Tag: Commonwealth Games 2022

Commonwealth Games 2022

  • Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    মাধ্যম নিউজ ডেস্ক: গলায় ঝুলছে সোনার পদক। পোডিয়ামে উড়ছে তেরঙা। এরিনায় বাজছে ‘জন গণ মন’। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন মীরাবাই চানু। শনিবার রাতে (ভারতীয় সময়) ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে প্রায় ছেলেখেলা করেই সোনা জিতলেন দেশের ‘সোনার মেয়ে’। 

    ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরা সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। এদিন শুরু থেকেই মীরা ছিলেন দুরন্ত ফর্মে। বুঝিয়ে দিয়েছিলেন যে, শ্রেষ্ঠত্বের পদক নিজের গলায় ঝোলাতে চলেছেন তিনি। আর সেটাই ঘটল। সোনা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন মীরা।

    এদিন মীরাবাই কমনওয়েলথে ইতিহাস গড়লেন। তিনি এদিন মোট ২০১ কেজি ভারোত্তোলন করেন। যার মধ্যে স্ন্যাচে তুলেছেন ৮৮ কেজি। স্ন্যাচে ৮৮ কিলোগ্রাম ভারোত্তোলনের করেন। যা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, কমনওয়েলথ গেমসের রেকর্ডও বটে। অন্যদিকে, ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই তুলেছেন ১১৩ কেজি। প্রথমবারেই তিনি তুলেছেন ১০৯ কিলো। দ্বিতীয় প্রচেষ্টায় এসে কাঁধে তোলেন ১১৩ কিলো। সেটিও কমনওয়েলথে গেমস রেকর্ড। মরিশাসের মেরি রানাইভোসোয়া দ্বিতীয় হয়েছেন। দুই বিভাগ মিলিয়ে তিনি তুলেছেন ১৭২ কিলো। তৃতীয় স্থানে কানাডার হান্নাহ কামিনস্কি। তিনি তুলেছেন ১৭১ কিলো।

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    চানুর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি এই ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, দুর্ধর্ষ মীরাবাই চানুর জন্য ভারত গর্বিত। বার্মিংহাম গেমসে তিনি সোনা জিতেছেন এবং একটি নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েছেন বলে প্রত্যেক ভারতীয় আনন্দিত। তার সাফল্য অনেক ভারতীয়, বিশেষ করে উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। 

    অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, স্বর্ণপদক! ভারতীয় ভারোত্তোলকরা দেশের পতাকা উঁচু রেখেছেন। সাবাশ মীরাবাই চানু। আপনি অসাধারণ দৃঢ়তা এবং প্রত্যয় দেখিয়েছেন। আপনার কৃতিত্বে দেশ গর্বিত।


     
    অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, প্রতিযোগীদের থেকে মাইল এগিয়ে মীরাবাই চানু। একসঙ্গে স্বর্ণপদক জেতা এবং কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়া, জোড়া আনন্দ। অনেক অভিনন্দন। ভারতকে গর্বিত করতে থাকুন।

    গেমসের দ্বিতীয় দিনে মোট চারটি পদক পায় ভারত। সবকটি আসে ভারোত্তোলনে। ভারতকে গেমসের প্রথম পদক এনে দেন সংকেত মহাদেব। পুরুষ ৫৫ কেজি বিভাগে তিনি রুপো জেতেন। এরপর পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। এরপর দিনের সেরা পারফরম্যান্স হিসেবে সোনা জেতেন চানু। এরপর মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে আরেকটি রুপো পদক এনে দেন বিন্দ্যারানি দেবী।

    আরও পড়ুন: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য

  • Commonwealth Games: কমনওয়েলথের ঢাকে কাঠি, প্রথম দিনেই ভারতের সামনে পাকিস্তান, অস্ট্রেলিয়া

