Tag: cricket world cup

cricket world cup

  • Taskin Ahmed: ঘুমের কারণে ভারতের বিরুদ্ধে খেলতেই পারেননি! প্রশ্নের মুখে তাসকিনের কেরিয়ার

    Taskin Ahmed: ঘুমের কারণে ভারতের বিরুদ্ধে খেলতেই পারেননি! প্রশ্নের মুখে তাসকিনের কেরিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: কুম্ভকর্ণের ঘুমকেও হার মানিয়েছেন তাসকিন আহমেদ (Taskin Ahmed)। এমন গভীর ঘুম, যে টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলাই হল না তাঁর। সকালে ঘুম ভাঙেনি তাঁর। সতীর্থরা ডাকাডাকি করলেও সাড়া দেয়নি তাসকিন। ফলে টিম বাস ধরতে পারেননি। পরে, কোনও মতে দেরিতে মাঠে পৌঁছলেও তাঁকে আর খেলানো হয়নি। টিম বাস বেরিয়ে যাওয়ার পর, দেরিতে মাঠে পৌঁছে কোচ ও সতীর্থদের কাছে ক্ষমা চেয়েও কাজ হয়নি।

    তাসকিনের কেরিয়ার প্রশ্নের মুখে  (Taskin Ahmed)

    সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ খেলেননি বাংলাদেশের ফাস্ট বোলার ও সহ অধিনায়ক তাসকিন আহমেদ (Taskin Ahmed) । তিনি না খেলায় অনেকেই চমকে গিয়েছিলেন। ওই ম্যাচে দুই ফাস্ট বোলার খেলেছিলেন বাংলাদেশের হয়ে। তাঁরা হলেন তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাসকিন অনেক গভীর রাতে ঘুমিয়ে ছিলেন। সেদিনের ম্যাচের আগে সকালে সঠিক সময়ে উঠতে পারেননি। তিনি টিম বাস মিস করেছিলেন। এমনকি তিনি ফোনও ধরেননি। পরে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছিলেন। বাংলাদেশের (Bangladesh) কোচ অসন্তুষ্টির কারণে তাসকিনকে কয়েকটা ম্যাচ সাইডলাইনে কাটাতে হবে বলে জল্পনা তৈরি হয়েছে।

    তাসকিনের প্রতিক্রিয়া  

    তবে এ বিষয়ে তাসকিন আহমেদ (Taskin Ahmed) বলেন, “আমি একটু দেরি করেছিলাম ঠিকই। কিন্তু আমি টসের আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টসের প্রায় ৩০-৪০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলাম। আমি টিম বাস মিস করেছিলাম। সকাল ৮:৩৫ এ হোটেল ছেড়েছিল টিম বাস। আমি ৮:৪৩-এ রওনা দিয়েছিলাম। টিম বাসের সঙ্গে যাইনি ঠিকই। তবে মাঠে নামতে দেরি হয়নি। দেরি হওয়ার জন্য আমার মাঠে নামা হয়নি, বিষয়টা তেমন নয়।”

    সাকিবের প্রতিক্রিয়া

    সাকিব আল হাসান জানান, বাস সাধারণত নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়। টিম বাসের জন্য প্লেয়ারকে অপেক্ষা করতে হয়। টিম বাস নির্দিষ্ট কারও জন্য অপেক্ষা করে না। কেউ যদি বাস মিস করে, তাহলে ম্যানেজারের গাড়ি বা ট্যাক্সি করে আসতেই পারে। যিনি টসের ৫ বা ১০ মিনিট আগে আসবেন, তাঁকে ম্যানেজমেন্টের পক্ষে নির্বাচন করা কঠিন কাজ। এটা খেলোয়াড়দের জন্য একটা বিকট পরিস্থিতি। তাসকিন যা করেছে তা অনিচ্ছাকৃত। সবাই খুব স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়েছে। বিষয়টি সেখানেই শেষ হয়ে গেছে।

