Tag: Cannes Film Festival

Cannes Film Festival

  • Anasuya Sengupta: প্রথম কোনও ভারতীয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হলেন, ইতিহাস কলকাতার অনসূয়ার

    Anasuya Sengupta: প্রথম কোনও ভারতীয় কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হলেন, ইতিহাস কলকাতার অনসূয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়ল কলকাতা। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘আঁ সার্ত্যাঁ রোগার’ বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন কলকাতার মেয়ে অনসূয়া সেনগুপ্ত (Anasuya Sengupta)। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কান চলচ্চিত্র উৎসবে (Cannes Film Festival)। যা বিশ্বের দরবারে ভারতীয় সিনেমার জন্য এক অভাবনীয় সাফল্য৷ বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী। এই প্রথম কান-এ কোনও ভারতীয় অভিনেত্রী এই বিভাগে পুরস্কৃত হলেন। 

    ছবির বিষয় 

    ‘দ্য শেমলেস’-আবর্তিত রেণুকাকে ঘিরে। রেণুকার ভূমিকাতেই অভিনয় করেছেন বাংলার অনুসূয়া (Anasuya Sengupta)। সিনেমায় চলচ্চিত্রকার একজন যৌনকর্মীর কাহিনী তুলে ধরেছেন৷ গল্পে এক পুলিশ অফিসারকে ছুরি মেরে দিল্লির যৌনপল্লী থেকে পালায় সে। এরপর উত্তর ভারতের যৌনকর্মীদের একটি সম্প্রদায়ের কাছে আশ্রয় নেন৷ সেখানে তাঁর পরিচয় হয় দেবিকা (ওমারা)-র সঙ্গে৷ এই তরুণী পতিতাবৃত্তির জীবনকে ঘৃণা করেন৷ এরপর এই দুজনের জীবনের ওঠাপড়া নিয়েই বোনা হয় ছবির গল্প।  

    আরও পড়ুন: সাইবার জালিয়াতি রুখতে ৩ হাজারেরও বেশি সোশ্যাল সাইট, লিঙ্ক বন্ধ করল কেন্দ্র

    অনুসূয়ার কর্মজীবন (Anasuya Sengupta)

    জানা যায়, খাস কলকাতাতেই বেড়ে ওঠেন অনুসূয়া। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর পড়াশোনা। তবে অনসূয়ার কর্মজীবনের শুরুটা অনেক বছর আগে। বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি। অঞ্জন দত্তের ‘ম্যাডলি বাঙালি’ ছবিতে তানিয়ার চরিত্রে দেখা যায় অনসূয়াকে। এখানেই শেষ নয়, অনুসূয়া ২০২১ সালে নেটফ্লিক্সের সত্যজিৎ রায়ের সংকলন ‘ফরগেট মি নট’ এবং ‘মাসাবা মাসাবা’র মতো শোয়ে প্রোডাকশন ডিজাইনার হিসাবেও কাজ করেছেন। এছাড়াও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন তিনি ৷ 
    শনিবার পরিসপমাপ্তি ঘটবে ২০২৪ কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival)৷ আর তার আগে শুক্রবার রাতে কানের মঞ্চে এই সম্মান নিতে উঠে অনসূয়া (Anasuya Sengupta) তাঁর এই পুরস্কার সমাজের সেই সমস্ত পিছিয়ে পড়া সম্প্রদায়কে উৎসর্গ করেছেন, যাঁরা প্রতিনিয়ত বিশ্বের সর্বত্র নিজেদের অধিকারের জন্য লড়াই করে চলেছেন৷

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Anurag Thakur: ভারতে শুটিং করতে এলে বড় ছাড় পাবে বিদেশি সিনেমাগুলি, ঘোষণা অনুরাগ ঠাকুরের

