Tag: ChatGPT

ChatGPT

  • ChatGPT: ভারতে ৯২ শতাংশ অফিসের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় চ্যাটজিপিটি! দাবি রিপোর্টে

    ChatGPT: ভারতে ৯২ শতাংশ অফিসের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় চ্যাটজিপিটি! দাবি রিপোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরে শুরু হয় চ্যাটজিপিটির (ChatGPT) পথ চলা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চ্যাটজিপিটি টুল অনেক জটিল সমস্যাকেই সহজে সমাধান করে দিতে পারে সেকেন্ডের মধ্যে। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা যাচ্ছে, ৯২ শতাংশ ভারতের অফিসে প্রতিদিনের কাজকর্মে ব্যবহার করা হয় চ্যাটজিপিটি। সম্প্রতি, এই সমীক্ষা চালায় ডেস্কটাইম (DeskTime study) নামের একটি সংস্থা। এই সংস্থার সিইও আর্টিস্ট রোজেন্টালস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চ্যাটজিপিটির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কাজের পরিবেশকে আরও দক্ষ করে তুলতে সংস্থাগুলি ব্যবহার করছে এই টুল। 

    ২৯৭টি কোম্পানি থেকে ডেটা (ChatGPT) সংগ্রহ করেছিল ডেস্কটাইম

    প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত ডেক্সটাইম সারা ভারতে ২৯৭টি কোম্পানি থেকে ডেটা সংগ্রহ করেছিল। এই কোম্পানিগুলিতে কাজ করেন ১৪ হাজার ৮১৮ জন কর্মী। সেখানেই উঠে এসেছে এই নয়া তথ্য যে ৯২ শতাংশ ভারতীয় অফিসেই প্রতিদিনের কাজকর্মে ব্যবহার করা হয় চ্যাটজিপিটি (ChatGPT)। ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত দেখা যাচ্ছে ভারতীয় অফিসগুলির ৪২.৬ শতাংশ কর্মীই সক্রিয়ভাবে চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে, এই সংখ্যা ২০২৩ সালে তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে।

    ৯৫.৫ শতাংশ ভারতীয় কোম্পানি মনে করে চ্যাটজিপিটি (ChatGPT) একটি উৎপাদনশীল টুল 

    এই সমীক্ষায় আরও প্রকাশ পেয়েছে ৯৫.৫ শতাংশ ভারতীয় কোম্পানি মনে করে চ্যাটজিপিটি একটি উৎপাদনশীল টুল। এর পাশাপাশি ভারতীয় কর্মীরা সর্বদাই চ্যাটজিপিটির (ChatGPT) ব্যবহারে উৎসাহ দিচ্ছেন। চ্যাটজিপিটি চালু হওয়ার পরেই সবথেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল ২০২৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে। এই সময় ভারতের বিভিন্ন কর্মক্ষেত্রের কর্মীদের মধ্যে এর ব্যবহার ১৩ শতাংশ থেকে ২৮ শতাংশে পৌঁছে যায়। ওই সমীক্ষাতে আরও প্রকাশ পেয়েছে প্রতি বছরে গড়ে ২৪১ ঘণ্টা করে এআই সরঞ্জামগুলি ব্যবহার করেন ভারতীয় কর্মীরা (DeskTime study)। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ChatGPT: চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপের যুগলবন্দি! আপনার পরিবর্তে রিপ্লাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    ChatGPT: চ্যাটজিপিটি ও হোয়াটসঅ্যাপের যুগলবন্দি! আপনার পরিবর্তে রিপ্লাই দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: গত বছরের নভেম্বর মাসে চ্যাটজিপিটি (ChatGPT) লঞ্চ হওয়ার পর থেকেই সারা বিশ্বজুড়ে হইচই পড়ে গেছে। আবার অন্যদিকে হোয়াটসঅ্যাপও একটি জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম। বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপে আমরা ব্যাপকভাবে চ্যাটবটের ব্যবহার দেখতে পাই। বিভিন্ন কোম্পানি এখন ইউজারের রেজিস্টার্ড নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে তাতে চ্যাটবটের মাধ্যমে বিভিন্ন আপডেট বা নোটিফিকেশন পাঠায়।

