মাধ্যম নিউজ ডেস্ক: যশস্বীর দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। ইংল্যান্ডের ২৪৬ রানের ইনিংসকে টপকানোর লক্ষ্যে ভারত প্রথম দিন শেষ করল ১১৯-১ স্কোরে। ভারত পিছিয়ে ১২৭ রানে। হাতে রয়েছে ৯ উইকেট। শুক্রবার প্রথম ইনিংসে বড় রানের লিড নেওয়াই হবে ভারতের লক্ষ্য। কারণ হায়দরাবাদের পিচ দেখে হাসি ফুটবে দুই দলের স্পিনারদের মুখেই। প্রথম দিন থেকে ভালোরকম ঘুরছে বল। ফলে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত।
He has raced past FIFTY! 👏 👏
This has been a blitz of a knock from @ybj_19 to notch up his 2⃣nd Test half-century ⚡️ ⚡️
Follow the match ▶️ https://t.co/HGTxXf8b1E#TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/Pail01CRRw
— BCCI (@BCCI) January 25, 2024
ইংল্যান্ডের ইনিংস
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডের ওপেনিং জুটি ৫৫ রানে ভাঙে। দ্রুতই ৬০-৩। এরপর একটা জুটি। চতুর্থ উইকেট পড়ে ১২১ রানে। আবারও অল্প সময়ের ব্যবধানে হয়ে দাঁড়ায় ১৫৫-৭। বেন স্টোকস মরিয়া চেষ্টা করেন একদিক থেকে আগলে রাখতে। ছোট ছোট পার্টনারশিপ গড়েন। কিন্তু ২৪৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।
4⃣ Bowlers
4⃣ Dismissals
💬 💬 Jasprit Bumrah, R Ashwin, Ravindra Jadeja & Axar Patel pick their favourite
Which one is your pick❓#TeamIndia | #INDvENG | @Jaspritbumrah93 | @ashwinravi99 | @imjadeja | @akshar2026 | @IDFCFIRSTBank pic.twitter.com/7fObot6HGP
— BCCI (@BCCI) January 25, 2024
দুরন্ত ভারত
ভারতের ইনিংসের শুরু থেকেই যশস্বীর আত্মবিশ্বাসী ব্যাটিং ইংল্যান্ডকে চাপে ফেলে। বাউন্ডারিতে ইনিংস শুরু করেন যশস্বী। বাউন্ডারি মেরেই হাফসেঞ্চুরি পার করেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরির পরও খেই হারাননি ভারতের তরুণ ওপেনার। বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন একেবারেই চাপে পড়তে দেখা যায়নি মেন ইন ব্লুর ব্যাটিং লাইন আপকে। বরং বিপক্ষ বোলারদের পিটিয়ে ছাতু করে দিলেন দুই ওপেনার রোহিত-যশস্বী। তবে ফের মারকুটে ব্যাটিং করতে গিয়েই নিজের উইকেট ছুড়ে দেন ভারত অধিনায়ক। ২৭ বলে ২৪ রান করে জ্যাক লিচের শিকার হন রোহিত। তিনে নামা শুভমন গিল সতর্ক ব্যাটিং করেন। প্রথম দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়েই ১১৯ রান তুলে নিয়েছে ভারত। যশস্বী মাত্র ৭০ বলে ৭৬ রানে ক্রিজে রয়েছেন।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।