Tag: Boycott IPL Trending On Twitter

Boycott IPL Trending On Twitter

  • #BoycottIPL Trending On Twitter: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    #BoycottIPL Trending On Twitter: এশিয়া কাপে বিদায় ভারতের, দাবি উঠছে আইপিএল বয়কটের

    মাধ্যম নিউজ ডেস্ক: সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপ থেকে ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। যতটুকু আশা জিইয়ে ছিল, সেটাও শেষ বুধবার রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তান ১ উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দেওয়ায়। এই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার প্রাপ্তির ঝুলি শূন্য। আজ, বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধেও রোহিত শর্মারা জিততে পারবেন কিনা, তা নিয়ে ভারতীয় সমর্থকরা যথেষ্টই সন্দিহান। কারণ, স্বল্পপুঁজি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আফগান স্পিনাররা দুর্দান্ত লড়াই ছুড়ে দিয়েছিলেন।

    আরও পড়ুন: বাজিমাত বাংলার! ভারতীয় ফুটবল ও ক্রিকেটের মসনদে দুই বাঙালির দাপট

    তবে প্রশ্ন উঠছে, এশিয়া কাপে অন্যতম ফেভারিট হয়েও ভারতের এই হতাশাজনক পারফরম্যান্স কেন? কোথায় ভুলচুক হল, তা খুঁজতেই ব্যস্ত কোচ রাহুল দ্রাবিড় ও টিম ম্যানজেমেন্ট। তবে রোহিত শর্মার দলের হতশ্রী পারফরম্যান্সে বেজায় চটেছেন সমর্থকরা। বিশেষ করে শ্রীলঙ্কার মতো আর্থিক অনটনে ভোগা একটা দেশের ক্রিকেটারদের লড়াকু মানসকিতার প্রশংসা শোনা যাচ্ছে সর্বত্র। আর তাতেই ভারতীয় সমর্থকদের ক্ষোভ গিয়ে পড়েছে আইপিএলের উপর। বিশ্বের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট বয়কটেরও #BoycottIPL ডাক দিয়েছেন অনেকে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হচ্ছে।

     

    আসলে, আইপিএল খেলে বিরাট কোহলি, রোহিত শর্মারা কোটি কোটি টাকা উপার্জন করেন। এই টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ত্ব বিক্রি করে বিসিসিআই হাজার হাজার কোটি টাকা পায়। কিন্তু টুর্নামেন্টের সুফল ভারতীয় ক্রিকেট পাচ্ছে কি?

    গতবছর টি-২০ বিশ্বকাপে এভাবেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই মরুদেশ সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপে মুখ থুবড়ে পড়ল রোহিত বাহিনী। অনেকে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করছেন, ভারতীয় ক্রিকেটাররা এখন দেশের হয়ে সেরাটা মেলে ধরতে উৎসাহিত হন না। কারণ, তাঁরা আইপিএলের জন্য সেরা পারফরম্যান্সটা তুলে রাখেন। কোটিপতি লিগে ভালো খেললে যেমন প্রচুর অর্থ পাওয়া যায়, তেমনি ভবিষ্যতে নিলামের দরও বাড়ে। তাই শ্রীলঙ্কার মতো দলের কাছে হারলেও কোনও আক্ষেপ দেখা যায় না ক্রিকেটারদের মধ্যে। বরং স্টেডিয়ামে কিংবা টিভির সামনে সমর্থকরা অঝোরে চোখের জল ফেলেন। সমর্থকদের আবেগের কোনও মূল্য নেই।

LinkedIn
Share