Tag: Boxing

Boxing

  • Boxer Mary Kom: ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের অবসর, ৪১-এ খুললেন গ্লাভস

    Boxer Mary Kom: ছ’বারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কমের অবসর, ৪১-এ খুললেন গ্লাভস

    মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিলেন কিংবদন্তি বক্সার মেরি কম। অলিম্পিক্স পদকজয়ী, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম ৪১-বছর বয়সে গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত নেওয়া পিছনে তাঁর বয়স সীমাই যে প্রধান কারণ তা উল্লেখ করেছেন তিনি। আর বক্সিং রিংয়ে নামবেন না মেরি।

    কেন এই সিদ্ধান্ত

    মেরি কম এখন ৪১ বছর বয়সি এবং ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (আইবিএ) শুধুমাত্র চল্লিশ বছর বয়স পর্যন্ত পুরুষ এবং মহিলা বক্সারদের প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুমতি দেয়। এই নিয়ম অনুযায়ী, ১৯ থেকে ৪০ বছরের মধ্যে পুরুষ ও মহিলা বক্সারদের বয়সের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়। অবসরের কথা ঘোষণার পর মেরি বলেন, “আমি এখনও ক্ষুধার্ত। কিন্তু বয়সজনিত নিয়মের কারণে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারব না। আরও খেলতে চাই, কিন্তু আমার বয়স আমাকে থামতে বাধ্য করল। আমায় অবসর নিতে হল। আমি আমার জীবনে সব কিছু অর্জন করেছি।”

    মেরির রেকর্ড

    ১৯৮২ সালে মণিপুরের কাঙ্গাথেই গ্রামে জন্ম মেরির। ১৮ বছর বয়সে পেনসিলভেনিয়ায় বক্সিং প্রতিযোগিতায় ৪৮ কেজি বিভাগে রানার-আপ হয়ে সকলের নজর কাড়েন। এর কয়েক বছর পরেই প্রথম ভারতীয় মহিলা হিসেবে বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জেতেন। ২০০৫, ২০০৬, ২০০৮ এবং ২০১০ সালেও তিনি জেতেন এই পদক। মেরি বক্সিং ইতিহাসে প্রথম মহিলা বক্সার যিনি ছ’বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়নও হয়েছেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা বক্সার যিনি ২০১৪ সালে এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। ২০১২ সালের অলিম্পিক গেমসেও পদক জেতেন তিনি। ২০০৩ সালে অর্জুন পুরষ্কার, ২০০৬-এ পদ্মশ্রী, ২০১৩-এ পদ্মভূষণ এবং ২০২০ সালে পদ্মবিভূষণে সম্মানিত করা হয় মেরিকে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    Asian Games 2023: সেঞ্চুরি চান মোদি! এশিয়াডে ভারতের পদকসংখ্যা ৭০ পেরোতেই কী বললেন প্রধানমন্ত্রী?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে পদকসংখ্যা ১০০ বা তার বেশি করার লক্ষ্য নিয়েই এবারের এশিয়ান গেমস (Asian Games 2023) শুরু করেছে ভারত। ভারতীয় দলের লক্ষ্য ছিল, ‘এ বার ১০০ পার।’ ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে ভারত পেয়েছিল ৭০টি পদক। এর আগে পর্যন্ত ভারতের সর্বাধিক পদকসংখ্যাই ছিল ৭০। এবার সেই সংখ্যা পেরিয়ে যেতেই ভারতীয় খেলোয়াড়দের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা

    বুধবার সকালে তিরন্দাজিতে সোনা পায় ভারত। তারপরই মোদি লেখেন, ‘‘এশিয়ান গেমসে ভারত এ বারই সব থেকে বেশি উজ্জ্বল। ৭১ পদক আমাদের সব থেকে ভাল ফল। ভারতীয় অ্যাথলিটদের দায়বদ্ধতা, পরিশ্রম ও খেলোয়াড়ি মানসিকতার ফল পাচ্ছি। প্রতিটা পদকের নেপথ্যে রয়েছে এক কঠিন লড়াইয়ের গল্প। দেশের কাছে এক গর্বের মুহূর্ত। প্রত্যেক অ্যাথলিটকে শুভেচ্ছা।’’

