Tag: Cricket

Cricket

  • Darjeeling: ক্রিকেটে ভারতের হারে নিম্নরুচির উল্লাস! দার্জিলিংয়ে বন্ধ বাংলাদেশি পর্যটকদের বুকিং

    Darjeeling: ক্রিকেটে ভারতের হারে নিম্নরুচির উল্লাস! দার্জিলিংয়ে বন্ধ বাংলাদেশি পর্যটকদের বুকিং

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারত হেরে গেলে বাংলাদেশের একাংশ মানুষকে ব্যাপক নিম্নরুচির উল্লাস বিনিময় করে সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গিয়েছিল। এবার এই ঘটনার প্রতিবাদে দার্জিলিং (Darjeeling) এবং সিকিমের একাধিক হোটেলে বাংলাদেশিদের বুকিং নেওয়া হচ্ছে না বলে জানা গিয়েছে। বাংলাদেশের পর্যটকদের জন্য পাহাড়ের একাধিক হোটেলে প্রবেশাধিকার বন্ধ করার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে। যদিও হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে তেমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানানো হয়েছে। একই রকম ভাবে রায়গঞ্জের হোটেলেও প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

    কেন বন্ধ হোটেল (Darjeeling)?

    সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত হয় ১৯ নভেম্বর। ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট ফাইনাল ম্যাচ ছিল। ম্যাচটি অনুষ্ঠিত হয় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টসে অস্ট্রেলিয়া জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতকে ব্যাট করতে হয়। পরে ব্যাট করে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে দেয়। আর এরপর থেকেই ভারতের পরাজয়ে বাংলাদেশে ব্যাপক উল্লাসের চিত্র সামজিক মাধ্যমে দেখা যায়। ভারতের ক্রিকেটকে অপমানের পাশাপাশি ভারতের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে নিয়ে নিম্নরুচির মিম বানানো হয়। এই ঘটনার প্রতিবাদে ভারতেও ক্ষোভের চিত্র দেখা যায়। প্রতিবাদে দার্জিলিং (Darjeeling), সিকিমের বেশ কিছু হোটেলে বাংলাদেশের পর্যটকদের বুকিং বন্ধ করে হোটেল মালিকেরা।

    হোটলে মালিকদের বক্তব্য

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং (Darjeeling) এবং সিকিমে সব মিলিয়ে প্রায় ১১ টি হোটেলে বাংলাদেশি পর্যটকদের বুকিং বাতিল করা হয়েছে। হোটেল চেনের মালিক বর্ধমানের এক বাসিন্দা রাম সরকার বলেন, “এটা কোনও সংগঠিত সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত ভাবে আমার সিদ্ধান্ত। আমরা ৪ টি হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য বুকিং বাতিল ঘোষণা করেছি। যে ভাবে ভারতকে বাংলাদেশিরা অপমান করছেন, তাতে আমরা খুব তীব্র ক্ষোভ প্রকাশ করছি। তাছাড়া বাংলাদেশিরা ভিসার ছবি পাঠিয়ে বুকিং করলেও অনেক সময় আসেন না। তাই প্রবেশ নিষিদ্ধ করছি।”

    উল্লেখ্য হোটেল অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজয় খান্না বলেন, “সংগঠনের পক্ষ থেকে এখনও কোনও তেমন নিষিদ্ধের কথা ঘোষণা করা হয়নি। ব্যক্তিগত হোটেল মালিকের সিদ্ধান্ত।”

    রায়গঞ্জে বন্ধ হল হোটেল

    দার্জিলিং-এর পর এবারে রায়গঞ্জ। রায়গঞ্জ শহরের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী অরিন্দম সিংহ রায় বলেন, “সবার আগে দেশ। তাই বাংলাদেশি সমর্থকদের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। আমার দুটো হোটেলে অনির্দিষ্ট কালের জন্য কোনও বাংলাদেশি নাগরিকদের ঘর ভাড়া দেবো না। তাতে ব্যবসায় ক্ষতি হয় হোক।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Rahul Dravid: চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়! হেড কোচের পদে কি এবার লক্ষ্মণ?

