Tag: Char Dham yatra

Char Dham yatra

  • Char Dham Yatra: চারধাম যাত্রার রেজিস্ট্রেশন শুরু ৩০ এপ্রিল থেকে, কীভাবে নাম নথিভুক্ত করবেন?

    Char Dham Yatra: চারধাম যাত্রার রেজিস্ট্রেশন শুরু ৩০ এপ্রিল থেকে, কীভাবে নাম নথিভুক্ত করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে ২০২৫ সালের চারধাম যাত্রা (Char Dham Yatra)। জানা গিয়েছে, আগামী ৩০ এপ্রিল থেকে এই যাত্রার রেজিস্ট্রেশন করা যাবে। ওইদিন থেকে চালু করা হবে গঙ্গোত্রী এবং যমুনোত্রীর পোর্টাল। এরপরে ২ মে চালু করা হবে কেদারনাথের পোর্টাল। বদ্রীনাথের পোর্টাল চালু করা হবে ৪ মে। অন্যদিকে হেমকুন্ড সাহিবের পোর্টাল ভক্তদের জন্য খোলা হবে ২৫ মে থেকে। হাজার হাজার ভক্ত তাঁদের আধ্যাত্মিক যাত্রার জন্য পাড়ি দেন চারধামে। জানা গিয়েছে, এই যাত্রার জন্য উত্তরাখণ্ড সরকার ইতিমধ্যে অনলাইন রেজিস্ট্রেশনকে বাধ্যতামূলক করেছে। নাম নথিভুক্ত করার সময় আধার নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

    চারধামের পরিচয় (Char Dham Yatra)

    registrationandtouristcare.uk.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। প্রসঙ্গত, চারধাম যাত্রা হল ভারতবর্ষের অন্যতম পবিত্র যাত্রা। মনে করা হয় চারধাম যাত্রায় মোক্ষ প্রাপ্তি হয়। প্রতিবছরই হাজার হাজার ভক্ত উপস্থিত হন এই যাত্রায়।

    যমুনোত্রী: যমুনোত্রী হল মা যমুনার সঙ্গে সম্পর্কিত ও যমুনা নদীর উৎস স্থল।

    গঙ্গোত্রী: গঙ্গোত্রী হল মা গঙ্গার সঙ্গে সম্পর্কিত। গঙ্গার উৎস স্থল।

    কেদারনাথ: কেদারনাথ হল দেশের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। ভগবান শিবের তীর্থস্থান।

    বদ্রীনাথ: যাত্রার শেষ ধাপ যে মন্দিরটি, তা ভগবান বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। নাম বদ্রীনারায়ণ।

    সনাতন ধর্মের (Sanatan Dharma) বিশ্বাস অনুসারে, চারধাম যাত্রায় (Char Dham Yatra) ভক্তের পাপ মুক্তি হয় এবং তিনি আধ্যাত্মিকতার পথে উন্নতি লাভ করে। মোক্ষ প্রাপ্তি করেন এবং জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হন।

    কীভাবে করবেন রেজিস্ট্রেশন? সঙ্গে কী কী রাখবেন?

    চারধাম যাত্রা (Char Dham Yatra) সম্পর্কে বিভিন্ন আপডেট পেতে রাখতে হবে একটি ফোন। সিনিয়র সিটিজেনদেরকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে যাত্রার আগে। যাঁরা হেলিকপ্টার করে যেতে চাইবেন তাঁদেরকে আগে থেকেই সেই টিকিট বুক করাতে হবে heliyatra.irctc.co.in এই ওয়েবসাইটে গিয়ে। সঙ্গে রাখতে হবে গরম জামা কাপড়, রেনকোট, ট্রেকিং জুতো ও ওষুধপত্র। ইতিমধ্যে এই যাত্রা সংক্রান্ত টোল ফ্রি নাম্বার প্রকাশ করা হয়েছে। যেটি হল ০১৩৫১৩৬৪।