    সোনা জয়ের রেকর্ড

    শুধু মোট পদকসংখ্যা নয়, সোনা জয়ের ক্ষেত্রেও নজির গড়েছে ভারত। জাকার্তায় ১৬টি সোনা জিতেছিল দেশ। এ বার ইতিমধ্যেই ১৬টি সোনা জেতা হয়ে গিয়েছে। অর্থাৎ, আর একটি সোনা জিতলেই এশিয়ান গেমসে এক বছরে সর্বাধিক সোনা জেতার রেকর্ডও করে ফেলবে ভারত। তিরন্দাজিতে একটি ইভেন্টের ফাইনাল খেলতে নামবেন ভারতেরই দুই প্রতিযোগী। সেখানে সোনা-রুপো নিশ্চিত। অর্থাৎ, সোনা জয়ের ক্ষেত্রেও ভারত নজির গড়ে ফেলেছে তা বলাই যায়। এবারের এশিয়ান গেমসে (Asian Games 2023) ৭৪টি পদকের মধ্যে ২৩টি পদক এসেছে অ্যাথলেটিক্সে। পিছিয়ে নেই শ্যুটিংও। ২৩টি পদক এনেছেন ভারতের শ্যুটারেরা। অর্থাৎ, ৭৪টি পদকের মধ্যে শুধু এই দু’টি খেলাতেই ৪৬টি পদক জিতেছে ভারত।

    আরও পড়ুন: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    রুপো লভলিনার, হকির ফাইনালে ভারত

    মেরি কমের পর ভারতের দ্বিতীয় মহিলা বক্সার হিসেবে এশিয়ান গেমসের (Asian Games 2023) ফাইনালে পা রেখেছিলেন লভলিনা বরগোহাইন (Lovlina Borgohain)। কিন্তু ইতিহাস তৈরি করতে পারলেন না। এশিয়ান গেমস থেকে সোনা জেতা হল না অসমের মেয়ের। চিনের বক্সার কিয়ান লি-র বিরুদ্ধে রুপোতে থামতে হল লভলিনাকে। ৭৫ কেজি বিভাগের ফাইনালে ওঠার পাশাপাশি প্যারিস অলিম্পিকের টিকিটও জোগাড় করে নিয়েছিলেন। কিন্তু ফাইনালে সেই প্রাধান্য রাখতে পারলেন না। মহিলাদের ৫৪-৫৭ কেজি বক্সিংয়ের সেমিফাইনালে ব্রোঞ্জ জিতেছেন পারভিন হুডা। পারভিন সেমিফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন ইউ টিং-এর কাছে হেরে গিয়েছেন। স্কোয়াশে মিক্সড ডাবলসে  ব্রোঞ্জ পেলেন আনাহত সিং-অভয় সিং জুটি।

    এশিয়ান গেমসের ফাইনালে উঠল ভারতের পুরুষ হকি দল। বুধবার সেমিফাইনালে তারা ৫-৩ গোলে হারিয়ে দিল দক্ষিণ কোরিয়াকে। গোল করলেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। ফাইনালে ভারত খেলবে চিন বনাম জাপান ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Women’s World Boxing Championships: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    Women’s World Boxing Championships: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের (Women’s World Boxing Championships) আসরে ভারতীয় বক্সারদের দাপট। চারটে রুপো নিশ্চিত করলেন চার বক্সার। ফাইনালে পৌঁছে গিয়েছেন চার বক্সার নীতু ঘনঘাস (Nitu Ghanghas), নিখাত জারিন (Nikhat Zareen), লভলিনা বরগোহাইঁ (Lovlina Borgohain) ও স্বাতী বোড়া।

    ম্যাচের বিবরণ

    ভারতের সামনে চার চারটি সোনা জয়ের হাতছানি। এদিন ভারতীয় বক্সারদের (Women’s World Boxing Championships) মধ্যে সর্বপ্রথম মাঠে নামেন নীতু। ৪৮ কেজি বিভাগে কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হয়েছিলেন নীতু। গতবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে আলুয়ার বিরুদ্ধে নীতুকে হারতে হয়েছিল। তবে এ বার মধুর প্রতিশোধ নিলেন নীতু।  ৫-২ স্প্লিট ডিসিশনে ম্যাচ জিতে নেন নীতু। ৫০ কেজি বিভাগে ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে রিও অলিম্পিক্সের ব্রোঞ্জ পদকজয়ী ইনগ্রিট ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিলেন গত বারের চ্যাম্পিয়ন নিখাত। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখেন নিখাত। সেমিফাইনালে ৫-০ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারান জারিন। 