    Commonwealth Games: কমনওয়েলথের ঢাকে কাঠি, প্রথম দিনেই ভারতের সামনে পাকিস্তান, অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক:  শুরু হয়ে গেল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। ১১ দিন ধরে রানি এলিজাবেথের দেশে চলবে এই মাল্টি স্পোর্টস ইভেন্ট। বৃহস্পতিবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল। বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানে ভাংড়া দিয়ে শুরু হল কমনওয়েলথের যাত্রা। চোট, আঘাত, ডোপ কেলেঙ্কারি, অভাব, অভিযোগ, করোনার ভ্রুকুটিকে পিছনে ফেলে উদ্বোধনী অনুষ্ঠানে থাকলেন ভারতের ১৬৮ জন অ্যাথলিট। সবার সামনে তেরঙা নিয়ে হাঁটলেন পিভি সিন্ধু (PV Sindhu) এবং মনপ্রীত সিং(Manpreet Singh)। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। 

    [tw]


    [/tw]

    গেমস শুরুর আগেই ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছাবার্তা পাঠালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  (Draupadi Murmu) , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi), কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কমনওয়েলথ গেমসের প্রথম দিনে ভারত ৯টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে। শুরুতেই ব্যাডমিন্টনের মিক্সড টিম ইভেন্টে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। প্রথম দিনেই অভিযান শুরু করবে ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথম গ্রুপ ম্যাচে হরমনপ্রীত কউরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    [tw]


    [/tw]

    এছাড়া প্রথম দিনে ভারত লড়াই চালাবে হকি, বক্সিং, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রায়াথ্লন, সাঁতার ও লন বলে। ভারতের মহিলা হকি দলের প্রথম প্রতিপক্ষ ঘানা। আজ ভারতের নানা খেলা দেখে নিন একনজরে:

    লন বলস

    মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ১- দুপুর ১

    মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ২- বিকেল ৪

    ভারত বনাম ইংল্যান্ড (মহিলাদের ৪)-  সন্ধে ৭:৩০

    ভারত বনাম মালয়েশিয়া (পুরুষদের জুটি)- সন্ধে ৭:৩০

    ভারত বনাম কুক দ্বীপ (মহিলাদের ৪)-  রাত ১০:৩০

    ভারত বনাম ফকল্যান্ড দ্বীপ (পুরুষদের জুটি)- রাত ১০:৩০

    আরও পড়ুন: ছবির মতো সেজেছে বার্মিংহাম! কমনওয়েলথ গেমসের সূচনা

    টেবিল টেনিস

    ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (মহিলা)- দুপুর ২

    ভারত বনাম বার্বাডোজ (পুরুষ)- বিকেল ৪:৩০

    ভারত বনাম ফিজি (মহিলা)- রাত ৮:৩০

    ভারত বনাম সিঙ্গাপুর (পুরুষ)- রাত ১১

    সাঁতার 

    পুরষদের ৪০০ মিটার ফ্রি স্টাইল (কুশাগ্র রাওয়াত)- দুপুর ৩:১১

    পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই (সজন প্রকাশ)-বিকেল ৪:০৩

    পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক (শ্রীহরি নটরাজ)- বিকেল ৪:২৬

    সাইক্লিং

    পুরুষদের দলগত ৪০০০ মিটার কোয়ালিফায়িং- দুপুর ৩:২৫

    মহিলাদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:১২

    পুরুষদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:৪৬

    ক্রিকেট 

    ভারত বনাম অস্ট্রেলিয়া- দুপুর ৩:৩০

    ট্রায়ালথন

    আদর্শ এমএস, বিশ্বনাথ যাদব পুরুষদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- দুপুর ৩:৩১

    প্রঞ্জা মোহন, সঞ্জনা জোশি মহিলাদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- সন্ধে ৭

    জিমন্যাস্টিক্স

    পুরুষদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত কোয়ালিফায়িং- বিকেল ৪:৩০