    আরও পড়ুন : “বিরাট-রোহিত” দুই ভাই, ঘোষণা বিশ্বকাপজয়ী পুত্রের মায়ের

    সেদিন সহ অধিনায়ক হলেও ভারতের বিরুদ্ধে খেলানো হয়নি তাসকিনকে (Taskin Ahmed) । তাঁর বদলে জাকির আলিকে দলে নেওয়া হয়েছিল। বাংলাদেশের (Bangladesh) এই সিদ্ধান্তের সমালোচনাও হয়। তাসকিন থাকলে হয়তো পরিস্থিতির একটু হলেও বদল হতে পারত। এই সিদ্ধান্ত পুরোপুরি কোচের ছিল, জানিয়েছে দলের একাংশ। বাংলাদেশ সুপার এইটে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিলে তাঁদের সেমিফাইনাল খেলার সুযোগ ছিল। শেষ ম্যাচে আফগানিস্তান প্রথম ব্যাট করে ১১৫ রান করেছিল। বাংলাদেশ যদি ১২.৩ ওভারে সেই রান তাড়া করে জিততে পারত, তাহলে শেষ চারে জায়গা হয়ে যেত। কিন্তু সেই ম্যাচেও হারে বাংলাদেশ। আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হেরে ফের একবার খালি হাতে বিদায় নিতে হল সাকিব আল হাসানদের।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জঙ্গি হামলার হুঁশিয়ারি! নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024) শুরু হতে আর একমাসও বাকি নেই। আর এরই মধ্যে জঙ্গি হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের (Pakistan) একটি জঙ্গি সংগঠন। ফলে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

    ১ জুন থেকে শুরু হতে চলেছে ২০ ওভারের (T20 World Cup 2024) বিশ্ব যুদ্ধ। আর এই বিশ্বকাপের লড়াইয়ের আগে এবার ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় জঙ্গি হামলা হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছে। জানা গেছে বিশ্বকাপ চলাকালীন হতে পারে জঙ্গি হামলা। 

    জঙ্গি হামলার হুঁশিয়ারি (T20 World Cup 2024) 

    ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর রিপোর্ট অনুযায়ী,উত্তর পাকিস্তানের প্রো-ইসলামিক স্টেট (IS) এবার লক্ষ্য করছে খেলাধুলোর অনুষ্ঠানগুলিকে। আইএস-র পাকিস্তান-আফগানিস্তান শাখা আইএস-খোরাসান থেকে ভিডিওর মাধ্যমে নাশকতার বার্তা ছড়াচ্ছে। সেখানে বিভিন্ন দেশের জঙ্গিকাণ্ডের খবর তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে তাদের সমর্থকদের যুদ্ধে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে। এক্ষেত্রে তাদের মূল লক্ষ্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়ামগুলি।

    ওয়েস্ট ইন্ডিজের বার্তা

    ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এ প্রসঙ্গে জানিয়েছে, বিশ্বকাপে অংশ নেওয়া দেশের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তার দায়িত্ব তাদের। সেই কাজ তারা করবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিইও জনি গ্রেভস বলেন, “আমরা আইসিসির সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। যে কয়েকটি মাঠে বিশ্বকাপ (T20 World Cup 2024) হবে সেই স্টেডিয়ামগুলি সহ স্টেডিয়াম সংলগ্ন বিভিন্ন হোটেলে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকে তা নিশ্চিত করা হবে। আমি সব দেশকে জানিয়ে দিতে চাই, যে ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও দর্শকদের নিরাপত্তা আমাদের প্রধান লক্ষ্য।”

    আরও পড়ুন: ভোটের আগে আবাসের টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূলের, কমিশনে যাবে বিজেপি

     
    উল্লেখ্য, এই প্রথম কোনও বিশ্বকাপে (T20 World Cup 2024) ২০টি দেশ খেলবে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ম্যাচগুলি হবে অ্যান্টিগা ও বারবুডা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস এবং ওয়েস্ট ইন্ডিজের ত্রিনিদাদ ও টোবাগোতে। আমেরিকার ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসে শহরেও হবে টি-টোয়েন্টির মহাযুদ্ধ। ৫ জুন নিউ ইয়র্কে ভারতের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে। আর ৯ জুন নিউ ইয়র্কে রয়েছে ভারত (India) ও পাকিস্তানের (Pakistan) হাই টেনশনের ম্যাচ। তবে এই ম্যাচের দর্শকদের উন্মাদনার পাশাপাশি নিরাপত্তার দিকেও নজরে থাকবে আয়োজকদের।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    ICC World Cup 2023: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    মাধ্যম নিউজ ডেস্ক:  মনে পড়ছে ‘চক দে ইন্ডিয়া’! মনে পড়ছে কবীর খান-কে! ‘উইনিং কোচ, লুজিং ক্যাপ্টেন’! রবিবার আমেদাবাদে ভারত যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে দ্রাবিড়ের ক্ষেত্রেও উপমাটি অনেকাংশে খাটবে।  ক্রিকেটার দ্রাবিড় ২০০৩ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারেননি। কোচ দ্রাবিড়ের সামনে সুযোগ এসেছে তার মধুর প্রতিশোধ নেওয়ার। 

