মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের প্রকল্পের (MGNREGA Corruption) আওতায় ৪৪টি কাজে বিস্তর অনিয়ম ধরা পড়ে। সেই কাজে তছরুপ হওয়া ৫.৩৭ কোটির মধ্যে ২.৩৯ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে লোকসভায় দাবি করলেন কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি। প্রসঙ্গত, ১০০ দিনের কাজের প্রকল্পে একাধিক দুর্নীতির (MGNREGA Corruption) অভিযোগ সামনে আসে। ভুয়ো কাজ তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এর পাশাপাশি একই কাজকে দু-তিনবার দেখিয়ে টাকা আদায় করা, ভুয়ো জবকার্ড তৈরি করে টাকা আদায়- এমন ভুরি ভুরি অভিযোগে কারণে তিন বছর আগে এই প্রকল্পের টাকা বন্ধ করে দেয় মোদি সরকার। এরপরেই রাজ্যে একাধিকবার আসে কেন্দ্রীয় টিম। অডিটে ধরা পড়ে বিরাট দুর্নীতি। কেন্দ্রীয় গ্রামীণ প্রতিমন্ত্রীর (Chandra Sekhar Pemmasani) পাশাপাশি পশ্চিমবঙ্গের বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্যও এই ইস্যুতে তোপ দেগেছেন মমতা সরকারকে।
অনিয়ম হওয়া অর্থের ৪০ শতাংশেরও বেশি উদ্ধার করতে সক্ষম হয়েছে কেন্দ্র
মঙ্গলবারই দেশের সংসদ ভবনে এ নিয়ে বক্তব্য পেশ করেন মোদি সরকারের গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানি। নিজের বক্তব্যে কেন্দ্রীয় মন্ত্রী জানান যে, পশ্চিমবঙ্গে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে (MGNREGA Corruption) ব্যাপকভাবে অপব্যবহার করা হয়েছে তহবিল। তখনই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, এই অপব্যবহার হওয়া তহবিলের ৪০ শতাংশেরও বেশি উদ্ধার করতে সক্ষম হয়েছে কেন্দ্র। নিজের বক্তব্যে এনিয়ে পরিসংখ্যানও পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘‘আনুমানিক ৫.৩৭ কোটি টাকার মধ্যে ২.৩৯ কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। এখনও পর্যন্ত ৩.০২ কোটি টাকা আদায় করতে বাকি আছে। প্রসঙ্গত, এই প্রথম পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজ সংক্রান্ত দুর্নীতি ইস্যুতে অপব্যবহার নিয়ে এত সুনির্দিষ্ট বিবরণ লোকসভায় পেশ করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।
এই ইস্যুতে সরব হয়েছেন অমিত মালব্য
এই ইস্যুতে তৃণমূল সরকারকে একহাত নিয়েছেন বিজেপির আইটি সেল প্রধান এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য। মঙ্গলবার তিনি এনিয়ে একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেখানেই এই ইস্যুতে মমতা সরকারেক তুলোধোনা করেন মালব্য। সমাজমাধ্যমে বিজেপি নেতা লেখেন, ‘‘১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্য সরকার ব্যাপক দুর্নীতি করেছে। একাধিক অনিয়ম সামনে এসেছে। চরম অব্যবস্থা রয়েছে এই প্রকল্পে। এই জন্যই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের প্রকল্পের অধীনে তহবিল আটকে রাখতে বাধ্য হয়েছে।’’
দুর্নীতির তদন্তে চার জেলায় আসে কেন্দ্রীয় দল
প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ সামনে আসতেই কেন্দ্রীয় দল পরিদর্শন করে পশ্চিমবঙ্গের একাধিক জেলা। নিজের পোস্টে এই ঘটনা উল্লেখ করে অমিত মালব্য লেখেন, ‘‘২০১৯ এবং ২০২১ সালে একাধিক কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গ সফর করেছে। ১০০ দিনের কাজের দুর্নীতি তদন্ত করেছে তারা। কেন্দ্রীয় দল চারটি জেলায় এই পরিদর্শন করে। এই জেলাগুলি হল, পূর্ব বর্ধমান, হুগলি, দার্জিলিং, মালদা। পরিদর্শনের পরেই ব্যাপক অনিয়ম এবং আর্থিক অপব্যবহারের দিকটি সামনে আসে। ১০০ দিনের কাজের প্রকল্পে একাধিক দুর্নীতিগ্রস্ত প্রশাসনিক কর্তার নামও উঠে আসে। এর পাশাপাশি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলির বিরুদ্ধেও দুর্নীতিযোগের অভিযোগ প্রমাণিত হয়।’’
কী বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী
