Tag: chinese hackers

chinese hackers

  • Lok Sabha Elections 2024: ‘এআই’ দিয়ে লোকসভা ভোটে কলকাঠি নাড়তে চায় চিন, সতর্কবার্তা মাইক্রোসফটের

    Lok Sabha Elections 2024: ‘এআই’ দিয়ে লোকসভা ভোটে কলকাঠি নাড়তে চায় চিন, সতর্কবার্তা মাইক্রোসফটের

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে নির্বাচন বানচাল করতে ওত পেতে রয়েছে চিনা হ্যাকাররা। এবার লোকসভা নির্বাচন যাতে বিঘ্নহীন হয়, সেজন্য এআই প্রযুক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর এই এআই প্রযুক্তি ব্যবহার করেই হ্যাক করার ছক কষছে ড্রাগনের দেশের হ্যাকাররা।

    মাইক্রোসফ্টের সতর্কতা

    ভারত সরকারকে এই মর্মে সতর্ক করে দিয়েছে টেক জায়েন্ট মাইক্রোসফ্ট। ব্লগ পোস্টে মাইক্রোসফ্টের প্রধান ফোকাসই হল, এআই প্রযুক্তি ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও ভোটারদের প্রভাবিত করতে চলেছে চিনা হ্যাকাররা। প্রসঙ্গত, চলতি বছরের শেষেই নির্বাচন (Lok Sabha Elections 2024) হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভাগ্য নির্ধারণ হবে জো বাইডেনের। পোস্টে মাইক্রোসফ্টের তরফে লেখা হয়েছে, ‘চলতি বছর বিশ্বের যেসব দেশে নির্বাচন রয়েছে, বিশেষত ভারত, সাউথ কোরিয়া এবং আমেরিকা, আমরা জেনেছি, চিন এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে সুফল কুড়নোর চেষ্টা করতে পারে।’

    হ্যাকারদের কাছে এআই প্রযুক্তিই প্রধান হাতিয়ার

    হ্যাকারদের কাছে এআই প্রযুক্তি যে ক্রমেই প্রধান হাতিয়ার হয়ে উঠছে, তাও জানিয়েছে টেক জায়েন্ট। তারা এও জানিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে হ্যাকাররা অনায়াসেই ভিডিওর রূপদান করতে পারে, বদলে দিতে পারে বিখ্যাত ব্যক্তিত্বের কণ্ঠস্বর, সেগুলিকে জনসমক্ষে শেয়ারও করে। বিকৃত এই ভিডিও ভাইরাল করে দেয়। ভিউয়ার হয় লক্ষ লক্ষ। চিনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের। ২০২০ সাল থেকে চিনের সঙ্গে বাণিজ্যেও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। তার পর থেকেই মাইক্রোসফ্টের থ্রেট অ্যানালিসিস সেন্টার নিয়মিত তাদের পাওয়া তথ্য শেয়ার করে চলেছে।

    আরও পড়ুুন: “মুখ্যমন্ত্রীর নির্দেশেই এনআইএ-র উপর হামলা হয়েছে”, ভূপতিনগরের ঘটনায় সরব সুকান্ত-শুভেন্দু

    সেখান থেকেই জানা গিয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে ভারত ও আমেরিকার ভোটে নাক গলাতে চাইছে চিনের হ্যাকাররা। মাইক্রোসফ্টের পোস্টে বলা হয়েছে, ‘ভোটারদের প্রভাবিত করতে চিন জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করছে। মানুষের মধ্যে বিভাজনের বিষবৃক্ষ রোপন করছে। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদেরও প্রভাবিত করতে চাইছে।’ প্রসঙ্গত, ভারতে এবার লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) হবে সাত দফায়। প্রথম দফার ভোট হবে ১৯ এপ্রিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

     

     

  • Chinese hackers: উত্তর ভারতের ৭টি পাওয়ার গ্রিডে সাইবার হানা চিনা হ্যাকারদের, কতটা ক্ষতি? পড়ুন বিস্তারিত রিপোর্ট

