Tag: coromandel accident

coromandel accident

  • Coromandel Accident: কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তে সংগ্রহ করা হল নমুনা

    Coromandel Accident: কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তে সংগ্রহ করা হল নমুনা

    মাধ্যম নিউজ ডেস্ক: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা (Coromandel Accident) সাম্প্রতিক কালের বড় ঘটনা। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ২৭৫ জনের, আহতের সংখ্যা প্রায় ১০০০। এত বড় দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। নিরাপত্তায় গাফিলতি, নাকি কোনও চক্রান্ত? এই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। রেল বোর্ড রীতিমতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই রেলের সেফটি কমিশনারের তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। মঙ্গলবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। সূত্র মারফত জানা গেছে, এদিন রেলকর্মীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সংগ্রহ করা হয়েছে নমুনা। 

    দুর্ঘটনায় (Coromandel Accident) কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্তের দ্বিতীয় দিন

    কমিশনার অফ রেলওয়ে সেফটির দ্বিতীয় দিনের তদন্ত প্রক্রিয়ায় খড়্গপুরের মাল্টি ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউটে শুরু হয় জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে কর্মরত বেশ কয়েকজন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর রেল সূত্রে। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া।

    ইতিমধ্যেই গতকাল রেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি বিশেষ মন্তব্য করেন। তাঁর বক্তব্যে তদন্ত প্রক্রিয়ার বিষয়টি কেমন হবে, তা একবার দেখে নেওয়া যেতে পারে।

    কী বলেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি?

    প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পরেই সিআরএস আনন্দ এম চৌধুরী বলেছিলেন, তদন্ত করে রেলের সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম সহ সমস্ত বিষয়ে বিশদে তথ্য নিতে হবে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে অনেক নমুনা সংগ্রহ করা হয়েছে। এই কাজ আগামী দিন তিনেক ধরে চলবে বলেও জানান তিনি। তদন্ত শেষে রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে রিপোর্ট। ইতিমধ্যে ট্রেন দুর্ঘটনার (Coromandel Accident) বিষয় নিয়ে পাঁচ-ছজন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুর্ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হবে। এরপর রিপোর্টের ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছিল। এই ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিষয়ে সিআরএস বলেন, আমাদের রেলের পক্ষ থেকে এই তদন্ত, সিবিআই তদন্তের সঙ্গেই চলবে। ফলে এতে কোনও সমস্যা হবে না। সমন্বয় রেখে তদন্ত প্রক্রিয়া সুসম্পন্ন করা হবে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Coromandel Accident: শুরু হল ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত, কী বললেন কমিশনার অফ রেলওয়ে সেফটি?

    Coromandel Accident: শুরু হল ভয়াবহ ট্রেন দুর্ঘটনার তদন্ত, কী বললেন কমিশনার অফ রেলওয়ে সেফটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বালেশ্বরের বাহানাগা স্টেশনের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার জন্য কে দায়ী? ভুল সিগন্যালের জন্য এই ঘটনা ঘটেছে, না এর পিছনে রয়েছে নাশকতা! সেই প্রশ্নই দেশবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। ইতিমধ্যেই রেলমন্ত্রী এই দুর্ঘটনার সিবিআই তদন্তের সুপারিশ করেছেন। রবিবার রাতে দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী দাঁড়িয়ে থেকে মালগাড়ি চলাচলের ব্যবস্থা করে দেন। এবার এই ভয়াবহ দুর্ঘটনার (Coromandel Accident) প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করল রেল কর্তৃপক্ষ। সোমবার খড়্গপুরের জোনাল ট্রেনিং ইনস্টিটিউটে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সাউথ ইস্টার্ন সার্কেল) আনন্দ এম চৌধুরীর তত্ত্বাবধানে একটি টিম ওই ট্রেন দুর্ঘটনার (Coromandel Accident) তদন্ত শুরু করল। এখানে মূলত ওই এলাকার প্রত্যক্ষদর্শীদের ডাকা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সময় ওই এলাকায় যে সমস্ত রেলকর্মী কর্তব্যরত ছিলেন, তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। পাশাপাশি ঘটনার দিনের বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছে। সেইসব নথিপত্র নিয়ে রেলের আধিকারিকরা এদিন তদন্ত কমিটির সামনে হাজির হন। রেল সূত্রে জানা গিয়েছে, আরও দুদিন ধরে এই জিজ্ঞাসাবাদ চলবে।

    কী বললেন কমিশনার অফ রেলওয়ে সেফটি (সাউথ ইস্টার্ন সার্কেল)?