অন্যদিকে মঙ্গলবার সংসদে একই ধরনের কথা বলতে শোনা গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী চন্দ্রশেখর পেম্মাসানিকে। নিজের বিবৃতিতে মঙ্গলবার সংসদে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে অর্থ বরাদ্দ করেছিল। কিন্তু একাধিক অনিয়ম (MGNREGA Corruption) সামনে এসেছে। একাধিক জায়গায় অনিয়ম-দুর্নীতি চোখে পড়েছে। আমরা অডিটর পাঠিয়েছিলাম এবং মোট ৪৪টি জায়গাতে অনিয়ম ধরা পড়েছে। যার মধ্যে ৩৪টি জায়গা থেকে আমরা অর্থ উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাকি দশটি জায়গা থেকে অর্থ উদ্ধার বাকি রয়েছে। লোকসভাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন যে এই সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা হবে। তাঁর মতে, কেন্দ্রীয় গ্রামোন্নয়মন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে আলোচনায় বসে এই সমস্যাগুলির সমাধান করবেন।
২০২২ সালের মার্চে তহবিল বন্ধ কে কেন্দ্রীয় সরকার
প্রসঙ্গত, ৩ বছর আগেই ১০০ দিনের কাজের প্রকল্পে ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের মার্চ মাসেই পশ্চিমবঙ্গে এর তহবিল বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, ২০২১-২২ অর্থবছরে ১০০ দিনের কাজের প্রকল্পের আওতায় ৭৫০৭.৮০ কোটি টাকা দেওয়া হয়। কিন্তু পরবর্তী তিনটি অর্থ বছরে তহবিল বন্ধ করে দেয় কেন্দ্র সরকার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী লোকসভাতে জানিয়েছেন, পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে ঠিকাদার নিয়োগেও ব্যাপক অনিয়ম সামনে এসেছে। প্রসঙ্গত, সম্প্রতি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ পেয়েছে। এখানেই উঠে এসেছে, পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের তহবিল স্থগিত থাকায়, এখানে গ্রামীণ উন্নয়নে ব্যাঘাত ঘটছে। এখানেই উঠছে প্রশ্ন। কেউ কেউ বলছেন, দুর্নীতি করার স্বার্থে তৃণমূল উন্নয়নকে পিছনে ফেলে দিচ্ছে এভাবেই। তৃণমূলের এই দুর্নীতির কারণে ফল ভুগতে হচ্ছে গ্রামের গরিব মানুষদের। এমনটাই মনে করছেন অনেকে।
রাজ্যের কারণেই আটকে ১০০ দিনের কাজ, তো মালব্যর
অন্যদিকে, অমিত মালব্য নিজের এক্স মাধ্যমে দাবি করছেন, ‘‘কেন্দ্র সরকারের বারবার নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকার দোষী এবং অভিযুক্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কোনওরকমের ব্যবস্থা নিচ্ছে না বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিতে চাইছে না বলেই বাংলায় ১০০ দিনের কাজ আটকে পড়েছে।’’ বিজেপি নেতা অমিত মালব্যর মতে, ‘‘১০০ দিনের কাজের বিপুল দুর্নীতির কারণেই তহবিল আটকে রেখেছে কেন্দ্র সরকার।’’ ২০২২ সালের ৯ মার্চ থেকে এই তহবিল আটকে রয়েছে বলে জানিয়েছেন মালব্য। নিজের পোস্টে অমিত মালব্য আরও বলেন, ‘‘২০০৫ সালে ১০০ দিনের কাজের যে প্রকল্প চালু হয়, তার ২৭ নম্বর ধারা অনুযায়ী তহবিল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’’ বিজেপি নেতার মতে, যা হয়েছে তা আইনিভাবেই হয়েছে।
রাজ্য সরকার স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে, তোপ মালব্যর
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন অমিত মালব্য। বিজেপির এই নেতা বলেন, ‘‘রাজ্য সরকার স্বচ্ছ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। তার ফল ভোগ করতে হচ্ছে দরিদ্র মানুষ এবং প্রান্তিক শ্রমিকদেরকে। তাঁদের জীবনযাত্রার মূল্যে দুর্নীতিকেই প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। গ্রামের গরিব মানুষের অনেকেরই জীবিকা নির্বাহের জন্য ১০০ দিনের কাজের ওপর নির্ভর করতে হয়।’’ অমিত মালব্যর আরও দাবি, ‘‘এভাবে তহবিল বন্ধ করার জন্য সম্পূর্ণ দায় বর্তায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর। যারা জনগণের কল্যাণের চেয়ে নিজেদের রাজনৈতিক লুটকেই বেশি অগ্রাধিকার দেয়। পশ্চিমবঙ্গে এ ধরনের যাবতীয় দুর্নীতি তদন্ত হবে এবং যে সমস্ত অর্থ অপব্যবহার করা হয়েছে তার পুরোটা উদ্ধার করা হবে।’’ এর পাশাপাশি দোষী অভিযুক্ত প্রশাসনিক আধিকারিকদেরকেও জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন অমিত মালব্য।