  • Char Dham Yatra: রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথের দ্বার, চারধাম যাত্রায় চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

    Char Dham Yatra: রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথের দ্বার, চারধাম যাত্রায় চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকাল ছ’টায় খুলে গেল বদ্রীনাথের দরজা। প্রসঙ্গত, গত পরশু ১০ মে খোলা হয়েছিল কেদারনাথের দরজা। এদিন সকাল ছয়টা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ, ‘বদরি বিশাল লাল কি জয়’ ধ্বনিতে হাজারো ভক্তের উপস্থিতিতে (Char Dham Yatra) দরজা খোলা হয়। ৬ মাস পরে দরজা খুলল বদ্রীনাথের। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বরফে আবৃত পর্বতের ওপরে অবস্থিত বদ্রীনাথ ধাম। প্রসঙ্গত, ১০ মে থেকেই চালু হয়েছে চারধাম যাত্রা। তবে এরই মাঝে ভক্তদের চিন্তা বাড়িয়েছে উত্তরাখণ্ডের প্রবল বর্ষণ।

    বর্ষণে বিপর্যস্ত দেবভূমি 

    বর্তমানে উত্তরাখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবল বর্ষায়, চারধাম যাত্রা শুরু হওয়ার পর দিন থেকেই শুরু হয়েছে তা। এমন আবহাওয়া ধারাবাহিকভাবে চলতে থাকলে কত দিন চারধাম যাত্রা (Char Dham Yatra) নির্বিঘ্নে চালানো যাবে! সে নিয়েও প্রশ্ন জাগছে তীর্থযাত্রীদের মনে। প্রবল বর্ষণে যাত্রায় বেশ বেগও পেতে হচ্ছে পুণ্যার্থীদের। দেবভূমির গঙ্গা উপত্যকায় গঙ্গোত্রী মন্দিরেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। চারধাম যাত্রার অন্যতম কেন্দ্র থাকে এই গঙ্গোত্রী মন্দির। এর পাশাপাশি থাকে যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ।

    প্রতিবছর লাখেরও বেশি তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশগ্রহণ করেন

    অন্যদিকে বদ্রীনাথেও শুরু হয়েছে প্রবল তুষারপাত। সেখানকার নিম্ন উপত্যকায় চলছে বৃষ্টিপাত। জানা গিয়েছে, গতকাল ব্যাপক লাইন পড়ে যায় যমুনেত্রীর মন্দির দর্শন করার জন্য। সেখানকার ব্যবস্থাতে ত্রুটি নজরে আসে। যার জন্য তীর্থযাত্রীরা (Char Dham Yatra) দোষারোপ করে প্রশাসনকেই। প্রসঙ্গত, যমুনেত্রী, কেদারনাথ, গঙ্গোত্রী মন্দির ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের জন্য। গত পরশু সকাল সাতটায় খোলা হয় যমুনেত্রীর দরজা ও কেদারনাথের মন্দিরের দরজা। অন্যদিকে গঙ্গোত্রী মন্দিরে দরজা খোলা হয় ওই দিনই দুপুর ১২টা ২৫ নাগাদ। মন্দিরের দরজা খোলার দিনে হাজারো ভক্ত হাজির ছিলেন। প্রতিবছর লাখেরও বেশি তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশগ্রহণ করেন এপ্রিল-মে থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Char Dham Yatra: উত্তরাখণ্ডের ‘চারধাম যাত্রা’র জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু

    Char Dham Yatra: উত্তরাখণ্ডের ‘চারধাম যাত্রা’র জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ড সরকার ‘চারধাম যাত্রা’ (Char Dham Yatra) সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুণ্যার্থীদের সুবিধার্থে চালু হয়ে গেল অনলাইন পোর্টাল। অনলাইন নিবন্ধিকরণের মাধ্যমে এই চারধামে পুণ্যার্থীরা তীর্থ দর্শন করতে পারবেন। আজ মঙ্গলবার থেকেই উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর এই পোর্টাল চালুর কথা জানিয়েছে। নিরাপত্তা এবং সুরক্ষার কথা মাথায় রেখে এই ব্যবস্থা চালু হল।

