Tag: chakdah

chakdah

  • Bomb Blast: এ যেন ল্যান্ডমাইন! বাড়ির ভিত কাটতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম চার শ্রমিক, এলাকায় আতঙ্ক

    Bomb Blast: এ যেন ল্যান্ডমাইন! বাড়ির ভিত কাটতে গিয়ে বোমা বিস্ফোরণ, জখম চার শ্রমিক, এলাকায় আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক:  তৃণমূলের সরকারের আমলে বোমার স্তুূপের মধ্যে রয়েছে গোটা রাজ্য। এমনই অভিযোগ করে বিরোধীরা। সেটা যে সত্যি তার প্রমাণ মিলল নদিয়ার চাকদায়। বাড়ি তৈরির ভিত কাটতে গিয়ে বোমা বিস্ফোরণ (Bomb Blast) । আর তাতে জখম হন চারজন শ্রমিক। একজনের চোট গুরুতর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদার লালপুর এলাকায়। গুরুতর জখমসহ চারজন শ্রমিককে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়়েছে। ইতিমধ্যে কে বা কারা মাটির তলায় বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Bomb Blast)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নদিয়ার চাকদার পাজির মোড় লালপুরে মৌসুমী বিশ্বাস নামে এক গৃহবধূর বাড়ি তৈরির জন্য ভিত খোঁড়ার কাজ চলছিল। পাশেই তাঁর ঘর রয়েছে। নিজের ফাঁকা জমিতে নতুন করে ঘর তৈরির জন্য ভিত কাটার কাজ চলছিল। সেখানে চারজন শ্রমিক কাজ করছিলেন। আচমকা মাটির নীচে থাকা একটি কৌটোর ওপর কোদালের কোপ লাগে। এরপর বোমা বিস্ফোরণ ঘটে। চারজন শ্রমিকই মাটিতে ছিটকে পড়েন। তবে, যে শ্রমিকের কোদাল লেগে বোমা বিস্ফোরণ (Bomb Blast) ঘটে তিনি গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে চিকিৎসা। দিনের বেলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকার মানুষ। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকদা থানার পুলিশ। এই বোমাটি কীভাবে এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    আরও পড়ুন: নদিয়ার গঙ্গার চরে ফের কুমির, আতঙ্কিত বাসিন্দারা

    স্থানীয় বাসিন্দারা কী বললেন?

    স্থানীয় বাসিন্দা শিপ্রা দত্ত বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ (Bomb Blast) পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। যেখানে ভিত কাটার কাজ চলছিল, সেখানে ধোঁয়ায় ভরে যায় এলাকা। মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখি শ্রমিকদের। মাটিতে রক্ত ভাসছিল। যন্ত্রণায় কাতরাচ্ছিলেন শ্রমিকরা। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর থেকে আমরা যথেষ্ট আতঙ্কে রয়েছি। কে বা কারা এই বোমা মাটির তলায় রেখেছিল তা তদন্ত হওয়া দরকার। স্থানীয় এক বাসিন্দা বলেন, জঙ্গলমহলে মাওবাদীরা মাটির নীচে ল্যান্ড মাইন পেতে রাখত। এদিনের ঘটনা সেরকম মনে হচ্ছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: মোদির সভায় যাওয়ার জন্য বিজেপি কর্মীর বিছানায় আগুন, অভিযুক্ত তৃণমূল

    Nadia: মোদির সভায় যাওয়ার জন্য বিজেপি কর্মীর বিছানায় আগুন, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: কৃষ্ণনগরে নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার কারণে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় বিছানায় আগুন ধরিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) চাকদা থানার শিমুরালি এলাকায়। আক্রান্ত বিজেপি কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে? (Nadia)

    স্থানীয় ও দলীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম জয়ন্তী দাস। তাঁর বাড়ি নদিয়ার (Nadia) শিমুরালি ঘোষপাড়া এলাকায়। শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গিয়েছিলেন। এরপর প্রতিদিন রাতের মতোই নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। ওই গৃহবধূর ঘুমন্ত অবস্থায় থাকাকালীন বিছানায় রাতের অন্ধকারে জানলার ফাঁক দিয়ে কয়েকজন দুষ্কৃতী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। সেই আগুনে পুড়ে যায় মশারির বেশ খানিকটা অংশ। পাশাপাশি এই গৃহবধূর গায়ে আগুন লাগে এবং চুল পড়ে যায়। ঘটনার পর থেকে যথেষ্টই আতঙ্কিত দাস পরিবার। আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্তী দাস বলেন, মোদির সভায় যাওয়া অপরাধ হয়েছে। তৃণমূল কর্মীরা তা মেনে নিতে পারেনি। তাই, আমার বিছানায় আগুন দিয়ে আমাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। কোনওরকমে আমি প্রাণে বেঁচে গিয়েছি।

    বিজেপি সাংসদ কী বললেন?

