Tag: Brazil Football

Brazil Football

  • FIFA World Cup 2026: চূড়ান্ত ফিফা বিশ্বকাপের গ্রুপ, আর্জেন্টিনা-ব্রাজিল কে কার বিরুদ্ধে খেলবে আগামী বছর?

    FIFA World Cup 2026: চূড়ান্ত ফিফা বিশ্বকাপের গ্রুপ, আর্জেন্টিনা-ব্রাজিল কে কার বিরুদ্ধে খেলবে আগামী বছর?

    মাধ্যম নিউজ ডেস্ক: চূড়ান্ত হয়ে গেল ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের সব গ্রুপ। শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হয়ে গেল বিশ্বকাপের গ্রুপবিন্যাস। এই প্রথমবারের মত ৪৮টি দলের টুর্নামেন্ট হতে চলেছে। ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্সের মতো দেশ জেনে গেল তাদের প্রতিপক্ষের নাম। চারটি দলের ১২টি গ্রুপ রয়েছে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ফ্রান্স একটু কঠিন গ্রুপে। গ্রুপ পর্বেই দেখা যাবে কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ডের লড়াই। পর্তুগালেরও লড়াই তেমন কঠিন নয়। আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।

    গ্রুপ অফ ডেথ নেই বললেই চলে

    পরের বছরই প্রথম বার ৪৮টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। দেশের সংখ্যা বেড়ে যাওয়ায় ড্র সহজ হতে পারে, এমন অনুমান আগেই করা হয়েছিল। আদপে হলও তাই। ১২টি গ্রুপের কোনওটিকেই সে ভাবে ‘গ্রুপ অফ ডেথ’ বা মারণগ্রুপ বলা যায় না। তিনটি শক্তিশালী দেশ রয়েছে, এমন গ্রুপ হয়ইনি। গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোস্ট মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে থাকবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল। এদিনই প্রকাশ্যে আসে ২০২৬ বিশ্বকাপের থিম সং ‘ডিজায়ার’। সেই গান পরিবেশন করেন ব্রুস স্প্রিংস্টিন এবং নিকোল শারজিঙ্গার।

    কোন গ্রুপে কোন দল রয়েছে

    গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

    গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

    গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

    গ্রুপ ডি : মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

    গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

    গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

    গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

    গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

    গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

    গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

    গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

    গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

  • Paris Olympics 2024: আর্জেন্টিনার কাছে হেরে প্যারিস অলিম্পিকে যেতে পারল না ব্রাজিল

    Paris Olympics 2024: আর্জেন্টিনার কাছে হেরে প্যারিস অলিম্পিকে যেতে পারল না ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: অলিম্পিক্সে সোনা জয়ের হ্যাটট্রিক করতে পারত ব্রাজিল, কিন্তু চির প্রতিদ্বন্দ্বি  আর্জেন্টিনার কাছে হার মানতে হল। ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জনের জন্য শেষ ম্যাচে ড্র করতে হত ব্রাজিলকে। কিন্তু সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে গেল তারা। ফলে অলিম্পিক্সে দেখা যাবে না গত দু’বারের সোনাজয়ীদের। ব্রাজিলকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে আর্জেন্টিনা। 

    কারা কারা খেলবে

    ২০১৬ সালে রিও অলিম্পিক্স এবং ২০২০ টোকিও গেমস, পরপর দুই অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল ব্রাজিল।  এ বার ভেনেজুয়েলায় যোগ্যতা অর্জন পর্ব চলছিল। সেখানেই শেষ ম্যাচে লুসিয়ানো গনডৌয়ের করা একমাত্র গোলে জিতল আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতেছিল আর্জেন্টিনা। তাদের কাছে সুযোগ তৃতীয় বার সোনা জেতার। দক্ষিণ আমেরিকা থেকে অলিম্পিক্সে সুযোগ পাওয়া অপর দেশ প্যারাগুয়ে। তাঁরা আয়োজক ভেনেজুয়েলার বিরুদ্ধে ২-০ জয় পায়। প্যারাগুয়ের হয়ে মিডফিল্ডার দিয়োগো গোমেজ ম্যাচের ৪৮তম মিনিটে পেনাল্টি স্পট থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দলের ফরোয়ার্ড মার্সেলো পেরেজ ৭৫ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় সুনিশ্চিত করেন। এই জয়ের পর আর্জেন্টিনাকে পিছনে ফেলে গ্রুপ শীর্ষে থেকে প্যারিসের ছাড়পত্র জোগাড় করে প্যারাগুয়ে।

    আরও পড়ুন: ‘‘আমি রাক্ষস, গোগ্রাসে খাই’’, হাসপাতাল থেকে বেরিয়ে কেন বললেন মিঠুন?

