Tag: Cristiano Ronaldo newborn death

Cristiano Ronaldo newborn death

  • Cristiano Ronaldo: সদ্যোজাত পুত্র-সন্তানকে হারিয়ে ভেঙে পড়লেন রোনাল্ডো

    Cristiano Ronaldo: সদ্যোজাত পুত্র-সন্তানকে হারিয়ে ভেঙে পড়লেন রোনাল্ডো

    মাধ্য়ম নিউজ ডেস্ক: নরউইচ সিটির বিরুদ্ধে হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দেওয়ার আনন্দের মাঝেই পুর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পরিবারে নেমে এল বিষাদের ছায়া। সদ্যোজাত পুত্রসন্তানের মৃত্যুতে শোকের সাগরে রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রডরিগেজ। সোমবার সন্তানের মৃত্যুর খবর জানিয়ে নিজেই তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। একই সঙ্গে আরও এক কন্যা সন্তানের বাবা হওয়ার কথাও তিনি জানিয়েছেন। 

    গত অক্টোবরেই রোনাল্ডো এবং তাঁর বান্ধবী ঘোষণা করেছিলেন, তাঁদের যমজ সন্তান হতে চলেছে। এমনকী তাঁর ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করতে দেখা গিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলারকে। সেই যমজ সন্তানেরই এক জন মারা গিয়েছে এ দিন।

    ভারাক্রান্ত রোনাল্ডো ও তাঁর বান্ধবী সামাজিক মাধ্য়মে সন্তানহারার কথা ঘোষণা করে লেখেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ছেলে প্রয়াত হয়েছে। যে কোনও বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় দুঃখ। এক মাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’ তিনি আরও বলেন,‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য সমস্ত ডাক্তার এবং নার্সদের ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত। এই কঠিন সময়ে গোপনীয়তা আশা করি সবার থেকে।’

    প্রসঙ্গত, ২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনাল্ডো। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এর আগে জর্জিনার সঙ্গেই চার সন্তান রয়েছে। তারা হল আলানা, ইভা, মাতেও এবং রোনাল্ডো জুনিয়র। সদ্যজাত কন্যা সন্তান হল রোনাল্ডো এবং জর্জিনার পঞ্চম সন্তান।

     

LinkedIn
Share