    কী ভাবছেন দ্রাবিড়

    বিশ্বকাপে দ্রাবিড় খেলোয়াড় হিসাবে খেলেছেন, অধিনায়ক হিসাবে খেলেছেন। এখনও পর্যন্ত ট্রফি ছুঁতে পারেননি দ্রাবিড়। এ বারের বিশ্বকাপে তিনি কোচ। মাঠে নেমে ব্যাট ধরতে পারবেন না। দ্রাবিড়ের পরিকল্পনা মাঠে নেমে বাস্তবায়িত করবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। ২০ বছর পর ভারতীয় সাজঘরে কমলা রঙের জার্সিটা পরে বসে থাকা দ্রাবিড় হয়তো শোনাবেন সেই দিনের কাহিনি। ২৩ মার্চ, ২০০৩ জোহানেসবার্গে টানা আট ম্যাচ জিতে ফাইনাল খেলতে নেমেছিল সৌরভের ভারত। টসে জিতে সেদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ৩৫৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগে সেদিন পন্টিংয়ের সেই ১২১ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস ছিল বিধ্বংসী। অস্ট্রেলিয়ার অধিনায়ক যখন সেই ম্যাচে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন, দ্রাবিড় দাঁড়িয়েছিলেন উইকেটের পিছনে। ভারতীয় দলের উইকেটরক্ষার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেদিন সাতটা বোলার ব্যবহার করেও পন্টিংকে আটকাতে পারেননি সৌরভ।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    কী বলছেন সৌরভ

    তাঁর দল না পারলেও রোহিতরা যে বিশ্বকাপের অন্যতম দাবিদার তা মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বললেন, “অস্ট্রেলিয়াকে পরাস্ত করার লক্ষ্য় নিয়ে তৈরি ভারত। ফাইনালের জন্য দলকে শুভেচ্ছা। পুরো টুর্নামেন্টে যে দুর্দান্ত পারফরম্য়ান্স দিয়েছে দল,সেই ধার যদি ধরে রাখতে পারে রোহিতরা, তাহলে ভারতকে ছাপিয়ে যাওয়া মুশকিল।” প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে ভারত। উন্মাদনা যেন বাঁধ মানছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ভারতের হাতে ট্রফি উঠুক আশায় বুক বাঁধছে আসমুদ্র হিমাচল। ভারতকে নিয়ে স্বপ্ন দেখছেন সৌরভও। ফাইনাল নিয়ে সৌরভের সংযোজন, “অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো দল। একটা ভালো ফাইনাল ম্য়াচ হতে চলেছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    India vs New Zealand: বিরাট-কুর্নিশ! একদিনের ক্রিকেটে ৫০টি শতরান কোহলির, রানের পাহাড় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঠটা একই আছে। বদলেছে ধ্বনি। আবেগ একই আছে। বদলেছে ব্যক্তি। সময়ের স্রোতে ওয়াংখেড়েতে এখন “কোহলিইইইই, কোহলিইইইই” চিৎকার। এক সময় এই মাঠেই উঠত “সচিন, সচিন” ধ্বনি। বুধবার তিনি মাঠে বসেই দেখলেন তাঁকে ছাপিয়ে গেলেন কিং কোহলি। ঈশ্বরও দুহাত তুলে আশীর্বাদ করলেন। ওয়াংখেড়েতেই ১৫ নভেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন মাস্টার ব্লাস্টার। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেকও হয়েছিল ১৫ নভেম্বর করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে। সেই ১৫ নভেম্বরই তাঁকে ছাপিয়ে গেলেন ছাত্র কোহলি।

    বিরাটকে শুভেচ্ছা সচিনের

    নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে সচিন তেন্ডুলকরের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি। মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। ১০৬ বলে ১০০ রান করে এক দিনের ক্রিকেটে সচিনকে টপকে গেলেন তিনি।  ১০০ রান ছুঁতেই ব্যাট তুলে প্রথমে সচিনের দিকে তাকিয়ে তাঁকে কুর্নিশ জানান বিরাট। গ্যালারিতেই উঠে দাঁড়িয়ে বিরাটকে শুভেচ্ছা জানান ‘মাস্টার ব্লাস্টার’ও। এ এক বিরল মুহূর্ত। সফল ছাত্র গুরুকে পিছনে ফেলে এগিয়ে গেল। সচিনকে সম্মান জানিয়ে তার পরেই চুম্বন ছুড়ে দেন জীবনসঙ্গী অনুষ্কাকে। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে এক দিনের ক্রিকেটে ৫০টি শতরানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। 

