Tag: Child Rape

Child Rape

  • Tiljala Murder: ৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, তিলজলাকাণ্ডে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত

    Tiljala Murder: ৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, তিলজলাকাণ্ডে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: তিলজলায় (Tiljala Murder) সাত বছরের শিশুকে যৌন নির্যাতন করে খুন করার ঘটনায়, দেড় বছর আগে উত্তাল হয়েছিল বাংলা। নৃশংস এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম আখ্যা দিয়ে অভিযুক্তকে ফাঁসির সাজা শোনাল আদালত। মামলার শুনানি চলাকালীন মোট ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত (Alipore court)। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ পকসো আদালতে ওই মামলার রায় ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ মার্চ তিলজলায় এই ঘটনা ঘটেছিল। ওই দিন সকালেই শিশুটি একতলায় ময়লা ফেলতে নেমেছিল। তার পর থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। পরে ওই আবাসনের তিনতলার একটি ফ্ল্যাট থেকে শিশুটির দেহ উদ্ধার করে পুলিশ। গ্যাস সিলিন্ডারের পাশে বস্তায় শিশুটির দেহ রাখা ছিল।

    কী বলল আদালত (Tiljala Murder)?

    তদন্তে উঠে আসে, নিজের যৌন লালসার জন্য জোর করে অভিযুক্ত ঘরে ঢোকায় শিশুটিকে। দেওয়ালে মাথা ঠুকে, দু’ ধরনের হাতুড়ি ব্যবহার করে মৃত্যু নিশ্চিত করা হয়। অভিযুক্তের উদ্দেশে বিচারক বলেন, ‘‘আপনি নিষ্ঠুরতম কাজ করেছেন, নিজের বিকৃত লালসা মিটিয়েছেন। আপনি একজন ডেলিভারি বয়। আপনারা গায়ে অনেক শক্তি। আপনি এক অসহায় বাচ্চার সঙ্গে যা করেছেন, তা প্রতিরোধ করার ক্ষমতা নেই। আপনি অমানবিক, নিষ্ঠুর কাজ করেছেন, এই ধরনের অপরাধ খুব একটা দেখা যায় না। আপনারা উদ্দেশ্য ছিল, অপরাধ করে পালিয়ে যাওয়া। আপনাকে সংশোধনাগারে পাঠিয়ে সংশোধন করা যাবে না। এই অপরাধ (Tiljala Murder) বিরল নয়, বিরলতম, সাংঘাতিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ড।’’

    কী বললেন সরকারি আইনজীবী

    সরকারি আইনজীবী মাধবী ঘোষ মাইতি বলেন, ‘‘বড়দের কারও সঙ্গে নির্যাতনের (Tiljala Murder) ঘটনা ঘটলে অনেকে তাঁর পোশাক বা চরিত্রের দিকে আঙুল তোলেন। এটা তো সাত বছরের একটা ফুটফুটে মেয়ে! তার খেলা করার বয়স। তাকে এমন নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। মুখ চেপে ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছিল। সেখানে ধর্ষণ করা হয়। মেয়েটির বাঁচার অদম্য ইচ্ছা ছিল। সে আসামির হাতে কামড়ে দিয়েছিল। পালানোর জন্য ছটফট করেছিল। কিন্তু অত বড় মানুষের সঙ্গে সে পেরে ওঠেনি। তাই এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা।’’ 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ। 

  • Four Year Child Rape Telangana: ৪ বছরের মেয়েকে ধর্ষণ! স্কুলের স্বীকৃতি বাতিল করল তেলঙ্গানা সরকার

    Four Year Child Rape Telangana: ৪ বছরের মেয়েকে ধর্ষণ! স্কুলের স্বীকৃতি বাতিল করল তেলঙ্গানা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: হায়দ্রাবাদের একটি বেসরকারি স্কুলে ৪ বছরের শিশু কন্যাকে (Four Year Child Rape) ধর্ষণের ঘটনায় স্কুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তেলঙ্গানা সরকার। ওই বেসরকারি স্কুলটির স্বীকৃতি বাতিল করে স্কুলটিকে সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডি। তবে ওই স্কুলের ছাত্রছাত্রীদের অন্য স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

    সূত্রের খবর, বিগত দু’মাস ধরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে আসছে স্কুলের এক গাড়িচালক। গুরুতর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই পুলিশ ওই গাড়ি চালককে গ্রেফতার করেছে এবং পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্কুলের প্রিন্সিপালকেও। তাঁর জেরেই স্কুলের সরকার প্রদত্ত স্বীকৃতি বাতিল করে রাজ্যের শিক্ষা দফতর।

    এই গোটা ধর্ষণের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। স্কুলের অভিভাবকরাও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তবে আচমকা এইভাবে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বড় সমস্যায় পড়েছেন পড়ুয়াদের অভিভাবকেরা। সরকার অবশ্য আশ্বাস দিয়ে জানিয়েছে, সব পড়ুয়াকেই কোনও না কোনও স্কুলে ভর্তি করানো হবে। সরকারি সূত্রে খবর, ওই স্কুলে পড়ুয়ার সংখ্যা অন্তত ৭০০। বছরের এই মাঝামাঝি সময়ে এত সংখ্যক পড়ুয়াকে অন্য স্কুলে ভর্তি করানো খুব একটা সহজ কাজ হবে না।

    আরও পড়ুন: বৈবাহিক ধর্ষণ ও গর্ভপাত নিয়ে ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

    শিক্ষামন্ত্রী একটি কমিটি গঠন করারও নির্দেশ দিয়েছেন। যে কমিটির মাথায় থাকবেন শিক্ষা দফতরের সচিব। থাকবেন মহিলা ও শিশুকল্যাণ দফতরের সচিবও। স্কুলে পড়ুয়াদের হেনস্থা এবং ধর্ষণের মতো ঘটনা রুখতে কী কী পদক্ষেপ করা যেতে পারে, এক সপ্তাহের মধ্যে সেই সংক্রান্ত একটি রিপোর্ট সরকারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে।

    এদিকে, তেলঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দরাজন এই ঘটনায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং অপরাধীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও-এর কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন।

    অভিযুক্ত ওই ড্রাইভারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (এবি) ধারা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়েটিকে ধর্ষণ করা অপরাধে পকসো আইনে (POCSO) পুলিশ মামলা দায়ের করেছে। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে গাফিলতি ও স্কুল পরিচালনের ক্ষেত্রে ব্যর্থতার অভিযোগে তার বিরুদ্ধেও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share