    খেলতে পারেন মেসি

    যোগ্যতা অর্জন পর্বে শুধুমাত্র অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের খেলাতে পেরেছিল দলগুলি। কিন্তু অলিম্পিক্সে তিন জন সিনিয়র ফুটবলার খেলানো যাবে। আর্জেন্টিনার কোচ হাভিয়ের মাসচেরানো চাইছেন, লিয়োনেল মেসি খেলুন। ২০০৮ সালে অলিম্পিক্সে সোনা জিতেছিলেন মেসি। লিয়োর এক সময়ের সতীর্থ মাসচেরানো বলেন, “সবাই জানে লিয়োর সঙ্গে আমার সম্পর্ক কেমন। ওর জন্য দরজা খোলা আছে। আমরা ওকে অনুরোধ করব। খেলবে কি না সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ ওর ওপর নির্ভরশীল।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    Lionel Messi: মাঠ ছাড়লেন মেসি! আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচে রণক্ষেত্র মারাকানা

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে (Brazil vs Argentina)। কিন্তু খেলা শুরুর আগেই ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি (Lionel Messi)। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ। পুলিশ এবং সমর্থকদের সঙ্গে দফায় দফায় মারামারি, গ্যালারিতে হাতাহাতি দেখে বিস্মিত হয়ে যান ফুটবলাররা। 

    দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি

    বুধবার ভারতীয় সময় ভোর ৬টা নাগাদ বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে ব্রাজিলের রিও ডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা (Brazil vs Argentina)। ম্যাচকে ঘিরে উত্তেজনা ছিল তুঙ্গে। প্রথা মাফিক দুই দেশের ফুটবলাররা জাতীয় সংগীতের জন্য মাঠে সার দিয়ে দাঁড়িয়েছিলেন। তখনই গ্যালারিতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে তুমুল তর্কাতর্কি বাধে। যা মুহুর্তের মধ্যে হাতাহাতিতে গড়ায়। সেখানে আর্জেন্টিনার সমর্থকদের বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে পুলিশকে।

    দৃশ্যটি চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন  লিওনেল মেসি। যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবেন না বলে মাঠ থেকে বেরিয়েন যান তিনি। তাঁকে অনুসরণ করেন অন্য খেলোয়াড়রাও। মাঠ ছাড়ার আগে অবশ্য কর্ম-কর্তাদের সঙ্গে কথা বলেন মেসি। এরপরই ‘আমরা খেলছি না, আমরা বেড়িয়ে যাচ্ছি,’ একথা বলতে শোনা যায় তাঁকে।

    ম্যাচ আপডেট

    ব্রাজিল-আর্জেন্টিনার (Brazil vs Argentina) খেলা মানেই উত্তেজনার পারদ চড়বে। বছর দুই আগে ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা। সেবার সাও পাওলোতে ম্যাচ শুরুর কয়ের মিনিট পরেই ব্রাজিলের হেলথ এজেন্সির কর্মকর্তারা মাঠে ঢুকে খেলা পণ্ড করেন। এদিন অবশ্য কর্মকর্তাদের মধ্যস্থতায় মাঠে নামেন মেসিরা (Lionel Messi)। প্রায় আধ ঘণ্টা পর সাড়ে ৬টা নাগাদ খেলা শুরু হয়। এদিন খেলায় ঘরের মাঠে হারতে হয় ব্রাজিলকে। আর্জেন্টিনার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন  নিকোলাস ওটামেন্ডি। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    FIFA World Cup: সাম্বা ঝড়ে উড়ে গেল কোরিয়ানরা! ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