    Rahul Dravid: চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়! হেড কোচের পদে কি এবার লক্ষ্মণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের কোচ হিসাবে আর থাকতে চাইছেন না রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। ইতিমধ্যেই ভারতীয় বোর্ডের সঙ্গে মেয়াদ শেষ হয়েছে মিস্টার ডিপেন্ডবলের। আর সেই চুক্তি বাড়াতে নারাজ তিনি। বিসিসিআই’-র একাধিক সূত্র মারফত জানা গিয়েছে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচটি হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ এবং প্রাক্তন হেড কোচ নিজের সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন বোর্ডকে। তাঁর পরিবর্তে এবার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাচ্ছেন তাঁর সতীর্থ, প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। 

    আগ্রহী লক্ষ্মণ

    দ্রাবিড় (Rahul Dravid) কোচ থাকাকালীনও মাঝে মধ্যে ভারতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ। তিনি এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। দ্রাবিড়ও ভারতের কোচ হওয়ার আগে সেই দায়িত্বেই ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ভারপ্রাপ্ত কোচ লক্ষ্মণ। এর আগে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ এবং নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজেও অন্তর্বর্তিকালীন কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় দলের কোচ হওয়ার বিষয়ে চরম আগ্রহ দেখিয়েছেন লক্ষ্মণ (VVS Laxman)। বিশ্বকাপ চলাকালীন তিনি আমেদাবাদে গিয়ে বিসিসিআইয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে আলোচনাও করেছিলেন। খুব শীঘ্রই উনি একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করবেন এবং দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা যাবেন স্থায়ী কোচ হিসেবে।

    আরও পড়ুন: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    দ্রাবিড়ের ইচ্ছা

    বিশ্বকাপের পরেই তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে গিয়েছে। দ্রাবিড় (Rahul Dravid) সেই চুক্তি আর বাড়াতে আগ্রহী নন বলেই জানা গিয়েছে। দ্রাবিড় বেঙ্গালুরুর বাসিন্দা। তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধানের দায়িত্ব পালনে অবশ্য আগ্রহী বলেই জানা যাচ্ছে। এর আগেও তিনি এই দায়িত্ব সামলেছেন। এনসিএ প্রধান হিসাবে কাজ করলে নিজের শহর বেঙ্গালুরুতেই থাকতে পারবেন রাহুল। তাঁর ইচ্ছা, মাঝেমধ্যে দলকে কোচিং করাবেন তবে ফুল-টাইম কোচ আর থাকবেন না। তবে উল্লেখযোগ্য বিষয় হল, শুধু দ্রাবিড়ের বদলে লক্ষ্মণ নন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাকি কোচদেরও বদল করা হয়েছে। ভারতের ব্যাটিং কোচের ভূমিকায় বিক্রম রাঠৌরের জায়গায় আনা হয়েছে সীতাংশু কোটককে। তিনি ভারতের হয়ে ১৩০টি প্রথম শ্রেণি ও ৮৯টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। পরশ মামব্রের জায়গায় বোলিং কোচ করা হয়েছে সাইরাজ বাহুতুলেকে। টি দিলীপের বদলে ফিল্ডিং কোচ হয়েছেন মুনীশ বালি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    Sri Lanka Cricket: নির্বাসিত বোর্ড! শ্রীলঙ্কার বদলে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট 

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপে বাজে পারফরম্যান্স-সহ একাধিক অভিযোগে গোটা শ্রীলঙ্কা  (Sri Lankan Cricket) বোর্ডকে ভেঙে দিয়েছে সেই দেশের সরকার। যদিও দেশের আদালত বিষয়টিতে পরবর্তীতে হস্তক্ষেপ করেছে। তবুও ক্রিকেট বোর্ডের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কারণে শ্রীলঙ্কা বোর্ডের আইসিসির সদস্যপদ আপাতত বাতিল করা হয়েছে। তাই শ্রীলঙ্কা থেকে সরানো হল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর। সেটি দক্ষিণ আফ্রিকায় করা হবে। তবে নির্বাসনের সময়, শ্রীলঙ্কার ক্রিকেট দল বা ক্রিকেটারদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে আইসিসি জানিয়েছে নির্বাসন থাকলেও শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে পারবে।

    অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর

    সোমবার, ২০ নভেম্বর আইসিসির তরফে আয়োজিত এক বৈঠকে শ্রীলঙ্কা ক্রিকেটকে ঘিরে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রীলঙ্কান দলের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্সের পর সেই দেশের সরকার ক্রিকেট বোর্ডের কার্যকলাপে হস্তক্ষেপ করার ফলেই আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে নির্বাসিত করে। আগামী বছর ২০২৪ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসার কথার ছিল দ্বীপরাষ্ট্রে। কিন্তু নির্বাসনের ফলে এই টুর্নামেন্টটি আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে না। পরিবর্তে সেটি দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। 

    আরও পড়ুন: ছিলেন অধিনায়ক, এ বার কেকেআর-এর মেন্টর গম্ভীর! উচ্ছ্বসিত নাইট অধিপতি শাহরুখ

    আইসিসি-র বৈঠকে আরও নানা সিদ্ধান্ত

    এদিন আইসিসির বৈঠকে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রতিনিধিদের দিকটা শোনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে শ্রীলঙ্কান দলগুলি আন্তর্জাতিক মঞ্চে দ্বিপাক্ষিক সিরিজ খেলার পাশাপাশি আইসিসির বিভিন্ন টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে। এদিন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের উপর ঠিক কি কি শর্তে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে তা স্পষ্ট করেছে আইসিসি। একইসঙ্গে এদিন বৈঠকে আইসিসির সিইওর তরফে এক পরিকল্পনা পেশ করা হয়েছে যেখানে ম্যাচে মহিলা অফিসিয়াল নিয়োগ করার পদ্ধতিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও পুরুষ ও মহিলা ক্রিকেট ম্যাচে দায়িত্বে থাকা আম্পায়ারদের সমান বেতন দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজে অন্তত একটি নিরপেক্ষ আম্পায়ার নিয়োগ করার বিষয়েও আলোচনা করা হয়েছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

    ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০টি ম্যাচ জিতে টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। একটি দিন খারাপ যেতেই পারে, হতে পারে সেটা ফাইনাল। যোগ্য দল হিসেবে ট্রফিটা ভারতেরই প্রাপ্য ছিল। একদিন হিসেবে ভুল হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা ট্রফি পেলেন, ২২ গজে চরম পেশাদারিত্বের ফলে যাঁরা বিশ্ব সেরা তাঁরা কী করলেন? বিশ্বকাপ জিতে কি বিশ্বকাপ ট্রফির মর্যাদাটাই ভুলে গেলেন অজি তারকা মিচেল মার্শ? যে ট্রফি এক বার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। আর সেটাও ফলাও করে দেখালেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও কী সহবৎ ভুলে গিয়েছেন?

    ভারতীয় সংস্কৃতি বলে অন্য কথা

    ১৯৮৩-তে বিশ্বকাপ জিতে তা মাথায় করে রেখেছিলেন কপিল। বিশ্বকাপে চুম্বন দিয়েছিলেন সচিন। বিশ্বকাপকে আলিঙ্গন করেছিলেন ধোনি। আর সেখানে বিশ্বকাপের উপর পা তুলে বসে রইলেন মার্শ। তাঁর ভাবটা এমন কেমন দিলাম! বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, গলায় মেডেল পরা অবস্থায় দেশের জার্সিতে একটি সোফায় বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ঘরের মেঝেতে রাখা বিশ্বকাপের উপর জোড়া পা তুলে বসে ছিলেন তিনি।

