মাধ্যম নিউজ ডেস্ক: হরিয়ানায় (Haryana) খুন ২২ বছরের মহিলা কংগ্রেস কর্মী। গতকাল শনিবার রোহতক-দিল্লি হাইওয়ের সাম্পলা বাসস্ট্যান্ডের কাছে একটি স্যুটকেসে ওই মহিলার দেহ উদ্ধার হয়। এই মৃত্যু নিয়ে বিস্ফোরক দাবি করলেন নিহতের মা। তাঁর দাবি, দলের লোকেরাই এই কাজ করেছে। জানা যায়, মৃত মহিলা হরিয়ানা সোনিপতের কাঠুরা গ্রামের বাসিন্দা। তাঁর নাম হিমানী নারওয়াল। কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় অংশ নিতেও দেখা গিয়েছিল তাঁকে। এর পাশাপাশি রোহতকের সাংসদ দীপেন্দর হুডার সঙ্গেও নানা অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে। কংগ্রেসের বিভিন্ন সমাবেশ এবং সামাজিক অনুষ্ঠানে হরিয়ানার লোকশিল্পীদের সঙ্গে পারফর্ম করতেও দেখা যেত হিমানীকে।
কী বলছেন নিহতের মা (Haryana)?
নিহতের মা সবিতা নারওয়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘‘মেয়ের সঙ্গে শেষবার কথা হয়েছিল গত ২৭ ফেব্রুয়ারি। আমার মেয়ে কংগ্রেসের জন্য অনেক আত্মত্যাগ স্বীকার করেছে। দলের সদস্যরা আমাদের বাড়িতে প্রায়ই আসতেন। দলের কিছু লোক এই হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে, কারণ হিমানির দ্রুত উত্থানে তারা ভীত ছিল।’’
পরিত্যক্ত একটি স্যুটকেস লক্ষ্য করেন বেশ কয়েকজন বাসযাত্রী
রিপোর্ট অনুযায়ী, হরিয়ানার (Haryana) সাম্পলা বাসস্ট্যান্ড থেকে মাত্র ২০০ মিটার দূরে পরিত্যক্ত একটি স্যুটকেস লক্ষ্য করেন বেশ কয়েকজন যাত্রী। তখনই বিষয়টি জানানো হয় পুলিশকে। রোহতক পুলিশের অন্যতম কর্তা সানি লৌরা বলেন, ‘‘স্যুটকেস খোলার পরেই কর্মকর্তারা হিমানী নারওয়ালের দেহটি দেখতে পান। তাঁর গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। যা থেকে বোঝা যায় যে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’’
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে (Haryana)
অন্যদিকে সাম্পলা থানার এসএইচও বিজেন্দর সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রমাণ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক দলকে ডাকা হয়েছিল। তিনি বলেন, ‘‘আমাদের ধারণা, তাঁর লাশ স্যুটকেসে ভরে এখানে ফেলে দেওয়ার আগে তাঁকে অন্যত্র হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে, কখন স্যুটকেসটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল।’’