Tag: Bollywood news

Bollywood news

  • Bollywood on KK Death: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা

    Bollywood on KK Death: কেকে-এর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড তারকারা

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে (KK) ওরফে কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। কেকে-র অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউড থেকে টলিউড তারকারা। কেকে কলকাতার নজরুল মঞ্চে কনসার্ট করতে এসেছিলেন এবং তাঁর শো শেষ হওয়ার পরেই অসুস্থ হয়ে পড়লে তাঁকে তৎক্ষণাৎ কলকাতার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর এই অকাল মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই অনেক বলিউড তারকা যেমন- অক্ষয় কুমার, বিশাল দাদলানি, রাহুল বৈদ্য সহ আরও অনেকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

    অক্ষয় কুমার শোকজ্ঞাপন করে লিখেছেন, “কেকে-এর অকালমৃত্যুর খবর শুনে খুবই দুঃখিত। ওম শান্তি!”

    [tw]


    [/tw]

    গায়ক তথা সুরকার বিশাল দাদলানি কেকে-এর কথা স্মরণ করে ট্যুইট করে লেখেন, “চোখের জল থামাতে পারছি না। কী অসাধারণ মানুষ ছিলেন তিনি। কি কন্ঠস্বর! কি হৃদয়! কেকে চিরকালের জন্য থাকবেন”।

    [tw]


    [/tw]

    গায়ক রাহুল বৈদ্য বলেন, “আমি কেকে-এর প্রয়াণের খবর পেলাম। ভালো মানুষদের মধ্যে একজন তিনি।খুব তাড়াতাড়িই চলে গেলেন।”

    [tw]


    [/tw]

    অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিও লেখেন, “কেকে আর নেই, বিশ্বাস করতে পারছি না।”

    [tw]


    [/tw]

    গায়ক আরমান মালিক এই বছরকে ভারতীয় সঙ্গীতের জন্য অন্ধকার বছর বলেছেন। তিনি লেখেন, “লতা দিদি, বাপ্পি দাদা, সিধু পাজির পর এবার কেকে। এই হারানোর ব্যথাকে ব্যক্তিগতভাবে অনুভব করতে পারছি।”

    [tw]


    [/tw]

    অভিনেতা ফারহান আখতার কেকে-র মৃত্যুর খবর পেয়ে তিনি মর্মাহত। তিনি ট্যুইটে লিখেছেন, “কেকে মারা গেছেন শুনে একেবারে স্তব্ধ হয়ে গেলাম, ভাই আপনি খুব তাড়াতাড়ি চলে গেছেন.. পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এটি হৃদয়বিদারক।”

    [tw]


    [/tw]

    করণ জোহর লিখেছেন, “এমন অবিশ্বাস্য প্রতিভার হঠাৎ মৃত্যু খুবই হৃদয় বিদারক।  বিনোদন জগতের একজন সত্যিকারের শিল্পীকে আজ আমরা  হারিয়েছে। ওম শান্তি।”

    [tw]


    [/tw]

    শোকজ্ঞাপন করেছেন সলমন খান, প্রিয়ঙ্কা চোপড়াও। সলমন লেখেন, সঙ্গীতের জন্য তুমি সকলের মনে থেকে যাবে। 

    [tw]


    [/tw]

    প্রিয়ঙ্কা লেখেন, 

    [tw]


    [/tw]

     

    এ আর রহমান লেখেন, 

    [tw]


    [/tw]

    হৃতিক রোশন লেখেন, 

    [tw]


    [/tw]