    এ বিষয়ে সাংসদ তথা রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন, এই ঘটনা নতুন কিছু নয়, সন্দেশখালিতে যেভাবে তৃণমূল অত্যাচার চালিয়েছে, ঠিক সেইরকম গোটা রাজ্য জুড়েই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। সেই কারণেই নরেন্দ্র মোদির জনসভায় যাওয়ার কারণে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। প্রশাসন কত দূর পদক্ষেপ নেবে তা আমাদের জানা নেই। তবে, আমরা ওই গৃহবধূর বাড়িতে যাব এবং গোটা বিজেপি তাঁর সঙ্গে রয়েছে সেই আশ্বাস দিয়ে আসবো।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের নদিয়া দক্ষিণের জেলা সভাপতি সনৎ চক্রবর্তী বলেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এবারের রানাঘাট কেন্দ্রে বিজেপি অনেকটাই ব্যাকফুটে রয়েছে। সেই কারণে দলকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগ করছে। এটা পুরোটাই ভিত্তিহীন, বিজেপির নাটক।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: নদিয়া থেকে হেঁটে অযোধ্যার রামমন্দির পাড়ি দিলেন গোপাল, কুর্ণিশ এলাকাবাসীর

    Nadia: নদিয়া থেকে হেঁটে অযোধ্যার রামমন্দির পাড়ি দিলেন গোপাল, কুর্ণিশ এলাকাবাসীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অবিশ্বাস্য মনে হলেও সত্যি। নিজের স্বপ্নপূরণের লক্ষ্যে পায়ে হেঁটে প্রায় ১৮০০ কিলোমিটার অতিক্রম করে অযোধ্যার রাম মন্দিরের উদ্দেশে রওনা দিলেন নদিয়ার (Nadia) চাকদার গোপালবাবু। চলতি মাসের গত ৬ তারিখে রওনা দেন তিনি। বর্তমানে তিনি রয়েছেন শিমলাগড়ে। ৪৫ বছর বয়সে তাঁর এই উদ্যোগ দেখে কুর্ণিশ জানিয়েছেন এলাকাবাসী।

    প্রতিবেশীরা কী বললেন? (Nadia)

    নদিয়ার (Nadia) চাকদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষপাড়ার বাসিন্দা অরিন্দম সিংহরায়। এলাকায় তিনি গোপাল নামেই পরিচিত। তিনি ছাড়া পরিবারে রয়েছেন ৬৫ বছরের বৃদ্ধা মা। গোপালবাবু এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। প্রতিবেশীরা বলেন, পায়ে হেঁটে অতটা পথ যাওয়া যায়, তা আমরা ভাবতেই পারছি না। নিজের স্বপ্নপূরণের জন্য তাঁর এই উদ্যোগকে আমরা কুর্ণিশ জানাই। তিনি যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে পবিত্র রাম মন্দির দর্শন করে বাড়ি ফিরে আসতে পারেন, এটাই আমরা চাই।

    প্রতিদিন ৩০ কিলোমিটার করে হাঁটছেন গোপালবাবু

    গোপালবাবু বলেন,  ২০০৮ সাল থেকেই আমার মনের ভেতরে অযোধ্যার রাম মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল। পায়ে হেঁটে অযোধ্যায় গিয়ে রামের পবিত্র চরণ ধূলিতে পদার্পণ করার ইচ্ছে মনে মনে ভেবে রেখেছিলাম। পরবর্তীকালে সেই ইচ্ছার কথা এলাকাবাসীর কাছে প্রকাশও করেছিলাম। প্রতিবেশীরাও আমাকে উৎসাহ দিয়েছিলেন। এবার সেই স্বপ্নপূরণের লক্ষ্যেই পথ চলা শুরু করেছি। তিনি বলেন, প্রতিদিন ৩০ কিলোমিটার হাঁটার পরিকল্পনা রয়েছে। পথ চলতি মানুষেরও এই দুদিনে উৎসাহ অনেক উৎসাহ পেয়েছি। কেউ টাকা দিয়ে সাহায্য করেছেন, কেউ বা আবার আমাকে খাওয়ানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে, রাস্তায় থাকা, খাওয়ার অভাব এখনও হয়নি।  রাস্তায় পরিচিত অপরিচিতরা ডেকে নিয়ে গিয়ে থাকার জায়গা দিচ্ছেন, খাওয়ার সুব্যবস্থাও করছেন তারা। কেউ আবার অনলাইনে আর্থিক সাহায্য করছেন। ৯০ দিনে অযোধ্যা মন্দিরে প্রবেশ করার পরিকল্পনা রয়েছে। যে রাস্তা ধরে আমি যাচ্ছি তাতে প্রায় ১৮০০ কিলোমিটার বা তার বেশি পথ আমাকে যেতে হতে পারে। গোপাল বাবুর এই উৎসাহ এবং উদ্যোগ দেখে প্রতিবেশীরাও সাধুবাদ জানিয়েছেন।  তবে গোপালবাবু জানিয়েছেন তিনি পায়ে হেঁটে অযোধ্যায় রওনা দিলেও বাড়ি ফেরার সময় ট্রেনে করে বাড়ি ফিরবেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share