    প্রথম পর্যায়ের জিজ্ঞাসাবাদ এবং নথি সংগ্রহের পরেই সিআরএস আনন্দ এম চৌধুরী বলেন, তদন্তে নেমে সিগন্যালিং সিস্টেম, ইন্টারলকিং সিস্টেম সহ সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে বেশ কিছু নমুনা। আরও দিন তিনেক ধরে চলবে এই তদন্ত প্রক্রিয়া। তদন্ত শেষে রেল বোর্ডের কাছে জমা দেওয়া হবে রিপোর্ট। এদিন ট্রেন দুর্ঘটনার (Coromandel Accident) বিষয় নিয়ে পাঁচ-ছজন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলব। এই ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবিষয়ে সিআরএস বলেন, এই তদন্তের সঙ্গেই চলবে সিবিআই তদন্ত। তাতে কিছু সমস্যা হবে না। এদিন এলাকার কিছু মানুষ এসেছেন। তাঁদের সঙ্গেও আমরা কথা বলব।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Coromandel Accident: চোখের সামনে ছেলের মৃত্যু, ফোন করে জানালেন ট্রেন দুর্ঘটনায় জখম বাবা

    Coromandel Accident: চোখের সামনে ছেলের মৃত্যু, ফোন করে জানালেন ট্রেন দুর্ঘটনায় জখম বাবা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাবার হাত ধরেই কেরালায় কাজে যাচ্ছিলেন কাটোয়ার করুই গ্রামের উনিশ বছরের ছটু সর্দার। তাঁদের সঙ্গে আরও সাতজন ছিলেন। করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Accident) একই কামরায় সকলেই ছিলেন। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সব কিছু তছনছ করে দেয়। চোখের সামনে ছটুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন দুর্ঘটনায় জখম হওয়া বাবা সুখলাল সর্দার। দুর্ঘটনার পর পরিবারের লোকজন তাঁদের সঙ্গে যোগযোগ করেন। সুখলাল সর্দার ফোন করে ছেলের মৃত্যুর খবর দেন। এছাড়া কড়ুই গ্রামের আরও সাতজন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। নির্মাণ শ্রমিকের কাজ করতে দল বেঁধে তাঁরা কেরালায় কাজে যাচ্ছিলেন। মৃত ছটু সর্দারের কাকা দিলু সর্দার বলেন, “এভাবে সব শেষ হয়ে যাবে ভাবতে পারিনি। বাবার সঙ্গে কত খোশমেজাজে গল্প করতে করতে গেল ভাইপো। এবার তার নিথর দেহ বাড়ি ফিরবে। ভাবতেই পারছি না।” পাশের কৈথন গ্রামের সাদ্দাম সেখ নামে এক যুবকও দুর্ঘটনার পর থেকে নিখোঁজ। চরম উদ্বেগের মধ্যে রয়েছেন পরিবারের লোকজন।

    স্ত্রীর সঙ্গে ভিডিওকলে শেষ কথা হয় সফিকের

    ট্রেন ছাড়়ার পর শুক্রবার বিকেলের দিকে স্ত্রীর সঙ্গে ভিডিও কল করে কথা বলেছিলেন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান-২ ব্লকের বড়শুল কুমিরখোলার সফিক কাজি। সেটাই ছিল শেষ কথা। সন্ধ্যা নামতেই খবর দেখে জানতে পারেন করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা (Coromandel Accident) ঘটেছে। পাগলের মতো পরিবারের লোকজন সফিকের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু, কোনওভাবেই তাঁর আর হদিশ মেলেনি। শনিবার তাঁর মৃত্যুর খবর আসে বাড়িতে।

    কী বললেন সফিকের বাবা?

    ওড়িশার বালেশ্বরে গিয়ে সফিকের মৃতদেহ সনাক্ত করেন তাঁর আত্মীয়-স্বজনেরা। শনিবার তাঁর মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে আসে গ্রামে।  পরিবার সূত্রে জানা গিয়েছে, মাথায় আঘাত লেগেই মৃত্যু হয়েছে তাঁর। বাড়িতে বাবা, মা, স্ত্রী সহ পাঁচ বছরের সন্তান রয়েছে। সফিকের বাবা উজির কাজি বলেন, ট্রেন দুর্ঘটনার (Coromandel Accident) পর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করতে পারিনি। এদিন ছেলের মৃত্যুর খবর এল বাড়িতে। ওর রোজগারে সংসার চলত। এখন কী করে সংসার চলবে বুঝতে পারছি না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share