Tag: bomb recovered

bomb recovered

  • Murshidabad: খড়গ্রামে গুলি, নবগ্রামে বোমা! মুখ্যমন্ত্রীর সভার দিন উত্তপ্ত মুর্শিদাবাদ

    Murshidabad: খড়গ্রামে গুলি, নবগ্রামে বোমা! মুখ্যমন্ত্রীর সভার দিন উত্তপ্ত মুর্শিদাবাদ

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভার দিনেই মুর্শিদাবাদে (Murshidabad) চলল গুলি। এদিন জেলায় সভা ছিল মুখ্যমন্ত্রীর। সভা শুরু আগে মুর্শিদাবাদের খড়গ্রামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা। হাতাহাতির মাঝেই গুলি চালানোর অভিযোগ। বুধবার দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ও ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। হাতাহাতিতে চলাকালীন এক যুবক পিস্তল বের করে পর পর দুই রাউণ্ড গুলি চালায় বলে অভিযোগ। 

    শুরু হয়েছে রাজনৈতিক তরজা

    এই ঘটনায় কংগ্রেসের (INC) ব্লক সভাপতি অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল কংগ্রেসের (TMC)  অঞ্চল সভাপতি আলতামাস কবীরের বিরুদ্ধে। যদিও গুলি চলার ঘটনা অস্বীকার করে, ঘটনাকে পারিবারিক অশান্তি বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছয় খড়গ্রাম থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে জেলায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভার দিন দিবালোকে গুলি চালানোর ঘটনায় প্রশাসনের সতর্কতা প্রশ্নের মুখে। গুলি চলার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি মাধ্যম। 

     নবগ্রামে বোমা উদ্ধার 

    অন্যদিকে এদিন বোমা উদ্ধার হল মুর্শিদাবাদের (Murshidabad)  নবগ্রামে। বুধবার সকালে রাস্তার পাশের একটি ঝোপে ব্যাগভর্তি তাজা বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে ওই এলাকা ঘিরে রাখে। বোমা উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squad) । জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) নবগ্রাম থানা এলাকার মুহুরুল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গ্রামদিঘি এলাকার রাজ্য সড়কের পাশের ঝোপে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়েরা। ব্যাগটিতে প্রচুর তাজা বোমা রাখা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। স্থানীয়দের নিরাপত্তার কথা ভেবে এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে (Bomb Squad)। মনে করা হচ্ছে ভোটে ব্যবহারের জন্য বোমা নিইয়ে আশা হয়েছিল। কিন্তু শেষ প্রাপকের কাছে পৌঁছনর আগেই তা বাজেয়াপ্ত হয়েছে। প্রসঙ্গত রাজ্য জুড়ে যে পরিমাণ বোমা উদ্ধার হচ্ছে তাতে ভোটর আবহ দক্ষিণবঙ্গে (South Bengal) পৌঁছলে অশান্তি বাড়ার ইঙ্গিত মিলেছে।

    আরও পড়ুন: রাতভর বিদ্যুৎহীন এলাকা! রাস্তাতেই রাত কাটালেন দক্ষিণ দমদমের বাসিন্দারা

    তৃণমূলকে আক্রমণ সুকান্তর

    বারবার বোমা উদ্ধারে তৃণমূলকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন,”তৃণমূলের বোমা তৈরি কুটির শিল্পে পরিণত হয়েছে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Malda: চতুর্থীর দিনেই শিশুদের হাতে ব্যাগ ভর্তি উদ্ধার বোমা! তীব্র আতঙ্কে গ্রামবাসী

    Malda: চতুর্থীর দিনেই শিশুদের হাতে ব্যাগ ভর্তি উদ্ধার বোমা! তীব্র আতঙ্কে গ্রামবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: ঠিক পুজোর আগে, চতুর্থীর দিনেই মালাদার (Malda) হরিশচন্দ্রপুরের ঝিকোডাঙা গ্রামে, ব্যাগ খুলতেই উদ্ধার হল তাজা বোমা। আর এই বোমাকে ঘিরে ব্যাপক চাঞ্চাল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় একটি ব্যাগকে খেলার ছলে কয়েকটি শিশু টেনে নিয়ে আসে। এরপর ব্যাগের মধ্যে একটি ছুরি দেখতে পায় তারা। এই ঘটনায় শিশুরা ভয় পেয়ে আশে পাশের লোকজনকে ডাক দেয়। এরপর এলাকার মানুষ ব্যাগ খুলতেই তাজা বোমা দেখাতে পায়। এই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বোমা উদ্ধারের ঘটনা, এই গ্রামে আগে কখনও ঘটেনি, তাই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। সেই সঙ্গে এলাকাবাসী প্রশ্ন তুলছেন পুলিশের ভূমিকা নিয়ে। 

    পুলিশের ভূমিকা (Malda)

    এলাকার (Malda) মানুষ ব্যাগে তাজা বোমা উদ্ধারের কথা জানিয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে যেতে অনেকটাই দেরি করে। এদিকে তাজা বোমা নিয়ে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে পড়লে, দ্রুত স্থানীয় ভিলেজ পুলিশ রাস্তার মধ্যে বোমা রেখে, জল ঢেলে নিষ্ক্রিয় করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা অভিযোগ করেন, কোনও প্রশিক্ষণ ছাড়া কীভাবে বোমা নিষ্ক্রয় করলেন ভিলেজ পুলিশ! জানা গেছে ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে জনবসতি। এতে বোমা বিস্ফোরণে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা ঘটার সম্ভাবনা ছিল।   