    নেটিজেনদের সমালোচনা

    মার্শের এই ছবি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তাঁকে ক্রিকেটের পাশাপাশি শালীনতা শিখতেও পরামর্শ দিয়েছেন অনেকে। একজনের কথায় ‘এই ছবিটি শুধুমাত্রই অহঙ্কারকে প্রতিফলিত করছে।’ অন্য একজন লিখেছেন, ‘বিশ্ব জয়ের অর্থ এই নয় যে, তারা সেই জয়কে সম্মান করে। অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়ের পায়ের নীচে ট্রফি অসম্মানজনক। ভারতীয় দলের এই জয়টা প্রাপ্য ছিল।’

    আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির বিশ্বকাপ জড়িয়ে শুয়ে থাকার ছবিটি সেই সময়ে ভাইরাল হয়েছিল। সকলে তাতে মুগ্ধ হয়েছিল। সেই ছবিও শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, ‘যারা ট্রফির মূল্য বোঝে, এটা তাদেরই প্রাপ্য।’

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    ICC World Cup 2023: আজ দেশজুড়ে একটাই প্রার্থনা, বিশ্বকাপ যেন ভারতের হাতেই ওঠে…

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা! কার হাতে উঠবে সোনার কাপ, তা জানতে আগ্রহী গোটা ক্রিকেট বিশ্ব। আয়োজক দেশ, অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া। রোহিতদের নিয়ে গর্বিত গোটা দেশ। ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন শচীন-কন্যা সারা, বিরাট কোহলির স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। সবার চোখে একটাই স্বপ্ন বিশ্বকাপ। কোথাও পুজোপাঠ, কোথাও নমাজ, টিম ইন্ডিয়ার কাপ জয়ের প্রার্থনায় মগ্ন সারা ভারত। ক্রিকেটের প্রতি সাধারণ মানুষের আবেগ উপচে পড়ছে। এই সংক্রান্ত ভিডিও ও ছবিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। 

    মথুরায় যজ্ঞ, বারাণসীতে প্রার্থনা

    রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে মথুরার বৃন্দাবনে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এই সময় ক্রিকেটপ্রেমীরা অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলির ছবি নিয়ে চলে বিশেষ যজ্ঞ। এমনকি উত্তর প্রদেশের বারাণসীতেও ভারতের কাপ জয়ের প্রার্থনা করেছেন মহিলারা। ভারতীয় ক্রিকেট দল নিয়ে গর্ব প্রকাশ করে তারা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘যেভাবে দল এখন পর্যন্ত সবকটি ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে পৌঁছেছে, ঠিক একইভাবে ফাইনাল ম্যাচ জিতে দল তৃতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি জিতবে। এই উপলক্ষ্যে আমাদের শুভেচ্ছা ও প্রার্থনা টিম ইন্ডিয়াকে’।

    এছাড়া দিল্লি, কলকাতা, আহমেদাবাদেও একাধিক জায়গায় যজ্ঞ করা হয়। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তামিলনাড়ুর তিরুচিরাপল্লির মুথু মারিয়াম্মান মন্দিরে ক্রিকেট ভক্তরা আয়োজন করেন বিশেষ পূজাপাঠের।  পাঞ্জাবের অমৃতসরেও শিখ সম্প্রদায়ের লোকেরা টিম ইন্ডিয়ার কাপ জয়ের  প্রার্থনা করেছেন। ভারতীয় ক্রিকেট দলের কাপ জয় এবং টিম ইণ্ডিয়ার ভালো পারফরম্যান্সের জন্য ক্রিকেটপ্রেমীরা পূর্ণ আচার মেনে আয়োজন করেন বিশেষ এক যজ্ঞের।  পূজার সময় শুভমান গিল, অধিনায়ক রোহিত শর্মা এবং পুরো দলের ছবি এবং একটি বিশেষ ক্রিকেট ব্যাট নিবেদন করা হয়।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup 2023: কেমন হবে ২২ গজ! ফাইনালের আগে পিচ পরীক্ষা ভারত অধিনায়কের