  • R Madhavan: পাঁজি দেখে মঙ্গলে রকেট পাঠায় ইসরো, মন্তব্যে ট্রোলড মাধবন

    R Madhavan: পাঁজি দেখে মঙ্গলে রকেট পাঠায় ইসরো, মন্তব্যে ট্রোলড মাধবন

    মাধ্যম নিউজ ডেস্ক: রথের দিনই মুক্তি পেতে চলেছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ (Rocketry : The Nambi Effect) সিনেমা। তার আগেই শিরোনামে ছবির পরিচালক তথা সিনেমার অন্যতম অভিনেতা আর মাধবন (R Madhavan)।  তাঁকে নিয়ে হইচই পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। ইসরোর (ISRO) বিজ্ঞানী নাম্বি নারায়ণের (Nambi Narayana) জীবনকাহিনী নিয়ে তৈরি করা হয়েছে ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। আর এই সিনেমার মধ্যে দিয়েই পরিচালক হিসাবে ডেবিউ করছেন মাধবন। ছবি মুক্তির আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।  মুভির প্রোমোশনে গিয়ে সাক্ষাৎকারে এমন এক মন্তব্য করেন, যা নিয়ে তাঁকে ট্রোল করা শুরু হয়।  কিন্তু কী এমন বললেন যার জন্য সোশ্যাল মিডিয়ায় চর্চার শিরোনামে এই অভিনেতা?

    আরও পড়ুন: চরিত্রের প্রয়োজনে ভেঙেছিলেন নিজের চোয়াল! খোলসা করলেন আর মাধবন

    সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি ইসরো ও মঙ্গল অভিযান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “হিন্দু পঞ্জিকা (Panchang) দেখেই মঙ্গলগ্রহে রকেট পাঠিয়েছিল ইসরো।” তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। ধেয়ে আসতে থাকে একের পর এক কটূক্তি। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন মাধবন।

    মাধবনের ভিডিও শেয়ার করে একজন ট্যুইটারে লেখেন, “বিজ্ঞান সকলের বোঝার বিষয় নয়। তা না জানাও কোনও অপরাধ নয়। কিন্তু কীভাবে এই কাজগুলি হয়, সে বিষয়ে জানা না থাকলে মুখ বন্ধ রাখাই উচিত।”

    [tw]


    [/tw]

    একজন বলেছেন “কয়েক মিনিট ধরে এমন ভয়ঙ্কর আত্মবিশ্বাসের সঙ্গে মাধবন যা বলে গেলেন ইসরোর মঙ্গল অভিযান নিয়ে, তা অত্যন্ত বোকামি বললেও ভুল হবে।”

    [tw]


    [/tw]

    কেউ বললেন,  ‘মাধবনকে ততক্ষণই ভাল লাগে, যতক্ষণ তিনি মুখ না খোলেন।”

    [tw]


    [/tw]

  • Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

    Bhool Bhulaiyaa 2: টিজার দেখে উচ্ছ্বসিত কার্তিক অনুরাগীরা, মুক্তির দিন ঘোষণা ভুলভুলাইয়া-২ এর

    Bhool Bhulaiyaa 2: বক্স অফিসে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ২০০৭ সালে মুক্তি পাওয়া বিদ্যা বালান(Vidya Balan), অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত হরর-কমেডি “ভুলভুলাইয়া” (Bhool Bhulaiyaa)। আজও সেই ছবি দর্শকদের স্মৃতিতে রয়ে গেছে। বেশ কিছুদিন যাবৎ শোনা যাচ্ছিল “ভুলভুলাইয়া ২” (Bhool Bhulaiyaa 2) এবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। কিন্তু কবে সেই ছবি সামনে আসবে, তা নিয়ে জল্পনা চলছিল। 

    এবার সব জল্পনার অবসান করে প্রকাশ্যে এল ভুলভুলাইয়া-২ এর প্রথম টিজার। সূত্রের খবর, এই ছবিতে মূল ভূমিকায় থাকছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) এবং কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। প্রথম টিজারে কার্ত্তিককে দেখেই তাঁর প্রেমে পড়ে গিয়েছেন অনুরাগীরা। এই ছবিতে অক্ষয় কুমারের জায়গায় দেখা যাবে তাঁকে। ‘রুহ বাবা’র প্রথম দর্শনেই ভাষা হারিয়েছেন তাঁর ভক্তরা। ভুলভুলাইয়া ২-এর টিজার কার্তিক তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করার সঙ্গে সঙ্গেই তাঁর ভক্তরা আবার তা রি-পোস্ট করেছেন।

    [tw]


    [/tw]

