Tag: Chat Puja

Chat Puja

  • Indian Railways: বড় ঘোষণা রেলের, দীপাবলি ও ছটপুজোর মরসুমে ছুটবে ৭ হাজার বিশেষ ট্রেন

    Indian Railways: বড় ঘোষণা রেলের, দীপাবলি ও ছটপুজোর মরসুমে ছুটবে ৭ হাজার বিশেষ ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: রেল হল দেশের লাইফ লাইন (Indian Railways)। তীর্থস্থান ভ্রমণ, ঘুরতে যাওয়া কিংবা প্রতিদিনকার যাতায়াত-দেশের সবচেয়ে বড় অংশের মানুষ রেলের ওপরেই নির্ভরশীল। রেলকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানও। বিশেষ উৎসবগুলিতে অতিরিক্ত ট্রেনও চালায় ভারতীয় রেল। দীপাবলি ও ছটপুজোর মরসুমে দেশবাসীর জন্য সুখবর দিল ভারতীয় রেল (Indian Railway)। রেলের তরফ থেকে জানানো হয়েছে, এই দুই মরসুমে ৭ হাজার অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানো হবে।

    গত বছরের তুলনায় ৪,৪২৯টি বেশি ট্রেন (Indian Railways) 

    প্রসঙ্গত, দেশব্যাপী দীপাবলি ও ছট পুজো পালনের এই সময়ে বহু মানুষ কর্মক্ষেত্রে ছুটি পান। তাঁরা বাড়ি ফিরে আসেন। আবার উৎসব শেষ হয়ে গেলে তাঁদের কাজের স্থানে ফিরতে হয়। তাই অন্য সময়ের থেকে এই সময়ে ট্রেনের চাহিদাও ব্যাপক বাড়ে। সে কথা মাথায় রেখে, অতিরিক্ত স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল (Special Train)। ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবারই, এই বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, গত ১ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ভারতীয় রেলের (Special Train) যাত্রী সংখ্যা হবে প্রায় এক কোটি। রেলমন্ত্রী আরও জানিয়েছেন, গত বছরের তুলনায় ৪,৪২৯টি বেশি ট্রেন চালানো হবে এ বছরে। জানা গিয়েছে, গত বছরের তুলনায় ষাট শতাংশ বেশি ট্রেন চলবে, যাত্রীদের সুবিধার কথা ভেবে।

    দীপাবলির সময় প্রতিদিন ১৩৬টি করে অতিরিক্ত ট্রেন 

    প্রসঙ্গত, এই সময় মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভার ভোটও রয়েছে। সেই ভোটের কথা মাথায় রেখেও বিশেষ ট্রেন (Indian Railways) চালানো হচ্ছে। রেলমন্ত্রী হিসেব দিয়ে জানিয়েছেন, দীপাবলির সময় প্রতিদিন ১৩৬টি করে অতিরিক্ত ট্রেন চালানো হবে। আর এই অতিরিক্ত ট্রেনগুলি থামবে বেশ কিছু স্টেশনেও। এরজন্য থাকবে অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থা, কড়া নিরাপত্তা ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা। এছাড়া ছট পুজোর কারণে আগামী ২, ৩ ও ৪ নভেম্বর প্রতিদিন ১৪৫টি করে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Chat Puja: কলকাতার দুই ‘ফুসফুসে’ প্রবেশ নিষিদ্ধ, নির্বিঘ্নে ছট পুজো সম্পন্ন করতে গুচ্ছ ব্যবস্থা

    Chat Puja: কলকাতার দুই ‘ফুসফুসে’ প্রবেশ নিষিদ্ধ, নির্বিঘ্নে ছট পুজো সম্পন্ন করতে গুচ্ছ ব্যবস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারও ছট পুজো (Chat Puja) নিষিদ্ধ রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে সোমবার দুপুর পর্যন্ত কলকাতার এই দুই লেকে ঢোকা বারণ। টাঙানো হয়েছে ‘প্রবেশ নিষিদ্ধ’ লেখা বোর্ড। এই দুই বৃহৎ জলাশয়ে পুজো নিষিদ্ধ হওয়ায় শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়।

    প্রবেশ নিষিদ্ধ লেখা বোর্ড

    গঙ্গার বিভিন্ন ঘাটের পাশাপাশি দক্ষিণ কলকাতা ও পূর্ব কলকাতার এই দুই জলাশয়েও দীর্ঘ দিন ধরে হয়ে আসছিল ছট পুজো। মহানগরীর ফুসফুস স্বরূপ এই দুই জলাশয় বাঁচাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ মেনে এবারও নিষেধাজ্ঞা জারি হয়েছে ছট পুজোয়। রবীন্দ্র সরোবরে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। বেলেঘাটার সুভাষ সরোবরের খোলা জায়গা ঘিরে ফেলা হয়েছে টিনের বেড়া দিয়ে। আজ, শনিবার রাত ১০টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এই দুই জলাশয়ে।

    ব্যাপক পুলিশি নিরাপত্তা 

    জানা গিয়েছে, এবার শহরের স্থায়ী ও অস্থায়ী জলাশয় ও গঙ্গার ঘাট মিলিয়ে ১৩০টি জায়গায় আয়োজন হচ্ছে ছট পুজোর (Chat Puja)। অপ্রীতিকর ঘটনা এড়াতে ৭৭টি ঘাটে মোতায়েন করা হবে বিপর্যয় মোকাবিলা দল। ছট পুজো নিষিদ্ধ হলেও, সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার দুই আধিকারিক। ২৫০ জন করে তাঁদের অধীনে থাকবেন মোট ৫০০ জন পুলিশ কর্মী।

    আরও পড়ুুন: কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেয়নি মমতা সরকার! অভিযোগ শুনতে কল-সেন্টার চালু করছে বিজেপি?

    ছট পুজো যাতে নির্বিঘ্নে শেষ হয় তাই শুক্রবার বৈঠকে বসে রাজ্য মন্ত্রিসভা। এই বৈঠকে জগদ্ধাত্রী পুজো নিয়েও হয়েছে আলোচনা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ছট পুজো উপলক্ষে পুজোর দিন শহরে মোতায়েন করা হবে অতিরিক্ত হাজার চারেক পুলিশ কর্মী। দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার প্রায় ৩৫ জন আধিকারিক। গঙ্গা ও শহরের বড় বড় জলাশয়গুলিতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা রাখার সিদ্ধান্তও হয়েছে এদিনের বৈঠকে। দুর্ঘটনা এড়াতে তৎপর থাকতে হবে পুলিশকে। জগদ্ধাত্রী পুজোয়ও যাতে কোনও সমস্যা না হয়, তাই মন্ত্রীদের নজর রাখতে বলা হয়েছে জেলায় (Chat Puja)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share