    সেক্ষেত্রে কোনও ব্যক্তি বা সংস্থা যদি ব্যবসা বা অন্য কোনও কাজের জন্য হোয়াটসঅ্যাপে নিজস্ব চ্যাটবট চালু করতে চান, তাহলে পাওয়া যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা মানে চ্যাটজিপিটির (ChatGPT)  সুবিধা। তবে হোয়াটসঅ্যাপের অন্যতম ফিচার হিসেবে চ্যাটজিপিটির সুবিধা পাওয়া যাবেনা। তৃতীয় পক্ষের সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপের সঙ্গে চ্যাটজিপিটিকে জুড়তে পারেন। হোয়াটসঅ্যাপের পরিষেবা এতে আরও উন্নত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

    কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপ-চ্যাটজিপিটির (ChatGPT)  যুগলবন্দি

    যেমন ধরুন হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে, এদিকে আপনি সেই সময় ব্যস্ত রয়েছেন – সেক্ষেত্রে চ্যাটজিপিটি (ChatGPT)  আপনার হয়ে উত্তর দেবে। এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপে একটি নোট লিখতে চান, তাহলে সেই কাজও করে দেবে এআই টুলটি। আসুন এখন জেনে নিই, কীভাবে হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ইন্টিগ্রেট করে ব্যবহার করা যাবে।

    এরজন্য আপনাকে যা যা করতে হবে

    ১. হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি (ChatGPT)  ইন্টিগ্রেট করতে হবে তারজন্য প্রথমে https://github.com/danielgross/whatsapp-gpt ভিজিট করুন।

    ২. এরপর, আপনাকে ডান কোণায় থাকা ‘কোড’ (Code)-এ ক্লিক করতে হবে এবং ‘ডাউনলোড জিপ’ (Download Zip) অপশন বেছে নিতে হবে।

    ৩. আগের অপশনটি ওপেন করলে আপনি Server.py অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে।

    ৪. পরবর্তী ধাপে এই ফাইল ইনস্টল করে, আপনি হোয়াটসঅ্যাপে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন।

    ৫. মনে রাখবেন এই সুবিধা পেতে আপনাকে হোয়াটসঅ্যাপ বিজনেস এপিআই (API) রেজিস্টার্ড করতে হবে। তবেই চ্যাটের জন্য ফ্লো তৈরি হবে।

    ৬. এক্ষেত্রে চ্যাট ডেভেলপার/চ্যাট বিল্ডার ব্যবহার করুন এবং আপনার চ্যাটবট পরীক্ষা করুন।

    ৭. তারপরে আপনার ফোনে এপিআই চ্যাটবট রাখুন
    এবং ওপেনএআই (openAI) মানে চ্যাটজিপিটির মূল উৎসে অ্যাকাউন্ট তৈরি করুন।

    ৮. প্রোগ্রাম ইন্টারফানের পেজ রিডাইরেক্ট করুন।

    ৯. এবারে একটি নতুন সিক্রেট বা গোপন কী (key) তৈরি করুন।

    ১০. ফাইনাল ইন্টিগ্রেশনের কাজ সেরে নিন এবং তৈরি করুন হোয়াটসঅ্যাপ বট। এই কাজের সময় কিন্তু সতর্ক থাকবেন, বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের সময় সন্দেহজনক কিছু খুঁজে পেলে আপনার অ্যাকাউন্ট ব্লক করতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

     

  • ChatGPT: চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে বিশেষজ্ঞদের মত, মানব সভ্যতাকে নতুন দিশা দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    ChatGPT: চ্যাটজিপিটির জনপ্রিয়তা দেখে বিশেষজ্ঞদের মত, মানব সভ্যতাকে নতুন দিশা দেখাবে কৃত্রিম বুদ্ধিমত্তা

