Tag: Cancer risk

Cancer risk

  • Pesticides: ধূমপানের মতোই কীটনাশকও বাড়ায় ক্যান্সারের ঝুঁকি, প্রকাশ পেল রিপোর্ট

    Pesticides: ধূমপানের মতোই কীটনাশকও বাড়ায় ক্যান্সারের ঝুঁকি, প্রকাশ পেল রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ধূমপানের মতো কীটনাশকের (Pesticides) ব্যবহারেও ঝুঁকি রয়েছে ক্যান্সারের (Cancer Risk)। সম্প্রতি, এমনই তথ্য উঠে এল মার্কিন দেশের এক গবেষণায়। সমীক্ষায় দেখা যাচ্ছে, এমন ৬৯টি কীটনাশক রয়েছে যার মধ্যে চারটি সর্বাধিক ব্যবহৃত হয় আমাদের দেশে, এগুলি বাড়ায় ক্যান্সারের ঝুঁকি। এই সাম্প্রতিক গবেষণাতে (Pesticides) তিন ধরনের ক্যান্সারের কথা জানা গিয়েছে এগুলি হল, লিম্ফোমা, লিউকেমিয়া এবং মূত্রাশয়ের ক্যান্সার। মূলত, এই তিন ধরনের ক্যান্সার বেশি ছড়ায় কীটনাশকের ব্যবহারে। এমনটাই জানিয়েছে গবেষণাকারী সংস্থা।

    আরও পড়ুন: ফের লাভ জিহাদ! হিন্দু মেয়েকে তুলে নিয়ে গেল মুসলমান শ্রমিক

    ফ্রন্টিয়ার্স ইন ক্যান্সার কন্ট্রোল অ্যান্ড সোসাইটির গবেষণা (Pesticides)

    প্রসঙ্গত, এই গবেষণাটি চালিয়েছে ফ্রন্টিয়ার্স ইন ক্যান্সার কন্ট্রোল অ্যান্ড সোসাইটি। এই সমীক্ষায় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে কতগুলি কীটনাশকের (Pesticides) নাম, 2,4-D, Acephate, Metolachlor এবং Methomyl. এই কীটনাশকগুলি থেকেই বেশি ছড়াচ্ছে ক্যান্সার, এমনটাই জানিয়েছেন গবেষকরা। সাধারণত ভারতে কীটপতঙ্গ এবং আগাছা থেকে ফসল রক্ষা করতে ব্যবহৃত (Cancer Risk) হয় এই ধরনের কীটনাশকগুলি।

    প্রথমবারের জন্য কোনও মার্কিন ভিত্তিক সংস্থা এমন গবেষণা  

    প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল থেকে বিভিন্ন ডেটা বিশ্লেষণ করে গবেষকরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মার্কিন দেশের বেশ কিছু অঞ্চলে বিভিন্ন ধরনের ক্যান্সার দেখা গিয়েছে, এগুলির জন্য কীটনাশকের ব্যবহারকেই দায়ী করছেন গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকের প্রদেশগুলিতে এই সময়ের মধ্যে কীটনাশক (Pesticides) ব্যবহারের ফলে মুত্রাশয়ের ক্যান্সার, লিউকেমিয়া ইত্যাদি ক্যান্সারে আক্রান্তদের সংখ্যা বেড়েছে। প্রসঙ্গত, এই প্রথমবারের জন্য কোনও মার্কিন ভিত্তিক সংস্থা গবেষণা চালাল ধূমপানের মতোই কীটনাশকের ব্যবহারেও ঝুঁকি রয়েছে ক্যান্সারের।

    আরও পড়ুন: দেশে বিপুল চাহিদা কাউন্টার-ড্রোন সিস্টেমের, ৫ বছরে বৃদ্ধি কত হবে জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Cancer Risk: আপনি কি প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্ত! অজান্তে ক্যানসার ডেকে আনছেন না তো?

    Cancer Risk: আপনি কি প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্ত! অজান্তে ক্যানসার ডেকে আনছেন না তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাস্তার ধারের খাবার খেতে অথবা রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সঙ্গে পার্টি করতে বর্তমান প্রজন্ম এখন অভ্যস্ত হয়ে গেছে। নানা রকমের জনপ্রিয় খাবার এবং পানীয়ের সম্ভারে জাঁকজমক পূর্ণ হয়ে ওঠে জন্মদিনের অনুষ্ঠান। শুধু জন্মদিন কেন? সারাবছর ধরে এমন অনেক আল্ট্রা প্রসেসড ফুডই ডায়েটে দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে কিছু এমন জনপ্রিয় ফাস্টফুড এবং পানীয় আছে যেগুলি খেলে বাড়তে পারে ক্যান্সারের (Cancer Risk) ঝুঁকি। এগুলো অনেক ক্ষেত্রে মৃত্যুরও কারণ হতে পারে।

    গবেষণা কী বলছে

    আলট্রা-প্রসেসড খাবারগুলিতে সাধারণত অত্যধিক পরিমাণে লবণ, ফ্যাট, চিনি এবং আরও কৃত্রিম নানারকমের জিনিস মেশানো হয়। যার ফলে সেগুলি বাড়তি ওজনের কারণ হয়, টাইপ ২ ডায়াবেটিসকে ডেকে আনে এবং তার সঙ্গে হৃদরোগের কারণও হয় এই সমস্ত খাবারগুলি, এটা গবেষকরা বলছেন।

