Tag: Covid in India

Covid in India

  • COVID-19: বড়দিনে করোনার কামড়! কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    COVID-19: বড়দিনে করোনার কামড়! কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা কত?

    মাধ্য়ম নিউজ ডেস্ক: প্রতিদিন বাড়ছে সংক্রমণ। আবার চোখ রাঙাচ্ছে করোনা (Covid-19)। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৬২৮ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) দেওয়া তথ্য অনুসারে, সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

    জেএন-১ সংক্রমণ

    এক লাফে জেএন-১ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩। ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের একাধিক রাজ্যে থাবা বসিয়েছে এই ভ্যারিয়ান্ট। বড়দিনের দিন এই পরিসংখ্যান রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সবচেয়ে বেশি সংখ্যক জেএন-১ আক্রান্তের হদিশ মিলেছে গোয়া। সেখানে মোট ৩৪ জনের শরীরে এই ভাইরাসের প্রজাতির অস্তিস্ব মিলেছে।  এ ছাড়া মহারাষ্ট্রে জেএন-১ -এ আক্রান্ত হয়েছেন ন’জন। কর্নাটকে আট জন, কেরালায় ছয় জন, তামিলনাড়ুতে চার জন এবং তেলঙ্গানায় দু’জন এই ভ্যারিয়ান্টে আক্রান্ত। 

    গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ হাজার ৫৪ জন। সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে কেরালাতে। এই রাজ্যেই অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৩ হাজার। দেশে একমাত্র করোনা রোগীর মৃত্যু হয়েছে কেরালায়। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় ১০৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৭১। যার মধ্যে ২৫৮ জন হোম আইসোলেশনে রয়েছেন। বাকি ১৩ জন ভর্তি রয়েছেন হাসপাতালে।

    আরও পড়ুন: আইএস জঙ্গিদের তহবিলে টাকা দিতেন ভারতীয় রেলের ক্লার্ক! তদন্তে এনআইএ

    হু’র সতর্কবার্তা

    ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে ভয়াবহ আকার নিয়েছে জেএন-১ সংক্রমণ। এবার করোনা ভাইরাসের এই প্রজাতির সংক্রমণ নিয়ে সতকর্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসের নয়া প্রজাতির সংক্রমণের হাত থেকে বাঁচতে পুনরায় কোভিড-বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নজরদারি এবং করোনা পরীক্ষা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে হু’র তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের (India Covid) নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সঙ্গে লড়াই করছে প্রতিবেশী দেশ চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতের অবস্থা ততটাও খারাপ নয়। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। 

    তবে এরই মধ্যে এসেছে কিছু ভয়েরও খবর। আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার করোনা ভাইরাসের (India Covid) অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন ভ্যারিয়েন্ট সেটা এখনও জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, এখন তা জানার চেষ্টা করছে প্রশাসন। আগ্রা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে র‍্যাপিড টেস্ট চালানো হচ্ছে। তাজমহলে কোভিড পরীক্ষার রিপোর্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি করেছে আগ্রা পৌর সংস্থা।

    আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস 

    এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কী?

    গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা (India Covid) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রবিবার একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ। ৪ বিদেশি পর্যটকের শরীরে মিলেছে করোনার হদিশ।  এর মধ্যে রয়েছেন মায়ানমার থেকে আসা ১ পর্যটকও। এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। ব্যাঙ্কক থেকে একই উড়ানে এসেছিলেন এই বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। সব যাত্রীর দিকেই লক্ষ্য রেখেছে প্রশাসন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Covid Precautions: ‘মেডিক্যাল অক্সিজেনের নিয়মিত সরবরাহ নিশ্চিত করুন’, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    Covid Precautions: ‘মেডিক্যাল অক্সিজেনের নিয়মিত সরবরাহ নিশ্চিত করুন’, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনা। গত কয়েকদিন ধরেই চিন-সহ এশিয়ার বেশ কিছু দেশে ফের করোনা সংক্রমণ বাড়ছে। আতঙ্ক ছড়িয়েছে এ দেশেও। ফলে এখন থেকেই বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে কেন্দ্রকে। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চ পর্যায়ের বৈঠকও করেন স্বাস্থ্যমন্ত্রকের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে। আবার ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক শনিবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোভিড-১৯ মোকাবিলায় মেডিক্যাল অক্সিজেনের নিয়মিত সরবরাহ সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করার জন্য বলা হয়েছে (Covid Precautions)।