    ICC Cricket World Cup 2023: কেমন হবে ২২ গজ! ফাইনালের আগে পিচ পরীক্ষা ভারত অধিনায়কের

    মাধ্যম নিউজ ডেস্ক: কাপ জয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে রোহিত-ব্রিগেড। টানা দশটা ম্যাচ জিতে বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC Cricket World Cup 2023) অপরাজিত ভারত। আর একটি ম্যাচ, কোনও ভুল করতে নারাজ মেন ইন ব্লু। সতীর্থদের পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্ন নেই রোহিতের মনে। কিন্তু পিচ, তা নিয়ে সন্দেহ তো রয়েইছে! তাই আমেদাবাদে পৌঁছে ভারত অধিনায়ক রোহিত শর্মা সময় নষ্ট করলেন না একটুকুও। মোতেরাতে দলের ঐচ্ছিক অনুশীলনের সময়েই একেবারে সরেজমিনে পিচ পরীক্ষা করলেন রোহিত।

    পিচ পর্যবেক্ষণে রোহিত

    এদিন অনুশীলনের সময়ে, ২২ গজ খতিয়ে দেখে পিচের চরিত্র, কঠিন পরিস্থিতিতে কেমন আচরণ করতে পারে পিচ তা বোঝার চেষ্টা করেন রোহিত। দীর্ঘক্ষণ পিচ নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে আলোচনাও করত দেখা গিয়েছে ভারত অধিনায়ককে। ২০১১ সালের পরে ফের একবার ভারতের সামনে সুযোগ এসেছে বিশ্বকাপ (ICC Cricket World Cup 2023) জয়ের। এই সুযোগ হাতছাড়া করতে নারাজ রোহিত বাহিনী। শুক্রবার রোহিত-দ্রাবিড় পিচ পর্যবেক্ষণের পরই দেখা যায়, মাঠকর্মীরা ভারী রোলার দিয়ে পিচ রোল করছেন। প্রায় ২০ মিনিট ধরে এদিন পিচ রোলিংয়ের কাজ করা হয়।

    পিচ কিউরেটরের মত

    গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পিচ কিউরেটরের মতে মোতেরার ওই উইকেটে নিরাপদ স্কোর হতে পারে ৩১৫ রান। প্রথমে ব্যাট করে কোন দল ৩১৫ রান করলেই তারা তা ডিফেন্ড করতে পারবে। তার এই বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন ওই পিচ কিউরেটর। তাঁর মতে, ‘যদি পিচে ভারী রোলার ব্যবহার করা হয় তাহলে উইকেট স্লো ব্যাটিং উইকেট তৈরি হবে। ভারী রোলার দিয়ে কৃষ্ণমৃত্তিকাকে রোল করা হলে তা আস্তে আস্তে বসে যায়। যে সমস্ত ক্র্যাক পিচে থাকে তা ভরাট হয়ে যায়। ফলে আদর্শ স্লো ব্যাটিং উইকেটে পরিণত হয় ২২ গজ। যেখানে বড় স্কোর করা দুই পক্ষের পক্ষে কার্যত বড় ব্যাপার নয়। আর তা করে ডিফেন্ড করাটাও সম্ভব। কারণ ভারী রোলার চালানোর পরে উইকেটে বলকে ব্যাটাররা সহজে হিট করতে পারবে না।’ ফলে এই উইকেটেও টস জিতে প্রথম ব্যাটিং করাটা গুরুত্বপূর্ণ। না হলে পরে উইকেট স্লো হয়ে গেলে রান তাড়া করতে সমস্যা হতে পারে।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    অনুশীলনে ভারত

