Tag: cbdt

cbdt

  • CBDT: বিদেশে গচ্ছিত ২৯ হাজার কোটি টাকার সম্পত্তির ঘোষণা ৩০ হাজারেরও বেশি করদাতার

    CBDT: বিদেশে গচ্ছিত ২৯ হাজার কোটি টাকার সম্পত্তির ঘোষণা ৩০ হাজারেরও বেশি করদাতার

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ৩০ হাজার ১৬১ জন করদাতা স্বেচ্ছায় জানিয়েছেন, বিদেশে তাঁদের ২৯,২০৮ কোটি টাকার সম্পত্তি রয়েছে। এর পাশাপাশি জানা গিয়েছে, তাঁদের বিদেশে আয়ের পরিমাণ ১,০৮৯.৮৮ কোটি টাকা। এমনটাই সামনে এসেছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের বিশেষ অভিযানের পরে (CBDT)। ২০২৪-২৫ অ্যাসেসমেন্ট বছরের জন্য এই ঘোষণা করা হয়েছে বলে বিভিন্ন সংবাদসংস্থার তরফে খবর প্রকাশিত হয়েছে।

    বিদেশে থাকা সম্পত্তি ও আয় নিয়ে স্বচ্ছতা আনতেই এই অভিযান

    জানা গিয়েছে, এদেশের করদাতারা যাতে বিদেশে থাকা তাঁদের সম্পত্তি এবং আয় নিয়ে কোনও কিছু গোপন না করেন, সেই উদ্দেশ্যেই এই অভিযান (Compliance Cum Awareness) চালানো হয়। এতেই সামনে আসে এই তথ্য। এই অভিযানের পোশাকি নাম ছিল কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন (CBDT)। এটা চালায় কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (সিবিডিটি)। অভিযানের অংশ হিসেবে দেশের করদাতারা স্বেচ্ছায় এই ঘোষণা করেছেন বলে জানা যাচ্ছে।

    খুঁটিনাটি তথ্য (CBDT)

    সিবিডিটি-র (CBDT) এমন তথ্য নির্ভর উদ্যোগের ফলে স্বেচ্ছায় করদাতারা নিজেদের বিদেশি সম্পত্তি ও আয়ের উৎস ঘোষণা করেছেন। জানা গিয়েছে, আগের থেকে এমন করদাতার সংখ্যা বেড়েছে। তথ্য বলছে, যে ৩০,১৬১ জন করদাতা তাঁদের বিদেশি সম্পদের কথা ঘোষণা করেছেন, তাঁদের মধ্যে ৫,৪৮৩ জন পুরনো তথ্য দাখিল করেছেন। অন্যান্যরা, নিজেদের বর্তমান আয়কর রিটার্নে সংশোধন করেছেন বলে জানানো হয়েছে সিবিডিটি-র দেওয়া তথ্যে । এর পাশাপাশি ৬,৭৩৪-জন ব্যক্তি তাঁদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস বদল করেছেন বলে জানা গিয়েছে। এই ক্ষেত্রে ওই করদাতারা রেসিডেন্সিয়াল থেকে নন-রেসিডেন্সিয়াল হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন।

    ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে শুরু অভিযান

    কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গত বছরের অর্থাৎ ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে সিবিডিটি এই উদ্যোগ শুরু করে। এই প্রচারাভিযানের মাধ্যমে করদাতাদের পরিবর্তিত আয়কর রিটার্নে তাঁদের বিদেশি সম্পত্তি এবং আয়ের কথা স্বেচ্ছায় ঘোষণার আহ্বান জানানো হয়। আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর বিশেষ জোর দেওয়া হয় কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের ওই অভিযানে।

    সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা

    নিজের ইচ্ছায় বিদেশি সম্পদের পরিমাণ জানিয়েছেন এমন করদাতার সংখ্যা ২০২১-২২ অ্যাসেসমেন্ট বছরের ৬০ হাজার থেকে বেড়ে ২০২৪-২৫ অর্থবছরে ২.৩১ লক্ষ হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের। অর্থাৎ ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট বছরের তুলনায় তা ৪৫.১৭ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, করদাতারা স্বচ্ছভাবে যে তথ্য দিয়েছেন তাতে পরিষ্কার সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে।