    রানের পাহাড় ভারতের

    এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিত। শুরু থেকেই গিল, রোহিতদের সামনে অসহায় আত্মসমর্পন করে কিউই বোলাররা। রোহিত শর্মা শুরতেই বোল্ট, সাউদিদের কোমর ভেঙে দেন। স্টেপ আউট করে কিউই পেসারদের ছক্কা মারেন রোহিত। তখনই যেন ভারতীয় দল আলাদা মোমেন্টাম পেয়ে যায়। রোহিত ফিরতেই মুম্বই কোহলি-ময়। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ভারত। এদিন ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধ শতক তুলে নেন গিল। শেষ দিকে শ্রেয়স আইয়ারের ৭০ বলে ১০৫ রানের বিধ্বংসী শতকে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া।

    গ্যালারিতে বেকহ্যাম

    এবারের বিশ্বকাপের অন্যতম চমক দেখা গেল সেমিফাইনালের মঞ্চে। ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখতে মাঠে হাজির হয়েছিলেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর এবং কিংবদন্তি ডেভিড বেকহ্যাম। গ্যালারিতে একসঙ্গে বসে সেমিফাইনাল ম্যাচ উপভোগ করলেন তাঁরা। ক্যারিবিয়ান কিংবদন্তী ভিভিয়ান রিচার্ডসও (Sir Viv Richards) উপভোগ করলেন ভারত-নিউজিল্যান্ডের বিশ্বকাপ দ্বৈরথ। দক্ষিণী সুপারস্টার ভেঙ্কটেশ ডাগ্গুবাটি, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড তারকা অনুষ্কা শর্মাও ছিলেন গ্যালারিতে। তাঁর পাশেই দেখা গিয়েছে রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণকেও। মুম্বইয়ে যেহেতু বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ, তাই ওয়াংখেড়েতে পৌঁছে গিয়েছেন সচিন কন্যা সারা তেন্ডুলকর। ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সজদেও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: রোহিতের দুরন্ত ইনিংস! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখল ভারত

    India vs Pakistan: রোহিতের দুরন্ত ইনিংস! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: স্কোর লাইন ৮-০। ভারত পাকিস্তান ম্যাচকে এভাবে ব্যাখ্যা করা যায়। ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে টানা অষ্টম জয় ছিনিয়ে নিল ভারত। পাকিস্তানকে ৭ উইকেটে লজ্জাজনকভাবে হারাল রোহিত ব্রিগেড। পাকিস্তানের ১৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩০.৩ ওভারে ম্যাচ শেষ করে দিল ভারত। অল্পের জন্য শতরান হাতছাড়া হল রোহিতের। এটুকুই আফশোস রয়ে গেল! ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯ সালের পর এবার ২০২৩। ইতিহাস বদলাল না। ভারতকে হারানোর স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল বাবরদের। ভারতকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী

    আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলছে বিশ্বকাপের (ICC Cricket world Cup 2023) ভারত-পাকিস্তান ম্য়াচ। মোদি স্টেডিয়ামে লক্ষাধিক দর্শকের উপস্থিতি চলা ম্যাচ দেখতে হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ভারত অধিনায়ক রোহিত শর্মা বাউন্ডারি হাঁকাতেই গ্যালারিতে বসে হাততালি দিয়ে উঠলেন অমিত শাহ।

    আর ভারত জিততেই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানালেন বাইশ গজের সেনানিদের। সীমান্তে যেভাবে ভারতীয় সেনা পাক-চক্রান্তের জবাব দেয়, ঠিক একইভাবে বাইশ গজের বিশ্বযুদ্ধে পাকিস্তানকে হেলায় উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। গর্বিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী।

