Tag: CBSE 10th Result

CBSE 10th Result

  • CBSE Result: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই

    CBSE Result: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই

    মাধ্যম নিউজ ডেস্ক: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র দশম (10th) এবং দ্বাদশ (12th) শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষার ফলাফল (Result) ঘোষণা করা হতে পারে জুলাইয়ের শেষে। এমনটাই জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। 

    সিবিএসই-র দশম শ্রেণির দ্বিতীয় টার্মের পরীক্ষা শেষ হয়েছিল ২৪ মে। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে ফল ঘোষণা করে দিয়েছে। অপেক্ষায় রয়েছে কেন্দ্রীয় বোর্ডের ছাত্র-ছাত্রীরা। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, জুলাইয়ের শেষেই হতে পারে অপেক্ষার অবসান।  

    নতুন ফর্ম্যাটে এবছর দশম ও দ্বাদশের শ্রেণির পরীক্ষা নিয়েছে সিবিএসই। বছরের শেষে একটি পরীক্ষার বদলে, এবার প্রতিটি ক্লাসের দুটো টার্মে পরীক্ষা নেওয়া হয়েছে। প্রথম টার্মের পরীক্ষা ছিল অবজেক্টিভ প্রশ্নের ওপর, দ্বিতীয় টার্মের পরীক্ষাটি হয়েছে সাবজেক্টিভ প্রশ্নের ওপর। জানানো হয়েছিল, দ্বিতীয় টার্মের ফলাফলের সঙ্গে একটি চূড়ান্ত ফলাফলও ঘোষণা করবে সিবিএসই। দুটি পরীক্ষার মধ্যে কোনটিতে কত ওয়েটেজ ধরা হবে, এ নিয়ে বিতর্ক এখনও অব্যহত। শিক্ষাবিদরা অনেকেই মনে করছেন, যে কোনও একটি টার্মের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা উচিত। তাঁদের বক্তব্য, বছরভর অনলাইন ক্লাসের পর দুটো টার্মে পরীক্ষা নেওয়া বাস্তবসম্মত ছিল না, তাই যে কোনও একটি টার্মের ভিত্তিতেই ফল ঘোষণা করা উচিত।

    আরও পড়ুন: সিবিএসই-র রেজাল্ট কবে? কী করে দেখবেন? জানুন 

    পড়ুয়াদের পরামর্শ ছিল, যাতে অভ্যন্তরীণ মূল্যায়নে বেশি ওয়েটেজ ধরা হয়। তাঁরা দাবি জানিয়েছিলেন, পঞ্চাশ শতাংশ ওয়েটেজ থাকুক অভ্যন্তরীণ মূল্যায়নে। বাকি পঞ্চাশ শতাংশ প্রথম ও দ্বিতীয় টার্মে ভাগ করে দেওয়া হোক। নতুন ফর্ম্যাটে কীভাবে নম্বর দেওয়া হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন পড়ুয়া এবং অভিভাবকরা। 

    আরও পড়ুন: আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা ব্যবস্থায় ফের বড় বদল আনছে CBSE

    বোর্ডের তরফ থেকে এখনও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এর আগে বলা হয়েছিল যে দুটো টার্মে সমান ওয়েটেজ দেওয়া হবে। প্রথম টার্মে কাউকে ফেল করায়নি বোর্ড। ফলে সবাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। করোনার জেরে যেসব পড়ুয়ারা কোনও টার্মের পরীক্ষাই দিতে পারেননি, তাঁদেরও ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে বোর্ড। কিন্তু প্রক্রিয়ার বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি সিবিএসই। 

    জানা গিয়েছে, দশম শ্রেণির পড়ুয়ারা জুলাইয়ের প্রথম সপ্তাহেই চূড়ান্ত ফল জানতে পারবেন এবং দ্বাদশের ফল ঘোষণা হতে পারে তৃতীয় সপ্তাহে। কিন্তু বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। তাই পড়ুয়াদের কলেজে ভর্তি হওয়া নিশ্চিত করতে দশমের আগে সিবিএসই দ্বাদশের ফলও ঘোষণা করে দিতে পারে বলে মনে করছেন অনেকে।  

    cbse.gov.in এবং cbseresults.nic.in – এই দুটি ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পড়ুয়ারা।    

