Tag: cv-ananda-bose-signed-new-bill

cv-ananda-bose-signed-new-bill

  • CV Anand Bose: পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলে স্বাক্ষর রাজ্যপালের

    CV Anand Bose: পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলে স্বাক্ষর রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক: দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিলেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। শপথের পর তিনি জানিয়েছিলেন,মানুষের স্বার্থে কোনও আপোষ নয়। উন্নয়নের স্বার্থে রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়েই তিনি কাজ করবেন। সেই কথামতোই দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিল ২০২২-এ সই করলেন তিনি। বিলে স্বাক্ষর করার পাশাপাশি ট্যুইট করে তা জানিয়েও দিলেন।

    আরও পড়ুন: ভারতের ইতিহাস বীরত্বের, যোদ্ধাদের! নতুন করে তা লিখতে হবে অভিমত প্রধানমন্ত্রীর

    রাজ্যপালের ট্যুইট

    বুধবারই বাংলার নতুন রাজ্যপাল (Governor) হিসেবে শপথ নিয়েছেন তিনি। আর বৃহস্পতিবারই, তফশিলি জাতি ও উপজাতি সংশোধনী বিলে সই করেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। নিজেই ট্যুইট করে জানান সেকথা। ট্যুইট বার্তায় তিনি লেখেন,’সংশোধনী এই বিলে সম্মতি দিতে পেরে তিনি আনন্দিত।’  সেপ্টেম্বর মাসেই এই সংশোধনী বিল বিধানসভায় পাস হয়। তারপর থেকেই তা ছিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায় ছিল। পরবর্তীকালে, অস্থায়ী রাজ্যপাল লা গণেশন বেশ কিছু বিলে স্বাক্ষর করলেও, এই বিলের ক্ষেত্রে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। অবশেষে এই সংশোধনী বিলে বৃহস্পতিবার অনুমোদন দিলেন নতুন রাজ্যপাল। এদিকে, দায়িত্বগ্রহণের পর শুক্রবার বিকেলে, ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শনে যান সিভি আনন্দ বোস। ছিলেন প্রায় ৪৫ মিনিট। ঘুরে দেখেন লাইব্রেরি। হাতে তুলে নেন বহু দুষ্প্রাপ্য বই।

    বিলের সুবিধা

    এই বিলে সই হয়ে যাওয়ায় আদিবাসী মানুষদের অনেক সুবিধা হবে। উল্লেখ্য, এতদিন SC/ST শংসাপত্রের জন্য মাত্র একবার আবেদন করা যেত। উচ্চতর কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিলে,আর আবেদনের সুযোগ ছিল না। বিল সংশোধনের ফলে, এবার আবেদন খারিজ হলেও, ফের আবেদন জানানো যাবে। এই তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিলকে সামনে রেখে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে আসতে পারবে শাসক-বিরোধী দুই শিবিরই। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share