  • ITR Filing: ঠিকমতো আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা, যাচাই করেন? জানুন বিশদে

    ITR Filing: ঠিকমতো আয়কর রিটার্ন দাখিল করেছেন কিনা, যাচাই করেন? জানুন বিশদে

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র কয়েকটা দিন। ঘনিয়ে আসছে সময়। চলতি মাসের ৩১ তারিখের মধ্যেই দাখিল করতে হবে আয়কর রিটার্ন (ITR Filing)। ট্যাক্স ফাইলিংয়ের (Tax Return) একটি অংশ হল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া। আইটি রিটার্ন দাখিল করা হয়েছে কিনা, তা জানার জন্য হাতে সময় থাকে মাত্র ৩০ দিন। এই পর্বটি বৈধ। তার পরেই যদি দাখিল করা হয় আইটি রিটার্ন, তবে তা বৈধ বলা যাবে না।

    আয়কর রিটার্ন দাখিল যাচাইকরণ (ITR Filing)

    প্রশ্ন হল, কোনও একজন আয়কর দাতা কীভাবে জানবেন তিনি আয়কর রিটার্ন দাখিল (ITR Filing) করেছেন কিনা? এর একাধিক উপায় রয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল আধার ওটিপি, নেট ব্যাঙ্কিং কিংবা সরাসরি আইটিআর-ফাইভ ফর্ম দাখিল করে। একবার আপনি যদি যাচাই করে নিতে পারেন, আপনার আইটি রিটার্ন দাখিল হয়েছে কিনা, তাহলে আয়কর দফতর সেটি রিভিউ করবে। পরে ইমেলের মাধ্যমে ১৪৩(১) ধারায় আপনাকে একটি নোটিশ পাঠানো হবে। তখনই আপনি জানতে পারবেন, আপনার আইটি দাখিল হয়েছে, কি হয়নি।

    অনলাইন যাচাইকরণ

    এই যে নোটিশটি আপনি পাবেন, সেটাই আপনাকে জানিয়ে দেবে আপনার প্রসেসিং স্টেটাস, আপনার কোনও ট্যাক্স লায়াবিলিটিজ রয়েছে কিনা কিংবা আপনি কত টাকা ফেরত পাবেন। আইটি রিটার্ন দাখিল (ITR Filing) যাচাইয়ের জন্য সরকার অনেকগুলো অপশন দিয়েছ। যাঁরা অনলাইনে যাচাই করবেন, তাঁদের ওটিপি পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে সরকারের তরফে। তবে এসবই করা হবে আইটি রিটার্ন দাখিল করার পর। মনে রাখতে হবে আইটি রিটার্ন দাখিল প্রসেসের চূড়ান্ত ধাপ হল এই অনলাইন যাচাইকরণ।

    আরও পড়ুন: বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই টাস্ক ফোর্সের, কবুল ‘নিধিরাম’দের

    আইটি রিটার্ন দাখিল করেছেন কিনা, তা যাচাই করা না হলে সমস্যায় পড়তে হতে পারে আয়কর দাতাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে যাচাই করা না হলে আপনার আইটি রিটার্ন অবৈধ বলে গণ্য হতে পারে, দিতে হতে পারে জরিমানা, আয়কর দফতরের তরফে আপনাকে নোটিশও পাঠানো হতে পারে। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) আরও তিরিশ দিন বাড়িয়েছে আইটি রিটার্ন দাখিল ভেরিফিকেশনের জন্য। এর আগে রিটার্ন দাখিলের জন্য সময় দেওয়া হয়েছিল ১২০ দিন। যাচাইকরণের দিন (Tax Return) বাড়িয়ে দেওয়া হল আরও ৩০ দিন (ITR Filing)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • CBDT: ‘কর ফাঁকি দিয়েছে বিবিসি’, সমীক্ষা শেষে বিবৃতি আয়কর দফতরের

