মাধ্যম ডেস্ক নিউজ: বায়ু দূষণে (Delhi Air Pollution) নাজেহাল দেশের রাজধানী দিল্লির আবহাওয়া। বিগত কংগ্রেস সরকার, আপ সরকার দেশের এই প্রাণকেন্দ্রের দূষণ নিয়ে খুব একটা কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার দূষণ নিয়ন্ত্রণ করতে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে কৃত্রিম ভাবে বৃষ্টিপাত নিয়ে দেশের আইআইটিগুলি গবেষণা চালিয়ে যাচ্ছিল। তাকেই কাজে লাগাবে দিল্লি বিজেপি। বায়ু দূষণ রোধে দিল্লি সরকার এই বছর প্রথমবার দেশের জাতীয় রাজধানীর বুকে কৃত্রিম বৃষ্টিপাত (Delhi Artificial Rain) ঘটাবে। তবে এই বৃষ্টির কথা খোদ দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নিজেই জানিয়েছেন।
২৮, ২৯, ৩০ হবে কৃত্রিম বৃষ্টি (Delhi Artificial Rain)
দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক মাধ্যমে পোস্ট করে বলেন, “২৮, ২৯, ৩০ অক্টোবর দিল্লির আকাশে মেঘ থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যদি সব রকম অনুকূল পরিবেশ ঠিক থাকে তাহলে ২৯ অক্টোবর ক্লাউড সিডিংয়ের মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত করানো হতে পারে। বুরারি এলাকায় ইতিমধ্যে পরীক্ষা করা হয়েছে।” ত্দবে দিল্লিতে এই প্রথমবার ক্লাউড সিডিং পদ্ধতিতে (Cloud Seeding) কৃত্রিম বৃষ্টিপাত (Delhi Artificial Rain) করানো হতে পারে দূষণ রুখতে।
দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিং সিরসা বলন, “আইআইটি কানপুর থেকে দিল্লি পর্যন্ত একটি ট্রায়াল ফ্লাইট ওড়ানো হয়েছে। মীরট, খেকরা, বুরারি, আলিগড় আবার কানপুরে ফিরে গিয়েছে। খেকরা এবং বুরারির মধ্যে ক্লাউড সিডিং করা হয়েছে।”
৩.২১ কোটি টাকার খরচে হবে বৃষ্টি
কৃত্রিম বৃষ্টির (Delhi Artificial Rain) এই প্রক্রিয়ায় মোট খরচের কথা তুলে ধরে পরিবেশমন্ত্রী বলেছেন, “৩.২১ কোটি টাকার এই উদ্যোগে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম বৃষ্টিপাত করানো হবে। একটি বিশেষ বিমান উড়বে উত্তর পশ্চিম দিল্লি এবং দিল্লির আশপাশের এলাকা দিয়ে। সেখানে জলীয় বাষ্প পূর্ণ মেঘের উপরে সিলভার আয়োডিনের ন্যানোপার্টিক্যাল, আয়োডাইজড নুন ও রক স্টলের মিশ্রণ ছড়িয়ে দেওয়া হবে। এর জেরে মেঘে জলীয় বাষ্প সম্পৃক্ত হবে এবং বৃষ্টি বর্ষণ করবে।”
উল্লেখ্য দিল্লি সরকার আইআইটি কানপুরের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ৫টি ক্লাউড সিডিং (Cloud Seeding) ট্রায়াল করার কথা জানা গিয়েছে। উত্তর পশ্চিম দিল্লিতেও ক্লাউড সিডিং ট্রায়াল করা হবে। দীপবালির পর দিল্লির বাতাসের মান মারাত্মক আকার নিয়েছে। বৃহস্পতিবার আনন্দ বিহারে বাতাসের গুণমান ছিল ৪২৯। ব্যাপক পরিমাণে আতশবাজি পড়ানোর ফলে গোটা রাজধানী ধুলোর চাদরে ঢেকে গিয়েছে। সাধারণ মানুষ রাস্তায় বের হলেই চোখ জ্বালা, শ্বাস কষ্টের মতো নানা সমস্যার দেখা মিলছে।