    আরও পড়ুন: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    দাপট অব্যাহত লভলিনার

    ৭৫ কেজি বিভাগে ফাইনালে পৌঁছেছেন অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাইঁ। তাঁকে ঘিরে স্বপ্ন দেখছে ভারত। দুই বারের অলিম্পিক পদকজয়ী, চিনের লি কিয়ানের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে নিজের জায়গা পাকা করেন লভলিনা। প্রথম রাউন্ডে দুই তারকাই একে অপরকে কড়া টক্কর দেন। ৩-২ প্রথম রাউন্ড জিতে নেন লভলিনা। স্প্লিট ডিসিশনে শেষমেশ টোকিও অলিম্পিক্সে রুপোজয়ী কিয়ানকে হারান অসমের লভলিনা। দিনের শেষ ম্য়াচে ৮১ কেজি বিভাগে অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ এম্মা গ্রিনট্রিকে হারান স্বাতী।  ৪-৩ ব্যবধানে জেতেন ভারতীয় বক্সার। চার কন্যা ফাইনালে উঠে রুপো জয় নিশ্চিত করলেও ভারতীয় সমর্থকদের আশা, শনি ও রবিবার ফাইনালের আসরে তাঁরা যেন সোনার মেয়ে হয়েই দেশে ফেরেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • 2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    2023 Sports Events: ২০২৩ সালে বিশ্বব্যাপী এই ইভেন্টগুলোয় নামবেন ভারতীয় ক্রীড়াবিদরা, জানেন তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২২ সালের মতো ২০২৩ সালেও দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় (2023 Sports Events) দেখার সুযোগ মিলবে। ভারতবর্ষের মতো দেশ বিশ্ব ফুটবলে ১০৬ নম্বরে থাকলেও যে উন্মাদনা ফুটবল বিশ্বকাপ জুড়ে দেখা গেছে, তাতে বোঝা যায় খেলার প্রতি এই দেশের আগ্রহ ঠিক কতটা রয়েছে। এই বছর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন ইভেন্ট (2023 Sports Events) অনুষ্ঠিত হবে। কিছু ইভেন্টের আয়োজক থাকছে আমাদের দেশ।  বিশ্বকাপ প্রতিযোগিতা থেকে এশিয়ান চ্যাম্পিয়নশিপ সবকিছুই থাকছে চলতি বছরে। গত কয়েক বছরে এই সমস্ত ইভেন্ট বন্ধ হয়ে গেছিল করোনার জন্য কিন্তু আবার তা শুরু হতে চলেছে।

    চলতি বছর কোন কোন প্রতিযোগিতায় (2023 Sports Events) ভারতীয় ক্রীড়াবিদদের দেখার সুযোগ পাব সেগুলি একবার চোখ বুলিয়ে নেব—

    পুরুষদের হকি বিশ্বকাপ (Mens Hockey World Cup)

    বছরের শুরুটাই হবে হকির বিশ্বকাপ প্রতিযোগিতার মধ্যে দিয়ে। সবথেকে বড় কথা এই বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করছে ভারত। যেটি অনুষ্ঠিত হবে ওড়িশায়, চলতি মাসের ১৩ থেকে ২৯ তারিখ অবধি। প্রসঙ্গত ২০১৮ এর হকি বিশ্বকাপও ওড়িশাতে হয়েছিল, যেখানে ভারত নেদারল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হয়েছিল। কিন্তু তারপর থেকে ভারতীয় টিম যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে এবং ২০২১-এর অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল আনতে সক্ষম হয়েছে। ২০২২ এর কমনওয়েলথ গেমসে ভারত রুপো এনেছে। ভারত Group-D তে আছে। যেখানে রয়েছে ইংল্যান্ড এবং স্পেনের মতো প্রতিপক্ষ। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি হবে এবং সেটা স্পেনের বিপক্ষে।