    দুরন্ত ইনিংস রোহিতের

    টসে জিতে এদিন প্রথম বোলিং নেন রোহিত। প্রথমে ব্যাট করে পাকিস্তান দল করে ১৯১ রান। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা নিজের পুরনো ছন্দেই খেলতে থাকেন। আফগানিস্তানের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন, এখানে সেখান থেকেই শুরু করলেন। গিলকে নিয়ে ওপেন করতে নেমে তিনি একাই দলকে জয়ের দোড়গোরায় পৌঁছে দেন। তবে ফিনিশ করতে পারেননি। ৬৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। ডেঙ্গি সারিয়ে মাঠে নামা গিল করেন ১৬ রান। তাঁর এই কামব্যাক প্রশংসনীয়। বিরাট কোহলি ১৬ রান করেন। হাসান আলির বলে তিনি নওয়াজের হাতে ক্যাচ তুলে আউট হন। এরপর নামেন শ্রেয়স আইয়ার। রোহিত আউট হওয়ার পর কেএল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে জেতান শ্রেয়স। তিনি হাফসেঞ্চুরি করেন। দলের জয়ে খুশি বিসিসিআই সচিব জয় শাহ।

    ভর্তি গ্যালারি মাতল সুর-তাল-ছন্দে

    শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হাউসফুল দর্শকদের জন্য ছিল বিশেষ চমক। ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে মোতেরা মাতান অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবন, সুখবিন্দর সিং। অবশ্য স্টেডিয়ামে যে দর্শকরা উপস্থিত ছিলেন, তাঁদের ছাড়া বাকি ক্রিকেট প্রেমীদের একটা আক্ষেপ রয়ে গেল। কারণ এই সুরেলা অনুষ্ঠান বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলে দেখানো হয়নি। শুধু মাত্র স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাই তা উপভোগ করতে পেরেছেন। শনি-সন্ধেয় দেখা যায় নেহা কক্কর, দর্শন রাভালকে পারফর্ম করতে। আসলে ইনিংস বিরতির সময়ও সুরের ছটার ব্যবস্থা করেছিল আয়োজকরা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    India vs Pakistan: নীল ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তানের ব্যাটিং! জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৯২

    মাধ্যম নিউজ ডেস্ক: গ্যালারিতে নীল ঢেউ ম্যাচের শুরু থেকেই। মাঠে নীল ঝড় উঠল ৩০ ওভারের পর। ২৯ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ২উইকেট হারিয়ে ১৫০। গ্যালারি তখন প্রায় চুপ। টিভির সামনে দর্শকদের চিন্তা স্কোর কত উঠবে। ৩০০-এর কাছাকাছি হলে!!! ক্রিজে তখন বাবর-রাজ। হঠাতই অর্ধশতরানের পর মনঃসংযোগ হারালেন পাক অধিনায়ক। সিরাজের বলে বাবর ফিরতেই পালা বদল। পাকিস্তান ১৫৫/৩ থেকে অল আউট ১৯১। শেষ ৮ উইকেট পড়ল ৩৬ রানে। ৫০ ওভার ব্যাট-ই করতে পারল না পাকিস্তান। ৪২.৫ ওভারে শেষ হল পাকিস্তানের ইনিংস। জিততে গেলে ভারতকে করতে হবে ১৯২ রান। রোহিত-কোহলিদের কাছে যা আশা করাই যায়। ম্যাচের মধ্যে বিরাটকে বিশেষ পরামর্শও দিলেন সচিন। 

    মাঠে এক লক্ষ দর্শক

    এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ভারত। মাঠে এক লক্ষ দর্শক। ভারতীয় পতাকা এবং নীল জার্সিতে ভর্তি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়াই মুশকিল। সেই চাপ নিয়ে খেলতে নেমেই আট ওভারের মাথায় সিরাজের বলে আউট হন শাফিক।  দ্বিতীয় উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ইমাম উল হককে ফেরান তিনি। ৩৬ রান করে আউট হন তিনি। এরপর বাবর আজম ও মহম্মদ রিজওয়ান হাল ধরেন।

    দলের হাল ধরেন। এই জুটি ৫০ রানের পার্টনারশিপ তৈরি করে। একটা সময় মনে হয়েছিল এই জুটি পাকিস্তানকে বড় রানের দিকে নিয়ে যাবে। তবে সেটা সম্ভব হয়নি। বাবর আজম হাফসেঞ্চুরি করলেও তা কার্যকর করতে পারেননি। বাবর আজম হাফসেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে তাঁকে ক্লিন বোল্ড করেন মহম্মদ সিরাজ। এরপর এক এক করে উইকেট হারাতে থাকে পাকিস্তান। ১৫৫ রানে বাবর আজম ফেরার পর আউট হন সাউদ শাকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান, শাদাব খানরা। এদের মধ্যে রিজওয়ান ৪৯ রানে আউট হন। রিজওয়ানকে অনবদ্য দক্ষতায় বোল্ড করেন বুমরাহ। যেই পিচে বল টার্ন করছিল না সেই পিচে বল টার্ন করিয়ে বুমরাহ দুটো উইকেট নিলেন। দুটো করে উইকেট নিলেন কুলদীপ, হার্দিক, জাদেজাও।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ঢাকে কাঠি পড়ল। দুর্গাপুজোর ঢাকের তালের সঙ্গে পাল্লা দিয়ে এগোবে বিশ্বকাপ। আগামী দেড় মাস ধরে চলবে ক্রিকেট উৎসব। এবারের বিশ্বকাপে মাঠে নেমে অন্তত একজোড়া করে ব্যক্তিগত নজির গড়তে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলির সামনে হাতছানি রয়েছে বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার।

