মাধ্যম নিউজ ডেস্ক: যারা চাকরির অপেক্ষায় বসে আছেন, তাঁদের জন্যে বিরাট সুযোগ। বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee) নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া (Coal India Ltd)। জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। একাধিক বিভাগে ১০৫০টি শূন্যপদে (Job Vacancy) লোক নেওয়া হবে। ম্যানেজমেন্ট পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে কোল ইন্ডিয়া।
আরও পড়ুন: বায়ুসেনায় অগ্নিপথ প্রকল্পে প্রথম তিনদিনেই জমা ৫৬,৯৬০টি আবেদন!
কোন কোন পোস্টের জন্য আবেদন করা যাবে এবং শূন্যপদ কত?
মাইনিং এর জন্য পদের সংখ্যা – ৬৯৯
সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে – ১৬০
ইলেকট্রনিক এবং টেলি যোগাযোগ – ১২৪
সিস্টেম এবং ইপিডি – ৬৭
কারা আবেদন করতে পারবেন?
কোল ইন্ডিয়াতে বিভিন্ন পদের জন্যে বেঁধে দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি। বিশেষত বলা হয়েছে, গেট পরীক্ষায় (GET 2022) ভালো নম্বর থাকলে তবেই আবেদন করা যাবে। একমাত্র ভারতীয় নাগরিকরাই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
৬০ শতাংশ নম্বর সহ বিটেক, বিই, বিএসসি মাইনিং বা ইন্টেক্টনিক্স এন্ড টেলি কমিউনিকেশন এর ডিগ্রি থাকতে হবে।
সিস্টেম এবং ইডিপি এর ক্ষেত্রে : ৬০% নম্বর থাকতে হবে, বিই/ বিটেক/ বিএসসি ও কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে।
আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া
বয়স
সর্বোচ্চ বয়স ৩০। সরকারি নিয়ম মেনে বয়সের ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে।
বেতন
ভিন্ন পদে ভিন্ন বেতন দেওয়া হবে। বেতনক্রম ৫০,০০০/- টাকা – ১,৬০,০০০/- টাকা।
এক বছর পরে তা হবে ৬০,০০০/- টাকা – ১,৮০,০০০/- টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা কয়লা খনিতে কাজ করতে এবং দেশের বিভিন্ন প্রান্তে যেতে স্বচ্ছন্দ্য একমাত্র তাঁরাই যেন আবেদন করেন।
নিয়োগ প্রক্রিয়া
GATE – 2022 পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের শর্ট লিস্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ডক্যুমেন্ট ভেরিফিকেশন ও ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের প্রার্থী নির্বাচন করা হবে।
আবেদন ফি
১১৮০ টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী প্রভৃতি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন?
http://www.coalindia.in এই ওয়েবসাইটে গিয়ে ‘career with CIL’ এই লিঙ্কে যেতে হবে।
সেখানে যাবতীয় তথ্য দিয়ে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে ফি জমা দিতে হবে।
ট্রেনিং পিরিয়ড
১ বছর
আবেদনের সময় কী কী তথ্য দিতে হবে?
পাসপোর্ট সাইজ সাম্প্রতিক ছবি
দ্বাদশ শ্রেণির মার্কশিট
গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট
Cgpa marks কে শতাংশ নম্বর হিসেবে দিতে হবে।
কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে)
সব ডক্যুমেন্টে কালো কালি দিয়ে নিজের সই করে, তবেই আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ
২২ জুলাই, ২০২২
https://www.coalindia.in/media/documents/Detailed_Advertisement_No._02-2022_for_recruitment.pdf-এই লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি একবার দেখে নিতে পারেন।