    এশিয়ান গেমস (Asian Games)

    এশিয়ান গেম ভারতীয় অ্যাথলিটদের জন্য বড় পরীক্ষা হতে চলেছে। চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট (Sports Events) । এই এশিয়ান গেম ২০২৪ অলিম্পিক্সের জন্য একটি রিহার্সাল বলা যেতে পারে। 

    ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup)

    ক্রিকেটে ভারতের টিম সর্বদাই ফেভারিট থাকে। চলতি বছরে তিন ধরনের বিশ্বকাপ দেখার সুযোগ ভারতীয়রা পাবেন। একটি হচ্ছে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটি ফেব্রুয়ারি মাসে হবে তারপরে একদিনের ক্রিকেট বিশ্বকাপ যেটি অক্টোবর মাসে হবে এবং মহিলা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যেটা চলতি মাসেই শুরু হবে।

    অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (Athletics World Championships)

    অগাস্ট মাসে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। ১৯ অগাস্ট থেকে ২৭ অগাস্ট ২০২৩ অবধি এই প্রতিযোগিতা চলবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

    এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ (Asian Wrestling Championships)

    এটিরও আয়োজক থাকছে আমাদের দেশ ভারত এবং এই প্রতিযোগিতা (Sports Events) হবে দিল্লিতে। মার্চের ২৮ তারিখ থেকে এপ্রিলের ২ তারিখ অবধি চলবে প্রতিযোগিতা। 

    ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ (World Wrestling Championships)

    এখনও পর্যন্ত ওয়ার্ল্ড রেসলিং প্রতিযোগিতার তারিখ ঠিক করা সম্ভব হয়নি। তবে মনে করা হচ্ছে এটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। প্রতিযোগিতা হবে সার্বিয়াতে। 

    বক্সিং (Boxing) এর বিশ্ব প্রতিযোগিতা

    মহিলাদের জন্য বক্সিং এর বিশ্ব প্রতিযোগিতা হবে মার্চে এবং পুরুষদের জন্য মে মাসে। মহিলাদের বক্সিং বিশ্বকাপ আয়োজন করবে ভারত। প্রসঙ্গত, ২০০৬, ২০১৮ এর পরে এবছরও আবার ভারত এই প্রতিযোগিতায় আয়োজক দেশ থাকছে। অন্যদিকে মে মাসে পুরুষদের বক্সিং প্রতিযোগিতা হবে উজবেকিস্তানে। মে মাসের ১ থেকে ১৪ তারিখ অবধি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Commonwealth Games: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

    Commonwealth Games: পদক তালিকায় সপ্তম স্থানে ভারত! একনজরে বার্মিংহামের অষ্টম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) আপাতত পদক তালিকায় সপ্তম স্থানে (7th in medal tally) রয়েছে ভারতীয় দল। ইতিমধ্য়েই ছয়টি সোনা, সাতটি রুপো এবং সমসংখ্যক ব্রোঞ্জ মিলিয়ে মোট ২০টি পদক জিতে নিয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। তবে গতবার গোল্ড কোস্টে তৃতীয় স্থানে শেষ করলেও, গেমসের প্রথম সপ্তাহ শেষে অনেকটাই পিছিয়ে রয়েছে ভারত।  প্রথম দুই স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তারা যথাক্রমে ৫০টি সোনা-সহ মোট ১৩০ টি পদক ও ৪২টি সোনা-সহ মোট ১১৫টি স্বর্ণপদক জিতে অনেকের থেকেই এগিয়ে গিয়েছে। কানাডা ও নিউজিল্যান্ড যথাক্রমে পদক তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। তবে আসন্ন দিনে ভারত পদক তালিকায় বেশ কিছুটা এগোতে পারে, বলে মনে করা হচ্ছে।

