Tag: brics conference

brics conference

  • PM Modi: ঢাক-ঢোল বাজিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী বরণ, উঠল ‘হর হর মোদি’ ধ্বনি

    PM Modi: ঢাক-ঢোল বাজিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী বরণ, উঠল ‘হর হর মোদি’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৫ তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় পা দিলেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi)। সেখানকার জোহানেসবার্গের ওয়াটারক্লুফ বায়ুসেনা ঘাঁটিতে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে হাজির ছিলেন সে দেশের উপরাষ্ট্রপতি পল মাসোতিলে। সামরিক অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকার বায়ুসেনার। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার স্থানীয় উপজাতির শিল্পীরাও নিজেদের নাচ এবং গানের মধ্য দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বরণ করে নেন। প্রধানমন্ত্রীকে (PM Modi) বরণ করতে জড়ো হয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। বিজেপির কোনও জনসভায় গেলে প্রধানমন্ত্রীকে যেভাবে স্বাগত জানানো হয়, চারদিক যেমন ‘মোদি (PM Modi) মোদি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে, একইভাবে ‘হর হর মোদি’, ‘ভারত মাতা কি জয়’, ‘বন্দে মাতারাম’ রবে মুখরিত হলো দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গ। 

    হোটেলেও মোদি (PM Modi) বরণে হাজির প্রবাসী ভারতীয়রা

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর (PM Modi) আপাতত ঠিকানা হল জোহানেসবার্গের স্যান্ডটন সান হোটেল। এদিন প্রধানমন্ত্রী ওই হোটেলে ওঠার আগেই প্রচুর সংখ্যক প্রবাসী ভারতীয় সেখানে ভিড় করেন। হোটেলের বাইরের রাস্তা তখন মানুষের ভিড়ে গিজগিজ করছে এবং প্রবাসী ভারতীয়দের হাতে ব্যানার। তাতে লেখা ‘প্রাইম মিনিস্টার মোদি’। হোটেলে পৌঁছাতেও ‘মোদি মোদি’ ধ্বনি ওঠে। বাজতে থাকে ঢাক, ঢোল, হারমোনিয়াম। স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত আর্য সমাজের দক্ষিণ আফ্রিকার শাখা রাখির থালা নিয়ে হাজির ছিল প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে। আর্য সমাজের সে দেশের সভাপতি আরতি নানক চাঁদ প্রধানমন্ত্রীর (PM Modi) হাতে রাখি বেঁধে দেন।

    ২২ থেকে ২৪ অগাস্ট প্রধানমন্ত্রীর (PM Modi) দক্ষিণ আফ্রিকা সফর

    ২২ থেকে ২৪ অগাস্ট এই তিন দিনের সফরে দক্ষিণ আফ্রিকা গিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম দিন ব্রিকস বিজনেস ফোরাম লিডারদের সঙ্গে এক আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী (PM Modi)। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে নৈশ ভোজেও অংশ নেবেন তিনি। ব্রিকস সম্মেলনের অন্তর্গত দেশগুলি নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর (PM Modi)। ব্রিকস সম্মেলনের সদস্য না হলেও সেখানে হাজির থাকছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক হওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India-Bangladesh: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি-হাসিনার

    India-Bangladesh: আগামী সপ্তাহে ব্রিকস সম্মেলনের ফাঁকে বৈঠক হতে পারে মোদি-হাসিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (India-Bangladesh)। জোহানেসবার্গে ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। জানা গিয়েছে, এই সম্মেলনের ফাঁকেই প্রতিবেশী বাংলাদেশের প্রধানমন্ত্রী India-Bangladesh) শেখ হাসিনার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে ভারতের প্রধানমন্ত্রীর। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী সপ্তাহেই নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠক হতে পারে। প্রসঙ্গত, ব্রিকস সম্মেলন শুরু হচ্ছে ২১ অগাস্ট, চলবে ২৪ অগাস্ট পর্যন্ত। এবার ব্রিকস সম্মেলনের সভাপতি হলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। মোদি-হাসিনা India-Bangladesh) সাক্ষাৎকার নিয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন বলেন, ‘‘ব্রিকস সম্মেলনের ফাঁকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে হাসিনার বৈঠক হতে পারে।’’ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণেই হাসিনা ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

    রাশিয়ার প্রেসিডেন্ট সশরীরে যোগ দিচ্ছেন না 

    অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। তাই রাশিয়ার প্রেসিডেন্ট এবার ব্রিকস সম্মেলনে India-Bangladesh) যোগ দিতে আসছেন না। বদলে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন। চিনের প্রেসিডেন্ট সি জিংপিং-ও এই সম্মেলনে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