    CBDT: ‘কর ফাঁকি দিয়েছে বিবিসি’, সমীক্ষা শেষে বিবৃতি আয়কর দফতরের

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর ফাঁকি দিয়েছে বিবিসি (BBC)! অন্তত এমনই দাবি আয়কর দফতরের (CBDT)। গত তিনদিন ধরে ব্রিটিশ এই সংবাদ সংস্থার দিল্লি (Delhi) ও মুম্বইয়ের অফিসে সমীক্ষা চালায় আয়কর দফতর। তার পরেই রীতিমতো বিবৃতি দিয়ে আয়কর দফতর জানিয়েছে, প্রখ্যাত আন্তর্জাতিক সংবাদ সংস্থার নথি, ডিজিটাল ফাইল ও কর্মীদের বিবৃতি নেওয়ার প্রক্রিয়া এখনও চলছে। সেগুলিতে দেখা গিয়েছে, সংস্থাটি কর ফাঁকি দিয়েছে এবং এই বিদেশি সংস্থাটি ভারতে তাদের আয় প্রকাশ করেনি। ভারতে ব্যবসায়িক কার্যকলাপের মাত্রা সামঞ্জস্যপূর্ণ নয়।

    বিবিসি…

    বিবিসির নাম না করে বিবৃতিতে বলা হয়েছে, এই গ্রুপটি ইংরেজি, হিন্দি সহ নানা ভারতীয় ভাষায় কনটেন্ট তৈরি করে। বিজ্ঞাপন সংক্রান্ত কাজও করে। এই সমীক্ষায় দেখা গিয়েছে, ইংরেজি ছাড়াও অন্য ভাষায় কনটেন্ট করলেও যে আয় বা লাভ দেখানো হয়, তা যে ধরনের কাজ করা হয়, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সমীক্ষার (CBDT) সময় দেখা গিয়েছে একাধিক ক্ষেত্রে কর দেয়নি বিদেশি সংস্থা। ভারতে তাদের আয় যথাযথ প্রকাশ করেনি। একাধিক লেনদেনের ক্ষেত্রেও কিছু গরমিল পাওয়া গিয়েছে। কর্মীদের কিছু গুরুত্বপূর্ণ স্টেটমেন্টও পাওয়া গিয়েছে। পরে তা আরও খতিয়ে দেখা হবে। একাধিক চুক্তির ক্ষেত্রে অস্বচ্ছতা পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে আয়কর দফতরের জারি করা বিবৃতিতে। আয়কর দফতর জানিয়েছে, এই সমীক্ষার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ নথি মিলেছে। সেই নথির ভিত্তিতেই এই বিদেশি সংবাদ সংস্থার আয়কর সংক্রান্ত কিছু গরমিল পাওয়া গিয়েছে।

    আরও পড়ুুন: অযোধ্যার পরে এবার কর্নাটকেও গড়ে উঠতে চলেছে নয়নাভিরাম রামমন্দির, জানুন কোথায়

    আয়কর দফতরের (CBDT) অভিযোগ, বিবিসির কর্মীরা তদন্তে দীর্ঘসূত্রিতা করার চেষ্টা করেছে। সংস্থার এই অবস্থান সত্ত্বেও তারা তদন্ত চালিয়ে গিয়েছে এবং সংবাদ মাধ্যমটির নিয়মিত কার্যকলাপে যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে খেয়াল রেখেই তদন্ত চালানো হয়েছে বলেও দাবি আয়কর দফতরের।মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে একযোগে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা। সমীক্ষা চলে টানা ৬০ ঘণ্টা।    

    প্রসঙ্গত, সম্প্রতি ‘ইন্ডিয়া: দি মোদি কোয়েশ্চেন’ শীর্ষক দু পর্বের একটি তথ্যচিত্র সম্প্রচার করে বিবিসি। ওই তথ্যচিত্রে ২০০২ সালে গুজরাট হিংসা নিয়ে ‘বিকৃত’ তথ্য তুলে ধরা হয় বলে অভিযোগ। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। বিবিসির ওই তথ্যচিত্র সম্প্রচারিত হতেই নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তথ্যপ্রযুক্তি আইনের বলে কেন্দ্র সোশ্যাল মিডিয়া থেকে ওই তথ্যচিত্রটি তুলে নেয়। সরকারের তরফে বলা হয়, ভারতকে খাটো করতেই মিথ্যা ও অবমাননামূলক তথ্য ছড়ানো হচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • ITR Filing: সরল হচ্ছে আয়কর রিটার্ন প্রক্রিয়া! সকল করদাতাদের জন্য একটিই ফর্মের প্রস্তাব

    ITR Filing: সরল হচ্ছে আয়কর রিটার্ন প্রক্রিয়া! সকল করদাতাদের জন্য একটিই ফর্মের প্রস্তাব