    অনলাইন রেজিস্ট্রেশন (Char Dham Yatra)

    উত্তরাখণ্ডে কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী এবং গঙ্গোত্রী এই চার ধাম যাত্রা (Char Dham Yatra) করতে এবার থেকে অনলাইনে আবেদনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন ভক্তরা। সারা দেশে হিন্দু ধর্মমতে এই চার ধাম গভীর আধ্যাত্মিক চেতনার প্রাণ কেন্দ্র হিসাবে মনে করা হয়ে থাকে। এই যাত্রা যাতে আরও মসৃণ, সুন্দর এবং নিরাপদ হয় সেই কথা ভেবেই এই অনলাইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। উত্তরাখণ্ড সরকার এই চারধাম যাত্রা নিয়ে যথেষ্ট সচেতন।

    হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র এই চারধাম

    এই চারধাম যাত্রা (Char Dham Yatra) শুরু হবে আগামী মে ১০ তারিখ থেকে। গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ হুয়ে এই যাত্রা বদ্রীনাথ পৌঁছাবে মে মাসের ১২ তারিখে। এই ১২ তারিখ থেকেই বাবা বদ্রীনাথনাথের মন্দির খোলা হবে। এই চারধাম যাত্রাকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র এবং পুণ্যের মনে করা হয়ে থাকে। প্রত্যেক বছর মূলত এপ্রিল-মে থেকে এই যাত্রা শুরু হয় এবং চলে অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত। প্রত্যেক বছর এই ধাম যাত্রা গ্রীষ্মকালীন সময়ে খোলা থাকে এবং শীত পড়তে পড়তে মন্দির ধামগুলি বন্ধ হয়ে যায়। আগেই উত্তরাখণ্ডের চম্বল জেলার জেলা শাসক হিমাংশু খোরানা ইতিমধ্যে বদ্রীনাথ ধাম পর্যবেক্ষণ করেছেন।

    আরও পড়ুন: গাজনে শিবভক্তদের ওপর হামলা, মন্দিরে ভাঙচুর! দুষ্কৃতীদের তাণ্ডব বেলডাঙায়

    কীভাবে আবেদন করবেন?

    এই বছর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করা হয়েছে। যাত্রা আগে অন লাইনে নথিভুক্ত করতে হবে ভক্তদের। আবেদনকারীদের নিজেদের আধার, পাসপোর্ট দিয়ে বায়োমেট্রিক বা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে প্রথমে পোর্টালে নিজের নাম, ঠিকানা, যোগাযোগ নম্বর দিতে হবে। পোর্টালে ফর্ম ফিলাপ করে আইডি প্রুফ জমা করলে ওটিপি আসবে। তথ্যের সত্যতা যাচাই করার পর মিলবে রেজিস্ট্রেশন নম্বর। এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করলে ভ্রমণের তারিখ, দর্শনীয় স্থান এবং যাঁরা যাবেন তাঁদের সকলের পরিচয় জানা যাবে। তবে প্রয়োজন অনুযায়ী সড়ক পথে এবং আকশ পথেও ভ্রমণের ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Badrinath Yatra: চোখের সামনে ভেঙে পড়ল পাহাড়! বদ্রীনাথের রাস্তায় বড় ধস, বন্ধ যাত্রা

    Badrinath Yatra: চোখের সামনে ভেঙে পড়ল পাহাড়! বদ্রীনাথের রাস্তায় বড় ধস, বন্ধ যাত্রা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুর কয়েক দিনের মধ্যেই প্রবল তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে কেদারনাথ যাত্রা। এবার বাধার সম্মুখীন হল বদ্রীনাথ যাত্রাও। প্রবল ধসের কারণে, রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ায় সাময়িক বন্ধ রাখা হয়েছে বদ্রীনাথ যাত্রা (Badrinath Yatra)। 