    এদিন ভারতীয় দল অনুশীলনে স্লিপ ক্যাচিংয়ে জোর দেয়। রাহুল, জাদেজা, ইশান ব্যাটিং অনুশীলনও করেন। জাদেজা পাওয়ার হিটিং অনুশীলন করেন। কেএল রাহুল স্ট্রেট ব্যাট শট অনুশীলন করেন। এদিন রোহিতকে সুইপ শট অনুশীলনে জোর দিতে দেখা যায়। দুই লেগ স্পিনারের বিরুদ্ধে রোহিত দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেন।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    ICC World Cup 2023: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC World Cup 2023) মুম্বই দেখেছে ম্যাক্সওয়েল-ম্যাজিক। ওয়াংখেড়েতে মঙ্গলবার রাতে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটে ঝড় উঠেছিল। ২০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সি। তাঁর এই পাগল ইনিংস মুগ্ধ করেছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। বন্ধুর ঝড়ো ব্যাটিং দেখে অভিভূত কিং কোহলি (Virat Kohli)।

    বিরাট-বন্ধুত্ব

    আইপিএলে বিরাটের সতীর্থ ম্যাক্সওয়েল। দুজনেই  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একসঙ্গে খেলেন, তাঁরা বর্তমানে ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বকাপে মঙ্গলবার রাতে অজি তারকা ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে ছিল ২১টি চার ও ১০টি ছয়। এই ইনিংস তাবড় তাবড় ক্রিকেটাদের চমকে দিয়েছে। কিং কোহলিও চুপ থাকতে পারেননি এমন একটা মহাকাব্যিক ইনিংস দেখে। যে কারণে আইপিএলে নিজের সতীর্থ ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভরিয়েছেন বিরাট। ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাট লেখেন, ‘এমন পাগলামি কেবল তুমিই পারো ম্যাক্সওয়েল।’ এর সঙ্গে তিনি একটি মন ছুঁয়ে যাওয়া ইমোজিও শেয়ার করেছেন। বিরাটের এই পোস্ট ক্রমশই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

    সম্প্রতি, আফগানিস্তানের বিরুদ্ধে ওই ইনিংস খেলার পর ম্যাক্সওয়েল  নিজের ইনস্টা স্টোরিতে বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন। যেটি তাদের আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে দেওয়া হয়েছিল। এতে কোহলির সঙ্গে ম্যাক্সওয়েলের ছবি দেওয়া ছিল। আরসিবি-র এই পোস্টটি নিজের স্টোরিতে দেন ম্যাক্সওয়েল। দুজনে দুই ভিন্ন দেশের হয়ে লড়াই করলেও তাঁদের বন্ধুত্বের গভীরতা বোঝা যায় এই পোস্টগুলি থেকেই।

    আরও পড়ুন: অনুশীলনে নেই কোহলি! বেঙ্গালুরুতে মাঠে নেমে সমস্যায় ভারতীয় ব্যাটাররা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ইডেনে বিরাট জয় ভারতের, দক্ষিণ আফ্রিকা হারল ২৪৩ রানে

    ICC World Cup 2023: ইডেনে বিরাট জয় ভারতের, দক্ষিণ আফ্রিকা হারল ২৪৩ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের নন্দন কাননে শেষ হাসি হাসল রোহিত শর্মার ভারতই (ICC World Cup 2023)। বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরি, রবীন্দ্র জাডেজার দাপট, সব মিলিয়ে চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শেষতক অনায়স জয় পেয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকা বধ হয় ২৪৩ রানে।

    কোহলির জন্মদিন

    ৫ নভেম্বর, রবিবার ছিল বিরাট কোহলির জন্মদিন। এদিনই ৪৯তম সেঞ্চুরিটি হাঁকিয়ে ইডেনের দর্শকদের বাড়তি অক্সিজেন জুগিয়েছিলেন তিনি। এদিন পুরো দিনটাই বোধহয় ক্রিকেট-দেবতা ভারতের পক্ষেই ছিলেন! প্রথমে টসে জেতে ভারত। ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। এতেই চাপে পড়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট হাতে নেমে দাপিয়ে খেলতে লাগলেন রোহিত ও শুভমন গিল। তাঁদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে হকচকিয়ে যান মার্কো জানসেনরা। পরিস্থিতির বদল ঘটাতে মাঠে নামানো হয় কেশব মহারাজ এবং তাবরেজ শামসিকে। তাতেও বিশেষ লাভ হয়নি। কারণ ততক্ষণে খেলা ধরে নিয়েছেন বিরাট। এদিন ১১৯ বলে তিনি করেছেন ১০১ রান। এর মধ্যে রয়েছে ১০টি চার।