    মাধ্যম নিউজ ডেস্ক: সব ধরনের করদাতাদের জন্য একটিই মাত্র ফর্মের প্রস্তাব দিল আয়কর দফতর। এখন যত ধরনের ফর্ম রয়েছে, সেগুলিকে জুড়ে দিয়ে একটিই মাত্র ফর্ম করার প্রস্তাব দিয়েছে আয়কর দফতর। ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল (ITR Filing) করতে গিয়ে জনগণকে যাতে অযথা হয়রান হতে না হয়, করদান প্রক্রিয়া যাতে অনায়াস হয় তাই এই প্রস্তাব বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)।

    বর্তমানে যে ইনকাম ট্যাক্স (Income Tax) রিটার্ন-১ এবং ইনকাম ট্যাক্স রিটার্ন-৪ রয়েছে, তা থাকবে। করদাতা যখন ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তখন কোন ফর্ম পূরণ করবেন, তা বেছে নেওয়ার অপশন করদাতাদের দেওয়া হবে। ১ নভেম্বর থেকেই এই সুবিধা মিলবে। 

    বর্তমানে করদাতাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল (ITR Filing) করতে হয় আইটিআর-১ থেকে আইটিআর-৭ ফর্মের মধ্যে একটি বা একাধিক পূরণ করে। তাঁরা কোন শ্রেণির করদাতা, তার ভিত্তিতেই পূরণ করতে হয় আলাদা আলাদা ফর্ম। সিবিডিটি জানিয়েছে, প্রস্তাবিত নয়া ফর্মে তাঁরা যে শিডিউলে পড়েন না, তাঁদের তা দেখার প্রয়োজন হবে না। সিবিডিটিতে এও বলা হয়েছে, প্রস্তাবিত খসড়া অনুযায়ী আয়কর জমা দেওয়ার প্রক্রিয়াটিকে আন্তর্জাতিক মানের সঙ্গে সাযুজ্য করে তৈরি করা হয়েছে।  

    আরও পড়ুন: ৮ বছরে আয় বেড়েছে প্রায় ১৭৫ গুণ! অনুব্রত কন্যা সুকন্যার আয়কর রিটার্ন চমকে দেবে আপনাকেও

    ১) করদাতাদের (Tax Payers) ক্ষেত্রে প্রযোজ্য হবে বেসিক ইনফর্মেশন, টোটাল ইনকামের কম্পিউটেশনের শিডিউল, ট্যাক্সের কম্পউটেশনের শিডিউল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস এবং ট্যাক্স পেমেন্টের শিডিউল।
    ২) ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করার ক্ষেত্রে শিডিউলগুলিতে গিয়ে নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে হবে করদাতাদের।
    ৩) প্রশ্নগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, যেসব প্রশ্নের উত্তর ‘না’ হবে, সেসব প্রশ্নের সঙ্গে সম্পর্ক থাকা প্রশ্নগুলি আর দেখাবেই না।
    ৪) ট্যাক্স ফাইল রিটার্নে সহায়তা করতে বেশ কিছু নির্দেশও দেওয়া হয়েছে। এই নির্দেশাবলী অ্যাপ্লিকেবল শিডিউলের ক্ষেত্রেও সহায়ক হবে।
    ৫) প্রস্তাবিত ইনকাম ট্যাক্স রিটার্নের খসড়াটি এমনভাবে তৈরি করা হয়েছে যে প্রতিটি সারির আলাদা আলাদা মূল্য রয়েছে। এটা রিটার্ন ফাইলিং পদ্ধতিকে অনায়াস করে তুলবে। 
    সুতরাং, করদাতাদের প্রয়োজন কেবল সেই সব প্রশ্নের উত্তর দেওয়া যেগুলির উত্তর ‘হ্যাঁ’ হবে। এরকম একটি প্রশ্নের উত্তর দিলে, তার সঙ্গে সম্পৃক্ত প্রশ্নগুলির উত্তরও হ্যাঁ হয়ে যাবে আপনা থেকেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

