Tag: bussinessman

bussinessman

  • Malda: চুরি-ডাকাতি-ধর্ষণ-শ্লীলতাহানি, মাদক পাচারের গড় মালদা! আতঙ্কিত ব্যবসায়ীরা, চিঠি মুখ্যমন্ত্রীকে

    Malda: চুরি-ডাকাতি-ধর্ষণ-শ্লীলতাহানি, মাদক পাচারের গড় মালদা! আতঙ্কিত ব্যবসায়ীরা, চিঠি মুখ্যমন্ত্রীকে

    মাধ্যম নিউজ ডেস্ক: চুরি-ডাকাতি, ধর্ষণ- শ্লীলতাহানি, মাদক পাচার, চোরাচালান, জাল নোটের কারবারের গড় হয়ে উঠছে মালদা (Malda)। একের পর এক অপরাধ ঘটেই চলেছে এই জেলায়। সঙ্গে রাজনৈতিক হানাহানি তো রয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় একাধিক প্রশ্নপত্র ফাঁসে খবরের শিরোনামে উঠে এসেছে সেই মালদা জেলার নাম। এই ঘটনাকে সামনে রেখে মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্সের সদস্যরা আতঙ্কিত। তাঁরা মালদহের জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন।

    স্থানীয় বাসিন্দারা কী বললেন? (Malda)

    মালদায় (Malda) সীমান্ত রয়েছে এই জেলা ঘিরে। তাই বিভিন্ন সময় দেখা যায়, গরুপাচার, নারীপাচার, অস্ত্রপাচার, জালনোট পাচার, এমনকী ওষুধ পাচার পর্যন্ত চলে। একের পর এক সোনার দোকানে লুট হয়েছে। ব্যবসায়ীর ওপর দুষ্কৃতী হানা হয়েছে। দুষ্কৃতীদের এই তান্ডবে ব্যবসায়ীদের পাশাপাশি আতঙ্কিত সাধারণ মানুষরা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “আমরা খুব আতঙ্কিত। সবসময় একটা ভয় কাজ করছে। এই যে সরস্বতী পুজো গেল বুধবার। প্রতিবছর বাচ্চাদের কী ভিড় হয় রাস্তায়। এবার কিন্তু সেই উদ্দীপনাটা পর্যন্ত নেই। প্রতিদিন কিছু না কিছু ঘটে চলেছে। অভিভাবকরা ভীত, সন্ত্রস্ত। জানি না কোথায় এর শেষ হবে। আমরা বাড়ি থেকে কী বেরোব, বাচ্চাদের কী স্কুলে পাঠাব, ভয় লাগছে। মাদকের স্বর্গরাজ্য হয়ে উঠছে জেলাটা।”

    ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তা কী বললেন?

    মালদার (Malda) মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, “গত এক বছরে ১৩-১৪টা ধর্ষণের ঘটনা ঘটেছে। সারা জেলায় মাদকদ্রব্য বিক্রি চলছে। চাঁচল, গাজোল, কালিয়াচক সমস্ত ব্লকে আমরা ডেপুটেশন দিয়েছি। একইসঙ্গে মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি পাঠালাম। সারা জেলাজুড়ে একের পর এক অপরাধমূলক ঘটনা ঘটেই চলেছে।  প্রশাসনকে বারবার বলেছি এটা বন্ধ হওয়া দরকার। জেলায় সোনার দোকানে ডাকাতি বাড়ছে। ব্যবসায়ীরা আতঙ্কিত। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও কাজ হচ্ছে না। আমরা খুবই আতঙ্কিত। পুলিশ সক্রিয় না হলে এই জেলায় আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Siliguri: ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ, জেলজুড়ে শোরগোল

    Siliguri: ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অপহরণ, জেলজুড়ে শোরগোল

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার বাড়ির সামনে থেকে এক ব্যবসায়ীকে বন্দুক দেখিয়ে অপহরণ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি (Siliguri) এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ার পাশাপাশি ব্যবসায়ী মহলে উদ্বেগ ছড়িয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যবসায়ীর নাম প্রভাকর সিং। বাড়ির কাছেই চম্পাসারি নিয়ন্ত্রিত বাজারে তাঁর লেবুর ব্যবসা রয়েছে।

    কীভাবে অপহরণ?