    রাজ্যে বোমা বিস্ফোরণে নিষ্ক্রিয় ছিল প্রশাসন

    পঞ্চায়েত ভোট মিটে গেলেও বোমা-বাজির বিস্ফোরণ এখনও রাজ্যে থামছে না। প্রশাসনের বিরুদ্ধে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের রীতিমতো প্রশ্রয় দেয় বলে বিরোধীরা বার বার অভিযোগ করে সরব হয়েছেন। আগেও মালদার (Malda) কালিয়াচক, হবিপুর, চাঁচল, গোলাঘর, বৈষ্ণবনগর, রতুয়া, অঞ্চলে একাধিকবার বোমা বিস্ফোরণ এবং উদ্ধারের ঘটনা ঘটেছিল।

    গত জুনমাসে মেদিনীপুরের ভূপতিনগরে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয় তিনজনের। এছাড়াও দত্তপুকুরের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৯ জনের। আবার কয়েকদিন আগেই বারাসতের দত্তপুকুরে বোমা বিস্ফোরণে তিনটি শিশু আহত হয়েছিল। তাঁদেরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করতে হয়েছিল। উল্লেখ্য, তারা সুতলি বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটে। রাজ্য জুড়ে ইতিমধ্যেই এগরা, পিংলা, সবং, ভাঙড়, ঘুটিয়ারীশরীফ, দুবরাজপুর, বজবজ, সামশেরগঞ্জ, কালিয়াচক, শীতলকুচি ইত্যাদি এলাকায় ব্যাপক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সব ক্ষেত্রেই বোমা বিস্ফোরণের সঙ্গে শাসক দলের দুষ্কৃতীরা অভিযুক্ত বলে, বিরোধীরা বারবার অভিযোগ করেন। মুখ্যমন্ত্রী বারবার অবৈধ বোমা এবং বাজি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও সেই কথা, কথামাত্রই সার। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার কথাই বারবার স্পষ্ট হয়ে উঠেছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Hooghly: গৃহবধূ তুলতে গিয়েছিলেন ঝিঙে, দেখতে পেলেন ১১ টি তাজা বোমা!

    Hooghly: গৃহবধূ তুলতে গিয়েছিলেন ঝিঙে, দেখতে পেলেন ১১ টি তাজা বোমা!

    মাধ্যম নিউজ ডেস্ক:  চুঁচুড়া স্টেশনের (Hooghly) অদূরেই আনন্দমঠ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির বারান্দা থেকে ১১ টি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। এদিন সকালের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পাশের বাড়ির এক গৃহবধূ ওই বোমাগুলি দেখতে পান। তিনি ভেবেছিলেন, গোলাকার ওই বস্তুগুলি বোধহয় নারকেল। কিন্তু কাছে গিয়ে ভুল ভাঙে। তিনি সঙ্গে সঙ্গে পাড়ার লোকজনদের খবর দেন। স্থানীয় জনপ্রতিনিধিও খবর পেয়ে আসেন। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। পুলিশ ওই পরিত্যক্ত বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করে। বস্তুত বিশাল সাইজের ওই বোমাগুলি দেখে পুলিশও অবাক। জায়গাটি সিল করে বোম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।

    কীভাবে হদিশ মিলল?

    স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে এলাকার (Hooghly) বাসিন্দা মমতা রায়ভৌমিক ঝিঙে তুলতে বাড়ি লাগোয়া জমিতে গিয়েছিলেন। ওই জমির পিছনেই একটি পরিত্যক্ত ঘর আছে। সেখানেই ওই ঘরের বারান্দায় অনেকগুলি বোমা পড়ে থাকতে দেখেন। ভয় পেয়ে পড়শিদের জানান তিনি। কিন্তু ওই বোমাগুলি এল কোথা থেকে? রেললাইন সংলগ্ন ওই এলাকা কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধানের বুথ। পঞ্চায়েত নির্বাচন সবে মিটেছে। তারপর এই বোমা উদ্ধার।

    বিজেপির কটাক্ষ, তৃণমূলের জবাব (Hooghly)

    স্থানীয় বিজেপি নেতা (Hooghly) সুরেশ সাউয়ের কটাক্ষ, ভোটে রিগিং করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, এই উদ্দেশ্যেই শাসক দল ওই বোমাগুলি ওখানে মজুত করেছিল। কিন্তু ওই এলাকায় আমাদের মজবুত সংগঠন। কিছু করতে পারেনি। তাই এবার নিজেরাই পুলিশকে খবর দিয়ে একটা নাটক তৈরি করে বোমাগুলি সরিয়ে দিল। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা তথা প্রাক্তন পঞ্চায়েত প্রধান দেবাশিষ চক্রবর্তী ( টুকুন) জানিয়েছেন, এসব দুষ্কৃতীদের কাজ। আমাদের এখানে শান্ত এলাকা। আজ অবধি ভোটে কোনওদিন অশান্তি হয়নি। তাই বোমা-গুলির প্রয়োজন এখানে হয় না। ওখানে কিছু বাইরের দুষ্কৃতী আনাগোনা করছে। পুলিশ ভালভাবে তদন্ত করলেই আসল ঘটনা বেরিয়ে আসবে।

    কী বলছে পুলিশ (Hooghly)?

    চুঁচুড়া থানার (Hooghly) এক আধিকারিক জানান, প্রাথমিকভাবে বোমই মনে হচ্ছে। ওই বাড়িটিতে গত ১০ বছর ধরে কেউ থাকে না। কীভাবে বোমাগুলি ওই জায়গায় এল, সে বিষয়ে আশপাশের বাড়িগুলিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের বক্তব্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে, কিছু অসামাজিক যুবক এখানে আনাগোনা করত। এটা তাদের কাজ হতে পারে। জোরদার তদন্ত চলছে। স্থানীয় কেউ জড়িত আছে, এটা নিশ্চিত।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share