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। এমনিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণা বেশ পুরনো, তবে গত বছরের নভেম্বর মাসে ChatGPT আনুষ্ঠানিকভাবে লঞ্চ করার পর থেকে এনিয়ে জোর চর্চা চলছে বিশ্বজুড়ে।

    কী বলছেন বিশেষজ্ঞরা

    বিশেষজ্ঞরা বলছেন, মোবাইল এবং ইন্টারনেটের ব্যবহার যেমন আধুনিক মানব সভ্যতাকে বেশকয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে, এবার আগামী দিনগুলিতে ওই ভূমিকা নিতে চলেছে ChatGPT. বড় বড় বিনিয়োগকারীদের নজর এখন ChatGPT এর দিকে। জানা গেছে, ফেসবুক লঞ্চ করার পর যেভাবে দ্রুত জনপ্রিয় হয়েছিল ChatGPT তার থেকে ৬০ গুণ বেশি হারে ছড়িয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞরা বলছেন এই দশক থেকেই শুরু হচ্ছে ChatGPT এর সাম্রাজ্য। বিশেষজ্ঞরা আরও বলছেন, শিল্পবিপ্লব বা ইন্টারনেট বিপ্লবের মতোই এবার কৃত্রিম বুদ্ধিমত্তার বিপ্লব শুরু হতে চলেছে ChatGPT  এর সৌজন্যে।

    আরও পড়ুন: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত 

    কবে থেকে শুরু হয়েছিল ChatGPT এর যাত্রা 

    ChatGPT  ২০১৫ সালে প্রথম শুরু হয়। স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি, বর্তমানে ট্যুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে এটি শুরু করেছিলেন বলে জানা যায়। পরর্তীকালে ইলন মাস্ক এটি ছেড়ে দেন। এরপর বিল গেটসের মাইক্রোসফ্ট কোম্পানি এটিতে ব্যাপক বিনিয়োগ করতে শুরু করে। গত বছরের ৩০ নভেম্বর একটি প্রোটোটাইপ হিসাবে চালু হয় চ্যাটজিপিটি। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের জানিয়েছেন, এটি এখনও পর্যন্ত ২ কোটি বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে ক্রমাগত বাড়ছে এই সংখ্যা।

    ChatGPT এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই ChatGPT এর ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই ChatGPT আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। ChatGPT-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • ChatGPT: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত

    ChatGPT: এবার থেকে আপনার যেকোনও প্রশ্নের উত্তর দেবে চ্যাট জিপিটি, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: চ্যাট জিপিটি (ChatGPT) নিয়ে বর্তমানে নেটপাড়ায় আগ্রহ তুঙ্গে। প্রতিটি ক্ষেত্রের মানুষই এটা নিয়ে আলোচনা করছে।  চ্যাট জিপিটি হল ঠিক রজনীকান্ত অভিনীত রোবট ছবির চিট্টি। চ্যাট জিপিটি (ChatGPT) কে আপনি যে প্রশ্নই করুন না কেন আপনাকে তৎক্ষণাৎ উত্তর লিখে দেবে। জানা গিয়েছে, বর্তমানে এই বিষয়ে কাজ চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটি বিশ্বের সব অংশের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। 

    চ্যাট জিপিটির (ChatGPT) বিষয়ে খুঁটিনাটি তথ্য

    ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

    চ্যাট জিপিটির (ChatGPT) ইতিহাস জানুন

    চ্যাট জিপিটি (ChatGPT) ২০১৫ সালে প্রথম শুরু হয়। স্যাম অল্টম্যান নামে এক ব্যক্তি, বর্তমানে ট্যুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে এটি শুরু করেছিলেন বলে জানা যায়। পরর্তীকালে ইলন মাস্ক এটি ছেড়ে দেন। এরপর বিল গেটসের মাইক্রোসফ্ট কোম্পানি এটিতে ব্যাপক বিনিয়োগ করতে শুরু করে। গত বছরের ৩০ নভেম্বর একটি প্রোটোটাইপ হিসাবে চালু হয় চ্যাট জিপিটি। ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা অল্টম্যানের জানিয়েছেন, এটি এখনও পর্যন্ত ২ কোটি বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছেছে ক্রমাগত বাড়ছে এই সংখ্যা।