    Aadhaar PAN: প্যান আধার লিংক করাননি? কত জরিমানা দিতে হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: অনেক আগেই প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) কার্ড লিংক করানোর নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। তার পর কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও অনেকেই প্যানের সঙ্গে আধার কার্ড লিংক করে উঠতে পারেননি। অথচ এটা না করালেই নয়। তাই আপনি যদি জানেন যে আপনার প্যানের সঙ্গে আধার লিংক করানো হয়নি, তাহলে সাধু সাবধান! সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (CBDT) বক্তব্য, আপনি যদি এখনও প্যানের সঙ্গে আধার লিংক করিয়ে উঠতে না পারেন, তাহলে আপনার প্যান কার্ড অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে নানা সমস্যায় পড়তে হবে আপনাকে। বন্ধ হয়ে যেতে পারে ফিনান্সিয়াল ট্রানজেকশন। বোর্ডের পরামর্শ, তাই দ্রুত লিংক করিয়ে নিন প্যানের সঙ্গে আধার কার্ড।

    এতে অবশ্য ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি প্যানের সঙ্গে আধার (Aadhaar PAN) লিংক না করিয়ে থাকেন, তাহলে তা করিয়ে ফেলুন। সিবিডিটি এই লিংক করানোর সময়সীমা চলতি বছরের ৩১ মার্চ থেকে বাড়িয়ে করেছে আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৩১ মার্চ পর্যন্ত। চলতি বছরের ৩১ মার্চের মধ্যে যাঁরা প্যানের সঙ্গে আধার লিংক করেননি, তাঁদের পেনাল্টি গুণতে হবে। যাঁরা জুনের ৩০ তারিখের মধ্যে প্যান-আধার লিংক করিয়েছেন, তাঁদের জরিমানা বাবদ দিতে হবে ৫০০ টাকা। তবে যেহেতু সেই তারিখ চলে গিয়েছে, তাই এখন যাঁরা করাবেন, জরিমানা বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা।

    আরও পড়ুন: যারা ভারতের ঐক্য ভাঙার চেষ্টা করছে, তাদের থেকে সাবধান, বললেন মোদি

    ইনকাম ট্যাক্সের ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, প্রতিটি ব্যক্তি যাঁদের ২০১৭ সালের ১ জুলাই প্যান নম্বর দেওয়া হয়েছে এবং যাঁদের আধার নম্বর রয়েছে, তাঁরাই নির্দিষ্ট ফর্ম এবং পদ্ধতি মেনে প্যান আধার (Aadhaar PAN) লিংক করবেন। অন্যভাবে বলা যায়, এই সব ব্যক্তিদের আধার-প্যান লিংক করতে হবে জরিমানা ছাড়া চলতি বছরের ৩১ মার্চের মধ্যে। আর জরিমানা দিলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Gaming Apps: তিনবছরে বিজয়ীদের আয় ৫৮ হাজার কোটি টাকা, সিবিডিটির নজরে গেমিং অ্যাপ

    Gaming Apps: তিনবছরে বিজয়ীদের আয় ৫৮ হাজার কোটি টাকা, সিবিডিটির নজরে গেমিং অ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) – এর তরফ থেকে জানানো হয়েছে, ভারতীয় গেমিং অ্যাপের খেলোয়াড়রা গত তিন বছরে ৫৮ হাজার কোটি টাকা জিতেছে। আয়কর দফতরের (Income Tax Department) জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। 

    সিবিডিটি চেয়ারম্যান নীতিন গুপ্ত কোম্পানির নাম না করে বলেন, “যারা টাকা জিতেছেন আমরা তাদের আয়কর রিটার্ন (Income Tax Return) জমা করার মাধ্যমে আয়কর জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে বলেছি। যদি তারা স্বেচ্ছায় তা না করে তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: বঞ্চনার অভিযোগ মিথ্যা, ফের রাজ্যকে টাকা দিল কেন্দ্র

    তিনি আরও বলেন, “জরিমানা এবং ৩০ শতাংশ কর মিলিয়ে বিজয়ীদের প্রায় ২০ হাজার কোটি টাকা দিতে হবে। ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২ এই অর্থবর্ষগুলির জন্যে এখন কর দিতে হবে।”

    নীতিন গুপ্ত আরও বলেন, “আমরা সব তথ্য খতিয়ে দেখছি। বড় অঙ্কের কর ফাঁকি দেওয়া হয়েছে। বিজয়ীদের কেউ হয়তো বেশি আর কেউ কম উপার্জন করেছেন। আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য আছে।”  

