Tag: chemical factory

chemical factory

  • Hooghly: না জানিয়ে তৈরি হচ্ছিল রাসায়নিক কারখানা, চাষিদের আন্দোলনে বন্ধ হল কাজ

    Hooghly: না জানিয়ে তৈরি হচ্ছিল রাসায়নিক কারখানা, চাষিদের আন্দোলনে বন্ধ হল কাজ

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি নেওয়ার সময় শুধু কারখানা হবে বলা হয়েছিল। এলাকায় নতুন কারখানা হলে কর্ম সংস্থান হবে বলে হুগলির (Hooghly) পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় চাষিরা জমিও দিয়েছিলেন। নিয়ম মেনে বেশ কয়েক মাস আগে কারখানার পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়। খোঁজ নিয়ে বাসিন্দারা জানতে পারেন, আদতে রাসায়নিক কারখানা তৈরি করা হবে। এই কারখানা তৈরি হলেই জমি নষ্ট হবে। তাই, আন্দোলনে নামেন চাষিরা। প্রশাসনের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় কারখানার কাজ।

    কী বললেন গ্রামের বাসিন্দারা? (Hooghly)

    হুগলির (Hooghly) পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় পাঁচ একর জমিতে কারখানার কাজ শুরু হয়েছিল। রাসায়নিক তৈরির কারখানা হলে মঙ্গলা, কুলবাড়ুই, মসুরিয়া, সোনটিকরি ও ফতেপুর সহ একাধিক গ্রামে দূষণ হতে পারে, এই আশঙ্কায় পোস্টার হাতে আন্দোলন শুরু করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য, ‘জমি কেনার সময় বলা হয়নি যে এখানে কেমিক্যাল ফ্যাক্টরি হবে। পরবর্তীতে আমরা জানতে পারি এখানে কেমিক্যাল ফ্যাক্টরি হবে। এর ফলে এলাকায় দূষণ ছড়াবে এবং মানুষ ঠিকভাবে বসবাস করতে পারবে না। আমরা চাই কেমিক্যাল ফ্যাক্টরি বন্ধ হোক, যাতে মানুষ সুস্থভাবে বাঁচতে পারে। অন্য কোনও ফ্যাক্টরি হোক, তাতে এলাকার মানুষ সহযোগিতা করবে এবং কাজ পাবে। পরিবেশ বজায় রেখে ফ্যাক্টরি হোক।’

    প্রশাসনের কী বক্তব্য?

    পাণ্ডুয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সেবন্তী বিশ্বাস বলেন, ‘ওখানে একটি কারখানা হওয়ার কথা রয়েছে। গত ৩১ জানুয়ারি জনশুনানি ছিল। সেখানে কারখানা কর্তৃপক্ষ, গ্রামবাসী ও পলিউশন কন্ট্রোল বোর্ডের সদস্যরা হাজির ছিলেন। তাঁদের নিয়ে আলোচনা হয়। পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানিয়ে দেওয়া হবে। ওখানে কারখানা তৈরি হবে কি না তা বলতে পারব না। পুরো বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share