    মাধ্যম নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছে গেল ব্রাজিল। নেইমার ফিরে আসায় ব্রাজিল যেন তার ছন্দে ফিরে এসেছে। এদিনের ম্যাচে ব্রাজিলের কাছে এক মুহূর্তও টিকতে পারেনি সাউথ কোরিয়া। ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলের চার গোল। ম্যাচ ছিল ৯০ মিনিটের। কিন্তু ৪৫ মিনিটেই শেষ করে দিলেন রিচার্লিসনরা। ফলে সাউথ কোরিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল ব্রাজিল। সাম্বা-ঝড়ে খুঁজেই পাওয়া গেল না কোরিয়ানদের।

    প্রথমার্ধেই চার গোল ব্রাজিলের

    প্রথম একাদশে খেলেছেন নেইমার। যা দেখে উচ্ছ্বসিত ব্রাজিল সমর্থকেরা। এদিন ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, নেইমার, রিচার্লিসন, পাকুয়েতা। ম্যাচের শুরুর সাত মিনিটেই গোল দিয়ে শুরু করেন ভিনিসিয়াস। তিন মিনিট পরেই পেনাল্টি পায় ব্রাজিল। আর পেনাল্টি থেকেই গোল করেন নেইমার। সাউথ কোরিয়ার সঙ্গে ব্যবধান বেড়ে হয় ২-০। নেইমারের দুরন্ত শট বাঁচানোর ক্ষমতা ছিল না কোরিয়ান কিপারের। ফলে ম্যাচের ১৩ মিনিটেই নেইমার গোল করেন। এরপর ২৯ মিনিটে গোল করেন রিচার্লিসন। ত্রিশ মিনিটের মধ্যে ৩-০ করে ফেলল ব্রাজিল। কোরিয়ানদের দেখে মনে হচ্ছিল, তাদের ম্যাচ বুঝে ওঠার আগেই একের পর এক গোল করে চলেছে ব্রাজিল ব্রিগেড। এরপর পাকুয়েতার দুরন্ত একটি গোলে ৪-০ করল ব্রাজিল।

    আরও পড়ুন: বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড, জানুন ম্যাচের দিনক্ষণ

    দ্বিতীয়ার্ধের শুরুতেও নেইমারদের আক্রমণাত্মক মেজাজেই দেখাচ্ছিল। বেশ কিছু ভালো সুযোগও তৈরি করেছিল তাঁরা। তবে তা কার্যকরী হয়নি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও চেষ্টা করে চলেছিল গোল করার। কিন্তু বিফলে যায়। এরপর ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার হয়ে উদ্বোধনী গোলটি করে পাইক সেউং-হো। ১-৪ করল দক্ষিণ কোরিয়া। শেষের দিকে হালকা মেজাজেই খেলতে যায় ব্রাজিলকে। আর তারই সুযোগ নিয়ে ফেল সাউথ কোরিয়া। তবে, শেষ পর্যন্ত শেষ আটে ব্রাজিলই পৌঁছে যায়। 

    নেইমারের রেকর্ড

    নেইমার এই গোলের হাত ধরেই ছুঁয়ে ফেললেন পেলেকে। সেই সঙ্গে ব্রাজিলের আরও এক কিংবদন্তি রোনাল্ডোর রেকর্ডও স্পর্শ করলেন তিনি। ব্রাজিলের তৃতীয় প্লেয়ার হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এত দিন এই নজির ছিল পেলে এবং রোনাল্ডোর। সেই তালিকায় এ বার নাম লেখালেন নেইমারও।

    মুখোমুখি ক্রোয়েশিয়া ও ব্রাজিল

    সাউথ কোরিয়ার বিরুদ্ধে ব্রাজিলের এই চারজন ম্যাচের ভাগ্য রচনা করে দিলেন প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। ফলে শেষ আটে পৌঁছে এবারে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার রাত সাড়ে আটটায় খেলবে ব্রাজিল৷ গ্রুপ পর্বে শেষ ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল ব্রাজিল সমর্থকদের মনে। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমে সব চিন্তা দূর করে দিলেন নেইমাররা। তাদের আবার সেই পুরনো ছন্দেই দেখা যায়। এদিন ম্যাচ শেষে ফুটবল কিংবদন্তি পেলের সুস্থতা কামনা করেন ব্রাজিল দল। পেলের নাম লেখা ব্যানার নিয়ে দাঁড়ালেন সাম্বা বাহিনী।

LinkedIn
Share