    অন্যান্য দিনের মতো,এদিনও সকাল সাড়ে ছ’টা নাগাদ  বাড়ির কাছেই শিলিগুড়ির (Siliguri) চম্পাসারির নিয়ন্ত্রিত বাজারে নিজের দোকানে যাচ্ছিলেন প্রভাকর সিং নামে ওই ব্যবসায়ী। রাস্তা ফাঁকাই ছিল। রাস্তার ধারে এক মহিলা তাঁর চায়ের দোকান খুলেছিলেন। তিনি বলেন, ব্যবসায়ী বাড়ি থেকে কিছুটা দূর  যাওয়ার পর পিছন থেকে একটি চার চাকা গাড়ি তাঁর পাশ দিয়ে এগিয়ে গিয়ে থেমে পড়ে। গাড়ি থেকে জনা ছয়েক  দুষ্কৃতী নেমে  বন্দুক দেখিয়ে জোর করে ব্যবসায়ীকে গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।  সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ীর বাড়ি খবর দিই।

    কী বললেন ব্যবসায়ীর স্ত্রী?

    অপহৃত ব্যবসায়ীর স্ত্রী অঙ্কিতা কুমারি বলেন, শুক্রবার বিকেলে এক অচেনা ব্যক্তি আমার স্বামীর  পিছু নিয়েছিল। রাতে বাড়িতে ফিরে সেকথা জানিয়েও ছিল সে। ওর কোনও শত্রু ছিল না। কোনওদিন হুমকি দিয়ে কোনও ফোনও আসেনি। কে বা কারা, কেন অপহরণ করল সেটা বুঝে উঠতে পারছি না।

    এই ঘটনা নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?

    ওই ব্যবসায়ীর বাড়িতে যান শিলিগুড়ির (Siliguri) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। পরিবারের পাশে থাকার বার্তা দেন তিনি।  শঙ্কর ঘোষ বলেন, অখিলেশ চতুর্বেদী পুলিশ কমিশনার হয়ে আসার পর থেকে শিলিগুড়ির আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। শহর জুড়ে নানা ধরনের অপরাধ বেড়ে চলেছে। তিনি তাঁর পছন্দের বাইরে কারও ফোন ধরেন না। কোনও একটা অংশকে খুশি করতে তিনি ব্যস্ত। পুলিশ কমিশনারের ব্যর্থতার জন্যই ব্যবসায়ী অপহরণের ঘটনা ঘটেছে।

    পুলিশ কী বলছে?

    পুলিশ জানিয়েছে, চম্পাসারি এলাকায় রাস্তা এবং আশপাশ বাড়ির  সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে যে গাড়িতে ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে সেই গাড়িতে  নম্বর প্লেট ছিল না। শিলিগুড়ি (Siliguri) পুলিশ কমিশনার আখিলেশ চতুর্বেদী বলেন, এদিন এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Fire: কাঁচরাপাড়ায় আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান,  ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, আতঙ্ক

    Fire: কাঁচরাপাড়ায় আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি দোকান, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্কঃ বুধবার ভোরে কাঁচরাপাড়া পুরসভার ভূতবাগান ঝিলপাড় নেতাজি নগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে (Fire) বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়। আগুনের(Fire)  তীব্রতা এতটাই বেশি ছিল যে আশাপাশের দোকানগুলি পুড়ে যায়। আর বাজারে অধিকাংশ দোকানই কাঠের। দোকানগুলির মধ্যে প্রচুর কাঠ মজুত থাকায় আগুন (Fire) দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়া বাজারের মধ্যে একটি গ্যারাজ ছিল। সেখানের একাধিক বাইক রাখা ছিল। সবই পুড়ে গিয়েছে। বাজার লাগোয়া একটি বাড়ি ছিল। দোকানের পাশাপাশি সেই বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

    বাজারে  কী করে আগুন লাগল ? Fire

    ঝিলপাড় নেতাজি নগর বাজারে প্রথমে একটি কাঠের দোকানে আগুন (Fire) লাগে। দমকল আধিকারিকদের বক্তব্য, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুন (Fire) লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এমনিতেই বাজারে রাতের দিকে কেউ থাকে না। বাজার লাগোয়া একটি বাড়ি ছিল। তাদের বিষয়টি নজরে আসে। তাঁরা ফোন করে ব্যবসায়ীদের খবর দেন। স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে আগুন নেভানোর কাজে হাত লাগান।  কিন্তু, আগুনের লেলিহান শিখার তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত আগুন অন্য দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। প্রথমে দমকলের একটি ইঞ্জিন এসে কাজ শুরু করে। পরে, আরও তিনটি দমকলের ইঞ্জিন এসে এদিন দুপুর পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের এক ব্যবসায়ী বলেন, দোকানে আগুন লাগার খবর পেয়ে আমি ছুটে আসি। কিন্তু, ততক্ষণে আমার দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। নেতাজি নগর ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রদীপ পালিত বলেন, সব মিলিয়ে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। সঙ্গে একটি বাড়িও পুড়ে গিয়েছে। দমকল বাহিনী এসে আগুন (Fire) নিয়ন্ত্রণে এনেছে। প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল।

    এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী। তিনি বলেন, আগুন (Fire) নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে। স্থানীয় বিধায়কের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share