    চ্যাট জিপিটি (ChatGPT) ব্যবহার করবেন কীভাবে

    এর ব্যবহার খুবই সহজ। প্রথমে আপনাকে মোবাইল অথবা কম্পিউটারের ইন্টারনেট চালু করতে হবে এবং তারপর যেকোনও ব্রাউজার খুলতে হবে। ব্রাউজার খোলার পরে Chat.openai.com ওয়েবসাইটে যেতে হবে। প্রথমবার ঢুকে সাইন আপ করে নিজের অ্যাকাউন্ট বানাতে হবে। পরবর্তী ক্ষেত্রে শুধু লগ ইন করতে হবে। এর ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

  • Sam Altman: সরানো হল চ্যাটজিপিটির ‘স্রষ্টা’কে, ওপেনএআইয়ের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত

    Sam Altman: সরানো হল চ্যাটজিপিটির ‘স্রষ্টা’কে, ওপেনএআইয়ের সিইও পদে ভারতীয় বংশোদ্ভূত

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই কৃত্রিম মেধা চ্যাটজিপিটির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। কাকতালীয়ভাবে তার কয়েক ঘণ্টার মধ্যেই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হল কৃত্রিম মেধা চ্যাটজিপিটির ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে (Sam Altman)। শুক্রবারই সংস্থার তরফে জানানো হয়েছে, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার ওপর আস্থা হারানোর কারণেই তাঁকে ছাঁটাই করা হল।

    সিইও পদে ভারতীয় বংসোদ্ভূত

    আপাতত ওই পদে বসানো হয়েছে সংস্থারই পদস্থ কর্তা ভারতীয় বংশোদ্ভূত মিরা মুরাটিকে। অচিরেই নিয়োগ করা হবে স্থায়ী সিইও। সংস্থার তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অল্টম্যানকে নিয়ে অনেক পর্যালোচনার পর সংস্থার বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। অল্টম্যান বোর্ডের সদস্যদের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখেননি। এটি তাঁর দায়িত্ব ছিল। কিন্তু তিনি তাঁর দায়িত্ব পালন করতে পারেননি। স্যাম যে ওপেনএআইয়ের নেতৃত্ব দিতে পারবেন, সে বিষয়ে তাঁর ওপর আস্থা হারিয়েছে বোর্ড।

    স্যামের ট্যুইট-বার্তা 

    সিইও-র পদ খুইয়ে এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে স্যাম লেখেন, “ওপেনএআইয়ে আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি, বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। ওপেনএআইয়ে আমার সব থেকে বেশি ভাল লেগেছে প্রতিভাবান মানুষদের সঙ্গে কাজ করতে। পরবর্তীকালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।” প্রসঙ্গত, গত বছর চ্যাটজিপিটি মুক্তি পাওয়ার পরেই জগদ্বিখ্যাত হয়ে যান বছর আটত্রিশের স্যাম (Sam Altman)। মাত্র ১৯ বছরেই লুপ্ট নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করেছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ড্রপআউট স্যাম।

    ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন রেডিটের সিইও। ২০১৫ সালে মার্কিন ধনকুবের ইলন মাস্ক, লিঙ্কডইনের সহ প্রতিষ্ঠাতা রিড হফম্যান এবং আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ওপেনএআই নামে কৃত্রিম মেধা গবেষণা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। বাইশের নভেম্বরে চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পর স্যামই ছিলেন এর মুখ। তিনি দাবি করেছিলেন, কৃত্রিম মেধা ব্যবহার করে মানব জাতির উপকার করা এই সংস্থার মূল লক্ষ্য।

