Tag: Chilevision journalist Nicolas Krumm

Chilevision journalist Nicolas Krumm

  • Chile: ডাকাতির ঘটনা লাইভ করতে এসে ইয়ারফোন ছিনতাই সাংবাদিকের

    Chile: ডাকাতির ঘটনা লাইভ করতে এসে ইয়ারফোন ছিনতাই সাংবাদিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় চ্যানেলে লাইভ করছিলেন এক সাংবাদিক। তবে এবার চুরি কোনও ডাকাতেরা করেনি। লাইভ চলাকালীনই সাংবাদিকটির ইয়ারফোন ছিনতাই করে পালিয়েছে এক টিয়া। মাঝপথেই ভেস্তে যেতে বসেছিল লাইভ। তবে হতভম্ব সাংবাদিক কোন মতে লাইভটি শেষ করেন।

    নিকোলাস ক্রাম নামের ওই সাংবাদিক চিলির স্থানীয় একটি চ্যানেলে কাজ করেন। সেদিন লাইভে তিনি জানাচ্ছিলেন, এলাকায় ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। তখনই এক টিয়া এসে বসে তার কাঁধে। তার কিছু বুঝে উঠবার আগেই কান থেকে ইয়ারফোন খুলে নিয়ে যায়। তখন অন্য কানে থাকা ইয়ারফোন দিয়েই কোনমতে লাইভটি শেষ করেন।
    চিত্রসাংবাদিক লাইভ চলাকালীনই ইয়ারফোন নেবার জন্য টিয়াটিকে ধরার চেষ্টা করলেও টিয়াটিকে ধরতে ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ইয়ারফোনটি নিয়েই চম্পট দেয় টিয়া। সে কথা দর্শকদের জানান সাংবাদিক। যদিও স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, টিয়াপাখিটি পরে ওই ইয়ারফোনটি ফেলে চলে যায় গোটা ঘটনাটিকে উপভোগ করেছেন দর্শকেরা। অনেকেই ভিডিওটি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ভিডিওটি স্প্যানিশ ভাষায় হওয়া সত্ত্বেও বিশ্বব্যাপী ভিডিওটি বিপুল ভাবে শেয়ার করা হয়েছে। প্রথম সারির প্রায় প্রতিটি সংবাদমাধ্যমই খবরটি প্রকাশ করা হয়েছে।

     

    জনপ্রিয় ওয়েবসাইট Reddit-এ এটি সম্পর্কে মজাদার পোস্ট করছেন একজন ব্যবহারকারী। হলিউড তারকা রায়ান গসলিংয়ের সাথে সাংবাদিকের তুলনা করে। একজন সোস্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন চিলির রায়ান গসলিং তার ইয়ারফোন হারিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

LinkedIn
Share