    কঠোর অনুশীলন কোহলির

    ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। আজ থেকে ১৯ নভেম্বর অবধি ১০ দলের মহারণে বিশেষ নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কাপযুদ্ধে নামার আগে এবার বাড়তি নেট সেশনে মন দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারের বিশ্বকাপের আগে ভারতের যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল তা বৃষ্টির কারণে হয়নি। ফলে ভারতের ক্রিকেটাররা শেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। রাজকোটে সিরিজের তৃতীয় ওডিআইতে বিরাট ৬১ বলে ৫৬ রান করেছিলেন। ফর্মে থাকলেও কোনওরকম অলসতা নয়। পরীক্ষায় নামার আগে কড়া অনুশীলন করলেন কোহলি। চেন্নাইয়ে তাঁকে দেখা গেল নেট সেশনে বেশি সময় কাটাতে। ভারতীয় টিমের ২ ঘণ্টার ট্রেনিং সেশন ছিল। কোহলি অবশ্য আরও ৪৫ মিনিট বেশি অনুশীলন করেন।

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    ভারতীয় দলের অনুশীলন

    বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবকেও দেখা যায় নেটে অনেকক্ষণ সময় কাটাতে। বোলিং প্র্যাক্টিস দিয়ে শুরু করে জাডেজা ব্যাটিংও ঝাঁলিয়ে নেন। কুলদীপ ও হার্দিক জোরকদমে বোলিং অনুশীলন করেন। সংক্ষিপ্ত হলেও ব্যাটিং অনুশীলনও করেন হার্দিক। দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলন করেননি।

    কোহলির সামনে শুধুই সচিন

    বিরাট কোহলি ২৬৯টি ওয়ান ডে ইনিংসে ৪৭টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের আসরে ৩টি সেঞ্চুরি করলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মাইলস্টোন ছোঁবেন তিনি। বিশ্বকাপে অন্তত ২টি শতরান করলে সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি।

    ছক্কা হাঁকানোর মাইলস্টোনের সামনে রো-হিট

    ছক্কা হাঁকানোর নিরিখে হিটম্যান ভারত অধিনায়ক রোহিত শর্মা বসে পড়তে পারেন শাহিদ আফ্রিদি ও ক্রিস গেইলের পাশে। রোহিত শর্মা ২৪৩টি ওয়ান ডে ইনিংসে মোট ২৯২টি ছক্কা মেরেছেন। বিশ্বকাপের আসরে ৮টি ছক্কা হাঁকালেই শাহিদ আফ্রিদি (৩৫১টি) ও ক্রিস গেইলের (৩৩১টি) পরে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন হিটম্যান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    Eden Gardens: ড্রেসিংরুমে বসানো হচ্ছে স্প্রিঙ্কলার, ইডেনের অগ্নিকাণ্ড নিয়ে কী বললেন সিএবি সভাপতি?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইডেনের (Eden Gardens) ড্রেসিংরুমে অগ্নিকাণ্ডের পিছনে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকতে পারে। এমনই মন্তব্য করেছিলেন সিএবি’র এক শীর্ষ কর্তা। বৃহস্পতিবার সকালে তাঁর এই বক্তব্য শোনার পর বঙ্গীয় ক্রিকেটের নিয়ামক সংস্থার বহু সদস্য অসন্তোষ প্রকাশ করেন। প্রশ্ন উঠতে শুরু করে, অন্তর্ঘাত যদি হয়, তাহলে কে বা কারা সেটা করল? আর কীসের ভিত্তিতে এই অভিযোগ করা হচ্ছে, তা-ও সামনে আনা হোক। পরিস্থিতি বেগতিক দেখে শেষ পর্যন্ত মাঠে নামতে হয় সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে। অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘অন্তর্ঘাতের কোনও প্রশ্নই নেই। আমরা এই ধরনের কোনও অভিযোগ করিনি। সব রটনা। তবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

