Tag: Cash Deposit

Cash Deposit

  • UPI Cash Deposit: ডেবিট কার্ডের দিন ফুরোল,  ইউপিআই-এর মাধ্যমে এটিএম-এ নগদ জমা করুন

    UPI Cash Deposit: ডেবিট কার্ডের দিন ফুরোল, ইউপিআই-এর মাধ্যমে এটিএম-এ নগদ জমা করুন

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় অনলাইন লেনেদেনের জগতে বিপ্লব এনেছে ইউপিআই (UPI Cash Deposit)। টাকা লেনদেন ব্যবস্থায় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডকে আগেই পিছনে ফেলে দিয়েছিল নরেন্দ্র মোদি সরকারের ইউপিআই (UPI) সিস্টেম। বর্তমানে অনলাইন লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে ইউপিআই। চায়ের দোকান থেকে পাঁচতারা হোটেল – সর্বত্রই এখন ইউপিআই-এর মাধ্যমে লেনদেন চলে। এবার ইউপিআইকে আরও একধাপ উন্নত করল আরবিআই (RBI)। নতুন পরিকল্পনা মোতাবেক, ইউপিআই (UPI) ব্যবহারকারীরা এবার থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে ক্যাশ ডিপোজিট মেশিন থেকে টাকা জমা করতে পারবেন। গ্লোবাল ফিনটেক ফেস্টে ইউপিআই ইন্টার অপারেবল ক্যাশ ডিপোজিট সিস্টেম চালু করলেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর। 

    কীভাবে করবেন

    ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই পদ্ধতিতে ব্যাঙ্ক এবং হোয়াইট লেবেল অপারেটর পরিচালিত এটিএমে নগদ জমা করতে পারবেন গ্রাহক। এর জন্য কোনও ফিজিক্যাল কার্ডের দরকার নেই।’’ এই এটিএমগুলি (UPI Cash Deposit) মূলত ক্যাশ রিসাইক্লার মেশিন। অর্থাৎ টাকা যেমন তোলা যায়, তেমনই জমা করাও যায়। ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা এখানে নগদ জমা করতে পারবেন। সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। বর্তমানে ক্যাশ ডিপোজিট মেশিনে নগদ জমা করতে ডেবিট কার্ড লাগে। ব্যাঙ্কে টাকা জমা দিতে গেলেও ডেবিট কার্ড প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, কার্ডলেস নগদ তোলার মতো এই পদ্ধতিতে কার্ড ছাড়াই টাকা জমা করা যাবে। সোজা কথায়, টাকা তোলা হোক বা জমা, গ্রাহককে কার্ড নিয়ে ঘুরতে হবে না।

    আরও পড়ুন: ভয় পাচ্ছে চিন-পাকিস্তান! পরমাণু অস্ত্র বহনে সক্ষম দ্বিতীয় ডুবোজাহাজ পেল নৌসেনা

    নগদ জমা করার পদ্ধতি

    ইউপিআই লেনদেনে সক্ষম এমন ক্যাশ ডিপোজিট মেশিনের ‘ইউপিআই ক্যাশ ডিপোজিট’ (UPI Cash Deposit) অপশনে ক্লিক করতে হবে। এবার অ্যাপে নগদ জমার পরিমাণ দেখাবে। গ্রাহক যত টাকা জমা করতে চান তা লিখবেন। এখন ইউপিআই লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্রাহক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ জমা করতে চান, সেটা বাছতে হবে। এরপর ইউপিআই পিন দিয়ে টাকা পাঠাতে পারবেন গ্রাহক। গ্রাহক যত টাকা জমা করছেন সেটা নোটের সংখ্যায় লিখতে বলা হতে পারে। যেমন কটা ১০০ টাকা বা ৫০০ টাকার নোট। টাকা জমা করার পর সিডিএম থেকে একটা স্লিপও দেওয়া হবে গ্রাহককে। এনপিসিআই জানিয়েছে, খুব শীঘ্রই সব ব্যাঙ্কে এই সিস্টেম চালু হয়ে যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • PAN Aadhaar: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    PAN Aadhaar: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    মাধ্যম নিউজ ডেস্ক: নগদ টাকার লেনদেনে রাশ টানতে নতুন পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। সব অ্যাকাউন্ট মিলিয়ে বছরে ২০ লক্ষের বেশি টাকার লেনদেনে প্যান কার্ড বা আধার কার্ডের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হল। নতুন এই নিয়ম লাগু হবে ২৬ মে থেকে। সিবিডিটির (CBDT) পক্ষ থেকে আয়কর আইনের অধীনে এই নতুন নিয়ম তৈরি হয়েছে।

    রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক হোক বা সমবায় কিংবা পোস্ট অফিস, সব জায়গাতেই এক বা একাধিক অ্যাকাউন্টে ২০ লক্ষ টাকা নগদ জমা বা নগদ টাকা তোলার ক্ষেত্রে প্যান (PAN Card) বা আধারের (Aadhaar Card) তথ্য দেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি সব ধরনের ব্যাঙ্ক এবং পোস্ট অফিসে কারেন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও প্যান কার্ডের তথ্য দেওয়ার বাধ্যতামূলক নিয়ম করা হয়েছে।   

    এতদিন পর্যন্ত একটি অ্যাকাউন্টে নির্দিষ্ট টাকার পরিমাণের বেশি লেনদেন করলে প্যান বা আধারের তথ্য দিতে হত। সব অ্যাকাউন্টে একসঙ্গে নজরদারি চালানোর কোনও ব্যবস্থা ছিল না। এবার সেই উপায় নিয়েই হাজির মোদি সরকার। একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করলে তথ্য চাওয়া হত। বার্ষিক লেনদেনে কোনও বিধিনিষেধ ছিল না। এবার বার্ষিক লেনদেনের ক্ষেত্রেও এল নতুন নিয়ম। 

    দীর্ঘদিন ধরেই করদাতাদের কারচুপিতে নাজেহাল কেন্দ্র। যাদের রোজগার বেশি, তাও কেন তাঁরা আয়করের (Income Tax) আওতায় নেই তা খতিয়ে দেখতে চাইছে কেন্দ্র। সেকারণেই ২০ লক্ষ টাকার বেশি সমস্ত লেনদেনের ওপর নজরদারি চালাতে চাইছে তারা।

    তাছাড়া, ২০ লক্ষের বেশি লেনদেনে প্যান-আধার বাধ্যতামূলক করা হলে, নগদে লেনদেনের প্রবণতা কমতে পারে বলেও মনে করছে কেন্দ্র। সেক্ষেত্রে ভারতকে ‘ক্যাশলেস ইকোনমি’ (Cashless Economy) করার যে উদ্যোগ নিয়েছিল মোদি (Modi) সরকার সেই পথেও কিছুটা অগ্রসর হওয়া যাবে বলে আশাবাদী সরকারি আধিকারিকরা।

    নিয়ম অনুসারে, যদি কোনও ব্যক্তির প্যান তথ্য সরবরাহ করতে হয়, কিন্তু তাঁর কাছে সেই মুহূর্তে প্যান কার্ড না থাকে, তবে তিনি আধারের বায়োমেট্রিক সনাক্তকরণ দিতে পারেন। 

     

LinkedIn
Share