Tag: CWG 2022

CWG 2022

  • Commonwealth Games: রাজ্যের মন্ত্রী কি জানতেন গ্রামের ছেলে বিশ্ব মঞ্চে লড়াই করছে! প্রশ্ন সোনা জয়ী অচিন্ত্যর দাদার

    Commonwealth Games: রাজ্যের মন্ত্রী কি জানতেন গ্রামের ছেলে বিশ্ব মঞ্চে লড়াই করছে! প্রশ্ন সোনা জয়ী অচিন্ত্যর দাদার

    মাধ্যম নিউজ ডেস্ক: অভাবকে হারিয়ে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছে ভাই অচিন্ত্য। এরকম আনন্দের দিনেও উচ্ছ্বাসে ভাসতে পারছেন না দাদা অলোক শিউলি। ভাইয়ের লক্ষ্য যে অলিম্পিক। প্যারিস অলিম্পিকে যেতে হবে তাঁকে। কিন্তু তার জন্য দরকার টাকা। “এখানকার কেউ তো সাহায্য করে না।” ক্ষোভ অলোকের গলায়। মুখ্যমন্ত্রী ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন তো! তাহলে হয়তো এবার সাহায্য আসতে পারে। তবুও নিশ্চিত নয় দাদা অলোক। ভাইয়ের সাফল্যের দিনে তাঁর গলায় ক্ষোভের সুর। বললেন, ‍‘‍‘অভাবকে হারিয়ে আমি না পারলেও ভাই সেই যুদ্ধে জিতেছে। হরিয়ানা-সহ অন্য রাজ্যে এ রকম সাফল্য আনলে সরকার পুরস্কার দেয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ,  কী করবেন জানি না! যুব বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিল ভাই। এই সাফল্যের পরে কেউ খোঁজই নেননি। গত বছর জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ও। দ্বিতীয় হওয়া ছেলেটিকে তাঁর রাজ্য কিন্তু পুরস্কৃত করেছে। আমাদের স্থানীয় সাংসদ বা বিধায়করা তো চেনেনই না অচিন্ত্য শিউলিকে! আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী বোধহয় জানেনই না ভাই কমনওয়েলথের আসরে নেমেছে।”

    আরও পড়ুন: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    বাবা রিকশা চালাতেন। অচিন্ত্যর তখন ৮ বছর বয়স। বাবা মারা গেলেন। অলোক একটু বড়। স্বামীর মৃত্যুর পর সেলাই, জরির কাজ করা শুরু করেন অচিন্ত্যর মা পূর্ণিমা শিউলি। দুই ভাইও সময় পেলেই মাকে সাহায্য করত। তাঁদের সাপ্তাহিক আয় ছিল মাত্র ৫০০ টাকা। সেই টাকাতেই চলত সংসার। বাবার মৃত্যুর ধাক্কা, সংসার সামলে পড়াশোনা, কাজ ও ভারোত্তোলক হওয়ার স্বপ্নে ক্ষান্ত দেন অলোক। তবে ভাই অচিন্ত্যর ভারোত্তোলক হওয়ার স্বপ্নে ধুলো জমতে দেননি। চলতি কমনওয়েলথ গেমসে ৭৩ কেজি বিভাগে সোনা জয়ের পর সে কথা জানাতে ভোলেননি ভাই অচিন্ত্য। প্রতিক্রিয়ায় অচিন্ত্য বললেন, “এই পদক উৎসর্গ করছি দাদাকে।” যাঁর পরিশ্রম, উৎসাহ ছাড়া এতটা পথ হয়তো আসাই হত না। যাঁর জন্য পাতিয়ালায় জাতীয় শিবিরে নিশ্চিন্তে অনুশীলনে মগ্ন থাকতে পারতেন। বললেন, “দাদা ভারোত্তোলক হতে চেয়েছিল। বাবার মৃত্যুর পর তা হয়ে ওঠেনি। আমাকে সাপোর্ট করতে দিনরাত পরিশ্রম করে গিয়েছে। এখনও পরিবারের দায়িত্ব একমাত্র দাদার কাঁধে। এই সোনার পদক দাদা এবং আমার কোচদের উৎসর্গ করছি।” 

