Tag: Booster Dose For All Adults

Booster Dose For All Adults

  • new railway line: ১১৬ কিমি বিস্তৃত নয়া রেললাইন! যুক্ত করবে দুটি রাজ্য, তিনটি ধর্মীয় স্থানকে

    new railway line: ১১৬ কিমি বিস্তৃত নয়া রেললাইন! যুক্ত করবে দুটি রাজ্য, তিনটি ধর্মীয় স্থানকে

    মাধ্যম নিউজ ডেস্ক: তেরঙ্গা হিল-অম্বাজি-আবু রোড নতুন রেললাইন চালু করতে চলেছে কেন্দ্র।  ১১৬ কিমি বিস্তৃত এই রেললাইন তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর। খরচ পড়বে আনুমানিক দুই হাজার ৭৯৮ কোটি টাকা। নতুন এই প্রকল্পের কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    অনুরাগ জানান, নরেন্দ্র মোদি সরকার যোগাযোগ ব্যবস্থা সহজ করার জন্য এই নতুন রেললাইনের অনুমোদন দিয়েছে। তিনি বলেন,“এই প্রকল্পের আনুমানিক খরচ পড়বে ২৭৯৮.১৬ কোটি টাকা। ২০২৬-২৭ সালের মধ্যেই এই নয়া রেলপথের কাজ সম্পন্ন হবে। নতুন রেললাইন দুটি রাজ্য, তিনটি ধর্মীয় স্থানকে যুক্ত করবে। এই নয়া লাইনের ফলে মূল রেল লাইনে চাপ অনেকটা কমে যাবে।” 

    [tw]


    [/tw]

    গুজরাটের মেহসানা জেলায় অবস্থিত তেরঙ্গা একটি তিন-চূড়া পাহাড়। এটি বৌদ্ধ এবং জৈন দুই সম্প্রদায়ের মানুষের কাছেই তাৎপর্যপূর্ণ। গুজরাট পর্যটন দফতরের ওয়েবসাইট অনুসারে, এখানে অবস্থিত প্রাচীনতম জৈন মন্দিরটি ১২ শতকে নির্মিত হয়েছিল। এই পাহাড়ের নানা জায়গায় বৌদ্ধ স্মৃতিস্তম্ভগুলি চতুর্থ শতাব্দীর।

    মন্দির শহর অম্বাজি গুজরাটের বানাসকান্থা জেলায় অবস্থিত। এটি দেবী আরাসুরি অম্বার প্রধান মন্দির। যা প্রাক-বৈদিক যুগ থেকে পূজিত হয়ে আসছে। আবু রোড হল রাজস্থানের সিরোহিত জেলার একটি শহর। দেশের নানা প্রান্ত থেকে বহু পর্যটন-প্রেমী মানুষ এখানে আসেন। 

    আরও পড়ুন: কয়লা পাচার কাণ্ডে ফের তলব মলয় ঘটককে! ইডির সমন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ককেও

    বহুদিন ধরে রাজস্থান-গুজরাট দুই রাজ্যের মানুষ আমদাবাদ-আবু রোড বিকল্প এই রেললাইনের দাবি জানিয়ে আসছেন। কেন্দ্রের অভিমত, এই নতুন প্রকল্প মানুষের মধ্যে সংযোগ বাড়াবে। কম সময়ে অনেকটা পথ অতিক্রম করা যাবে। এই রেললাইনের মধ্য দিয়ে কৃষি ও স্থানীয় পণ্য দ্রুত আমদানি-রফতানি করা যাবে। এই প্রকল্পের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নও হবে। প্রকল্পটি রূপায়নের সময় আনুমানিক ৪০ লক্ষ মানুষ কাজ পাবেন। 

     

  • Free Covid Booster Dose: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! বড় ঘোষণা কেন্দ্রের

    Free Covid Booster Dose: প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ! বড় ঘোষণা কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (free booster doses of the coronavirus) দেবে সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) জানান, ১৫ জুলাই থেকে কেন্দ্রীয় সরকার আগামী ৭৫ দিনের জন্য আঠারোর্ধ্বদের বিনামূল্যে কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সরবরাহ করবে। সরকারি টিকা কেন্দ্রে এই সুবিধা মিলবে। দেশে প্রতিদিন ঊর্ধ্বমূখী করোনার গ্রাফ। এই সময়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্ত প্রাসঙ্গিক বলে অভিমত স্বাস্থ্য আধিকারিকদের।

    এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “স্বাধীনতার ৭৫ বছর হিসেবে Azadi ka Amrit Kaal পালনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আর এই উপলক্ষ্যেই ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হবে কোভিড বুস্টার ডোজ।” আপাতত শুধুমাত্র প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। বাকিদের টাকা দিয়ে নিতে হচ্ছে বুস্টার ডোজ। আগামী শুক্রবার থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিকই বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন। 

    [tw]


    [/tw]

    উল্লেখ্য, সম্প্রতি করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে নয় মাস থেকে ছয় মাস করা হয়েছে। প্রসঙ্গত, গত ১০ এপ্রিল থেকে দেশে ‘সুরক্ষামূলক কোভিড টিকা ডোজ’ (বুস্টার ডোজ) দেওয়ার কথা ঘোষণা করে সরকার। একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়, ১৮ ঊর্ধ্বরা বুস্টার ডোজ নিতে পারবেন। কিন্তু, করোনা টিকার প্রথম এবং দ্বিতীয় ডোজের মতো বুস্টার ডোজ বিনামূল্য পাওয়া যাবে না। বিভিন্ন অনুমোদন প্রাপ্ত ক্লিনিক থেকে অর্থ ব্যায় করে নিতে হবে বুস্টার ডোজ। কিন্তু, পরিসংখ্যান বলছিল, বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অনীহা দেখা যাচ্ছিল বহু মানুষের মধ্যেই। এদিকে করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞদের ধারণা সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    আরও পড়ুন: রাজ্যে গণতন্ত্র রক্ষার্থে গর্জে উঠুন বুদ্ধিজীবীরা, আহ্বান রাজ্যপালের

    এদিন মন্ত্রিসভার বৈঠকে তেরঙ্গা হিল-অম্বাজি-আবু রোড নতুন রেললাইন চালুর কথা জানান অনুরাগ। ১১৬ কিমি বিস্তৃত এই রেললাইন তৈরি করতে সময় লাগবে প্রায় চার বছর। খরচ পড়বে আনুমানিক দুই হাজার ৭৯৮ কোটি টাকা। এছাড়াও গুজরাতের ভদোদরায় গতিশক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার কথাও এদিন ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।

LinkedIn
Share