    অক্সিজেন নিয়ে সতর্কবার্তা কেন্দ্রের

    শুক্রবারই সব রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এর পর শনিবার পাঠানো হয়েছে ওই নির্দেশিকা। রাজ্যগুলিকে পাঠানো ওই নির্দেশিকায় করোনা নিয়ে মূলত ৬টি সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য পরিকাঠামোয় গুরুত্ব দেওয়ার কথাও জানানো হয়েছে রাজ্যগুলিকে। এদিন রাজ্যগুলোকে চিঠিতে বলা হয়েছে, রোগীর যত্ন এবং কোভিড মোকাবিলার ক্ষেত্রে ঠিক মত অক্সিজেন সরবরাহ গুরুত্বপূর্ণ। যদিও দেশে করোনা আক্রান্তের সংখ্যা কম ও এখন পর্যন্ত তেমন কোনও আক্রান্তের সংখ্যা নেই। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি আসার আগেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে রাখার কথা জানানো হয়েছে। ফলে নিয়মিত মেডিক্যাল অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য রাজ্যগুলিতে চিঠি লিখেছে কেন্দ্র (Covid Precautions)। অক্সিজেনের ব্যাপারে যে সব বিষয়ে রাজ্যগুলোকে বিশেষ নজর দিতে বলা হয়েছে, সেগুলো হল-

    ১) অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্টগুলি সম্পূর্ণরূপে সক্রিয় রাখা এবং তাদের পরীক্ষা করার জন্য নিয়মিত মক ড্রিল করার কথা বলা হয়েছে।

    ২) লিকুইড অক্সিজেনের যেন ঘাটতি না হয় এবং রিফিল করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।

    ৩) অক্সিজেন সিলিন্ডার পর্যাপ্ত পরিমাণে মজুত এবং রিফিলিং সিস্টেম বজায় রাখার কথা বলা হয়েছে।

    ৪) অক্সিজেন প্ল্যান্ট, ভেন্টিলেটর ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব দিয়ে কোভিড-১৯ হাসপাতালগুলির প্রস্তুতি নিশ্চিত করতে বলা হয়েছে।

    ৫) অক্সিজেন-সম্পর্কিত সমস্যা দ্রুত সমাধানের জন্য বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় দেশ জুড়ে অক্সিজেনের যে অভাব দেখা গিয়েছিল, সেই পরিস্থিতি যাতে আবার তৈরি না হয়, তা নিশ্চিত করতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এদিন চিঠি পাঠিয়েছে কেন্দ্র। আর তাই সেখানে বলা হয়েছে হাসপাতাল গুলিতে যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহে কোন সমস্যা না হয়, তা এখন থেকেই নিশ্চিত করতে হবে (Covid Precautions)।

  • Covid Alert: চোখ রাঙাচ্ছে করোনা, কী কী বিধি জারি করল কেন্দ্র?

    Covid Alert: চোখ রাঙাচ্ছে করোনা, কী কী বিধি জারি করল কেন্দ্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোখ রাঙাচ্ছে করোনা। চিনে ফের আছড়ে পড়েছে কোভিড (Covid Alert) ঢেউ। ভারতেও ইতিমধ্যেই সন্ধান মিলেছে করোনার নয়া প্রজাতির। ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা নিতে শুরু করেছে কেন্দ্র। দূরত্ববিধি মেনে চলা, মাস্ক পরা সহ নতুন কোভিড বিধি লাগু করার পাশাপাশি বিমানবন্দরেও একগুচ্ছ নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কোভিডের এই নতুন আতঙ্কে কীভাবে প্রতিক্রিয়া জানাল গোটা দেশ?  

