছবি সমাজের জন্য ক্ষতিকর”, ‘গদর ২’ নিয়ে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah) বলিউডের একজন প্রবীণ ও নামজাদা অভিনেতা। শুধুমাত্র অভিনেতা হিসাবে নয়, তাঁর ব্যক্তিত্বের জন্য বহুবার তিনি চর্চায় থেকেছেন। বরাবর তাঁর স্পষ্টবাদী মনোভাব তাঁকে চর্চায় রেখেছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে যখন সাধারণের মধ্যে উত্তেজনা ছিল, তখন সম্পূর্ণ উল্টো সুর শোনা গিয়েছিল এই বর্ষীয়ান অভিনেতার গলা থেকে। এবার আবার তিনি মুখ খুললেন সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গদর ২’ নিয়ে। চলতি বছরের অন্যতম জনপ্রিয় ছবির তকমা পেয়েছে এই ‘গদর ২’। গত ১১ অগাস্ট মুক্তি পেয়েছে অনিল শর্মা পরিচালিত এই ছবি। শুরুতেই ২৮৪ কোটি টাকার ব্যবসা করেছিল এই ছবি। কিন্তু এই ছবিকেই ‘ক্ষতিকর’ বলে আখ্যা দিলেন নাসিরউদ্দিন শাহ। 

    কেন এমন মন্তব্য (Naseeruddin Shah)?

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে নাসিরউদ্দিন শাহ ‘গদর ২’ নিয়ে নেতিবাচক মন্তব্য করেন। তিনি (Naseeruddin Shah) বলেন, “এই ধরনের ছবি সমাজের জন্য ক্ষতিকর। আপনাকে কাল্পনিক শত্রু তৈরি করতেই হবে ছবির মাধ্যমে। পরিচালকরা বুঝতে পারছেন না যে, তাঁরা যেটা করছেন, তা কতটা ক্ষতিকারক, সমাজে কতটা এর প্রভাব পড়ে। আমি কেরালা স্টোরি এবং গদর ২ এর মতো ছবি সত্যি দেখিনি। তবে জানি, এই সিনেমায় কী দেখানো হয়েছে। এই ছবির বক্তব্য যে শুধু দেশকে ভালোবাসলেই চলবে না, তা ঢাকঢোল বাজিয়ে প্রচার করতে হবে।”

    কাশ্মীর ফাইলস নিয়ে কী বলেছিলেন?

    তিনি (Naseeruddin Shah) আরও বলেন, “কাশ্মীর ফাইলস-এর মতো ছবিটিও এত জনপ্রিয় যে অপরদিকে সুধীর মিশ্র, অনুভব সিনহা এবং হংসল মেহতা দ্বারা নির্মিত ছবিগুলি আজকাল আর কারও চোখেই পড়ে না। তাঁরা তাঁদের সময়ের সত্যতা তুলে ধরেছিলেন। তবে আমি চাই তাঁরা যেন হতাশ হয়ে না পড়েন এবং ছবি তৈরি চালিয়ে যান।’

    ’দ্য কেরালা স্টোরি’ নিয়ে কটাক্ষের সুর

    সাক্ষাৎকারে ‘দ্য কেরালা স্টোরি’কেও তিনি বিতর্কিত ছবি বলেছেন। তিনি (Naseeruddin Shah) বলেন, “ভিড়’, ‘আফওয়া’, ‘ফরাজ’-এর মতো অসাধারণ ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু তা বক্স অফিসে একেবারে ব্যবসা করতে পারেনি। কোনও দর্শক সেই ছবি দেখতে যায়নি। আর এদিকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখার জন্য প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় উপচে পড়েছে। আমি ছবিটা দেখিনি আর দেখতেও চাই না। কারণ এর সম্পর্কে আমি  অনেক কিছু পড়ে ফেলেছি। আমরা সকলেই নাৎসি-অধ্যুষিত জার্মানির পথেই হাঁটতে শুরু করেছি।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share