    বদ্রীনাথ যাওয়ার পথে জোশীমঠের (Joshimath) কাছে হেলং উপত্যকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে বদ্রীনাথ থেকে ৪৫ কিলোমিটার দূরে হেলং উপত্যকায় পাহাড়ের বিশাল অংশ হুমড়মুড়িয়ে রাস্তার উপর নেমে আসে। বদ্রীনাথ  (Badrinath Yatra) হাইওয়েতে পাহাড় ধসের ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, পাহাড়ের একটা অংশ ভেঙে পড়ে গোটা রাস্তা অবরুদ্ধ করে দিচ্ছে। 

    আরও পড়ুন: খুলে গেল বদ্রীনাথ মন্দিরের দরজাও, শুরু চার ধাম যাত্রা

    ধসের ভয়ঙ্কর ভিডিও

    ভিডিওতে পাথর পড়ার ভিডিওটি দেখলে শিউরে উঠতে হবে। ধস ও তারপর লোকজন এদিক-ওদিক ছুটে পালাচ্ছেন। পাহাড় ধসে পড়ার এই ভয়াবহ দৃশ্য দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন। ধসের কাছে যাত্রীবাহী বাস ও গাড়িও রয়েছে। যদিও যানবাহন ও যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। অনেকে বলছেন, কপালজোরে রক্ষা পেয়েছেন পুণ্যার্থীরা (Badrinath Yatra)। যেভাবে পাহাড় ভেঙেছে তাতে বড় দুর্ঘটনা ঘটতে পারত। হাজার হাজার তীর্থযাত্রী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।

    এই ভূমিধসের কারণে গৌচর, কর্ণপ্রয়াগ এবং লঙ্গাসুতেই পুণ্যার্থীদের আটকে দেয় পুলিশ এবং প্রশাসন। তাঁদের জানানো হয়, রাস্তা পরিষ্কার হলেই বদ্রীনাথের (Badrinath Yatra) উদ্দেশে রওনা হওয়ার অনুমতি দেওয়া হবে। কর্ণপ্রয়াগের আধিকারিক অমিত কুমার বলেন, “হেলাং-এর বদ্রীনাথ রাস্তা খোলার পর যাত্রীদের যেতে দেওয়া হবে। ট্রাফিক নিরাপত্তার বিষয়ে পুলিশের সতর্কতা রয়েছে, পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।”

    যাত্রা ব্যাহত কেদারনাথেও

    গত ২৫ এপ্রিল কেদারনাথ (Kedarnath Yatra) ধামের দরজা খুলে দেওয়া হয়েছিল পুণ্যার্থীদের জন্য। বদ্রীনাথ ধামের দরজা খোলা হয় ২৭ এপ্রিল। অন্য দিকে, ২২ এপ্রিল পুণ্যার্থীদের জন্য গঙ্গোত্রী-যমুনেত্রী ধামের দরজা খোলা হয়। প্রথম থেকেই প্রাকৃতিক বাধার সম্মুখীন হচ্ছেন পুণ্যার্থীরা। টানা বৃষ্টি ও তুষারপাতের কারণে, কেদারনাথ ধামে পৌঁছতে প্রচণ্ড বাধাপ্রাপ্ত হচ্ছেন তীর্থযাত্রীরা। নতুন করে রেজিস্ট্রেশনও বন্ধ করা হয়েছে। যদিও, আবহাওয়া দফতরের তরফে আগেই কেদারনাথ এবং বদ্রীনাথে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেই আশঙ্কাকে সত্যি করেই বৃহস্পতিবার বদ্রীনাথ (Badrinath Yatra) হাইওয়েতে ভয়ানক ভূমিধস নামে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Char Dham Yatra: চারধাম যাত্রাপথে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে, মৃত ২৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    Char Dham Yatra: চারধাম যাত্রাপথে তীর্থযাত্রী বোঝাই বাস খাদে, মৃত ২৫, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: চারধাম যাত্রায় (Chardham yatra) বেরিয়ে রবিবার উত্তরাখণ্ডের (Uttarakhand) মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৫ জন তীর্থযাত্রী। উত্তরকাশীতে (Uttar Kashi) যমুনোত্রী জাতীয় সড়কের দামতা নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে। ২৮ জন তীর্থযাত্রীকে নিয়ে যমুনোত্রীর পথে যাচ্ছিল বাসটি। জানা গিয়েছে, দুর্ঘটনার ফলে ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ২৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়।

    পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্রে খবর, বাসটিতে চালক ও সহায়ক সহ মোট ৩০ জন ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল উদ্ধার কাজে নামেন। আহত ৫ জনকে দামতার নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    আরও পড়ুন: লাদাখে নদীতে পড়ল সেনার গাড়ি, মৃত ৭ জওয়ান, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

    ঘটনার খবর পেয়েই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Dhami) দেরাদুনের বিপর্যয় মোকাবিলা কন্ট্রোল রুমে পৌঁছে যান। তিনি বলেন “এটি একটি খুবই মর্মান্তিক ঘটনা। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এনডিআরএফ দলকে ঘটনাস্থলে পাঠিয়ে দিয়েছেন।” মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনায় শোকপ্রকাশ করে ট্যুইটে জানিয়েছেন, তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগযোগে করেছেন এবং ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।

    ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। সরকারের তরফে ইতিমধ্যেই মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করার ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করে সরকার। এদিকে আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

    [tw]


    [/tw]

     

  • Char Dham yatra: “কোমর্বিডিটি থাকলে…”, চারধাম পুণ্যার্থীদের বিশেষ পরামর্শ উত্তরাখণ্ড প্রশাসনের

    Char Dham yatra: “কোমর্বিডিটি থাকলে…”, চারধাম পুণ্যার্থীদের বিশেষ পরামর্শ উত্তরাখণ্ড প্রশাসনের

    মাধ্যম নিউজ ডেস্ক: চারধাম যাত্রার প্রথম ছয় দিনের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। এই খবর সামনে আসার পরই শরীর পুরোপুরি সুস্থ না থাকলে চারধাম যেতে নিষেধ করলেন উত্তরাখণ্ডের স্বাস্থ্য অধিকর্তা শালিজা ভাট। অনেক উচুঁতে ওঠায় সোমবার আরও ৪ তীর্থযাত্রীর হৃদযন্ত্রে সমস্যা দেখা দেয়। এঁরা চারজনেই মারা যান। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০ ছুঁল।

    ভাট এদিন আরও জানান, চারধাম যাত্রা প্রতিটি ভারতীয়ের মনেই ভিন্ন রোমাঞ্চ নিয়ে আসে। যুগ যুগ ধরে ভক্তরা এই তীর্থপথে আসেন পুণ্য লাভ করতে। গত বছর করোনার কারণে চারধাম যাত্রা হয়নি। ব্যাহত হয়েছিল তার আগের বছরেও। এ বছর অক্ষয় তৃতীয়ার দিন ৩ মে শুরু হয়েছে চারধাম যাত্রা। চারধাম– কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী মানুষকে সবসময় টানে। তবে শরীর-স্বাস্থ্যের সঙ্গে আপোষ করে লাভ হয় না।  কেউ যদি যাত্রাকাল পিছোতে না চান তাহলে যাত্রা শুরু আগে চিকিৎসকের সম্মতি প্রয়োজন। পর্যটন দফতর থেকেই এই অনুমোদনপত্র চাওয়া হবে, বলে জানান ভাট। স্বাস্থ্যমন্ত্রী ধান সিং রাওয়াত নিজে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। জরুরি অবস্থার জন্য অ্যাডভান্স সাপোর্ট অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

     

LinkedIn
Share