    বিমানবন্দরে আগত প্রত্যেক যাত্রীর সঙ্গে করোনা (Covid Alert) ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র থাকতে হবে। এছাড়া আগের মতোই করোনা বিধি মেনে বিমানবন্দরে দূরত্ববিধি মেনে চলা, সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। কোনও যাত্রীর মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে তাঁকে আইসোলেট করা হবে।

    আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের

    কোন রাজ্য কী ব্যবস্থা নিল? 

    • কর্নাটক সরকার মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করেছে। বিশেষ করে বদ্ধ শীততাপ নিয়ন্ত্রিত ঘরে। সাধারণ জ্বর-সর্দি-কাশির ক্ষেত্রেও পরীক্ষা বাধ্যতামূলক।  
    • উত্তরপ্রদেশ সরকার ঘোষণা করেছে করোনা (Covid Alert) পরীক্ষার রিপোর্ট ছাড়া আগ্রার তাজমহলে প্রবেশ করা যাবে না। 
    • গুজরাটে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত তিনজনের হদিশ মেলার পরেই তড়িঘড়ি বৈঠক ডেকেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যজুরে এক লক্ষ কোভিড বেডের বন্দবস্ত করা হয়েছে। আপাতত গুজরাটে ২৩ জন আক্রান্তের হদিশ মিলেছে। 
    • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ বিষয়ে বলেন, “আমি মোটেই আতঙ্কিত নই। এখন রোজ আড়াই হাজার পরীক্ষা হচ্ছে। প্রয়োজন পড়লে দৈনিক এক লক্ষ পরীক্ষা অবধি করা হবে। এই মুহূর্তে আট হাজার কোভিড বেড রয়েছে। প্রয়োজন পড়লে ছত্রিশ হাজার বেডের ব্যবস্থা করা হবে।”  
    • কেন্দ্রের নির্দেশিকার পর তৎপর পশ্চিমবঙ্গও। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন বলেন, “আমরা একটি বিশেষ কমিটি গঠন করছি।” গঙ্গাসাগর মেলা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “মানুষ কী উৎসব পালন করবে না? এখনও অবধি এখানে কোনও আক্রান্তের খবর মেলেনি। আমরা মানুষকে কোভিড বিধি মেনে চলতে বলব।”
    • মহারাষ্ট্র সরকারের তরফে প্রত্যেক পুরসভাকে কোভিড পরীক্ষা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী তানাজি সাওয়ান্ত পাঁচ পয়েন্টের প্ল্যান অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। টেস্ট,ট্র্যাক, ট্রিট, ভ্যাক্সিনেট, প্রয়োজনীয় পদক্ষেপ।
    • পাঞ্জাব সরকার এখনও কোভিড-বিধি লাগু করতে রাজি নয়। স্বাস্থ্যমন্ত্রী চেতন সিং জৌরামাজরা বলেন, “আমাদের রাজ্যে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ৯। ১৬ জেলায় এখনও আক্রান্তের কোনও খবর নেই।”
    • কেরল সরকার সতর্কতা জারি করার পাশাপাশি জানিয়েছে এখনও ভয়ের কোনও কারণ নেই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Covid 19: ভয় ধরাচ্ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ১৬,০৪৭ জন, মৃত্যু ৫৪ জনের 

    Covid 19: ভয় ধরাচ্ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ১৬,০৪৭ জন, মৃত্যু ৫৪ জনের 

    মাধ্যম নিউজ ডেস্ক:  ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (Covid 19)। গত ২৪ ঘণ্টায় ১৬,০৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে এযাবৎ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৪১,৯০,৬৯৭। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। এই অবধি এ দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫,২৬,৮২৬ জনের। 

    এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,২৮,২৬১। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৫%। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯,৫৩৯ জন। এই অবধি গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪,৩৫,৩৫,৬১০ জন।

    আরও পড়ুন: কোভিডের এই ১৩টি উপসর্গকে কখনই অবহেলা করবেন না, অবিলম্বে পরীক্ষা করান

    মুম্বইয়ে (Mumbai) বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৭৯ শতাংশ। স্বপ্ননগরী মুম্বইয়ে করোনার এই বাড়বাড়ন্ত রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৫২ জন। এই সময়ে সেখানে করোনায় মৃত্যু হয়েছে সাত জনের। ১ জুলাইয়ের পর থেকে এটাই মুম্বইয়ে সর্বোচ্চ সংক্রমণ। ১ জুলাই মুম্বইয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৮ জন এবং সেখানে করোনায় মৃত্যু হয়েছিল দুই জনের। 