    এখন অচিন্ত্য ভারতীয় সেনাবাহিনীতে হাবিলদারের কাজ করেন। ন্যাশনাল ওয়েট লিফটিং প্রতিযোগিতায় অচিন্ত্য চতুর্থ হওয়ার পরেই সেনাবাহিনীর নজরে পড়ে যান তিনি। পরে অল ইন্ডিয়া ট্রায়ালে অংশ নিয়ে সে সেখানে সুযোগ পান। পরে ২০১৪ সালে হরিয়ানায় ন্যাশানাল গেমসে তৃতীয় হয়ে সেনাবাহিনীর স্পোর্টস ইন্সটিটিউটে (Military Sports Institute) যোগ দেন। এরপরে পাতিয়ালায় ভারতীয় শিবিরে ডাক পান অচিন্ত্য। ইতিমধ্যেই অচিন্ত্য ২০১৫ সালে ভারতে যুব কমনওয়েলথ গেমসে রূপো, ২০১৭ সালে ইউথ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ানশিপে রূপো, ২০১৯ সালে জুনিয়র বিভাগে সোনার পদক, ২০২১ সালে ওয়ার্ল্ড জুনিয়র প্রতিযোগিতায় রূপো এবং জুনিয়র ও সিনিয়র বিভাগে জোড়া সোনার পদক জয় করেছেন। এবার লক্ষ্য ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে পদক জেতা। 

  • Commonwealth Games: বাবাই প্রেরণা! চানু দিদি উৎসাহ দেন, জানালেন কমনওয়েলথে সোনা জয়ী রোনাল্ডোর ভক্ত লালরিনুঙ্গা

    Commonwealth Games: বাবাই প্রেরণা! চানু দিদি উৎসাহ দেন, জানালেন কমনওয়েলথে সোনা জয়ী রোনাল্ডোর ভক্ত লালরিনুঙ্গা

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় স্তরে জুনিয়র বক্সিং চ্যাম্পিয়ন ছিলেন আইজলের বক্সার লালমাইথুয়াভা রালতে। কোনওদিন সিনিয়র পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি। পরিবারের দায়িত্ব কাঁধে চাপায় বক্সিংয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন বিসর্জন দিয়ে পিডব্লিউডিতে কাজ শুরু করেন। পরিবারে স্ত্রী ও পাঁচ ছেলে। নিজের অপূর্ণ স্বপ্ন ছেলেদের মাধ্যমে পূরণ করতে চেয়েছিলেন। চার ছেলে বক্সার হলেও ব্যতিক্রম জেরেমি লালরিনুঙ্গা (Jeremy Lalrinnunga)। তবে, বক্সিংয়ের পাঞ্চে নাই বা হল, ৩০০ কেজি ওজন তুলে সে-ই বাবার স্বপ্ন পূরণ করল। কমনওয়েলথ গেমসে  বাজিমাত করলেন ১৯ বছরের জেরেমি। জয় উৎসর্গ করলেন বাবাকে। বললেন, “বাবাই ছিল প্রেরণা। ছোটবেলা থেকে বাবা নিজের লড়াইয়ের গল্প বলত। জয়ের স্বপ্ন দেখাত। বাবার চেষ্টাতেই আজ এই সাফল্য।”  

    কমনওয়েলথে পোডিয়াম ফিনিশের পর জেরেমির মনে পড়ে যাচ্ছে নানান কথা। দু’বছর বাড়ি যাননি। পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করা হয়নি, সেটাও নয় নয় করে পাঁচবছর হয়ে গেল। তবে অ্যথলিট দলেই নিজের পরিবার খুঁজে পেয়েছেন জেরেমি। জানালেন দিদি চানুর কথা। বললেন, “এদিন ম্যাচ শুরু হওয়া থেকেই দর্শকাসনের প্রথম সারিতে ছিলেন চানু দিদি। হাতে তেরঙা নিয়ে উৎসাহ দিচ্ছিলেন। তাঁর আশাপূরণ করতে পেরে আমি খুশি।” ভারোত্তলন ছাড়া ভাল লাগে ফুটবল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত জেরেমি পাহাড় প্রমাণ কাঠিন্যকে সঙ্গে নিয়ে এবার অলিম্পিকের স্বপ্নে ডুব দিতে চান।

