Tag: civilians

  • India Mocks Pakistan: “নিজেদের জনগণের ওপরই বোমাবর্ষণ করছে”, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা ভারতের

    India Mocks Pakistan: “নিজেদের জনগণের ওপরই বোমাবর্ষণ করছে”, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তুলোধনা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে পাকিস্তানকে একেবারে ধুয়ে দিল ভারত (India Mocks Pakistan)। নয়াদিল্লির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার জন্য ইসলামাবাদকে কাঠগড়ায় তোলে ভারত। নয়াদিল্লির অভিযোগ, পাকিস্তান নিজেই নিজেদের জনগণের ওপরই বোমাবর্ষণ করছে এবং এই মঞ্চের অপব্যবহার করছে।

    তিরা উপত্যকায় বিমান হামলা (India Mocks Pakistan)

    ভারতের এহেন প্রতিক্রিয়া প্রকাশ্যে এল এমন সব প্রতিবেদন প্রকাশের পর যেখানে বলা হয়েছে, পাক বিমানবাহিনী খাইবার পাখতুনখোয়ার তিরা উপত্যকায় বিমান হামলা  চালিয়েছে। এতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী এবং শিশুরাও ছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যাচ্ছে ধ্বংসযজ্ঞের দৃশ্য – ভাঙাচোরা রাস্তাঘাট, পোড়া যানবাহন এবং ধসে পড়া ভবনের ভেতর থেকে দেহ উদ্ধার করা হচ্ছে (Air Attack)।

    ভারতের তোপ

    রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় ফরেন সার্ভিস আধিকারিক ক্ষিতিজ ত্যাগী বলেন, “যে প্রতিনিধি দল এই দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ উল্টো মত উপস্থাপন করে, তারা নিরবচ্ছিন্নভাবে এই মঞ্চকে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য ব্যবহার করছে।” তিনি বলেন, “আমাদের ভূখণ্ড দখল করার লোভ না করে, তাদের উচিত বেআইনিভাবে দখল করা ভারতীয় ভূখণ্ড খালি করা এবং মনোযোগ দেওয়া—একটি অর্থনীতি উদ্ধার করতে যা কেবলমাত্র জীবনধারণ যন্ত্রে টিকে আছে, একটি রাজনৈতিক ব্যবস্থা যেটি সামরিক প্রভাবশালী শাসনে স্তব্ধ, এবং একটি মানবাধিকার রেকর্ড যেটি নির্যাতনের কলঙ্কে কলঙ্কিত। হয়তো, তারা যখন সন্ত্রাসবাদ রফতানি, রাষ্ট্রসংঘ কর্তৃক নিষিদ্ধ সন্ত্রাসীদের আশ্রয়দান এবং নিজেদের জনগণকে বোমা মারার কাজ থেকে কিছুটা সময় পাবে, তখনই তা করতে পারবে।”

    জোরালো বিস্ফোরণ

    প্রসঙ্গত, সোমবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা ভ্যালিতে পাকিস্তানি তালিবানের মালিকানাধীন একটি কম্পাউন্ডে জোরালো বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় অন্তত ২৪ জন মানুষ, যাঁদের মধ্যে নারী ও শিশুরাও ছিল, নিহত হয়েছেন এবং আরও কয়েকজন জখম হয়েছেন। অনুমান, ওই বিস্ফোরণ পাকিস্তানি তালিবান যোদ্ধাদের মজুত করা বোমা তৈরির উপকরণ থেকেই ঘটে। তবে অন্য কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান এয়ার ফোর্সের (Air Attack) জঙ্গিবিমানগুলিই বিমান হামলা চালায় (India Mocks Pakistan)।পুলিশের অনুমান, বিস্ফোরণটি সেই কম্পাউন্ডেই ঘটে যেখানে পাকিস্তানি তালিবান সদস্যরা বোমা তৈরির উপকরণ মজুত করে রেখেছিল। ওই বিস্ফোরণে অন্তত ১০ জন সাধারণ মানুষ, যাঁদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে এবং ১৪ জন জঙ্গি নিহত হয়। স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসযজ্ঞের ঘটনা নিশ্চিত করেছে। বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি বাড়িও ধ্বংস হয়ে গিয়েছে।

    সক্রিয় টিটিপি

    খাইবার পাখতুনখোয়া প্রদেশের তিরা উপত্যকায় টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) নামক জঙ্গি গোষ্ঠী দীর্ঘ দিন ধরে সক্রিয়। স্থানীয় পুলিশ এবং পাকিস্তানের সেনাবাহিনী তাদের মোকাবিলার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে ওই এলাকায় পাক নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানও চলছে বলে খবর। তার মধ্যেই ঘটে সোমবারের বিস্ফোরণ (Air Attack)। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার-প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, “বিমান থেকে পর পর কয়েকটি বোমা ফেলা হয়েছে ওই অঞ্চলে। এলাকার পাঁচটি বাড়ি এর ফলে ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ থেকে ২০টি দেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে (India Mocks Pakistan)।”

    পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ

    পাকিস্তানে যেসব জঙ্গিগোষ্ঠী সক্রিয় রয়েছে, তাদের মধ্যে অন্যতম টিটিপি। ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর তাদের শক্তিও বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের নানা প্রান্তে জঙ্গি হামলা, বিস্ফোরণের ঘটনার দায়ও স্বীকার করেছে তারা। অভিযোগ, অনেক টিটিপি নেতাই এখন আফগানিস্তানের তালিবান প্রশাসনের আশ্রয়ে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ দীর্ঘ দিন ধরে তুলে ধরে আসছে ভারত। জম্মু-কাশ্মীরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের নেপথ্যে থাকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিই (India Mocks Pakistan)।

    পাক পুলিশের বক্তব্য

    পাকিস্তানে ঘাঁটি গেড়ে থাকা জঙ্গিরা যে পাকিস্তানেরই ক্ষতি করবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি ইসলামাবাদ। স্থানীয় পুলিশ আধিকারিক জাফর খান জানান, তিরা উপত্যকার একটি ভবনে ঘাঁটি গেড়েছিল টিটিপির দুই জঙ্গি নেতা আমন গুল এবং মাসুদ খান। পুলিশ বা নিরাপত্তা বাহিনীর হাত থেকে বাঁচতে তারা ঢাল হিসেবে ব্যবহার করেছিল সাধারণ মানুষকে। ওই জঙ্গিঘাঁটিতেই তৈরি করা হচ্ছিল বোমা। বোমা তৈরির নানা উপাদানও মজুত করা ছিল সেখানে। সেখান থেকেই কোনওভাবে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের অভিঘাতে ধ্বংস হয়ে গিয়েছে আশপাশের অনেকগুলি বাড়ি (Air Attack)। মৃত্যু হয়েছে অন্তত ১০ জন সাধারণ মানুষের। এছাড়াও যে ১৪ জন নিহত হয়েছে, তারা সবাই জঙ্গি (India Mocks Pakistan)।

LinkedIn
Share