    দিল্লিতেও (Delhi) বাড়ছে সংক্রমণ। একদিনে আক্রান্ত হয়েছেন ২,১৪৬ জন। ১৮০ দিনের মধ্যেই এটাই সর্বোচ্চ সংক্রমণ। পজিটিভিটি রেট ১৭.৮৩%। মৃত্যু হয়েছে ৮ জনের। এর আগে ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ১২ জনের মৃত্যু হয়েছিল।

    আরও পড়ুন: ফের নয়া ভাইরাস-আতঙ্ক চিনে! করোনার থেকেও বেশি প্রাণঘাতী ‘ল্যাংয়া হেনিপাভাইরাস’? 

    পশ্চিমবঙ্গে (West Bengal) করোনা সংক্রমণ সামান্য কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫১৯ জন। মঙ্গলবার এই পরিসংখ্যানটা ছিল ৫২৫। রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৫ জনের। বর্তমানে রাজ্যে কোভিড পজিটিভিটির হার ৯৮.৬৬ শতাংশ। করোনা মহামারী শুরুর দিন থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ লাখ ৪৭৭। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ৭২ হাজার ৪২১ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২১ হাজার ৪১০ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ২১৪ জনের।

  • Covid 19: করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও, উপসর্গ মৃদু, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

    Covid 19: করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও, উপসর্গ মৃদু, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ (Covid 19)। বৃহস্পতিবার দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ১৯,৮৯৩ জন৷ বুধবার এই সংখ্যাটা ছিল ১৭,১৩৫৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মোট আক্রান্ত ৪,৮০,৮৭,০৩৭। দেশে দৈনিক মৃত্যু ৫৩৷ এর মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ১৬ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫,২৬,৩৫৭। সংক্রমণের শীর্ষে রয়েছে কর্ণাটক৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০,৪১৯ জন৷ সুস্থতার হার ৯৮.৫০ শতাংশ৷

    আরও পড়ুন: কোভিশিল্ড বা কোভ্যাক্সিন টিকাপ্রাপকেরা বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন কর্বেভ্যাক্স

    করোনা সংক্রমণের গ্রাফ ওপরের দিকে উঠলেও তাতে এখনই ভয়ের বিশেষ কারণ নেই, এমনটাই জানাচ্ছেন দেশের চিকিৎসকরা। দিল্লির অ্যাপোলো হাসপাতালের সিনিয়র পালমোনোলজিস্ট ডাঃ নিখিল মোদি বলেছেন, “করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী এটা ঠিক, কিন্তু উপসর্গ মৃদু। একদিন আগেই দিল্লিতে ২০০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু সবারই মৃদু উপসর্গ (Mild Symptoms) রয়েছে।”

    যাদের কোমর্বিলিটি রয়েছে তাঁদের সম্পর্কে ডাঃ মোদি বলেন, “৮০-৯০ বছরের রোগীরা, যাদের ডায়াবেটিস রয়েছে, তাঁদেরও অত্যন্ত মৃদু উপসর্গ দেখা গিয়েছে।”

    আরও পড়ুন: প্রতিষেধকের বেড়া ভাঙছে ওমিক্রন, কিন্তু হুঁশ আছে কি রাজ্যের শাসক দলের?

    দিল্লির গঙ্গারাম হাসপাতালের চিকিৎসক ডাঃ ধীরেন গুপ্ত বলেছেন, “যারা কোভিড বিধি মেনে চলবেন না তাঁরা সমস্যায় পড়তে পারেন। অনেকেই কোভিড বিধি সম্পর্কে জানেন না। যখন সমস্যা অনেক বেড়ে যায় তখন টেস্ট করান তাঁরা।”

    তিনি আরও বলেন, ” কোভিড সংক্রমণ এত দ্রুত বেড়ে যাওয়ার মূল কারণ মানুষের অসচেতনতা। অনেকেই মাস্ক পড়ছেন না। আবহআওয়া পরিবর্তনও সংক্রমণ বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।” 

