Tag: brutal attack

brutal attack

  • Paschim Bardhaman: অন্ডালে ডাইনি সন্দেহে নির্মম অত্যাচারের শিকার ৬০ বছরের বৃদ্ধা

    Paschim Bardhaman: অন্ডালে ডাইনি সন্দেহে নির্মম অত্যাচারের শিকার ৬০ বছরের বৃদ্ধা

    মাধ্যম নিউজ ডেস্ক: মলমূত্র মিশিয়ে খাওয়ানো, মাথা ন্যাড়া করা, আগুনে পোড়ানো সহ ভয়ংকর অত্যাচারের শিকার হলেন এক বৃদ্ধা। এই বৃদ্ধা আতঙ্কে ঘরছাড়া হয়েছেন বর্তমানে। বৃদ্ধাকে উদ্ধার করে পাশে দাঁড়িয়েছে আদিবাসী সমাজের সংগঠন। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পশ্চিম বর্ধমানে (Paschim Bardhaman) এই ঘটনায় অত্যন্ত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    কীভাবে ঘটল ঘটনা (Paschim Bardhaman)?

    বর্তমান স্মার্ট যুগে দাঁড়িয়েও কুসংস্কারে বিশ্বাসী একদল মহিলার পৈশাচিক অত্যাচারের শিকার হন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে অন্ডালের (Paschim Bardhaman) দক্ষিণ খণ্ড ডামারিবাঁধ আদিবাসী পাড়ায়। অভিযো, এক গুণিনের নির্দেশেই বৃদ্ধার উপর এমন অকথ্য অত্যাচার করা হয়েছে। আতঙ্কে ১৩ দিন ধরে ঘরছাড়া রয়েছেন নির্যাতিতা বৃদ্ধা।

    নির্যাতিতা বৃদ্ধার বক্তব্য

    নির্যাতিতা বৃদ্ধা জানান, ফরিদপুর (Paschim Bardhaman) থানার ইচ্ছাপুর এলাকার এক গুণিন তথা ওঝা সরস্বতী বাউরি, তাঁকে ডাইনি অপবাদ দেয়। অন্ডাল এলাকার কয়েকজন স্থানীয় ওই গুণিনের কাছে গেলে সে বলে, ওই বৃদ্ধা নাকি তুকতাক জানে। এর পরেই চলতি মাসের ৭ তারিখে প্রায় ১৪-১৫ জন এসে বৃদ্ধার কাছ থেকে ২০ হাজার টাকা নেয় এবং মারধরও করে বলে জানা যায়। এরপর তাঁকে নগ্ন করে মাথা ন্যাড়া করে এবং মলমূত্র মিশিয়ে জোর করে খাওয়ানো হয়। আর তারপর মাথায় বাঁশ লাঠি দিয়ে মেরে অচেতন করে দিয়ে আগুন দেয় গায়ে বলে অভিযোগ করেন ওই বৃদ্ধা। বাধা দিতে গেলে বৃদ্ধার ছেলেমেয়েকেও মারধর করা হয়। বৃদ্ধার আত্মীয়রা কোনওপ্রকার উদ্ধার করে কাঁকসা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এরপর ওই দিন থেকে আতঙ্কে ঘরছাড়া বৃদ্ধা আশ্রয় নিয়েছেন মেয়ের বাড়িতে।

    ঘরে ফেরাতে আদিবাসী সংগঠন

    নির্যাতিত এই বৃদ্ধাকে বাড়ি ফেরাতে উদ্যোগী হয়েছেন আদিবাসী সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার তাঁরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। ওই বৃদ্ধা, অভিযুক্ত গুণিন সহ আরও ১৫ জন নির্যাতনকারীর বিরুদ্ধে দুর্গাপুর (Paschim Bardhaman) ফরিদপুর ব্লকের বিডিও ও অন্ডাল থানার পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share