    ইডেনে আগুন প্রসঙ্গে স্নেহাশিস

    ইডেনে (Eden Gardens) আগুন প্রসঙ্গে সিএবি সভাপতি বলেন, ‘খুব বড় কিছু নয়। অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমে ক্রিকেটারদের স্টিম বাথের জন্য যে মেশিন রয়েছে, সেখানে শর্ট সার্কিটের ফলে আগুন লাগে। ওই স্টিম বাথের প্লাগের কাছে কিছু মাঠ কর্মী তোয়ালে মিলে রেখেছিল। সেখানেও আগুন ধরে যায়। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমকল। চিন্তার কিছু নেই। এই ঘটনা বিশ্বকাপের ম্যাচ আয়োজনে কোনও সমস্যা করবে না।’

    আরও পড়ুন: নতুন রূপে আসছে এয়ার ইন্ডিয়া! নতুন লোগো ও রং প্রকাশ সংস্থার

    ঘটনাটি ঘটে বুধবার রাত ১১-৫০ নাগাদ। তা নজরে আসার পরেই খবর দেওয়া হয় দমকলকে। আধ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। তবে সামনে রয়েছে বিশ্বকাপ। ভারত, দক্ষিণ আফ্রিকা রাউন্ড রবিন লিগের ম্যাচ হবে ইডেনে (Eden Gardens)। রয়েছে একটি সেমি-ফাইনাল ম্যাচও। শুধু তাই নয়, পাকিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশের মতো হাইপ্রোফাইল দল খেলবে ক্রিকেটের নন্দন কাননে। তাই কোনও ঝুঁকি নিতে রাজি নয় সিএবি। স্নেহাশিস আরও বলেছেন, ‘আমরা রাতের ইডেনে নিরাপত্তা আরও জোরদার করছি। ইলেকট্রিক জ্ঞান রয়েছে এমন কর্মীদেরই ইডেনের কাজে ব্যবহার করা হবে বেশি করে। ড্রেসিংরুমে ফায়ার অ্যালার্ম আছে। তাছাড়া বসানো হবে স্প্রিঙ্কলার। আগুন লাগলে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জল নির্গত হবে।’ এই ঘটনার পর ইডেনের ইলেকট্রিক লাইন পরীক্ষা করে দেখা হয়। দু’জন সিইএসসি আধিকারিক সন্তাষজনক রিপোর্ট দিয়েছেন বলেই সিএবি সূত্রের খবর। তবে বদলে ফেলা হবে স্টিম বাথের কেবল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।  

  • T20 World Cup 2024: চব্বিশে মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের আসর! জানেন কবে থেকে শুরু?

    T20 World Cup 2024: চব্বিশে মার্কিন মুলুকে টি-২০ বিশ্বকাপের আসর! জানেন কবে থেকে শুরু?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে হবে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানকার ১০টি মাঠে ২০টি দলকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে। আইসিসি সূত্রে খবর, আগামী ৪ থেকে ৩০ জুন এবারের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজন করা হবে।

    মার্কিন মুলুকে প্রথম

    প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা হতে চলেছে আমেরিকায়। ফ্লোরিডায় আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। চলতি ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত সিরিজের দু’টি ম্যাচ সেখানে হবে। এ ছাড়াও মরিসভিলে, ডালাস এবং নিউ ইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। মরিসভিলে এবং ডালাসে মেজর ক্রিকেট লিগের প্রথম মরশুম আয়োজন করা হচ্ছে। ডালাস (গ্র্যান্ড প্রেয়রি স্টেডিয়াম) এবং মরিসভিলে (চার্চ স্ট্রিট পার্ক) এবং নিউ ইয়র্কে (কোর্টল্যান্ড পার্ক) এখনও পর্যন্ত কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়নি। যদিও আইসিসি-র নিয়ম অনুসারে তা একান্তই বাধ্যতামূলক। তবে কোন কোন জায়গায় এই ম্যাচগুলো আয়োজন করা হবে, তা নিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ ক্রিকেটের সঙ্গে একটা আলোচনায় বসবে আইসিসি। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

    আরও পড়ুন: ১০ অগাস্ট থেকে অনলাইন বুকিং! বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, জানালেন জয় শাহ