    লেজেগোবরে দশা দক্ষিণ আফ্রিকার

    প্রথমে ব্যাট (ICC World Cup 2023) করতে নেমে ভারত করে ৩২৬ রান। এই রান তাড়া করতে গিয়েই কার্যত লেজেগোবরে দশা হয় দক্ষিণ আফ্রিকার। মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় টেম্বা বাভুমার টিম। পাওয়ার প্লে-র মধ্যেই তিন ব্যাটসম্যানকে ফিরে যেতে হয় সাজঘরে। স্কোরবোর্ডে যখন ৪০ দেখাচ্ছিল, তখনই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়াজরা। প্রত্যাশিতভাবেই তারপর আর কূল খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা। এদিন জাদেজার হাতে বধ হয় তিন ক্রিকেটার। দুটি করে উইকেট নেন কুলদীপ ও মহম্মদ শামি।

    আরও পড়ুুন: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
    এদিন রোহিতকে ফেরান কাগিসো রাবাদা। গিলকে আউট করেন কেশব মহারাজ। তার পর থেকে ইডেনের রাশ নিয়ে নেন কোহলি। শ্রেয়স আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে কোহলি ১৩৪ রানের পার্টনারশিপ গড়ে দলের বড় রানের মঞ্চ গড়ে দেন। ৮৭ বলে শ্রেয়স করেন ৭৭ রান। সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাডেজা যথাক্রমে ২২ ও ২৯ করে দলকে পৌঁছে দেন ৩২৬-এ। এদিন ভারতের জয়ের (ICC World Cup 2023) পর টিম ইন্ডিয়ার সঙ্গে উঠে দাঁড়িয়ে জনগণমন গাইছে ইডেন। এ দৃশ্য দীর্ঘ দিন দেখা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

    ICC World Cup 2023: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ নভেম্বর জন্মদিন বিরাট কোহলির। এদিনই সচিন তেন্ডুলেকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি (ICC World Cup 2023)। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করলেন কোহলি। এবং সেটা হল ১১৯ বলে। এর মধ্যে ছিল ১০টি চার। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে তিনি অপরাজিত রইলেন ১২১ বলে ১০১ রান করে।

    জন্মদিন উপলক্ষে সেজেছিল ইডেন

    কোহলির জন্মদিন উপলক্ষে এদিন সাজানো হয়েছিল ইডেন। দর্শকদের জন্য মুখোশ দেওয়ার পরিকল্পনা করেছিলেন সিএবি কর্তারা। কিন্তু আইসিসির অনুমোদন না মেলায় কোহলির জন্মদিন পালনের পরিকল্পনা বাতিল করতে হয়েছে সিএবিকে। এদিন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান কোহলি-পত্নী অনুষ্কা শর্মা। সন্ধ্যায় রেকর্ড করে ফের একবার নিজেকে বিরাট প্রমাণ করলেন কোহলি। বছর তিনেক পর ২০২২ সালের এশিয়া কাপে (টি- টোয়েন্টি) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরির খরা কাটে কোহলির। তার পর থেকে একের পর এক সেঞ্চুরি করে চলেছেন তিনি (ICC World Cup 2023)।

    ইডেনের অভিনন্দন

    তেইশের বিশ্বকাপেও একটি সেঞ্চুরি করেছেন। চলতি বিশ্বকাপে তিনবার শতরানের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হয়েছে কোহলিকে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে চলতি বিশ্বকাপেই যে তিনি ‘বিরাট’ মাপের কিছু করে দেখাবেন, সে প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের ছিলই। শেষমেশ তা পূরণ হল ক্রিকেটের নন্দনকাননে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান পূর্ণ করতেই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় ইডেন।