    তিনি আরও বলেন, “লটারির মতো এখান থেকেও প্রতিটি জয় বাবদ কর নেওয়া হবে। লটারি, ক্রসওয়ার্ড পাজল, ঘোড়দৌড়, তাস খেলা, এবং যেকোনো ধরণের অন্যান্য খেলা, জুয়া বা বাজি সহ লটারি থেকে জেতা টাকার উপর ৩০% কর নেওয়া হয়। এখানে কোনও ছাড় পাওয়া যায় না।” 

    আরও পড়ুন: বিনোদন জগতে সর্বোচ্চ ‘করদাতা’ বলিউডের ‘খিলাড়ি’! সম্মানিত করল আয়কর বিভাগ

    এই ক্ষেত্রে মূলত জেতা টাকার থেকে আগেই কর কেটে বাকি টাকা বিজয়ীকে দেওয়া হয়। 

    নীতিন গুপ্ত বলেন, “এই গেমিং অ্যাপগুলি কর ফাঁকি দিচ্ছে কী না তা নিয়ে বেশ কিছুদিন ধরেই তদন্ত চালানো হচ্ছিল। আমাদের বিভাগ নিজেদেরকে আর রিয়েল এস্টেড এবং ডেভলপারসের মধ্যেই সীমাবদ্ধা রাখছি না। আমরা নতুন ক্ষেত্রেও কাজ করছি। স্বাস্থ্য পরিষেবা থেকে ওষুধ, ডেভলপার থেকে ইন্ডাস্ট্রি, সব ক্ষেত্রেই কাজ করছি আমরা। এখন আমরা আরও কিছু নতুন জায়গায় কাজ করছি। যেমন গেমিং অ্যাপ, অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি ইত্যাদি।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • ITR Filing: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    ITR Filing: আয়কর রিটার্ন দাখিল করেননি? জেনে নিন দিতে হবে কত লেট-ফি

    মাধ্যম নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন (Income Tax Return) দাখিলের শেষ দিন ছিল ৩১ জুলাই। ২০২১-২২ অর্থবর্ষের আয়কর দফতরে ট্যাক্স রিটার্ন দাখিল হয়েছে ৫.৮৩ কোটি। যা আদতে একটি রেকর্ড। শেষ দিনে আয়কর (Income Tax) দাখিল হয়েছে ৭২.৪২ লক্ষ। ৩১ জুলাই পর্যন্ত সব মিলিয়ে দাখিল হয়েছে ৫.৮৩ কোটি।

    পুরো বিষয়টি জানিয়ে ট্যুইট করেছে আয়কর দফতর (Income Tax Department)। ট্যুইট বার্তায় বলা হয়েছে, ২০২২ এর ৩১ জুলাই পর্যন্ত ৫.৮৩ কোটি আইটি রিটার্ন দাখিল হয়েছে। নয়া রেকর্ডও হয়েছে। শেষ দিনে আয়কর দফতরে রিটার্ন দাখিল হয়েছে ৭২.৪২ লক্ষ। সময় মতো রিটার্ন দাখিল করায় আয়কর দফতর করদাতাদের কৃতজ্ঞতাও জানায়।  

    গত দু’বছর ধরে আয়কর রিটার্ন দাখিলের তারিখ বাড়ানো হচ্ছিল। এবারও সেই আশায়ই শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলেন করদাতারা। তবে এবার আর সরকার সেই সময় সীমা বাড়ায়নি। সুতরাং, যাঁরা ইতিমধ্যেই রিটার্ন দাখিল করেছেন, তাঁদের উদ্বেগের কোনও কারণ নেই। কিন্তু যাঁরা ওই তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি, তাঁরা তা করতে পারবেন চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। যদিও এজন্য লেট-ফি দিত হবে তাঁদের।

    আরও পড়ুন : সময়সীমা ৩১ অগাস্ট, জেনে নিন কীভাবে করবেন আয়কর রিটার্নের ই-ভেরিফিকেশন