    Anurag Thakur: ভারতে শুটিং করতে এলে বড় ছাড় পাবে বিদেশি সিনেমাগুলি, ঘোষণা অনুরাগ ঠাকুরের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে শুটিং করতে আসা বিদেশি ছবিগুলির জন্যে বিশেষ ছাড়ের ঘোষণা করলেন ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রী (Ministry of Information and Broadcasting)অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবে ‘দ্য ইন্ডিয়ান প্যাভিলিয়ন’-এর উদ্বোধন করেন অনুরাগ ঠাকুর। মন্ত্রী ছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন, সংগীত পরিচালক এআর রহমান, পরিচালক শেখর কাপুর, সিবিএফসি প্রধান প্রসূন যোশি। হাজির ছিলেন অভিনেতা আর মাধবন এবং নওয়াজউদ্দিন সিদ্দিকিও। সেখানেই মন্ত্রী ঘোষণা করেন, বিদেশ থেকে ভারতে সিনেমার শুটিং এলে ৩০% ছাড় (Incentive) দেওয়া হবে। ছাড়ের সর্বোচ্চ পরিমাণ হবে ২,৬০,০০০ মার্কিন ডলার।  

    [tw]


    [/tw]

    অনুরাগ ঠাকুর তাঁর বক্তৃতায় বলেন, “আমাদের ভারতে শুধু যে ফিল্ম ইন্ডাস্টি আছে তাই নয়, আমাদের আছে সিনেমা (‘মা’ শব্দে জোর দিয়ে বলেন মাতৃতন্ত্র বোঝাতে।) বিগত ২০ বছর ধরে কান চলচ্চিত্র উৎসবে (Cannes International Film Festival) বিচারকের দায়িত্ব পালন করছেন ভারতীয় সিনেমার সাথে যুক্ত মানুষরা। এর আগে বিদ্যা বালান, শর্মিলা ঠাকুর, ঐশ্বর্য্য রাই বচ্চন, শেখর কাপুররা। এবার ভারতকে প্রতিনিধিত্ব করছেন দীপিকা পাড়ুকোন। এটা আমাদের জন্যে অত্যন্ত গর্বের বিষয়।”   

    মন্ত্রী আরও বলেন, “বিশ্বের সব থেকে বড় সিনেমা সংরক্ষণ প্রকল্পটিও তৈরি হচ্ছে ভারতে। ২,২০০ সিনেমাকে সংরক্ষণ করা হবে। প্রকল্পটিতে খরচ হবে ৩৬৩ কোটি টাকা।” 

    এবছর কান চলচ্চিত্র উৎসব ভারতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ। ‘কান্ট্রি অফ অনার’ সম্মান দেওয়া হয়েছে ভারতকে। ভারতই প্রথম দেশে যারা এই সম্মান পেল। জুরিদের দলে রয়েছেন দীপিকা পাড়ুকোন। উৎসবের প্রথমদিন বলিউড ও দক্ষিণ ভারতীয় তারকারা আলো করেছেন লাল গালিচা। উৎসবে অংশ নিয়েছেন এ আর রহমান, কমল হাসান, আর মাধবন, নওয়াজউদ্দিন সিদ্দিকী, ঐশ্বর্য্য রাই, তামান্না ভাটিয়া, ঊর্বশী রাউতেলাসহ আরও অনেকে। সঙ্গীত পরিচালক  এ.আর রহমানের পরিচালিত প্রথম ছবি দেখানো হবে এবার কান চলচ্চিত্র উৎসবে। দক্ষিণের আর এক তারকা আর মাধবনের প্রথম পরিচালিত ছবিও দেখানো হবে উৎসবে। এছাড়া দক্ষিণী সুপারস্টার কমল হাসানের ছবি ‘বিক্রম’-এর ট্রেলার লঞ্চ হবে। এক কথায় ফ্রান্সে এবার ভারতীয়দেরই জয়জয়াকার। তারই খুশিতেই মন্ত্রীর এই ঘোষণা বলে মনে করছেন অনেকেই।   

     

LinkedIn
Share