    সেপ্টেম্বর মাসে ফের ভারত সফরের কথা রয়েছে হাসিনার

    জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকায় হতে চলা ব্রিকস সম্মেলনে ৭০টি রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। আবার আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (India-Bangladesh) ভারত সফরের কথা রয়েছে। জি-২০ সম্মেলনের অতিথি রাষ্ট্র হিসেবে তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ভারত। অর্থাৎ চলতি মাসের দক্ষিণ আফ্রিকার পরে, সেপ্টেম্বর মাসে ফের ভারতে মোদি-হাসিনা (India-Bangladesh) বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ভারত ব্রিকস জোটের সম্প্রসারণের বিরোধী, এই তত্ত্বকে কার্যত খারিজ করে দিয়েছেন বিদেশ দফতরের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি বলেন, ‘‘এটা আমি সম্পূর্ণভাবে খারিজ করছি এবং এটা ভিত্তিহীন কথা।’’

    আরও পড়ুন: ২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতের হাতে দিচ্ছে আমেরিকা!

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Chandrayaan 3: জোহানেসবার্গে বসেই ‘চন্দ্রযান ৩’-এর ঐতিহাসিক ল্যান্ডিং দেখবেন প্রধানমন্ত্রী

    Chandrayaan 3: জোহানেসবার্গে বসেই ‘চন্দ্রযান ৩’-এর ঐতিহাসিক ল্যান্ডিং দেখবেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করতে চলেছে ভারতের ‘চন্দ্রযান ৩’। দেশের মহাকাশ গবেষণার এই মাহেন্দ্রক্ষণে ইসরোর সদর দফতরে বসে বিজ্ঞানীদের উৎসাহ দান করতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে, সরকারি সূত্রে খবর, ব্রিকস’ (BRICS SUMMIT 2023) শীর্ষবৈঠক উপলক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় থাকতে হলেও ‘চন্দ্রযান ৩’-এর (Chandrayaan 3 Mission) সফট ল্যান্ডিংয়ের সময় ‘ভার্চুয়ালি’ উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

    মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রধানমন্ত্রীও

    সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা থেকে ভার্চুয়াল মাধ্যমে ‘চন্দ্রযান ৩’-এর ল্যান্ডিং উপভোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে তিনি ১৫তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছেন। মঙ্গলবারই তিনি পৌঁছেছেন জোহানেসবার্গে। জানা গিয়েছে, বুধবার সন্ধের আগেই ইসরোর (ISRO) সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কানেক্ট করবেন প্রধানমন্ত্রী। ১৪০ কোটি ভারতবাসীর সঙ্গে তিনিও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন। প্রসঙ্গত, ‘চন্দ্রযান ৩’ উৎক্ষেপণের দিনও ভারতে ছিলেন না তিনি। থাকবেন না অবতরণেও। উল্লেখ্য, গত ১৪ জুলাই যখন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযানের তখন বাস্তিল দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ফ্রান্স সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু, তাঁর তরফে রকেট উৎক্ষেপণের প্রাক্কালে এসেছিল বড় বার্তা।

    আরও পড়ুন: ঢাক-ঢোল বাজিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী বরণ, উঠল ‘হর হর মোদি’ ধ্বনি

    প্রধানমন্ত্রীর মন পড়ে রয়েছে চাঁদে

    এবারও গুরুত্বপূর্ণ বৈঠকে যোগদান করতে জোহানেসবার্গে থাকলেও প্রধানমন্ত্রীর মন পড়ে রয়েছে চাঁদে। প্রতি মুহূর্তে ইসরোর প্রস্তুতি এবং ‘চন্দ্রযান ৩’-এর অবস্থানের আপডেট নিচ্ছেন মোদি। আর তাই শত ব্যস্ততার মধ্যেও বুধবার সন্ধে ঠিক ৬টা বেজে ৪ মিনিটে ভার্চুয়াল মাধ্যমে ইসরোর বিজ্ঞানীদের পাশে থাকবেন প্রধানমন্ত্রী। ২০১৯ সালের ৭ সেপ্টেম্বরেও ‘চন্দ্রযান ২’-এর ‘টাচডাউন’ দেখবেন বলে বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। কিন্তু বেশ কিছুক্ষণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর জানা যায়, ‘চন্দ্রযান ২’-এর ল্যান্ডার ‘বিক্রম’ চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়েছে। তৎকালীন ইসরো ডিরেক্টর কে শিবনকে দেখা গিয়েছিল চোখের জল ফেলতে। তাঁকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু আশ্বাস নয়, ৩০ মিনিট ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশে বার্তাও দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমাদের চাঁদকে ছোঁয়ার ইচ্ছা আজ থেকে আরও শক্তিশালী হয়ে গেল। সেরা সময় এবার আসবে।’ আজ, বুধবার গোধূলি বেলায় সেই সময় আসতে চলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share