    যাঁদের বাৎসরিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত, লেট-ফি বাবদ তাঁদের দিতে হবে ১০০০ টাকা। আয় ৫ লক্ষ টাকা ছাড়ালেই ফাইন দিতে হবে ৫ হাজার টাকা। যদি কোনও করদাতার আয় করছাড়ের সীমার নীচে থাকে, তবে তাঁদের কোনও লেট ফাইন দিতে হবে না। তবে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে যাঁরা রিটার্ন দাখিল করতে পারেননি, দেরি করে ট্যাক্স দেওয়ায় তাঁদের গুণতে হবে সুদ। ফলে, তাঁদের ৩১ জুলাই থেকে সুদ সহ ট্যাক্সের পুরো টাকা জমা দিতে হবে।

    প্রসঙ্গত, রিটার্ন দাখিলের ভেরিফিকেশন আগে ছিল ১২০ দিন। এখন তা কমিয়ে করা হয়েছে ৩০ দিন।  ১ অগাস্টের মধ্যে ই-ট্রান্সমিশনের মাধ্যমে এই ভেরিফিকেশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছিল সিবিডিটি (CBDT)।

    আরও পড়ুন : কোন পথে বাঁচাবেন আয়কর? জানুন

  • New GST Rule: অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    New GST Rule: অক্টোবর থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি নিয়মে, জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: অক্টোবর মাস থেকে বড়সড় পরিবর্তন আসছে জিএসটি (GST) নিয়মে। এই পরিবর্তন অনুযায়ী, যেসব ব্যবসায় টার্নওভার বছরে ১০ কোটি টাকারও বেশি, তাদের বি-টু-বি (B to B) লেনদেনের জন্যে ১ অক্টোবর থেকে ইলেকট্রনিক ইনভয়েসস সংক্ষেপে ই-ইনভয়েস (e-Invoice) তৈরি করতে হবে। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস, সংক্ষেপে সিবিডিটি (CBDT) এবং কাস্টমস (Customs)। চলতি বছরের ১ অক্টোবর থেকে সেই সব কোম্পানির জন্য ই-ইনভয়েস বাধ্যতামূলক, যাদের বছরে টার্নওভার ১০ কোটি টাকারও বেশি।

    মার্চের আগে পর্যন্ত যাঁদের বছরে টার্নওভার ২০ থেকে ৫০ কোটি টাকা—সেই সকল করদাতা রেজিস্ট্রেশনের এই সুবিধা পেতেন এবং লগ-ইন করতে পারতেন। ১ এপ্রিল থেকে কেন্দ্রীয় বোর্ড জিএসটি ই-ইনভয়েসিংয়ের সীমা ৫০ কোটি টাকা থেকে কমিয়ে ২০ কোটিতে নিয়ে এসেছে। উল্লেখ্য যে, গত বছরের ১ এপ্রিল থেকে যেসব কোম্পানির বছরে টার্নওভার ৫০ কোটি টাকার বেশি ছিল, তাদের বি-টু-বি ইনভয়েস তৈরি করতে হত। সেটাই এখন ১০ কোটি টাকার বেশি টার্নওভারের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

    আরও পড়ুন : জুলাই মাসে দেশের জিএসটি থেকে আয় ১.৪৯ লক্ষ কোটি টাকা, আগের বছরের তুলনায় ২৮% বেশি

    প্রশ্ন হল, কেন সরকার এই সিদ্ধান্ত নিল?  করদাতারা যাতে ট্যাক্স এড়িয়ে যেতে না পারেন, সেই জন্যই সরকার জিএসটিতে নানা পরিবর্তন এনেছে। সেই প্রেক্ষিতেই ২০২০ সালের অক্টোবর মাসে সরকার সিদ্ধান্ত নেয়, সেসব কোম্পানির বছরে টার্নওভার ৫০০ কোটি টাকার বেশি, তাদের বি-টু-বি ট্রানজাকশনের ক্ষেত্রে ই-ইনভয়েসের প্রয়োজন।

    এখন এই সীমাই হয়েছে ২০ কোটি টাকা যেটা ১ অক্টোবর থেকে সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস কমিয়ে করেছে ১০ কোটি টাকা। যাঁদের জিএসটি দিতে হবে, তাঁরা অনলাইনে ই-ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে এটা পাঠাতে পারেন। মনে রাখতে হবে, এক্ষেত্রে করদাতাদের তাঁদের ইন্টারনাল সিস্টেমের মাধ্যমে বিল তৈরি করতে হবে। তার পরেই ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে অনলাইনে রিপোর্ট করতে হবে।

    আরও পড়ুন : চাল, ডাল, আটা, গম খোলা কিনলে বাড়তি জিএসটি লাগু হবে না! ট্যুইট করে ব্যাখ্যা অর্থমন্ত্রীর

  • Pan Aadhaar Link: ৩০ জুনের পর প্যান-আধার লিঙ্ক করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা!

