Tag: Chandrababu Naidu arrest

Chandrababu Naidu arrest

  • Chandrababu Naidu arrest: দুর্নীতির মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

    Chandrababu Naidu arrest: দুর্নীতির মামলায় গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় গ্রেফতার অন্ধপ্রদেশের (Chandrababu Naidu arrest) প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শনিবার সকালেই তেলেগু দেশম পার্টির সুপ্রিমোকে গ্রেফতার করা হয়। টিডিপি-এর পক্ষ থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। নান্দিয়াল জেলার পুলিশ এবং রাজ্যের সিআইডি তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর পুত্র নারা লোকেশকেও আটক করেছে সে রাজ্যের পুলিশ (Chandrababu Naidu arrest)।

    ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ (Chandrababu Naidu arrest)

    জানা গিয়েছে মামলাটা দু’বছরের পুরনো এবং ২০২১ সালে চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়েছিল।  গ্রেফতারির আগে অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল জেলাতে একটি দলীয় কর্মসূচিতে ছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu arrest), পরে ভ্যানিটি ভ্যানে কর্মসূচিস্থলেই রাত্রি বাস করেন। সেখান থেকেই শনিবার সকাল ৬টা নাগাদ ডিআইজির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এবং সিআইডির আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন। গ্রেফতারির আগে অবশ্য পুলিশ এবং সিআইডিকে ঘিরে ধরে টিডিপির কর্মী সমর্থকরা (Chandrababu Naidu arrest), এতে হিমশিম খেতে হয় পুলিশকে। এরপর এই নান্দিয়াল হাসপাতালে তেলেগু দেশম পার্টির প্রধানকে নিয়ে যাওয়া হয় মেডিক্যাল করাতে। হাসপাতাল থেকে সোজা তাঁকে বিজয়ওয়ারা জেলে নিয়ে যায় পুলিশ।

    আগেই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দ্রবাবু নাইডু (Chandrababu Naidu arrest)

    এর আগে অন্ধ্রপ্রদেশের সমাজ কল্যাণ মন্ত্রী নাগার্জুন, চন্দ্রবাবুর নাইডুর গ্রেফতারির দাবিতে সরব হতে শুরু করেন। তখনই তাঁকে পুলিশ আটক করতে পারে এই আশঙ্কা প্রকাশ করেছিলেন তেলেগু দেশম পার্টির প্রধান (Chandrababu Naidu arrest)। দিনকয়েক আগেই এক সাংবাদিক বৈঠক করেন অন্ধ্রপ্রদেশের বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী নাগার্জুন। সেখানেই তিনি দুর্নীতির অভিযোগ আনেন চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, ‘‘জনগণের চাকা নয়ছয় করেছেন চন্দ্রবাবু (Chandrababu Naidu arrest), তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হোক।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share