    Chinese hackers: উত্তর ভারতের ৭টি পাওয়ার গ্রিডে সাইবার হানা চিনা হ্যাকারদের, কতটা ক্ষতি? পড়ুন বিস্তারিত রিপোর্ট

    নয়াদিল্লি:  ভারতে ফের সাইবার হানা (cyber attack) দেওয়ার অভিযোগ উঠল চিনা হ্যাকারদের (chinese hackers) বিরুদ্ধে। এবার তাদের টার্গেট উত্তর ভারতের পাওয়ার গ্রিড (power grid)। সম্প্রতি, এই মর্মে একটি রিপোর্ট পেশ করেছে রেকর্ডেড ফিউচার (Recorded Future) নামে একটি সাইবার বিশেষজ্ঞ গোয়েন্দা সংস্থা। 

    ওই রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক মাসে ভারতে সাইবার হানা চালিয়েছে চিনা হ্যাকারদের দল। সংস্থার দাবি, উত্তর ভারতের অন্তত সাতটি “লোড ডিসপ্যাচ” কেন্দ্রে ওই হানা চালানো হয়েছে। ওই পাওয়ার গ্রিডগুলি গোটা উত্তর ভারতের, বিশেষ করে লাদাখে (Ladakh) ভারত-চিন সীমান্ত (India China border) লাগোয়া অঞ্চলের গ্রিড নিয়ন্ত্রণ ও বিদ্যুৎ বিতরণের দায়িত্বপ্রাপ্ত।  

    ওই রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক অতীতে একটি কেন্দ্রে হ্যাক করেছিল “রেড একো” (RedEcho) নামে চিনা হ্যাকারদের একটি গোষ্ঠী। রিপোর্টে সংস্থার দাবি, এই গোষ্ঠীর সঙ্গে আরেকটি চিনা হ্যাকার-গোষ্ঠীর অনেক মিল রয়েছে, যাদের সঙ্গে চিনা প্রশাসনের যোগাযোগ রয়েছে বলে দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র। 

    ওই সংস্থার দাবি, ভারতের এই বিদ্যুৎ কেন্দ্রগুলির পরিকাঠামো, পরিধি ও কার্যপ্রক্রিয়া সম্পর্কিত তথ্য হাতানোই ছিল চিনা হ্যাকারদের মূল উদ্দেশ্য। সংস্থার আরও দাবি, এই হ্যাকিংয়ের ফলে ওই বিদ্যুৎ কেন্দ্রগুলির আর্থিক ক্ষতির সম্ভাবনা ক্ষীণ। রিপোর্টে আরও বলা হয়েছে, বিদ্যুতের গ্রিডগুলির তথ্য হাতানোর পাশাপাশি, হ্যাকাররা ভারতের জাতীয় এমার্জেন্সি রেসপন্স সিস্টেম (power grid emergency response system) বা জরুরি পরিষেবা ব্যবস্থা ও বহুজাতিক পণ্য সরবরাহ সংস্থার ক্ষতি করার চেষ্টাও করে। 

    সংস্থাটি জানিয়েছে, “ট্যাগ-৩৮” (TAG-38) নামের ওই হ্যাকারদের গোষ্ঠী “শ্যাডো প্যাড” (ShadowPad) নামের একটি ম্যালিসিয়াস সফ্টওয়ার (malicious software) ঢুকিয়ে সিস্টেমের ক্ষতি করার চেষ্টা চালায়। অতীতে, এই ম্যালওয়ারটির (malware) সঙ্গে চিনের পিপলস লিবারেশন আর্মি (Chinese People’s Liberation Army) ও সেদেশের অভ্যন্তরীণ মন্ত্রকের (Chinese Ministry of State Security) যোগসাজসের অভিযোগ উঠেছে। 

    এই অভিযোগ নিয়ে কোনও মতামত জানাতে রাজি হয়নি চিনা বিদেশমন্ত্রক (Chinese Ministry for Foreign Affairs)। তবে, অতীতে তাদের বিরুদ্ধে ওঠা হ্যাকিংয়ের যে কোনও ধরনের অভিযোগ খারিজ করেছে বেজিং।

     

LinkedIn
Share