    আরও পড়ুুন: মমতার সভার জন্য বাস দিয়ে ন’মাসেও মেলেনি টাকা! ক্ষুব্ধ বাস মালিকরা

    চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করার পরেই উদ্বেগ ছড়িয়েছিল তামাম বিশ্বে। কৃত্রিম মেধার কারণে চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকেই। ডিপফেক ছবি এবং ভিডিও-ও প্রকাশ্যে আসায় শুরু হয় বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরবা নাচছেন বলেও একটি ডিপফেক ভাইরাল হয় (Sam Altman)।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

    ChatGPT: হাতের মুঠোয় কৃত্রিম বুদ্ধিমত্তা! জানুন কীভাবে ব্যবহার করবেন চ্যাটজিপিটি

    মাধ্যম নিউজ ডেস্ক: ChatGPT-এর পুরোনাম হল Chat Generative Pretrend Transformer। এটি ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে যা এক ধরনের চ্যাট বট। এটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই কাজ করবে। জানা গিয়েছে, আপনি সহজেই শব্দের বিন্যাসে এটির মাধ্যমে কথা বলতে পারেন এবং আপনার যে কোনও ধরনের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে চ্যাট জিপিটি (ChatGPT)। গুগলের প্রতিযোগী সার্চ ইঞ্জিন বললেও ভুল হবেনা। সম্প্রতি শুরু হয়েছে চ্যাট জিপিটি (ChatGPT), আপাতত শুধুমাত্র ইংরেজি ভাষাতেই কাজ করছে এটি। জানা গেছে, পরবর্তীকালে অন্যান্য ভাষাও উপলব্ধ হবে এখানে। এটি ২০২২ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয়েছে এবং এর অফিসিয়াল ওয়েবসাইটটি হল chat.openai.com। মাত্র কয়েকমাসেই চ্যাট জিপিটির (ChatGPT) ব্যবহারকারীর সংখ্যা ২ কোটি ছুঁয়েছে। উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে কোনও প্রশ্ন সার্চ করা মাত্রই চ্যাট জিপিটি আপনাকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দেখাবে। চ্যাট জিপিটি-এর মাধ্যমে প্রবন্ধ, গল্প, নাটকের স্ক্রিপ্ট, কারও জীবনী ইত্যাদি খুব সহজেই লেখা যাবে।

    কীভাবে করবেন ChatGPT-এর ব্যবহার

    ১. প্রথমেই আপনার থাকতে হবে একটি বৈধ ইমেল আইডি। এবং অবশ্যই একটি ব্রাউজারও থাকতে হবে। গুগল ক্রোম, সাফারি ইত্যাদি।

    ২. এরপর অফিসিয়াল ওয়েবসাইট chat.openai.com- যেতে হবে, সাইন আপ করুন। প্রথমবারের জন্য সাইন আপ করতে হবে। নতুন আকাউন্ট বানাতে হবে। তারপর থেকে লগ ইন করলেই হবে।

    ৩. লগ ইন করার পরে ChatGPT-এর বিষয়ে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। এতে কী কী হয়? এর সীমাবদ্ধতা ইত্যাদি। এর সাহায্যে ChatGPT সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা তৈরি হবে। 

    ৪. ChatGPT- এরপর আপনি পছন্দমতো যেকোনও প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। যে প্রশ্ন টাইপ করবেন ChatGPT তার উত্তর নিমেষে দিয়ে দেবে।

    ৫. মনে রাখবেন OpenAI এর  সার্ভারের কাজ চলছে, তাই মাঝেমধ্যে error দেখাতেও পারে, তবে এমন হলে পুনরায় আবার পেজ রিলোড করবেন।

    ৬. প্রশ্নের উত্তর জানা বাদ দিয়ে ChatGPT- এর সঙ্গে আপনি কথোপথনও চালাতে পারবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

        

     

      

     

LinkedIn
Share