Tag: corona vaccine

corona vaccine

  • Santipur: করোনা ভ্যাকসিনের নাম করে নির্বীজকরণ! কাঠগড়ায় স্বাস্থ্য দফতর, ফুঁসছেন এলাকাবাসী

    Santipur: করোনা ভ্যাকসিনের নাম করে নির্বীজকরণ! কাঠগড়ায় স্বাস্থ্য দফতর, ফুঁসছেন এলাকাবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভ্যাকসিন দেওয়ার নামে এক আদিবাসী ব্যক্তিকে নির্বীজকরণের অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুর (Santipur) ফুলিয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের লোকজন। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    ঠিক কী অভিযোগ? (Santipur)

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর (Santipur) থানার চাঁদরা রায়পাড়া এলাকার মাধব রায় নামে এক ব্যক্তিকে করোনা ভ্যাকসিন দেওয়ার নাম করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ডেকে নিয়ে যায় ওই এলাকারই দুই আশাকর্মী। সেখানে গিয়ে তাঁকে অজ্ঞান করে এন এস ভি অপারেশন অর্থাৎ নির্বীজকরণের অভিযোগ ওঠে। জানা যায়, ব্লক স্বাস্থ্যকেন্দ্রেই হয় এই অপারেশন। এরপরই ওই দুই আশাকর্মী ওই ব্যক্তিকে বাড়ি নিয়ে যাওয়ার নাম করে রাস্তার মাঝখানে ছেড়ে দেন। পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। দেখা যায়, গোপনাঙ্গ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছে। এই ঘটনার পরে পরিবারের তরফ থেকে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় ওই আশাকর্মী এবং ব্লক স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে। প্রশাসন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্রকে অপসারণ করতে এলাকায় পোস্টার দেওয়া হয়। এই একই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন খোকন দেবনাথ। বয়স ৬২ বছর। তিনিও শান্তিপুর থানায় মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিঃসন্তান তিনি আবার মানসিকভাবে ভারসাম্যহীনও। লোকের বাড়িতে কিংবা কোনও অনুষ্ঠান বাড়িতে টুকটাক কাজ করে দু’মুঠো অন্নের সংস্থান করেন। তাঁর চল্লিশ বছরের বিবাহিত জীবনে কোনও সন্তান হয়নি। এই ব্যক্তিকেও নির্বীজকরণ করা হয়েছে অভিযোগ পরিবারের। তাঁর দিদি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    গ্রামবাসীদের কী বক্তব্য?

    গ্রামবাসীদের বক্তব্য, পরিবারকে অবগত না করে এইভাবে অপারেশন করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। স্বাস্থ্য দফতরের তরফ থেকে লক্ষ্যপূরণের জন্য চাপ দেওয়া হচ্ছে। তাই, এসব করছে। অবিলম্বে এই ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সেই কারণে ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্রকে অপসারণ করতে হবে। না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।

    ব্লক স্বাস্থ্য আধিকারিক কী বললেন?

    শান্তিপুর (Santipur) ব্লক স্বাস্থ্য আধিকারিক পূজা মৈত্র বলেন, সম্পূর্ণ নিয়ম মেনে এবং তাঁর সম্মতি নিয়েই অপারেশন করা হয়েছে। নির্দিষ্ট কাগজপত্রে ওই ব্যক্তির সই রয়েছে। যাঁরা অপসারণের কথা বলছেন তাঁরা রাজনৈতিক চক্রান্ত করছেন।

    জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কী বক্তব্য?

    এবিষয়ে আবার নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, আমাদের এখানে তো ভ্যাসেকটমির কেস খুব একটা পাওয়া যাচ্ছে না। তাই তার সঙ্গে আমরা টিউবেকটমি করছি। যাতে আমাদের পারফরম্যান্সটা ভালো থাকে। গ্রামীণ হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালে একটি ন্যূনতম লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন, এই লক্ষ্যপূরণ করতে গিয়েই কি এভাবে ধরে ধরে ‘নির্বীজকরণের প্রক্রিয়া’ শুরু হয়েছে। স্পষ্ট করে স্বাস্থ্য আধিকারিক তা বলেননি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Supreme Court on Covid Vaccine: “কাউকে নিতে জোর করা যাবে না, তবে কেন্দ্রের নীতি অযৌক্তিক নয়”, করোনা টিকা নিয়ে সুপ্রিম কোর্ট

    Supreme Court on Covid Vaccine: “কাউকে নিতে জোর করা যাবে না, তবে কেন্দ্রের নীতি অযৌক্তিক নয়”, করোনা টিকা নিয়ে সুপ্রিম কোর্ট

    মাধ্য়ম নিউজ ডেস্ক: করোনা টিকা (covid-19 vaccine) নিতে কাউকে বাধ্য করা যাবে না। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। যদিও, শীর্ষ আদালত এ-ও জানিয়েছে, কেন্দ্রের বর্তমান টিকাকরণ নীতি (vaccination policy) অযৌক্তিক নয়। 

    করোনা অতিমারীর সময়ে কেন্দ্রের তরফে এক সময় টিকা নেওয়াকে বাধ্যতামূলক করা হয়। যার জেরে জনগণের ওপর বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল কোথাও কোথাও। টিকা না নেওয়ার কারণে অনেক জায়গায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল। কেন্দ্রের এই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলা শুনানি চলছিল।

    এদিন আদালত জানায়, সুপ্রিম কোর্ট তার রায়ে জানিয়েছে, সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, শারীরিক অখণ্ডতা হল মৌলিক অধিকারের একটি অংশ। এমনকী, ভ্যাকসিন না নিলেও কোন ব্যক্তির ওপর কোনও বিধি নিষেধ আরোপ করা যাবে না। এমন নিষেধাজ্ঞা বহাল থাকলে তা প্রত্যাহার করতে হবে।  

    তবে, সুপ্রিম কোর্ট এ-ও জানিয়েছে, অতিমারীর (corona pandemic) ফলে অসুস্থতার গুরুতরতা, অক্সিজেনের মাত্রা হ্রাস, মৃত্যুর হার এবং বিশেষজ্ঞের মতামত বিবেচনা করে কেন্দ্রের টিকাকরণ নীতিকেও অযৌক্তিকও বলা যাবে না। পাশাপাশি, কোভিড টিকাকরণ সংক্রান্ত নীতি খতিয়ে দেখতে কর্তৃপক্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশ নিয়েছে শীর্ষ আদালত। 

    সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছে, জনসাধারণ এবং চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে টিকা নেওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে বা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার (vaccine side effects) ঘটনা ঘটেছে, এমন তথ্য নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য জনসাধারণ যাতে পায়, সে ব্যবস্থাও করতে হবে। তবে কোনও ব্যক্তির তথ্যের সঙ্গে যাতে কোনও আপস না করা হয়, তা-ও নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

     

LinkedIn
Share