    চানু দিদির পরিবারেও এখন খুশির আমেজ। এ বারের কমনওয়েলথ থেকে মীরাবাঈ ভারতকে প্রথম সোনার পদক এনে দেওয়ার পর, দেশের সকলের মতোই স্বাভাবিকভাবেই তাঁর পরিবারের সদস্যরাও ভীষণ খুশি। আর সেই খুশি ফুটে উঠেছে চানুর শেয়ার করা ভিডিওতে। সেই ভিডিওতে দেখা যায় চানুর মা ও তাঁর আত্মীয়রা হাতে হাত রেখে নাচ করছেন গোল করে। সঙ্গে রয়েছে ভারতের পতাকাও। সেই ভিডিওর ক্যাপশনে মীরাবাঈ লেখেন, “আমার বাড়িতে আমার মা এবং আত্মীয়েরা আমার জয় উদযাপন করছে।”

    কমনওয়েলথে চানুর সোনা জয়ের পরই তাঁর পরিবারের সদস্যরা মেতে উঠেছেন উৎসবে। তেরঙ্গা উড়িয়ে রীতিমতো মীরাবাঈ চানুর বিজয়োৎসবে সামিল হয়েছেন তাঁর প্রিয়জনেরা। নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে চানুর শেয়ার করা ভিডিও। 

  • Commonwealth Games: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    Commonwealth Games: আশা করি এবার একটা সিনেমা দেখার সময় পাবে! অচিন্ত্যর প্রশংসায় মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাস গড়েছেন হাওড়ার অ্যাথলিট। কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে সোনা জিতেছেন অচিন্ত্য শিউলি (Achintya Sheuli)। বাংলার ভারোত্তোলককে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার রাতে বাংলার ভারোত্তোলক ৭৩ কেজি বিভাগে সোনা জেতার পর উচ্ছ্বসিত প্রধানমন্ত্রীর ট্যুইট, ‘কমনওয়েলথ গেমস খেলতে রওনা হওয়ার আগে অচিন্ত্য শিউলির সঙ্গে কথা হয়েছিল। ওঁর মা ও দাদার কাছে কীরকম সমর্থন পেয়েছেন, জানিয়েছিলেন। এবার আশা করি পদক জেতার পর একটা সিনেমা দেখার সুযোগ পাবেন’। অচিন্ত্যর শান্ত, নম্র স্বভাবেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ঠাণ্ডা মাথায়, একাগ্র চিত্তে নিজের লক্ষ্যে পৌঁছন অচিন্ত্য। এর জন্য কঠিন পথ পার হতে হয় তাঁকে। 

    ‘স্ন্যাচ’-এ এক নয়, দুই দুইবার কমনওয়েলথ গেমসের রেকর্ড ভাঙলেন ২০ বছরের ভারোত্তোলক অচিন্ত্য। প্রথম প্রয়াশে তিনি ‘স্ন্যাচ’-এ ১৪৩ কেজি ভারোত্তোলন করেন। এরপর ১৪৩ কেজি তুলে সেই রেকর্ডও ভেঙে দেন। এরপর তিনি ‘ক্লিন এন্ড জার্ক’-এ ১৬৬ কেজি তোলার পর সফলভাবে ১৭০ কেজি ওজন তুলে মোট ভারোত্তোলনের ক্ষেত্রেও গেমসের রেকর্ড ভেঙে দেন। সব মিলিয়ে মোট ৩১৩ কেজি ভারোত্তোলন করে গেমসের রেকর্ড ভেঙে ভারতকে তৃতীয় স্বর্ণপদক এবং সব মিলিয়ে ষষ্ঠ পদক এনে দিলেন অচিন্ত্য।

