Tag: CUET UG 2022

CUET UG 2022

  • CUET UG Answer Key: কুয়েট ইউজি ২০২২- এর আন্সার কি প্রকাশ করেছে এনটিএ, কীভাবে অভিযোগ জানাবেন? 

    CUET UG Answer Key: কুয়েট ইউজি ২০২২- এর আন্সার কি প্রকাশ করেছে এনটিএ, কীভাবে অভিযোগ জানাবেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: কমন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট-আন্ডারগ্রাজুয়েট (CUET UG 2022)- এর আন্সার কি (Answer Key) প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)৷ পরীক্ষার্থীরা cuet.samarth.ac.in- এই ওয়েবসাইটে গিয়ে আন্সার কি ডাউনলোড করতে পারবেন৷ আন্সার কি- এর পাশাপাশি এনটিএ-র তরফে প্রার্থীদের উত্তরপত্রও প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা নিজেরাই পরীক্ষায় নিজেদের নম্বর গণনা করতে পারবেন।

    আরও পড়ুন: দেবীকা বালচন্দানি অগিলভির নতুন প্রধান, আরও এক ভারতীয় বংশোদ্ভূত আন্তর্জাতিক সংস্থার শীর্ষে   

    কীভাবে ডাউনলোড করবেন ‘অ্যানসার কি’?

    • প্রথমে cuet.samarth.ac.in- এই ওয়েবসাইটটিতে যান। 
    • আন্সার কি লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিন। 
    • কোনও অভিযোগ থাকলে সেখানে গিয়ে টাকা দিন। 
    • তারপর ক্লিক করে জমা দিন।   

    কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষাটি জুলাই-অগাস্টে একাধিক ধাপে অনুষ্ঠিত হয়। কেউ যদি আন্সার কি- তে সন্তুষ্ট না হন, তাহলে সে রিভিউ করতে পারবেন। ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে রিভিউ- এর আবেদন। প্রতি প্রশ্নের জবাবের রিভিউয়ের জন্য দিতে হবে ২০০ টাকা।

    আরও পড়ুন: প্রথম ভারতীয়! ডায়মন্ড লিগ জিতে ইতিহাস নীরজ চোপড়ার 

    ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, এনটিএ ১১ সেপ্টেম্বর সারা দেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কুয়েট ইউজি ২০২২- এর রিটেস্ট নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুসারে, ছাত্রদের অভিযোগের ভিত্তিতে পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 

    প্রসঙ্গত, এই বছর ১৫ জুলাই থেকে সারাদেশে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কুয়েট ইউজি ২০২২- এর পরীক্ষা অনুষ্ঠিত হয় ৬টি ধাপে। প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে কিছু পরীক্ষার্থী প্রযুক্তিগত ত্রুটির কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি। এজেন্সি পরে তাদের পরবর্তী পর্বে আবার পরীক্ষায় বসার সুযোগ দেয়। এনটিএ- এর তরফে জানানো হয়েছে, যে প্রার্থীরা সাহায্য পেতে চান তারা ০১১- ৪০৭৫৯০০০ নম্বরে যোগাযোগ করতে পারেন বা cuet-ug@nta.ac.in- এ ইমেল করতে পারেন।     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    CUET 2022: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন শিক্ষাবর্ষ থেকে বদলে যাচ্ছে নিয়ম। ৪২টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (UG) এবং স্নাতকোত্তর (PG) প্রোগ্রামে ভর্তি হতে এবার থেকে একটিই পরীক্ষা দিতে হবে। এই সাধারণ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে। মার্চ মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) এই নয়া নীতির ঘোষণা করেছে। পরীক্ষার নাম ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’ (CUET UG 2022)।

    [tw]


    [/tw]

    গতকালই শেষ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) দ্বারা পরিচালিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের (CUET UG 2022) রেজিস্ট্রেশন। তার একদিন পরেই ইউজিসি জানাল ১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে টাকা জমা দিয়েছেন ৯,১৩,৫৪০ জন। ইউজিসির চেয়ারম্যান এম জগদেশ কুমার একটি ট্যুইট করে জানিয়েছেন, “১১,৫১,৩১৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের মধ্যে ৯,১৩,৫৪০ জন পরীক্ষার ফি জমা দিয়েছেন। বেশিরভাগ পরীক্ষার্থীই গ্রামীণ এলাকার বাসিন্দা। প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে পড়ুয়ারা পরীক্ষার জন্যে আবেদন করেছেন।” 

    নেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসিনেট পরীক্ষায় আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

    তিনি আরও জানান, কুয়েট প্রতিটি পড়ুয়াকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দেবে, তার জন্যে দ্বাদশ শ্রেণিতে প্রচুর নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। তিনি লেখেন, “বোর্ডের পরীক্ষায় ৯৯%-১০০% নম্বর পাওয়ার কোনও প্রয়োজন নেই। কুয়েট- এর মাধ্যমেই দেশের সবচেয়ে ভাল বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ পাওয়া যাবে। আগে যে পড়ুয়াদের বোর্ডের পরীক্ষায় প্রচুর নম্বর থাকত না, তাঁরা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতেন না। এখন থেকে সেই সুযোগ পাওয়া যাবে।” 

    [tw]


    [/tw]

    অধ্যাপক কুমার আরও জানান, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে চান তাঁরা সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। আশা করছি ভবিষ্যতে আরও অনেক বিশ্ববিদ্যালয় কুয়েটের সঙ্গে যুক্ত হবে। পরের বছর থেকে বছরে দুবার হতে পারে কুয়েট এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। তিনি লেখেন, “কুয়েটের বছরে দুবার হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারও একটি সুযোগে না হলে, সে পরবর্তী কুয়েটের জন্যে প্রস্তুতি নিতে পারবেন।”

    বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরেই এই কমন এন্ট্রান্স টেস্ট জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। জগদেশ কুমার জানিয়েছেন,”পরীক্ষাগুলি সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক হবে। ছাত্র-ছাত্রীদের কম্পিউটার বিষয়ে বিশেষ দক্ষতা না থাকলেও হবে। এখন প্রায় সকল ছাত্র-ছাত্রী স্মার্টফোন ব্যবহার করেন। ফলে, কোনও অসুবিধা হওয়ার কথা নয়। এক্ষেত্রে তারা মাউস ব্যবহার করে মাল্টিপল চয়েস এর প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবেন।” প্রসঙ্গত, কুয়েট স্নাতকোত্তরেরও (CUET PG 2022) রেজিস্ট্রেশন চলছে।  

     

LinkedIn
Share