Tag: central armed forces

central armed forces

  • CISF: সিআইএসএফ-এর হাতে প্রথম সম্পূর্ণ মহিলাদের জন্য রিজার্ভ বাহিনী, অনুমোদন কেন্দ্রের

    CISF: সিআইএসএফ-এর হাতে প্রথম সম্পূর্ণ মহিলাদের জন্য রিজার্ভ বাহিনী, অনুমোদন কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহিলাদের ক্ষমতায়ন এবং জাতীয় নিরাপত্তায় তাদের ভূমিকা বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারা (MHA), সিআইএসএফ-এর (CISF) প্রথম সর্ব-মহিলা ব্যাটালিয়ন তৈরির অনুমোদন দিয়েছে। এর আগে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)-এর অধীনে এমন কোনও নির্দিষ্ট বাহিনী ছিল না। প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, এই বাহিনীতে ১,০০০-এর কিছু বেশি সংখ্যক সদস্য থাকবেন।

    শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু

    সিআইএসএফের (CISF) ডেপুটি ইন্সপেক্টর জেনারেল দীপক বর্মা এক বিবৃতিতে জানান, ‘এই নতুন ব্যাটালিয়নের জন্য শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া, প্রশিক্ষণ এবং সদর দফতর নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে। ‘৫৩ তম সিআইএসএফ দিবসের অনুষ্ঠানে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ অনুসারে বাহিনীতে সর্ব-মহিলা ব্যাটালিয়ন তৈরির প্রস্তাব শুরু হয়েছিল। বর্তমানে বিমানবন্দর-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বাড়তি বাহিনী মোতায়েনের প্রয়োজন দেখা দিয়েছে। আপাতত স্থির করা হয়েছে, নবগঠিত এই মহিলা বাহিনীকে সেইসব গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নিরাপত্তার কাজে ব্যবহার করা হবে।

    বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা

    সংশ্লিষ্ট আধিকারিকদের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এই মর্মে একটি আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করেছে। সেই অনুমোদন প্রদানের খবর তাদের অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছে সিআইএসএফ। তারা জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশ ও অনুমোদন অনুসারে, শীঘ্রই ওই বিশেষ মহিলা বাহিনী গড়ে তোলা হবে। সেই বাহিনীতে আপাতত ১,০২৫ জন সদস্য থাকবেন। সংশ্লিষ্ট বাহিনীর নেতৃত্ব দেবেন সিনিয়র কমান্ড্যান্ট পদমর্যাদার একজন আধিকারিক। উল্লেখ্য, এই মুহূর্তে সিআইএসএফ-এর মোট সদস্য সংখ্যা প্রায় ২ লক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রকের নয়া অনুমোদনের ফলে বাহিনীর সেই শক্তি আরও বাড়বে। সিআইএসএফ সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট মহিলা বাহিনীর সদস্যদের জন্য নির্ধারিত প্রশিক্ষণও বিশেষ হবে। তাঁরা যাতে বিভিন্ন ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত থাকেন, সেই মতোই তাঁদের প্রস্তুত করা হবে। প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে আধুনিক অস্ত্রচালনা, আত্মরক্ষা কৌশল, বোমা নিষ্ক্রিয়করণ, এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share