    আরও পড়ুন: অর্থের জন্য খেলা ছেড়েছিলেন দাদা! জানুন কী বললেন কমনওয়েলথে বাংলার সোনার ছেলে অচিন্ত্য

    এ বারের কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিন ৪টি পদক এসেছে ভারতের ঝুলিতে। আর সেই চারটি পদকই ভারোত্তোলন থেকে। বার্মিংহ্যাম থেকে মীরাবাঈ চানু দেশকে দিয়েছেন প্রথম সোনা। রুপো দিয়েছেন সংকেত মহাদেব সারগর ও বিন্দিয়ারানি দেবী। এবং ব্রোঞ্জ দিয়েছেন গুরুরাজা পূজারি। তৃতীয় দিনেও ভারোত্তোলন থেকেই ভারতের পদক লাভ। দুটিই সোনা। ৬৭ কেজি বিভাগে সোনা জিতলেন জেরেমি লালরিননুনগা। আর ৭৩ কেজি বিভাগে সোনা বাংলার ছেলে অচিন্ত্যর। 

    ভারতীয় ভারোত্তোলকদের এই পারফরমেন্সকে ‘যুবশক্তির জয়’ আখ্যা দেন মোদি। কমনওয়েলথ গেমসে ৬৭ কেজি বিভাগে জেরেমি লালরিননুনগার সোনা জয়ের পরই  ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “ইতিহাস সৃষ্টি করছে আমাদের যুবশক্তি! অনেক শুভকামনা জেরেমি। প্রথম কমনওয়েলথ- গেমসেই সোনা জিতে নিয়েছেন এবং সেই সঙ্গে একটি অসাধারণ গেমসে রেকর্ডও গড়েছেন। অল্প বয়সে এমন জয়। প্রচুর গর্ব হচ্ছে এবং অনেক গৌরব নিয়ে এসেছেন আপনি। ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য শুভকামনা রইল”

  • Achinta, Jeremy Win Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    Achinta, Jeremy Win Gold: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    মাধ্যম নিউজ ডেস্ক: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে এল ভারতের তৃতীয় সোনা। ছেলেদের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতলেন বাংলার অচিন্ত্য শিউলি। ৭৩ কেজি বিভাগে স্ন্যাচে প্রথম প্রয়াসে অচিন্ত্য তোলেন ১৩৭ কেজি, দ্বিতীয় প্রয়াসে ১৪০ কেজি ও তৃতীয় প্রয়াসে ১৪৩ কেজি তুলে নিজের গেমস রেকর্ড আরও বাড়িয়ে নেন অচিন্ত্য। 

    ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে অচিন্ত্য ১৬৬ কেজি তোলেন। দ্বিতীয় প্রয়াসে অচিন্ত্য ১৭০ কেজি তুলতে গিয়ে পারেননি। কিন্তু তখনও তিনি লিড ধরে রাখেন। এরপর তৃতীয় প্রয়াসে তিনি ১৭০ কেজি তুলে গেমস রেকর্ডকে আরও উন্নত করেন। তাঁর সম্মিলিত স্কোর দাঁড়ায় রেকর্ড ৩১৩ কেজি। এই ইভেন্টে অচিন্ত্যর থেকে ১০ কেজি পিছিয়ে থেকে রুপো জেতেন হিদায়াত মহম্মদ (৩০৩ কোজি)। সার্বিকভাবে ২৯৮ কেজি ভার তুলে ব্রোঞ্জ জেতেন ডারসিগনি।

    অচিন্ত্যর সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, গেমসে যাওয়ার আগে আমার সঙ্গে  অচিন্ত্যর কথা হয়েছিল। আমি জেনেছি, কীভাবে পরিবার ওকে সমর্থন করে এসেছে।

     

    অভিনন্দন জানিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। 

     