    আরও পড়ুুন: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    এদিনও কেশব মহারাজের একটি ডেলিভারিতে আতঙ্ক তৈরি হয়েছিল। মিডল স্টাম্পে পড়ে বল টার্ন নিয়ে কিপার কুইন্টন ডিককের হাতে। অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ায় রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। রিভিউয়ে দেখা যায়, প্যাড-ব্যাটের সাউন্ডই ছিল। ৬৭ বলে কোহলি হাফ সেঞ্চুরিতে পৌঁছতেই বাড়তে থাকে অপেক্ষা। কাগিসো রাবাডার একটা ভয়ঙ্কর ইয়র্কার সামলে দিতেই হাসি ফোটে গ্যালারিতে। প্রথম একশো বলে এদিন ছক্কা মারেননি কোহলি। ধরে খেলছিলেন। মার্কো জানসেনের বলে বাউন্ডারি মেরে ৮৬ রান করতেই গ্যালারিতে ধ্বনিত হয় কোহলি…কোহলি। শেষমেশ ১১৯ বলে আসে সেঞ্চুরি। উদযাপন (ICC World Cup 2023) হয় জন্মদিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    ICC ODI World Cup 2023: পরপর হার! বিশ্বকাপে বেকায়দায় ইংল্যান্ড, ৮ উইকেটে জয়ী শ্রীলঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: হারের হ্যাটট্রিক! পরপর তিনটে ম্যাচ হেরে বাইশগজের বিশ্বযুদ্ধে (ICC ODI World Cup 2023) দিশেহারা ইংল্যান্ড। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই বেকায়দায় ছিল গতবারের বিশ্বকাপজয়ী দল। আর এবার শ্রীলঙ্কার কাছে চলতি বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচ হেরে সেমি ফাইনালে যাওয়ার রাস্তা আরও কঠিন করে তুললেন জো রুট-বেন স্টোকসরা। সেমিফাইনালে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ল গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের। বাটলারদের পরের ম্যাচ ভারতের বিপক্ষে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আশঙ্কা করা হয়েছিল ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি হয়তো ভারতীয় দলের কাছে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং ম্যাচ হতে পারে। কিন্তু দুই দলের সাম্প্রতিক ফর্ম ধারনাটা বদলে দিয়েছে।

    স্পিন নয়, পেস অস্ত্রেই ঘায়েল ইংল্যান্ড

    টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাটলার। শুরুটাও খারাপ হয়নি। দুই ওপেনার জনি বেয়ারস্টো ও দাউইদ মালান ওপেনিং জুটিতে ৪৫ রান করেন। ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। শ্রীলঙ্কার স্পিন নয়, পেস আক্রমণের সামনেই দিশাহারা দেখাচ্ছিল ইংল্যান্ডের ব্যাটিংকে। একমাত্র স্টোকস ৪৩ রান করেন। তিনি আউট হওয়ার পর আর বেশি ক্ষণ খেলতে পারেনি ইংল্যান্ড। ৩৩.২ ওভারে ১৫৬ রানে অল আউট হয়ে যায় তারা।

    মাত্র ১৫৭ রান চেজ করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। দলের রান যখন ২৩, তখন সাজঘরে ফিরে যান কুশল মেন্ডিস ও কুশল পেরেরা। তবে এতে সমস্যা হয়নি। পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka) ও সদিরা সমরবিক্রমা (Sadeera Samarawickrama) তৃতীয় উইকেটে ১৩৭ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয় এনে দেন। পাথুম নিশাঙ্কা ৮৩ বলে ৭৭ রানে অপরাজিত ছিলেন। মারলেন ৭টি চার ও ২টি ছক্কা। তাঁর সতীর্থ সমরবিক্রমা এবারও তাঁর ফর্মা বজায় রাখলেন। ডাচদের বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ম্যাচ উইনিং ১০৭ বলে অপরাজিত ৯১ রান। আর এবার ‘বিক্রম’ দেখিয়ে ৫৪ বলে ৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন। মারলেন ৭টি চার ও ১টি ছক্কা। 

     

LinkedIn
Share