    কিছু নতুন এবং কিছু পুরনো মুখের মিশেলে তৈরি হচ্ছে ভুলভুলাইয়া-২। কিয়ারা ও কার্তিকের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন তাব্বু (Tabu)। আগের ছবির মতো এই ছবিতেও রয়েছেন রজপাল যাদব (actor Rajpal Yadav)। সদ্যমুক্তিপ্রাপ্ত টিজারে তাঁকেও দেখা গিয়েছে। এবারেও ভূতুরে বাড়ির প্রেক্ষাপটেই থাকবে নানা ঘটনা। টিজারের পাশাপাশি ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ২০ মে মুক্তি পাবে ভুলভুলাইয়া-২। আপাতত দেখার, ভুলভুলাইয়া-২ দর্শকের মনে কতটা ছাপ ফেলতে পারে।

     

  • KK Last Rites: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে 

    KK Last Rites: চোখের জলে শেষ বিদায়, মুম্বাইয়ের ভারসোভায় পঞ্চভূতে বিলীন কেকে 

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখের জলে কেকে-কে (KK) বিদায় জানালেন পরিবার-পরিজন-ভক্তরা। মুম্বাইয়ে ভারসোভা (Varsova) শ্মশানে গায়কের শেষকৃত্য (Last Rites) সম্পন্ন হল। মুখাগ্নি করলেন ছেলে নকুল কুন্নাথ। শেষ যাত্রায় উপস্থিত ছিলেন স্ত্রী জ্যোতি ও মেয়ে তামারা কুন্নাথ।   

    প্রিয় বন্ধুকে শেষবারের জন্যে দেখতে এদিন গায়কের বাড়িতে উপস্থিত ছিলেন শ্রেয়া ঘোষাল, হরিহরণ, অভিজিৎ ভট্টাচার্য, আকৃতি কক্কর, সেলিম মার্চেন্ট, রাঘব সাচার, সুদেশ ভোঁসলে, অলকা ইয়াগনিক, জাভেদ আলি, জাভেদ আখতার, শঙ্কর মহাদেবন-এর মত সঙ্গীত জগতের ব্য়ক্তিত্বরা। শ্মশানের বাইরে প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানের বাইরে উপস্থিত ছিলেন অসংখ্য গুনমুগ্ধ ভক্ত। চোখের জলে শেষ বিদায়। পঞ্চভূতে বিলীন হলেন কৃষ্ণকুমার কুন্নাথ। দুপুর সাড়ে তিনটে নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়। চিতার সামনেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী।

    আরও পড়ুন: প্রকাশ্যে কেকে-র অটোপসি রিপোর্ট, কী আছে রিপোর্টে?

    মঙ্গলবার কলকাতায় নজরুল মঞ্চে এক কলেজের অনুষ্ঠানে গান গাওয়ার পরে হোটেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন কেকে। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে গায়কের। বুধবার সকালে তাঁর পরিবার মুম্বাই থেকে কলকাতায় এসে পৌঁছয়। 

    আরও পড়ুন: শিল্পী বেঁচে থাকে তাঁর সৃষ্টিতে! কে কে-এর কালজয়ী ১০টি গান

    বুধবার কলকাতায় গানস্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানোর পর রাতে মুম্বই পৌঁছয় কেকে’র নশ্বর দেহ ৷ বিকেলেই কলকাতা থেকে মুম্বই রওনা দিয়েছিল শিল্পীর পরিবার ৷ তারা রাত সওয়া আটটা নাগাদ পৌঁছে যায় মুম্বইয়ে৷ ভারসোভা এলাকার পার্ক প্লাজা কমপ্লেক্সে থাকতেন কেকে ৷ সেখানকারই হলেই আজ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তাঁর দেহ শায়িত ছিল ৷ শিল্পীকে সেখানেই শেষশ্রদ্ধা জানান পরিজন, বন্ধুবান্ধব ও ভক্তরা ৷ এরপর শ্মশানের উদ্দেশ্যে শিল্পীকে নিয়ে রওনা হয় তাঁর পরিবার। 

    কেকে-র মৃত্যু নিয়ে নানা মহলে নানা জল্পনা থাকলেও, প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট বলছে মায়োকার্ডিয়াল ইনফার্কশনেই মৃত্যু হয়েছে গায়কের। 

     

     

     

     

LinkedIn
Share