    এর আগে, ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন মণিপুরের ১৯ বছর বয়সী ভারোত্তোলক জেরেমি লালরিনুঙ্গা। তিনিও এদিন গেমস রেকর্ড সোনা জিতলেন। স্ন্যাচে ১৪০ কেজি ওজন তুলেছেন মিজোরামের এই ভারোত্তোলক। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে ছিলেন ১০ কেজি ব্যবধানে। ক্লিন অ্যান্ড জার্কে তিনি তোলেন ১৬০ কেজি। সব মিলিয়ে ৩০০ কেজি তুলে কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতেছেন। তবে ক্লিন অ্যান্ড জার্কে বেশি ওজন তুলতে গিয়ে পেশিতে টান ধরে।

    চার বছর আগে যুব অলিম্পিক্সে সোনা জিতেছিলেন জেরেমি। সোনা জিতেছিলেন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও। এ বার সোনা এল কমনওয়েলথ গেমসেও। স্ন্যাচিংয়ে তাঁর বিভাগে রেকর্ড গড়লেন জেরেমি। ১৪০ কিলো তোলেন তিনি। কমনওয়েলথ গেমসে ৬৭ কিলো বিভাগে যা রেকর্ড। জেরেমিকে উৎসাহ দিতে গ্যালারিতে হাজির হয়েছিলেন মীরাবাই চানু, যিনি শনিবারই ভারতকে প্রথম সোনা এনে দিয়েছেন।

     

  • Commonwealth Games: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    Commonwealth Games: জমজমাট রবিবার! কমনওয়েলথ ক্রিকেটের আসরে আজ ভারতের সামনে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) তৃতীয় দিনে জমজমাট বার্মিংহ্যাম। প্রতিযোগিতা শুরুর পর প্রথম রবিবারেই ঠাসা ক্রীড়াসূচি ভারতের। ক্রিকেট-হকি-বক্সিং-স্কোয়াশ ছাড়াও রয়েছে ভারোত্তোলন প্রতিযোগিতা। কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের মূল আকর্ষণ ভারত-পাকিস্তানের দ্বৈরথ। ভারতের মেয়েরা মাঠে নামবেন চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। 

    টুর্নামেন্ট যাই হোক, ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বাড়তি আকর্ষণ থাকে। কমনওয়েলথ গেমসে এবারই যোগ হয়েছে মেয়েদের ক্রিকেট। ২০ ওভারের ফরম্যাট। এজবাস্টন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (INDWvPAKW)। দু দলই হার দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া।সেই ম্যাচে অজিদের কাছে হার মানে ভারত। পাকিস্তান গ্রুপ এ-তে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে বার্বাডোজের কাছে। ভারতকে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের বিরুদ্ধে জিততেই হবে। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে বার্মিংহ্যামে উত্তেজনা তুঙ্গে। এই ম্যাচের জন্য সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। সুতরাং, হাউসফুল এজবাস্টন দেখার সম্ভাবনা। 

    রবিবারই মনপ্রীত সিংয়ের নেতৃত্বে ভারতীয় পুরুষ হকি দলও তাঁদের কমনওয়েলথ অভিযান শুরু করবে ভারতীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ঘানা। কমনওয়েলথ গেমসের নানা ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের তৃতীয় দিনের সূচি দেখে নিন —

    ক্রিকেট 

    ভারত বনাম পাকিস্তান (বিকেল ৩.৩০)

    সাঁতার

    পুরুষদের ২০০ মিটার বাটালফ্লাই- হিট থ্রি: সজন প্রকাশ (বিকেল ৩.০৭), পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোক- হিট ৬: বিকেল ৩.৩১

    জিমন্যাস্টিক

    পুরুষদের অলরাউন্ড ফাইনাল- যোগেশ্বর সিংহ (দুপুর ১.৩০)

    ব্য়াডমিন্টন – মিক্সড টিম কোয়ার্টার ফাইনাল (রাত ১০)

    বক্সিং

    ৪৮-৫০ কেজি (লাইট ফ্লাইওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: নিখাত জারিন (বিকেল ৪.৪৫)

    ৬০-৬৩.৫ কেজি (লাইট ওয়েল্টারওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: শিভা থাপা (বিকেল ৫.১৫)

