Tag: CM Nitish Kumar

CM Nitish Kumar

  • Nitish Kumar: “ভুল করে গিয়েছিলাম, আমি এখন পুরনো বন্ধুদের সঙ্গেই রয়েছি”, সাফ কথা নীতীশের

    Nitish Kumar: “ভুল করে গিয়েছিলাম, আমি এখন পুরনো বন্ধুদের সঙ্গেই রয়েছি”, সাফ কথা নীতীশের

    মাধ্যম নিউজ ডেস্ক: “আমরা (জেডিইউ) ভুল করে দু’বার ভুল পথে চলে গিয়েছিলাম। এখন আমরা সব সময় এনডিএর সঙ্গেই থাকব এবং উন্নয়নমূলক কাজে মনোনিবেশ করব।” সাফ জানিয়ে দিলেন বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী জেডিইউয়ের নীতীশ কুমার (Nitish Kumar)। সম্প্রতি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব বলেছিলেন, “নীতীশ কুমারের জন্য আমাদের দরজা সব সময় খোলা। তাঁরও উচিত দরজা খুলে রাখা। এতে উভয়পক্ষের যাতায়াত সহজ হবে।”

    ভুল ‘কবুল’ নীতীশের (Nitish Kumar)

    এই প্রসঙ্গেই ভুল ‘কবুল’ নীতীশের। সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “আমি ভুল করে তাদের সঙ্গে গিয়েছিলাম। কিন্তু এখন আমি আমার পুরানো বন্ধুদের সঙ্গেই রয়েছি।” বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “মহিলাদের অবস্থা আগে কেমন ছিল? আমরা যখন ‘জীবিকা দিদি’ প্রকল্প শুরু করেছিলাম – মহিলারা খুশি হয়েছিলেন। যখনই তাঁদের কোনও সাহায্যের প্রয়োজন হয়, তাঁদের সাহায্য করা হয়।” এর পরেই ভুল স্বীকার নীতীশের। তিনি বলেন, “তারা (বিরোধী) মহিলাদের জন্য কোনও কাজ করেছে? আমরা সকলের জন্য কাজ করেছি – হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, পশ্চাদপদ, দলিত বা মহিলা – যেই হোক না কেন। মানুষের এটা মনে রাখা উচিত।”

    লালু সরকারের সমালোচনা

    লালুপ্রসাদ সরকারের সমালোচনা করে নীতীশ (Nitish Kumar) বলেন, “২০০৫ সালের আগে বিহারের অবস্থা খুব খারাপ ছিল। সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে ভয় পেত। হাসপাতালে চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা ছিল না। রাস্তাঘাট জরাজীর্ণ ছিল। শিক্ষার অবস্থা ভালো ছিল না। রাজ্যে প্রায়ই সাম্প্রদায়িক হিংসার খবর পাওয়া যেত।” ২০১৫ সালে আরজেডি-কংগ্রেসের সঙ্গে জোট করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এই জোটই সরকার গঠন করেছিল বিহারে।

    আরও পড়ুন: সাধুর ভিড়ে মহাকুম্ভে হানা দিতে পারে জঙ্গিরা, কড়া নিরাপত্তার ব্যবস্থা

    ২০১৭ সালে জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএতে ফিরে যান নীতীশ। ২০২২ সালের অগাস্টে লোকসভা নির্বাচনের আগে ফের ওই জোটে ফিরে যান তিনি। পরে ফেরেন এনডিএ-তে। এনডিএ শিবিরে যোগ দেওয়ার পর যে বিহারে ব্যাপক উন্নয়ন হয়েছে, এদিন তা মনে করিয়ে দেন নীতীশ। পরে বলেন, “আগে বিহারের যে কোনও প্রান্ত থেকে মানুষের পাটনা পৌঁছতে ৬ ঘণ্টা সময় লাগত, এখন তা কমে ৫ ঘণ্টা হয়েছে। এই লক্ষ্য পূরণের জন্য (Bihar) সব ধরনের কাজ করা হচ্ছে (Nitish Kumar)।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

  • Bihar Political Crisis: নতুন সঙ্গী আরজেডি! বিজেপির সঙ্গ ত্যাগ নীতীশের, ফের ‘মহাজোট’-এর পথে বিহার?

    Bihar Political Crisis: নতুন সঙ্গী আরজেডি! বিজেপির সঙ্গ ত্যাগ নীতীশের, ফের ‘মহাজোট’-এর পথে বিহার?

    মাধ্যম নিউজ ডেস্ক: দুপুর গড়ানোর আগেই জল্পনায় যবনিকা পড়ে গেল (Bihar Political Crisis)। বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। রাজভবনে যাওয়ার আগেই  রাজনৈতিক সিদ্ধান্ত জানিয়ে দিলেন জনতা দল ইউনাইটেডের (JDU) প্রধান।

    গত শুক্রবার থেকেই পাটনার রাজনীতিতে দোলাচল চলছিল। রবিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে নীতীশের অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দেয়। রাজনৈতিক মহলে গুঞ্জন চলছিল বিহারে বিজেপি-নীতীশের জোট সরকারের পতন হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। 

    এদিন নিজ বাসভবনে সকাল ১১টায় দলীয় বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন জেডিইউ প্রধান। সেখানেই নীতীশ জানিয়ে দেন, তাঁর সিদ্ধান্তের কথা। এই নিয়ে গত এক দশকে দু-দুবার বিজেপির সঙ্গ ত্যাগ করলেন নীতীশ। ২০১৩ সালে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় তিনি এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। 

    এরপর, ২০১৭ সালে লালুপ্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তিনি বিহারে মহাজোট গঠন করে ক্ষমতায় এসেছিলেন। এরপর আরজেডির বর্তমান প্রধান তথা লালু-পুত্র তেজস্বী যাদব, যিনি সেই সময় নীতীশ মন্ত্রিসভার উপ-মুখ্যমন্ত্রী ছিলেন, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি মহাজোট ছেড়ে বেরিয়ে আসেন। পতন হয় শরিক সরকারের। এরপর নীতীশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন। এবার ফের একবার পদ্ম ছেড়ে হাতে লণ্ঠন নিচ্ছেন নীতীশ?

    এদিকে, পাঁচ বছর পর ফের ক্ষমতায় ফিরতে চলেছে আরজেডি। তেজস্বী আগেই জানিয়েছিলেন, নীতীশ যদি বিজেপির সঙ্গ ত্যাগ করে, তাহলে জেডিইউ-কে সমর্থন করবে তারা। এমনকী, নীতীশই যে মুখ্যমন্ত্রী থাকবেন, তাও একপ্রকার জানিয়ে দেন তেজস্বী। বিজেপি-জেডিইউ জোট শেষ হওয়ার ইঙ্গিত মিলতেই, উৎসব শুরু হয়ে যায় রাবড়ি দেবীর বাসভবনে। 

    জানা গিয়েছে, এদিন বিকেল চারটের সময়ে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেবেন নীতীশ কুমার। সঙ্গে থাকবেন তেজস্বীও। একইসঙ্গে, তাঁরা নতুন সরকার গঠনেরও আবেদন জানাতে পারেন। সূত্রের খবর, নতুন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রক ও স্পিকারের পদ পেতে পারে আরজেডি। হতে পারে, এবারও তেজস্বী উপ-মুখ্যমন্ত্রীর পদে আসীন হবেন।

LinkedIn
Share