    আজ, শুক্রবার চলতি কমনওয়েলথ গেমসের আট নম্বর দিন। এই আসরে এখনও পর্যন্ত নিষ্ফলা দিন কাটায়নি ভারত। রোজই দেশের ঝুলিতে এসেছে পদক। আজ থেকে নামবেন দেশের কুস্তিগীররা। বজরং পুনিয়া, দীপক পুনিয়া, সাক্ষী মালিকদের থেকে দেশবাসীর প্রত্যাশা অনেক। এছাড়া রয়েছে মেয়েদের হকির সেমিফাইনাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতা মানেই পদক নিশ্চিত। রয়েছে টেবল টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশ, অ্যাথলেটিক্সও। একনজরে অষ্টম দিনের ক্রীড়াসূচি: 

    অ্যাথলেটিক্স

    মেয়েদের ১০০ মিটার হার্ডলস (দুপুর ২:৫৬)

    পুরুষদের ৪x৪০০ মিটার রিলে (নোয়া টম, জ্যাকব, নাগানাথন পান্ডি, মহম্মদ আনাস) বিকেল ৪.০৭

    মেয়েদের লং জাম্প কোয়ালিফিকেশন (বিকেল ৪.১০)

    মেয়েদের ২০০ মিটার সেমিফাইনাল- হিমা দাস (রাত ১২.৪৫)

    আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

    ব্যাডমিন্টন

    মেয়েদের সিঙ্গলস – রাউন্ড অব ১৬ ম্যাচ- পিভি সিন্ধু বনাম হুসিনা কোবুগাবে (বিকেল ৩.৩০)

    পুরুষদের সিঙ্গলস ম্যাচ – রাউন্ড অব ১৬ – কিদাম্বী শ্রীকান্ত বনাম দুমিন্দু অ্যাবেউইকরামা (বিকেল ৩.৩০)

    পুরুষদের সিঙ্গলসের ম্যাচ – রাউন্ড অব ১৬ –  লক্ষ্য সেন (রাত ১১টা)

    এছাড়া পুরুষ ও মহিলাদের ডাবলস ম্যাচ রয়েছে।

    হকি

    মেয়েদের সেমিফাইনাল – ভারত বনাম অস্ট্রেলিয়া (দুপুর ১২.৪৫)

    স্কোয়াশ

    মেনস ডাবলস – রাউন্ড অব ১৬- বিকেল ৫.১৫

    মিক্সড ডাবলস –  কোয়ার্টার ফাইনাল (জ্যোৎস্না চিনাপ্পা ও হরিন্দর পাল সান্ধু) রাত ৮.১৫

    ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (জ্যােৎস্না চিনাপ্পা ও দীপিকা পাল্লিকাল) রাত ১০.৩০

    ওমেন্স ডাবলস – কোয়ার্টার ফাইনাল (অনাহত সিং-সুনয়না কুরুভিলা) রাত ১১.১৫

    মিক্সড ডাবলস – কোয়ার্টার ফাইনাল (দীপিকা পাল্লিকাল ও সৌরভ ঘোষাল) রাত ১২টা

    আরও পড়ুন: আদালতের হস্তক্ষেপে বার্মিংহাম যাত্রা! বাকিটা ইতিহাস, কমনওয়েলথে হাই জাম্পে প্রথম পদক, ব্রোঞ্জ তেজস্বীনের

    টেবল টেনিস

    মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (মনিকা বাত্রা ও দিয়া চিতালে) বিকেল ৪.৩০

    পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সাথিয়ান গণেশেখরন) বিকেল ৫.৪৫

    পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (শরথ কমল)  বিকেল ৫.০০টা

    পুরুষদের সিঙ্গলস – রাউন্ড অব ৩২ (সানিল শেট্টি) বিকেল ৫.৪৫

    মেয়েদের ডাবলস – রাউন্ড অব ৩২ (সৃজা আকুলা-রীথ টেনিসন) রাত ৯.৩০

    কুস্তি

    পুরুষদের ১২৫ কেজি বিভাগ – মোহিত গারেওয়াল – বিকেল ৩.০০

    পুরুষদের ৬৫ কেজি বিভাগ – বজরং পুনিয়া

    মহিলাদের ৫৭ কেজি বিভাগ – অংশু মালিক

    পুরুষদের ৮৬ কেজি বিভাগ – দীপক পুনিয়া

    মহিলাদের ৬৮ কেজি বিভাগ – দিব্যা কাকরান

    মহিলাদের ৬২ কেজি – সাক্ষী মালিক

     
LinkedIn
Share