    ৭১-৭৫ কেজি (মিডলওয়েট) রাউন্ড অফ সিক্সটিন: সুমিত (সোমবার রাত ১২.১৫)

    ৯২ কেজি (সুপার হেভিওয়েট): সগর (সোমবার রাত ১)

    হকি (পুরুষ)

    ভারত বনাম ঘানা (রাত ৮.৩০)

    ভারোত্তোলন ৬৭ কেজি ফাইনাল

    জেরেমি লালরিনুনগা (দুপুর ২)

    মহিলাদের ৪৯ কেজি বিভাগে ফাইনাল

    পপি হাজারিকা (সন্ধে ৬.৩০)

    পুরুষদের ৭৩ কেজি বিভাগে ফাইনাল

    অচিন্ত্য শিউলি (রাত ১১)

    স্কোয়াশ

    মহিলাদের সিঙ্গলস: জোৎস্না চিনাপ্পা (সন্ধে ৬)

    পুরুষদের সিঙ্গল: সৌরভ ঘোষাল (সন্ধে ৬.৪৫)

    টেবিল টেনিস

    মহিলাদের দলগত সেমিফাইনাল: রাত ১১.৩০

    পুরুষদের কোয়ার্টার ফাইনাল: দুপুর ২টো

  • Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    Mirabai Chanu Wins Gold: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম সোনা জিতলেন মীরাবাই চানু, ভাঙলেন নিজেরই রেকর্ড!

    মাধ্যম নিউজ ডেস্ক: গলায় ঝুলছে সোনার পদক। পোডিয়ামে উড়ছে তেরঙা। এরিনায় বাজছে ‘জন গণ মন’। বার্মিংহামে চলতি কমনওয়েলথ গেমসে ভারতকে প্রথম স্বর্ণপদক এনে দিলেন মীরাবাই চানু। শনিবার রাতে (ভারতীয় সময়) ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে প্রায় ছেলেখেলা করেই সোনা জিতলেন দেশের ‘সোনার মেয়ে’। 

    ২০১৮ সালে গোল্ড কোস্টে আয়োজিত কমনওয়েলথে ৪৮ কেজি বিভাগে মীরা সোনা পেয়েছিলেন। চার বছর পর ফের তিনি কমনওয়েলথে সোনা জিতলেন। এবার ৪৯ কেজি বিভাগে। এদিন শুরু থেকেই মীরা ছিলেন দুরন্ত ফর্মে। বুঝিয়ে দিয়েছিলেন যে, শ্রেষ্ঠত্বের পদক নিজের গলায় ঝোলাতে চলেছেন তিনি। আর সেটাই ঘটল। সোনা জিতে দেশবাসীর মুখে হাসি ফোটালেন মীরা।

    এদিন মীরাবাই কমনওয়েলথে ইতিহাস গড়লেন। তিনি এদিন মোট ২০১ কেজি ভারোত্তোলন করেন। যার মধ্যে স্ন্যাচে তুলেছেন ৮৮ কেজি। স্ন্যাচে ৮৮ কিলোগ্রাম ভারোত্তোলনের করেন। যা তাঁর ব্যক্তিগত সেরা তো বটেই, কমনওয়েলথ গেমসের রেকর্ডও বটে। অন্যদিকে, ক্লিন অ্যান্ড জার্কে মীরাবাই তুলেছেন ১১৩ কেজি। প্রথমবারেই তিনি তুলেছেন ১০৯ কিলো। দ্বিতীয় প্রচেষ্টায় এসে কাঁধে তোলেন ১১৩ কিলো। সেটিও কমনওয়েলথে গেমস রেকর্ড। মরিশাসের মেরি রানাইভোসোয়া দ্বিতীয় হয়েছেন। দুই বিভাগ মিলিয়ে তিনি তুলেছেন ১৭২ কিলো। তৃতীয় স্থানে কানাডার হান্নাহ কামিনস্কি। তিনি তুলেছেন ১৭১ কিলো।

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক! ভারোত্তলনে রুপো সংকেতের, শুভেচ্ছা মোদির