    সম্প্রতি এক গবেষণায় জানা গেছে যে শুধু এই ক্রনিক রোগগুলিকে টেনে আনা নয়, আল্ট্রা প্রসেসড এই খাবারগুলি বাড়ায় ক্যান্সারের ঝুঁকিও। জানা গিয়েছে ১০ বছর ধরে ব্রিটেনে একটি সমীক্ষা করা হয়েছে দু লক্ষ মধ্যবয়স্ক মানুষের ওপর। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ক্যান্সারের ৩৪টি বিভিন্ন কারণের আবিষ্কার করেছেন তার মধ্যে একটি কারণ রয়েছে আল্ট্রা প্রসেসড ফুড।

    বিজ্ঞানী দল আরও বলছে জরায়ুর ক্যান্সার (Cancer Risk) , ব্রেন ক্যান্সার (Cancer Risk)  এগুলোর ঝুঁকিও প্রচুর পরিমাণে বেড়ে যায় এই জাতীয় খাদ্য গ্রহণ করলে। বিজ্ঞানীদের মতে ডায়েটে ১০ শতাংশ করে আলট্রা প্রসেসড খাদ্যের পরিমাণ বাড়লে ক্যান্সার (Cancer Risk)  হওয়ার প্রবণতা ২ শতাংশ করে বেড়ে যায়। 

    এই গবেষণায় তারা স্বাস্থ্যের বিভিন্ন ক্ষতির দিকগুলিকেও তুলে ধরেছেন। বিভিন্ন ডেটা তাঁরা সংগ্রহ করেছেন যারা এই জাতীয় আলট্রা প্রসেসড খাদ্য গ্রহন করেছিল  তাদের মধ্য থেকে। ফলাফলে দেখা যাচ্ছে বেশিরভাগ জনই বাড়তি ওজন এবং টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন।

     

    DISCLAIMER: এই লেখাটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • obese may raise cancer risk: ওবেসিটিতে ভুগছেন? মদ্যপান নৈব নৈব চ! হতে পারে ক্যানসারও

    obese may raise cancer risk: ওবেসিটিতে ভুগছেন? মদ্যপান নৈব নৈব চ! হতে পারে ক্যানসারও

    মাধ্যম নিউজ ডেস্ক: শরীরে স্থূলতা বা ওবেসিটি থাকলে অ্যালকোহল থেকে দূরে থাকুন। না হলে আক্রান্ত হতে পারেন মারণ রোগে। ওবেসিটি থাকলে প্রতিদিন অ্যালকহোল গ্রহণ করলে বাড়ে ক্যানসারের ঝুঁকি, এমনটাই মনে করছেন গবেষকেরা।

    সম্প্রতি এই বিষয় নিয়ে একটি পরীক্ষামূলক গবেষণা চালায় সিডনি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। ওই দলের গবেষক এলিফ ইনান জানান, অতিরিক্ত মেদযুক্ত ব্যক্তিরা অ্যালকোহল গ্রহণ করার সময় সতর্ক থাকুন। সারা বিশ্বে ৬৫০ মিলিয়ন মানুষ ওবেসিটিতে ভুগছেন। ওবেসিটি ক্যানসারের ঝুঁকি বাড়ায়। তার মধ্যে অ্যালকোহল গ্রহণ আগুনে ঘৃতাহুতির কাজ করে।

    ইনান জানান ওই গবেষণায় ৩ লক্ষ ৯৯ হাজার ৫৭৫ জন ব্যাক্তি অংশ নেয়। যাঁরা প্রথমে ক্যানসার আক্রান্ত ছিলেন না। ১২বছর ধরে তাঁদের ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। এরপর দেখা যায় এঁদের মধ্যে ১৭ হাজার ৬১৭ জন অ্যালকোহল সম্পর্কিত ক্যানসারের শিকার। আর ২০ হাজার ২১৪জনের ক্যানসার হয়েছে ওবেসিটির কারণে।

    গবেষকরা মনে করেন, শুধুমাত্র মদ্যপান (Alcohol) করলে ক্যানসারের ঝুঁকি  তুলনায় কম থাকে। কিন্তু যাঁরা মদ্যপানের সঙ্গেই ধূমপানও করে থাকেন। তাঁদের ক্যানসারের ঝুঁকি বহুগুণে বৃদ্ধি পায়। শরীরে মেদ থাকলেও অতিরিক্ত মদ্যপান ক্যানসারের প্রকোপ বাড়ায়। ক্যানসার নামের সঙ্গেই জড়িয়ে থাকে আতঙ্ক। বিভিন্ন বয়সে, বিভিন্ন কারণে এই রোগের কোপে পড়তে পারেন যে কোনও ব্যক্তি। আমার-আপনার পরিচিতদের মধ্যে অনেকেই এই রোগে আক্রান্ত। অনেকেই কিন্তু চিকিৎসার মাধ্য়মে সুস্থ জীবনে ফিরেও এসেছেন। সুস্থ হওয়ার হারটাও কম নয়। কিন্তু তার জন্য প্রয়োজন সচেতনতা (Awareness) এবং সময়ে চিকিৎসা শুরু করা। ক্যানসারের বিরুদ্ধে লড়তে সচেতনতাই মূল অস্ত্র বলে জানিয়ে থাকেন বিশেষজ্ঞরা। 

     

LinkedIn
Share