    তিনি বলেন, “বেশির ভাগ ক্ষেত্রে উপসর্গগুলি সাধারণ ভাইরাল ফ্লু- এর মতো। ২- ৩ দিন জ্বর থাকছে। ৫-৭ দিন পরে আর সেভাবে কোনও উপসর্গ লক্ষ করা যাচ্ছে না।”

    ডাঃ গুপ্ত বলেন, “কোভিড এখনই শেষ হয়ে যায়নি। যারা তিনমাস আগে আক্রান্ত হয়েছিলেন, তাঁরা নতুন করে আবার আক্রান্ত হচ্ছেন।”

     

     

  • Covid 19 Update: সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    Covid 19 Update: সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ভয় ধরাচ্ছে দেশে করোনা (Covid 19) সংক্রমণের ঊর্ধ্বগতি। সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা পেরিয়েছে এক লক্ষের গণ্ডি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮১৯ জন। ফের করোনা কপালে ভাঁজ ফেলেছে চিকিৎসা মহলের। ১৩০ দিন পরে আবার এক লাখের সীমা অতিক্রম করেছে সক্রিয় সংক্রমণ। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৯ জন। দেশে এযাবৎ করোনায় মোট মৃতের সংখ্যা ৫,২৫,১১৬। মৃত্যুর হার ১.২১ শতাংশ।

    [tw]


     [/tw]

    গত ২৪ ঘণ্টায় করোনাকে পরাজিত করে সেরে উঠেছেন ১৩,৮২৭ জন। এই অবধি গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৪,২৮,২২,৪৯৩ জন। সুস্থতার হার ৯৮.৫৫%। 

    আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

    এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১,০৪,৫৫৫। দৈনিক পজিটিভিটি রেট ৪.১৬%। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৩.৭২%। এ পর্যন্ত মোট কোভিড পরীক্ষা করা হয়েছে ৮৬.২৩ কোটি জনের। গত ২৪ ঘণ্টায় ৪,৫২,৪৩০ জনের কোভিড পরীক্ষা হয়েছে। টিকা দেওয়া হয়েছে মোট  ১৯৭.৬১ ডোজ।

    সংক্রমণের নিরিখে প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত হয়েছেন ৩,৯৫৭ জন। মৃত্যু হয়েছে সাত জনের।

    দেশে দেশে নতুন করে মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাস। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, অতিমারি পরিস্থিতির পরিবর্তন হলেও তা শেষ হয়ে যায়নি, তার প্রমাণ পাওয়া গিয়েছে। ১১০টি দেশে নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। 

    আরও পড়ুন: করোনা থেকে সেরে উঠেছেন? ভালো থাকতে খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলো

    নতুন করে করোনার বাড়বাড়ন্তে ফের বিধিনিষেধে কড়াকড়ি করেছে কেন্দ্র। বিদেশ থেকে আসা যাত্রীদের উপর ফের কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। কেন্দ্রের তরফে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যগুলির কাছে। বিদেশ থেকে আসা যাত্রীদের মধ্যে অন্তত ২ শতাংশের করোনা পরীক্ষা করাতে হবে।   

     

  • Covid 19 Update: দেশের করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী,  নতুন করে ভয় ধরাচ্ছে বাংলা-তামিলনাড়ু 

    Covid 19 Update: দেশের করোনাগ্রাফ ঊর্ধ্বমুখী, নতুন করে ভয় ধরাচ্ছে বাংলা-তামিলনাড়ু 

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করছে দেশের করোনা (Covid 19) পরিস্থিতি। দৈনিক সংক্রমণ খানিকটা কমলেও দেশের সক্রিয় রোগীর সংখ্যা ভয় ধরাচ্ছে। শুক্রবারও দেশের করোনা গ্রাফ বেশ ঊর্ধ্বমুখী। বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যা।   
     
    স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Health Ministry) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭০ জন। যা গতকালের থেকে অনেকটা বেশি। সবচেয়ে চিন্তায় রাখছে দেশের পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় দেশের পজিটিভিটি রেট ৩.৪০ শতাংশ। গত সপ্তাহের পজিটিভিটির রেটও ৩.৭৫ শতাংশ।

    আরও পড়ুন: সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষ পার, ফের ভয় ধরাচ্ছে করোনা!

    পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৩৬ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৪১৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫৫ শতাংশ। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১ লক্ষ ৭ হাজার ১৮৯ জন। যা গতকালের থেকে ২ হাজার ৬৩৪ জন বেশি।

    তামিলনাড়ুতে ব্যাপকহারে ছড়াচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় ২,০৬৯ জন আক্রান্ত হয়েছেন। শুধু চেন্নাইতেই এক দিনে আক্রান্ত হয়েছেন ৯০৯ জন। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪.৭৫ লক্ষ। পশ্চিমবঙ্গেও করোনা সক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। পর পর দুদিন ১০০০ -এর ওপরে থাকল আক্রান্তের সংখ্যা। এরাজ্যে একদিনে আক্রান্ত হয়েছে ১,৫২৪ জন। পজিটিভিটি রেট ১২.৮৯ শতাংশ। বাংলায় এ যাবৎ মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০.২৯ লক্ষ।

    আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের 

    মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ। একদিনে আক্রান্ত ৩,৬৪০। এযাবৎ এই রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯.৭৬ লক্ষ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৭ জনের। 

    গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৮৬৫ জন। পজিটিভিটি রেট ৪.৪৫ শতাংশ। ২৪ ঘণ্টায় কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। 

     

  • Covid 4th Wave: আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ? আশঙ্কার কথা শোনালেন হু-এর বিজ্ঞানী 

    Covid 4th Wave: আসতে চলেছে করোনার চতুর্থ ঢেউ? আশঙ্কার কথা শোনালেন হু-এর বিজ্ঞানী 

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনই নিস্তার নেই করোনার (Covid 19) হাত থেকে। আরো বেশ কিছু ছোট-ছোট ঢেউ প্রত্যক্ষ করবে বিশ্ব। এমন আশঙ্কার কথাই শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু (WHO)।  

    হু-এর প্রধান বিজ্ঞানী ডাঃ সৌম্যা স্বামীনাথন (Dr Soumya Swaminathan) বলেন, “করোনার আরও একটা ছোট ঢেউয়ের সম্ভাবনা যে একেবারেই নেই তা এই পরিস্থিতিতে বলা যাচ্ছে না। রোজই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। এমন পরিস্থিতিতে বয়স্কদের বুস্টার ডোজ যে বাধ্যতামূলক। ৬০ বছরের ওপরের সকলের বুস্টার ডোজ গ্রহণ এবং কোভিড বিধি মেনে চলা দেশে পরবর্তী ঢেউকে আটকাতে পারে। সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে মানুষকেও সচেতন হতে হবে। অনেকে বাড়িতেই করোনা পরীক্ষা করাচ্ছেন সেক্ষেত্রে সংখ্যার হের-ফের হওয়া স্বাভাবিক। পাশাপাশি আমাদের হাসপাতালে ভর্তি এবং সার্বিক মৃত্যুহারের ওপর বিশেষ নজর রাখা প্রয়োজন।”    

    আরও পড়ুন: আশা কর্মীদের কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিনন্দন প্রধানমন্ত্রীর  

    এর আগে আইআইটি কানপুরের ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিসটিক্স বিভাগের গবেষণায় করোনার চতুর্থ ঢেউয়ের সম্ভবনার কথা বলা হয়েছিল। গবেষণায় উঠে আসে, চলতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে করোনার চতুর্থ ঢেউ দেখা যাবে। সংক্রমণ শিখর ছুঁতে পারে ১৫ থেকে ৩১ অগাস্টের মধ্যে। এই তরঙ্গের প্রকোপ কমবে অক্টোবরে। এই তরঙ্গের ভয়াবহতা নির্ভর করবে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্টের চরিত্রের উপর। এছাড়া দেশের কত মানুষ টিকা পেয়েছেন ও কতজন বুস্টার ডোজ পেলেন, তার উপরেও ভাইরাসের ভয়াবহতা নির্ভর করবে। এবার কী তাহলে সেই সম্ভবনাই সত্যি হতে চলেছে? 

    গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ৪০ শতাংশ বেড়েছে আক্রান্তের সংখ্যা।  

    আরও পড়ুন: ভারতে করোনার বলি ৪৭ লক্ষ মানুষ, অনুমান হু-র, ‘তথ্যের ভিত্তি কী?’ পাল্টা কেন্দ্র

    গত ডিসেম্বরেই দেশজুড়ে করোনা সংক্রমণের প্রকোপ দেখা গিয়েছিল। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে ফের চার দেওয়ালে আটকে পড়েছিল গোটা দেশ। তাকে করোনার তৃতীয় ঢেউ বলেছিলেন বিজ্ঞানীরা। পরিস্থিতি সবেমাত্র নিয়ন্ত্রণে আসতে শুরু করেছিল। তার মধ্যেই ফের চতুর্থ ঢেউ-য়ের আশঙ্কা। 

    প্রায় রোজই দেশজুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা সাতহাজারেরও গণ্ডি পেরিয়েছে। সক্রিয়  রোগীর সংখ্যাও ৩০ হাজার পার করেছে। 

    বিশেষজ্ঞদের বক্তব্য, “প্রতি চার থেকে ছমাস পরপর একের পর এক নতুন স্ট্রেন আসবে। সক্রিয় রোগীর সংখ্যাও বাড়বে। তবে যদি কেউ টিকা এবং বুস্টার ডোজ নিয়ে থাকেন এবং কোভিড বিধি যতটা সম্ভব মেনে চলেন তাহলে তার অযথা আতঙ্কের কোনও কারণ নেই। তৃতীয় ঢেউয়ের মত নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রথমে কিছুটা বৃদ্ধি পেলেও ধীরে ধীরে তা কমতে থাকবে। তবে আমাদেরকে সাবধান হতে হবে।”      

     

  • Covid Updates: করোনায় একদিনে আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    Covid Updates: করোনায় একদিনে আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের করোনা (Covid 19) দুশ্চিন্তায় ফেলেছে দেশবাসীকে। টানা দুদিন দেশে কোভিডে (Covid in India) আক্রান্তের সংখ্যা ১২ হাজারের গণ্ডির মধ্যে থাকলেও শনিবার এই সংখ্যা ১৩ হাজার পার করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩,২১৬। শুক্রবার এই সংখ্যা ছিল ১২,৮৪৭। দেশে এখনও দৈনিক সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪,১৬৫। সংক্রমণের নিরিখে এর পরেই রয়েছে কেরল। কেরলে একদিনে আক্রান্ত ৩,১৬২। কেরলের পরেই তালিকায় রয়েছে দিল্লি (১,৭৯৭), হরিয়ানা (৬৮৯) ও কর্নাটক (৬৩৪)।

    আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি অব্যাহত, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার       

    কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক কোভিড বুলেটিন (Covid Bulletin) অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮,১৪৮ জন করোনা থেকে সেরে উঠেছেন। এখনও পর্যন্ত দেশ জুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৩ জনের। এর মধ্যে কেরলেই মৃত্যু সবচেয়ে বেশি। একদিনে কেরলে করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এ ছাড়া মহারাষ্ট্রে তিন জন, কর্নাটকে দুজন এবং উত্তর প্রদেশ, দিল্লি, পঞ্জাব ও উত্তরাখণ্ডে মোট পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ১৪। 

    [tw]


     [/tw]

    পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের হার ২.৭৩ শতাংশ। সারা দেশে এখনও পর্যন্ত ১৯৬ কোটি ৪২ হাজার ৭৬৮ টিকাকরণ হয়েছে।

    আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি, ৯ হাজারের গণ্ডি ছোঁয়ার পথে দেশের দৈনিক সংক্রমণ   

    পুরো বিষয়টির মধ্যে একটিই আশার আলো। আর তা হল সুস্থতার হার। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটির বেশি করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল টিকা পেয়েছেন প্রায় ১৫ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা পরীক্ষাতে জোর দিচ্ছে কেন্দ্র। গতকাল দেশে ৪ লক্ষ ৮৪ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।    

     

LinkedIn
Share