    বক্সিং

    শিব থাপা বনাম সুলেমান বালোচ (৬৩.৫ কেজি)- বিকেল ৫

    হকি

    ভারত বনাম ঘানা (মহিলা)- বিকেল ৫:৩০

    ব্যাডমিন্টন

    ভারত বনাম পাকিস্তান (মিক্সড)- সন্ধে ৬

    স্কোয়াশ

    মহিলাদের সিঙ্গলেস (অনাহত সিংহ)- রাত ১১

    পুরুষদের সিঙ্গেলস (অভয় সিংহ)- রাত ১১:৪৫

    প্যারা সাঁতার

    পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক এস ৯ ফাইনাল (আশিস কুমার সিংহ)- রাত ১২: ১৮

  • Commonwealth Games: হতাশ সৌরভ! কমনওয়েলথ ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের, সোনার স্বাদ পেলেন নিখাত, শরথ-সৃজারা

    Commonwealth Games: হতাশ সৌরভ! কমনওয়েলথ ক্রিকেটে রুপো হরমনপ্রীতদের, সোনার স্বাদ পেলেন নিখাত, শরথ-সৃজারা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনার আশা জাগিয়েও রুপো নিয়ে দেশে ফিরছেন হরমনপ্রীত কৌররা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ভারতের এই হার মেনে নিতে পারছেন না প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, খেলা হরমনপ্রীতদের হাতে ছিল। সেখান থেকে হারায় হতাশা আরও বেশি হবে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পরে ট্যুইট করেন সৌরভ। রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানালেও নিজের হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনি। সৌরভ লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’

    কমনওয়েলথ গেমসের আসর থেকে ভারতকে ১৭তম সোনা  এনে দিলেন নিখাত জারিন। মহিলাদের বক্সিংয়ের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮-৫০ কেজি) সোনা জিতলেন নিখাত। ফাইনালে হারালেন নর্দান আয়ারল্যান্ডের কার্লি এমসি নাউলকে। ইস্তানবুলে আয়োজিত গত বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে সোনা জিতেছিলেন নিখাত। সেই থেকেই স্বপ্ন দেখা শুরু। এদিন নর্দান আয়ারল্যান্ডের প্রতিযোগীকে একের পর এক শক্তিশালী ঘুসিতে ঘায়েল করে দেন নিখাত। ফাইনালের পাঁচ বিচারকই ভারতীয় মহিলা বক্সারের পক্ষে রায় দিয়েছেন। রবিবার নিখাতের হাত ধরে এল বক্সিংয়ে ভারতের তৃতীয় সোনা। 

    আরও পড়ুন: আজ পাঁচটি সোনার হাতছানি! কমনওয়েলথের শেষ দিনে ভারতের বাজি সিন্ধু, শরথ কমলরা

    টেবিস টেনিসের ডাবলসে সোনা জয়ের স্বপ্ন পূরণ হল না অচিন্ত্য শরথ কমল-সাথিয়ান জ্ঞানশেখরন জুটির। ফাইনালে উঠলেও সোনা অধরা থাকল। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল শরথ-সাথিয়ান জুটিকে। ফাইনালে তাঁরা দুরন্ত লড়াই করেও ২-৩ গেমে হেরে গেলেন ইংল্যান্ডের পল ড্রিঙ্কহল-লিয়াম পিচফোর্ড জুটির কাছে। 

    তবে ডাবলসের খিদে মিক্সড ডাবলসে মেটালেন শরথ। সৃজা আকুলাকে নিয়ে শরথ কমল দেশকে এনে দিলেন এবারের গেমসের অষ্টাদশ সোনাটি। মিক্সড ডাবলসের ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার জুটি। জাভেন চুং ও কারেন লিনের বিরুদ্ধে আগাগোড়া দাপট বজায় রাখলেন শরথ ও সৃজা। ভারতীয় জুটির জয় এলো ১১-৪, ৯-১১, ১১-৫, ১১-৬ ব্যবধানে।

    অন্যদিকে, ২০০৬ সালে মেলবোর্নে রুপো জয়ের ১৬ বছর পর ভারতীয় মহিলা হকি (Indian women hockey team) দল আবারও কমনওয়েলথ গেমসে পদক জিতল। রবিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে নিউজিল্যান্ডকে টাই ব্রেকারে ২-১ হারাল ভারতীয় দল। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টাই ব্রেকারে হেরেই সোনা জেতার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা হকি দলের। ভারতের হয়ে অসাধারণ পারফর্ম করলেন দলের গোলকিপার তথা অধিনায়িকা সবিতা পুনিয়া (Savita Punia)। 

  • Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    Commonwealth Games 2022: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারোত্তলনে রুপো ভারতের। অল্পের জন্য সোনা হাতছাড়া হল। চোটের কারণে আটকে গেলেন সংকেত মহাদেব সরগর। তবে সংকেতের হাত ধরেই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের প্রথম পদক ঘরে তুলল ভারত। রুপো দিয়ে পদক জয়ের যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া। ভারতকে প্রতিযোগিতার প্রথম পদক এনে দিলেন সংকেত। পুরুষদের ৫৫ কেজি বিভাগের স্ন্যাচে সর্বোচ্চ ১১৩ কেজি ভার তোলেন তিনি। ক্লিন অ্যান্ড জার্কে তিনি ১৩৫ কেজি ভার তোলেন। সব মিলিয়ে ২৪৮ কোজি ভার তুলে রুপো জেতেন সংকেত। রুপো পাওয়ার পর সংকেত বলেন, “আমি আমার রুপোর পদক স্বাধীনতা সংগ্রামীদের উৎসর্গ করতে চাই। যাঁরা ভারতের স্বাধনতার জন্য নিজেদের জীবন দিয়েছেন।” দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য সংকেতকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)।

    [tw]


    [/tw]

    এদিন ফাইনাল চলাকালীনই চোট পান সংকেত। সম্ভবত সেকারণেই সোনা হাতছাড়া হয়ে গেল তাঁর। সোনা পেলেন  মালয়েশিয়ার বিন কাসদান মহম্মদ আনিক। দু’বারের চেষ্টায় সব মিলিয়ে ২৪৯ কেজি ভার উত্তোলন করেছেন তিনি। মাত্র ১ কেজি কম ওজন তুলে রুপো পেয়েছেন ভারতের সংকেত। এটিই এবারের গেমসে ভারতের জেতা প্রথম পদক। চোটের জন্য সোনা জেতা হয়নি ভারতীয় ভারোত্তলকের। সেই সুযোগে ক্লিন অ্যান্ড জার্কে গেমস রেকর্ড গড়ে সঙ্কেতের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নেন মালয়েশিয়ার প্রতিযোগী। 

    আরও পড়ুন: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য

    আসলে ফাইনালের দ্বিতীয় বার ভারোত্তলন করতে গিয়েই কনুইয়ে চোট পেয়ে যান সংকেত। কিন্তু সেই যন্ত্রণা নিয়েও ৫৫ কেজি ক্লিন এন্ড জার্ক বিভাগে দ্বিতীয় চেষ্টায় ১৩৮ কেজি ওজন তোলেন সংকেত। তৃতীয়বার তিনি ১৪১ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু চোটের জন্য সেটা সম্ভব হয়নি। নাহলে সোনার পদক তার খাতাতেই আসত। তবে চোট পাওয়ার পরও জেভাতে তিনি তৃতীয়বার বেশি ওজন তোলার চেষ্টা করলেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। ২০২০ সালে খেলো ইন্ডিয়া যুব গেমস থেকে উত্থান সংকেতের। তার ঠিক আগেই অবশ্য সিনিয়র ওয়েটলিফ্টিং ন্যাশনালেও চ্যাম্পিয়ন হয়েছিল। কোলাপুরের শিবাজী ইউনিভার্সিটির ছাত্রের লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে নামা। আর সেই লক্ষ্যপূরণের জন্য দিনে ১২ ঘণ্টা প্র্যাক্টিস করেন। তারই সুফল পেলেন বার্মিংহ্যাম গেমসের দ্বিতীয় দিনেই।

