Tag: CUET 2022

CUET 2022

  • CUET Score 2022: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় 

    CUET Score 2022: কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করল দিল্লি বিশ্ববিদ্যালয় 

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে কেন্দ্রীয় বিশ্ব বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার (CUET 2022) মাধ্যমে ভর্তির জন্য পোর্টাল (Portal) চালু করেছে। সেই পোর্টালে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা একটি ফর্ম পূরণ করে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং তার অধিনস্থ কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্যে আবেদন করতে পারেন। ফর্মের জন্যে শিক্ষার্থীকে দিতে হবে ২৫০ টাকা। প্রতিটি বিভাগে আবেদন করার জন্যে ১০০ টাকা করে দিতে হবে। দিল্লি বিশ্ববিদ্যালয় এবার সংরক্ষিত উপজাতির পড়ুয়াদের জন্যে ৩০% আসন সংরক্ষিত রেখেছে। শিক্ষক ফোরাম সংরক্ষিত বিভাগের অধীনে ভর্তির বিবরণ চাওয়া এবং সংরক্ষিত বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্যায় আচরণের অভিযোগ করার পরে এই সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে জেইই অ্যাডভান্সডের ফল, জয়জয়কার বাংলার

    দেশজুড়ে প্রায় ৬.১৪ লক্ষ পড়ুয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার আবেদন করেছেন। পোর্টালটির নাম দেওয়া হয়েছে CSAS-2022। তিনটি ধাপে পরিচালিত হবে এই পোর্টাল। প্রথম ধাপে, শিক্ষার্থীদের দিল্লি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপে অগ্রাধিকার পূরণ হবে এবং তৃতীয় ধাপে আসন বরাদ্দ-কাম-ভর্তি।   

    দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক পড়ুয়াদের CSAS-2022 আবেদনপত্রের মাধ্যমেই আবেদন করতে হবে। CSAS-2022-এ আবেদনের ক্ষেত্রে CUET (UG)-2022-এর আবেদন নম্বর বাধ্যতামূলক। CUET (UG)-2022-এর সময় আবেদনকারীর জমা দেওয়া ব্যক্তিগত বিবরণ, ছবি এবং স্বাক্ষর ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে CSAS-2022-এর আবেদনপত্রে চলে আসবে। 

    আরও পড়ুন: প্রকাশিত হয়েছে নিট-ইউজি- র ফল, এমবিবিএস ছাড়া আর কোন কোর্সে পড়ার সুযোগ রয়েছে? জেনে নিন

    ইসিএ এবং স্পোর্টস কোটার শিক্ষার্থীদের ট্রায়াল ১০ অক্টোবরের পরে অনুষ্ঠিত হতে পারে এবং সম্ভবত ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। 

    দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক যোগেশ সিং, CSAS-2022 পোর্টাল চালু করার সময় জানিয়েছিলেন, যে এই বছর ৬৭টি কলেজ/বিভাগ/কেন্দ্র জুড়ে ৭৯টি ইউজি প্রোগ্রামে ভর্তি করা হবে, যার মধ্যে ২০৬টি কম্বিনেশন রয়েছে। পাশাপাশি রয়েছে বিএ প্রোগ্রাম। এই প্রথম কুয়েট স্কোরের মাধ্যমে ভর্তি নিচ্ছে দেশের বিশ্ববিদ্যালয়গুলি।

    ভিসি যোগেশ সিং বলেন, “আমরা এমনভাবে নীতিমালা তৈরি করেছি যাতে জটিলতা কমানো যায়, তবুও আমরা মিড-এন্ট্রির ব্যবস্থাও করেছি যাতে কোনও কারণে বাদ পড়া আবেদনকারীরাও সুযোগ পেতে পারে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • CUET 2022: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    CUET 2022: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক পর্যায়ের প্রবেশিকা পরীক্ষার বা কুয়েট ২০২২ (CUET 2022)- এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এনটিএ নোটিস জারি করে জানিয়েছে আগামী ১৫ জুলাই থেকে নেওয়া হবে কুয়েট-২০২২- এর পরীক্ষা।  

    দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির পথ সহজ করতে এ বছর থেকে এনটিএ একটি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET)। এখন আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা দিতে হবে না। 

    [tw]


    [/tw]

    কবে কবে নেওয়া হবে পরীক্ষা?

    পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুলাই। পরীক্ষা নেওয়া হবে ১৫,১৬,১৯,২০ জুলাই এবং অগাস্টের ৪,৫,৬,৭,৮,১০ তারিখ। 

    পরীক্ষার প্যাটার্ন কি হবে?

    পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে। প্রথম শিফটে প্রার্থীরা একটি ভাষা, দুটি ডোমেন-নির্দিষ্ট পেপার এবং সাধারণ পরীক্ষা দেবেন। দ্বিতীয় শিফটে অবশিষ্ট চারটি ডোমেন-নির্দিষ্ট বিষয় এবং ফরাসি, আরবি, জার্মান ইত্যাদি সহ যে কোনও একটি ঐচ্ছিক ভাষায় পরীক্ষা দেবেন। কাগজে একাধিক পছন্দের প্রশ্ন মানে মাল্টিপিল চয়েজ বেসড কোয়েশ্চেন (MCQ) থাকবে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষা একটি লিখিত পরীক্ষা, কমিউনিকেশন স্কিল পরীক্ষা এবং লজিক্যাল রিজনিং নিয়ে গঠিত। কোর্স অনুযায়ী পরীক্ষার ধরন ভিন্ন হবে, যার সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। পরীক্ষাটি ১২ ক্লাসের সিলেবাসের ওপর ভিত্তি করে হবে। 

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

    বোর্ড পরীক্ষার স্কোরের উপর কী কোন গুরুত্ব থাকবে?

    কোনও সেন্ট্রাল ইউনিভার্সিটি বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বরকে গুরুত্ব দেবে না। সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) পরীক্ষার স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। 

    ভারতে মোট ৪৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হেমবতী নন্দন বহুগুনা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়, হরিয়ানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইত্যাদি। সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ১৩টি রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়, ১২টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং  ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) ভিত্তিতে। পরীক্ষাটি হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, উর্দু, অসমীয়া, বাংলা, পাঞ্জাবি, ওড়িয়া এবং ইংরেজিতে হবে। দেশের মোট ৫৫৪টি শহরে এবং দেশের বাইরে মোট ১৩টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্যে আবেদন করেছেন।  

     

  • CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে নিয়ম। ৪২টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) প্রোগ্রামে ভর্তি হতে এবার থেকে একটিই পরীক্ষা দিতে হবে। এই সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। মার্চ মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এই নয়া নীতির ঘোষণা করেছে। পরীক্ষার নাম ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ (CUET UG 2022)।

    [tw]


    [/tw]

    গতকালই শেষ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) দ্বারা পরিচালিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET UG 2022) রেজিস্ট্রেশন। তার একদিন পরেই ইউজিসি জানাল ১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে টাকা জমা দিয়েছেন ৯,১৩,৫৪০ জন। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার একটি ট্যুইট করে জানিয়েছেন, “১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ৯,১৩,৫৪০ জন পরীক্ষার ফি জমা দিয়েছেন। বেশিরভাগ পরীক্ষার্থীই গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে পড়ুয়ারা পরীক্ষার জন্যে আবেদন করেছেন।” 

    নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসিনেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

    তিনি আরও জানান, কুয়েট প্রতিটি পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দেবে, তার জন্যে দ্বাদশ শ্রেণিতে প্রচুর নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি লেখেন, “বোর্ডের পরীক্ষায় ৯৯%-১০০% নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। কুয়েট- এর মাধ্যমেই দেশের সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাওয়া যাবে। আগে যে পড়ুয়াদের বোর্ডের পরীক্ষায় প্রচুর নম্বর থাকত না, তাঁরা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। এখন থেকে সেই সুযোগ পাওয়া যাবে।” 

    [tw]


    [/tw]

    অধ্যাপক কুমার আরও জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চান তাঁরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আরও অনেক বিশ্ববিদ্যালয় কুয়েটের সঙ্গে যুক্ত হবে। পরের বছর থেকে বছরে দুবার হতে পারে কুয়েট এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। তিনি লেখেন, “কুয়েটের বছরে দুবার হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারও একটি সুযোগে না হলে, সে পরবর্তী কুয়েটের জন্যে প্রস্তুতি নিতে পারবেন।”

    বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেই এই কমন এন্ট্রান্স টেস্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জগদেশ কুমার জানিয়েছেন,”পরীক্ষাগুলি সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক হবে। ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিশেষ দক্ষতা না থাকলেও হবে। এখন প্রায় সকল ছাত্র-ছাত্রী স্মার্টফোন ব্যবহার করেন। ফলে, কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে তারা মাউস ব্যবহার করে মাল্টিপল চয়েস এর প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন।” প্রসঙ্গত, কুয়েট স্নাতকোত্তরেরও (CUET PG 2022) রেজিস্ট্রেশন চলছে।  

     

LinkedIn
Share