    Pan Aadhaar Link: ৩০ জুনের পর প্যান-আধার লিঙ্ক করলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা!

    মাধ্যম নিউজ ডেস্ক: আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক (PAN-Aadhaar link) করার সময়সীমা ছিল চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। অনেকেই এই সময়সীমার মধ্যে তা করতে পারেননি। তাই বাড়ানো হয়েছে সময়সীমা। এই সময়সীমা করা হয়েছে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত। তবে এজন্য লেট ফি বাবদ দিতে হবে ৫০০ টাকা। কিন্তু এই সময়সীমার মধ্যেও কেউ প্যান আধার লিঙ্ক করতে অপারগ হলে তাঁকে লেট ফি বাবদ দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা। অর্থাৎ সব মিলিয়ে তাঁকে জরিমানা বাবদ গুনতে হবে ১০০০ টাকা। সিবিডিটি-র (CBDT) এক প্রেস বিজ্ঞপ্তিতেই একথা ঘোষণা করা হয়েছে।

    আরও পড়ুন :বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    জানা গিয়েছে, একমাত্র লেট ফি দেওয়ার পরেই প্যান-আধার লিঙ্ক করা যেতে পারে। প্যান (PAN) কার্ডের সঙ্গে আধার কার্ড  (Aadhaar card) লিঙ্ক না করালে প্যান কার্ডটি অবৈধ হয়ে যেতে পারে। তাতে দেখা দেবে নানা সমস্যা। কারণ প্যান কার্ড অবৈধ হয়ে গেলে কার্ড হোল্ডার মিউচুয়াল ফান্ড, স্টক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না। যেসব ক্ষেত্রে প্যান কার্ড প্রয়োজন, সেসব কাজ তিনি করতে পারবেন না।

    সর্বোপরি, বৈধ প্যান কার্ড না দেখাতে পারলে অ্যাসেসিং অফিসার জরিমানা বাবদ ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা চাইতে পারেন। আয়কর আইনের ১৯৬১-র (I-T Act, 1962) ২৭২ বি ধারায় তিনি ওই জরিমানা দিতে বাধ্য। তাই প্যান কার্ড বৈধ রাখা জরুরি। এটা করতে গেলে প্যানের সঙ্গে আধারের লিঙ্ক করা প্রয়োজন।

    [tw]


    [/tw]

    কীভাবে প্যান ও আধার কার্ড লিঙ্ক করবেন—

     

    ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/ ওয়েবসাইটে যান।

    এতে আপনার বিবরণ নথিভুক্ত করুন। ইউজার আইডি হবে প্যান। ইউজার আইডি, পাসওয়ার্ড ও জন্ম তারিখ ব্যবহার করে লগ-ইন করুন।

    একটি পপ-আপ উইন্ডো আসবে। তাতে আপনাকে আধারের সঙ্গে আপনার প্যান লিঙ্ক করতে অনুরোধ করা হবে।

    যদি উইন্ডোটি না আসে, তাহলে মেনু বারে প্রোফাইল সেটিংস-এ যান। ‘লিঙ্ক আধার’-এ ক্লিক করুন।

    জন্ম তারিখ, লিঙ্গের মতো তথ্যগুলি প্যান কার্ডের তথ্য মতো দিতে হবে। এবার আপনার আধারে উল্লিখিত তথ্যগুলির সঙ্গে স্ক্রিনে প্যান সম্পর্কিত বিবরণ যাচাই করুন৷

    আপনার আধার নম্বর লিখুন এবং এখনই লিঙ্ক করুন বোতামে ক্লিক করুন। এর পরেই আধার কার্ডটি প্যান কার্ডের সঙ্গে লিঙ্কড হয়ে যাবে এবং সেই সংক্রান্ত বার্তাও স্ক্রিনে দেখা যাবে।

    আরও পড়ুন : ভুলবশতঃ হোয়াটস্যাপ মেসেজ ডিলিট করেছেন? চিন্তা নেই, আসছে নতুন ফিচার!

LinkedIn
Share