     

  • CBSE 10th Result: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    CBSE 10th Result: কবে জানা যাবে সিবিএসই-র দশম শ্রেণির ফলাফল? জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক:  মে মাসের ২৪ তারিখে শেষ হয়েছে দশম শ্রেণির পরীক্ষা। সময়ে মধ্যেই ফল (CBSE 10th Result) ঘোষণা করতে কোমর বেঁধেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এর মধ্যেই খাতা দেখার প্রক্রিয়া চালু করে দিয়েছে সিবিএসই। শিক্ষকদের খাতা দেখা শেষ করে জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ২০ জুনের মধ্যে খাতা দেখা শেষ করতে হবে। মনে করা হচ্ছে জুনের শেষেই মার্কশিট হাতে পেয়ে যাবে দশম শ্রেণির ছাত্রছাত্রীরা। ফলাফল দেখতে পাওয়া যাবে  cbseresults.nic.in– এই লিঙ্কে।    

    দ্বাদশের পরীক্ষাও শেষ হয়েছে ১৫ জুন। জুলাইয়ের ১০ তারিখের মধ্যেই দ্বাদশ শ্রেণির ফল ঘোষণার পরিকল্পনা নিয়েছে বোর্ড। 

    কোভিড অতিমারী ফের হানা দিতে পারে এই ভয়ে, শিক্ষাবর্ষকে দু’ভাগে ভাগ করা হয়েছিল। প্রতিটি টার্মে ৫০ শতাংশ করে সিলেবাস সম্পূর্ণ করা হয়েছিল। তাই দুটি টার্মের আলাদা আলাদা ফল প্রকাশ করবে সিবিএসই। প্রথম টার্মের ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এবার দুই টার্ম মিলিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করবে বোর্ড।    

    আরও পড়ুন: আইআইটিদের ছাপিয়ে বিশ্ব তালিকায় নজর কাড়ল আইআইএসসি ব্যাঙ্গালুরু

    চূড়ান্ত ফলে প্রথম টার্ম, দ্বিতীয় টার্ম এবং অভ্যন্তরীণ মূল্যায়ন অন্তর্ভূক্ত হবে। পরীক্ষার্থীকে সবমিলিয়ে পাশ করতে হবে। সিবিএসই টার্ম ওয়ানে কেউ ফেল করেনি। তাই দ্বিতীয় টার্মের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছিল। কোন ভাগে কতটা গুরুত্ব দেওয়া হবে, সেটা এখনও জানা যায়নি। পড়ুয়াদের কোনও বিষয়ে পাশ করতে গেলে ৩৩ শতাংশ নম্বর পেতেই হবে। যে সব বিষয়ে প্র্যাকটিক্যাল রয়েছে, সেখানে আলাদাভাবে থিওরি এবং প্র্যাকটিক্যালে পাশ করতে হবে। 

    আরও পড়ুন: বদলে যাচ্ছে পঠন-পাঠনের ধারণা? মডেল স্কুল তৈরির ভাবনা কেন্দ্রের

    কোভিড অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গত বছর দশম এবং দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বাতিল করেছিল সিবিএসই। প্রায় সমস্ত ছাত্রছাত্রীকেই পরের ক্লাসে তুলে দেওয়া হয়। দ্বাদশ শ্রেণিতে পাশ করেছিল ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া। দশমের ক্ষেত্রে সংখ্যাটা ছিল ৯৯.০৪ শতাংশ। ২০২০ সালে সিবিএসই দশমের পরীক্ষায় পাশ করেছিল ৯১.৪৬ শতাংশ পরীক্ষার্থী। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাশের হার ছিল ৯৯.৩৭ শতাংশ। 

     

LinkedIn
Share