     
  • Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলার মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ (India-Pakistan Match) দেখতে অপেক্ষা করে বসে থাকে সবাই। এর মধ্যে ক্রিকেট খেলা হলে তো আর কথাই নেই। এই বছরেই প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেট (Womens Cricket) অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ২০২২ কমনওয়েলথের অন্যতম বিশেষ আকর্ষণই হল মেয়েদের টি-২০ (Womens T20) ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত (India), পাকিস্তান (Pakistan) সহ কমনওয়েলথের অন্তর্ভুক্ত বাকি দেশগুলি অংশ নিচ্ছে। এবারে মেয়েদের ক্রিকেট নিয়ে অন্যরকমের উন্মাদনার সৃষ্টি হয়েছে। ফলে হুহু করে বিক্রি হচ্ছে টিকিট।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    ২৯ জুলাই, শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট শুরু হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকলেও আগামী ৩১ জুলাই, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে, তখন সেই খেলা দেখার জন্য স্বাভাবিকভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রথমবার কমনওয়েলথে বাইশ গজে পকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দেশের মহিলা ক্রিকেট টিম (Indian Womens Cricket Team)।

    আরও পড়ুন: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

    আয়োজকরা আশা করছেন, ৩১ জুলাই ম্যাচ দেখতে গোটা এজব্যাস্টন (Edgbaston) স্টেডিয়াম ভরে উঠবে দর্শকে। বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড (Ian Reid) বলেন, “আমি নিজেও একজন বড় ক্রিকেট ভক্ত। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে এই ম্যাচের জন্য সাধারণ মানুষ সত্যিই আগ্রহী হয়ে পড়েছে। এটি একটি আইকনিক জায়গা, কয়েক সপ্তাহ আগেই পুরুষ ক্রিকেট টিম এখানে খেলেছে। সুতরাং, এটি অবশ্যই গেমসের অন্যতম সেরা আকর্ষণ হবে।” তিনি আরও বলেছেন, “সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা ইভেন্টের জন্য ১২ ​​লক্ষের বেশি টিকিট বিক্রি করেছি। আমরা আশা করছি গেমসের কাছাকাছি সময়ে এই সংখ্যাটি আরও বাড়বে। তাই, আমি আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট খুব শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে।”

    ৭২টি কমনওয়েলথ দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ বার্মিংহ্যামে অংশ নিচ্ছে। যা লন্ডন অলিম্পিক্স ২০১২-র (London Olympics 2012) পর থেকে ব্রিটেনের (UK) সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা হতে চলেছে।

  • Commonwealth Games: সোনাই লক্ষ্য মীরাবাঈয়ের! একঝলকে কমনওয়েলথে দ্বিতীয় দিনে ভারতের খেলা

    Commonwealth Games: সোনাই লক্ষ্য মীরাবাঈয়ের! একঝলকে কমনওয়েলথে দ্বিতীয় দিনে ভারতের খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে ভাল-মন্দ মিশিয়ে কাটল ভারতের প্রথম দিন। কমনওয়েলথ গেমসের ২২ গজে প্রথমবার নেমেই ইতিহাস গড়লেন ভারতীয় ক্রিকেটার হরমনপ্রীত কৌর। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কমনওয়েলথের আসরে অর্ধশতরান করলেন তিনি। কিন্তু ব্যক্তিগত রেকর্ড তৈরি হলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় অধরাই রয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। তবে ক্রিকেটে হারের দিনও বাজিমাত করলেন ভারতীয় মহিলা হকি খেলোয়াড়রা। হকিতে পুল এ ম্যাচে ৫-০ গোলে ঘানাকে উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। এদিকে, সাঁতারের ১০০ মিটার ব্যাক স্ট্রোকের সেমিফাইনালে ভারতের শ্রীহরি নটরাজ। ভারতীয় মহিলা ও পুরুষ দলই টেবিল টেনিসের প্রথম রাউন্ড জিতে পরের রাউন্ডে পৌঁছে গিয়েছে। পাক প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রথম বাউটে জয়ী ভারতের শিবা থাপা।