    কবে থেকে শুরু

    আগামী বছরের ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলবে পুরুষদের টি ২০ বিশ্বকাপ। শেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ টি ২০ বিশ্বকাপ হবে অনেকটাই আলাদা। ২০টি টিমকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপের শীর্ষ দুটি টিম কোয়ালিফাই করবে সুপার এইটে। সুপার এইটের দলগুলিকে আবার দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। দুটি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনাল খেলবে। এখনও পর্যন্ত যোগ্যতা অর্জনকারী দলগুলি হল- ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, নেদারল্য়ান্ডস, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও স্কটল্যান্ড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cricket World Cup 2023: ১০ অগাস্ট থেকে অনলাইন বুকিং! বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, জানালেন জয় শাহ

    Cricket World Cup 2023: ১০ অগাস্ট থেকে অনলাইন বুকিং! বিশ্বকাপে থাকছে না ই-টিকিট, জানালেন জয় শাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী এক দিনের বিশ্বকাপে কোনও ই-টিকিট থাকছে না। দর্শকদের মাঠে ঢুকতে হবে ছাপা টিকিট দেখিয়ে। যাঁরা ইন্টারনেটে টিকিট কাটবেন, তাঁদের ছাপা টিকিট সংগ্রহ করেই নাঠে ঢুকতে হবে। যাঁরা ইন্টারনেটে টিকিট কাটবেন, তাঁদের ছাপা টিকিট সংগ্রহ করেই মাঠে ঢুকতে হবে, বোর্ড সচিব জয় শাহ একথা জানিয়েছেন।

    ৭-৮টি কেন্দ্র থেকে ফিজিক্যাল টিকিট

    ভারতের মাটিতে হতে চলা ওডিআই বিশ্বকাপের টিকিট অনলাইনে বুক করা গেলেও ম্যাচ দেখতে যাওয়ার সময় ই-টিকিট দেখালে চলবে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। অর্থাৎ, অনলাইনে টিকিট বুক করার পর দর্শকদের সেই টিকিটের হার্ড কপি সংগ্রহ করতে হবে। বিসিসিআই সচিব জয় শাহ জানান, এখন ই-টিকিটের ব্যবস্থা করতে পারছে না বোর্ড। টিকিটের হার্ড কপি থাকলে তবেই দর্শকরা মাঠে প্রবেশ করতে পারবেন। ৭-৮টি কেন্দ্র থেকে ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে দর্শকদের। জয় শাহ আরও বলেন, ‘আমেদাবাদ এবং লখনউয়ের মতো বেশি দর্শক আসনের ভেনুতে ই-টিকিটের ব্যবস্থা করা কঠিন। বিসিসিআই দ্বি-পাক্ষিক সিরিজে আগে ই-টিকিট চালু করবে। তারপর বিশ্বকাপের মতো মাল্টি-নেশন ইভেন্টে ই-টিকিটের সুবিধে আনবে।’

    কবে থেকে টিকিট

    জয় শাহ জানান, শীঘ্রই বিসিসিআই এবং আইসিসি যৌথ ভাবে টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য ঘোষণা করবে। তিনি বলেন, ‘টিকিটের বিষয়ে রাজ্য সংস্থাগুলির সঙ্গে আমাদের কথা হয়েছে। ৯০% অ্যাসোসিয়েশন ম্যানিফেস্ট নিয়ে এসেছিল। এক-দু’টি সংস্থার কাছে তা প্রস্তুত ছিল না। এর জন্য আমরা তাদের সোমবার অবধি সময় দিয়েছি। এর পর আইসিসি এবং বিসিসিআই যৌথ ভাবে টিকিটের মূল্য সহ সব তথ্য ঘোষণা করবে।’

    আরও পড়ুন: বিশ্বের বহত্তম জাদুঘর! মোদি জমানায় দিল্লিতে নির্মাণ হচ্ছে ‘যুগে যুগেন ভারত’

    বিশ্বকাপের ক্রীড়া সূচি ঘোষণা হওয়ার পর থেকেই ক্রিকেট প্রেমীদের একটাই প্রশ্ন ছিল কবে থেকে ও কীভাবে টিকিট পাওয়া যাবে। খুব সম্ভবত ১০ আগস্ট অন লাইন প্রথম দফার টিকিট ছাড়া হবে। এমনটাই জানা গিয়েছে আইসিসি সূত্রে। এদিকে আগামী বছর টি ২০ বিশ্বকাপের আসর বসবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। মার্কিন মুলুকে ফ্লোরিডা, মরিস ভিলে, ডালাস ও নিউ ইয়র্কে ম্যাচগুলি হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share