    আরও পড়ুন: ছবির মতো সেজেছে বার্মিংহাম! কমনওয়েলথ গেমসের সূচনা

    কমনওয়েলথ গেমসের (CWG 2022) দ্বিতীয় দিনেও ভারোত্তোলন থেকে শুরু করে অ্যাথলেটিক্স এবং টেবিল টেনিস, ভারতীয় খেলোয়াড়দের লড়তে দেখা যাবে। গেমসের দ্বিতীয় দিন বক্সিংয়ের দিক থেকে ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন ভারতের ১২ জন বক্সার রিংয়ে নামবেন। রয়েছেন টোকিও অলিম্পিকের ব্রোঞ্জ পদক জয়ী লভলিনা বোরগোহাইন, বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন এবং তারকা বক্সার অমিত পাঙ্ঘাল। শনিবার, প্রতিযোগিতার দ্বিতীয় দিনে প্রথম পদকের আশায় থাকবে ভারত। ভারতের তিনজন ভারোত্তোলক (weightlifting) শনিবার অ্যাকশনে নামবেন। এবং দেশ তিনজনের কাছেই পদক আশা করছে। বিশেষ করে টোকিও অলিম্পিকের রুপো জয়ী মীরাবাঈ চানুর (Mirabai Chanu) দিকে থাকবে নজর। ৫৫ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন চানু। তারা ছাড়াও পুরুষদের ৫৫ কেজি বিভাগে পদকের জন্য লড়বেন সঙ্কেত মহাদেব এবং সি ঋষিকান্ত সিং। হকির লিগ রাউন্ডে, ভারতীয় মহিলা দল ওয়েলসের মুখোমুখি হবে। যেখানে দেশের মেয়েরা জয় পাওয়ার অন্যতম দাবিদার। স্কোয়াশে দেশের তারকা খেলোয়াড় জোৎস্না চিনাপ্পা এবং সৌরভ ঘোষাল সিঙ্গলসে প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। দ্বিতীয় দিনে একনজরে ভারতের খেলা:

    ব্যাডমিন্টন

    মিক্সড টিম গ্রুপ প্লে স্টেজ- ভারত বনাম শ্রীলঙ্কা (দুপুর ১.৩০)

                                             ভারত বনাম অস্ট্রেলিয়া (রাত ১১.৩০)

     

    সাঁতার

    পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইল- হিট থ্রি: কুশাগ্রা রাওয়াত- দুপুর ৩.০৬ 

    আর্টিস্টিক জিমন্যাস্টিক্স

    মহিলাদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ

    রুথুজা নটরাজ, প্রতিষ্ঠা সামান্থা ও প্রণতি নায়েক (রাত ৯)

    বক্সিং

    ৫৪-৫৭ কেজি ফেদারওয়েট- রাউন্ড অফ থার্টিটু: হুসসাম উদ্দিন মহম্মদ (বিকেল ৫)

    ৬৬ কেজি-৭০ কেজি (লাইট মিডলওয়েট), রাউন্ড অফ সিক্সটিন: লভলিনা বড়গোঁহাই- দুপুর ১২

    ৮৬-৯২ কেজি (হেভিওয়েট)- রাউন্ড অফ সিক্সটিন- সঞ্জীত (রাত ১টা)

    ভারত্তোলক

    ৫৫ কেজি বিভাগে ওয়েটলিফটিংয়ে নামবেন সাইকম মীরাবাঈ চানু

    স্কোয়াশ

    পুরুষদের সিঙ্গলসে রাউন্ড অফ থার্টি টু: রমিত ট্যান্ডন- বিকেল ৫, সৌরভ ঘোষাল- সন্ধে ৬.১৫

    মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ থার্টি টু: সুনয়া সারা কুরুভিল্লা- বিকেল ৫.৪৫, জোৎস্না চিনাপ্পা- বিকেল ৫.৪৫

    টেবিল টেনিস

    মহিলাদের গ্রুপে- ভারত বনাম গায়ানা -দুপুর ২টো

    পুরুষদের গ্রুপে- ভারত বনাম নদার্ন আয়ারল্যান্ড- বিকেল ৪.৩০

LinkedIn
Share