    চানুর এই সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটে তিনি এই ক্রীড়াবিদকে অভিনন্দন জানিয়েছেন। লিখেছেন, দুর্ধর্ষ মীরাবাই চানুর জন্য ভারত গর্বিত। বার্মিংহাম গেমসে তিনি সোনা জিতেছেন এবং একটি নতুন কমনওয়েলথ রেকর্ড গড়েছেন বলে প্রত্যেক ভারতীয় আনন্দিত। তার সাফল্য অনেক ভারতীয়, বিশেষ করে উদীয়মান ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। 

    অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ট্যুইটারে তিনি লেখেন, স্বর্ণপদক! ভারতীয় ভারোত্তোলকরা দেশের পতাকা উঁচু রেখেছেন। সাবাশ মীরাবাই চানু। আপনি অসাধারণ দৃঢ়তা এবং প্রত্যয় দেখিয়েছেন। আপনার কৃতিত্বে দেশ গর্বিত।


     
    অভিনন্দন জানান মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর। তিনি লেখেন, প্রতিযোগীদের থেকে মাইল এগিয়ে মীরাবাই চানু। একসঙ্গে স্বর্ণপদক জেতা এবং কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়া, জোড়া আনন্দ। অনেক অভিনন্দন। ভারতকে গর্বিত করতে থাকুন।

    গেমসের দ্বিতীয় দিনে মোট চারটি পদক পায় ভারত। সবকটি আসে ভারোত্তোলনে। ভারতকে গেমসের প্রথম পদক এনে দেন সংকেত মহাদেব। পুরুষ ৫৫ কেজি বিভাগে তিনি রুপো জেতেন। এরপর পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন গুরুরাজা পূজারি। এরপর দিনের সেরা পারফরম্যান্স হিসেবে সোনা জেতেন চানু। এরপর মহিলাদের ৫৫ কেজি বিভাগে ভারতকে আরেকটি রুপো পদক এনে দেন বিন্দ্যারানি দেবী।

    আরও পড়ুন: কমনওয়লথ গেমসে ভারতের হয়ে নজরকাড়া সাফল্য

  • PV Sindhu: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    PV Sindhu: স্বপ্নপূরণ! কমনওয়েলথে ব্যাডমিন্টন সিঙ্গলসে সোনা জয় সিন্ধুর

    মাধ্যম নিউজ ডেস্ক: “অধরা মাধুরী” ধরা দিল। কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে সোনা জিতলেন ভারতের পিভি সিন্ধু। ফাইনালে তিনি কানাডার মিশেল লি-কে হারালেন ২১-১৫, ২১-১৩ গেমে। এই প্রথম কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতলেন সিন্ধু। দু’বারের অলিম্পিক মেডেলিস্ট, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন, এশিয়ান গেমসে পদকজয়ীর ক্যাবিনেটে এবার কমনওয়েলথের সোনা। গোল্ড কোস্ট কমনওয়েলথে একটু জন্য সোনা হাতছাড়া করেছিলেন। হেরে যান সতীর্থ সাইনা নেহওয়ালের বিরুদ্ধে। গ্লাসগোতে ব্রোঞ্জ পদকে শেষ করেছিলেন। এবার আর কোনও ভুল নয়। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মেয়েদের সিঙ্গলসে সোনা জিতলেন দেশের তারকা শাটলার। 

    ফাইনালের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই হল দুই প্রতিযোগীর মধ্যে। বিশ্বের ১৩ নম্বর মিশেল ২০১৪ সালে গ্লাসগোয় আয়োজিত কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জিতেছিলেন। সোনার মেয়ে সিন্ধুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi), রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

    ফাইনালে খাতায়কলমে এগিয়ে থেকেই শুরু করেছিলেন সিন্ধু। যদিও তাঁকে কড়া চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। তবে শুরুতে লড়াই চালালেও পরে আর স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি লি। শেষ পর্যন্ত প্রতিপক্ষ মিশেল লি-কে ২১-১৫, ২১-১৩ গেমে হারিয়ে দেন সিন্ধু।

    এর আগে ২০১৪ কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে ব্রোঞ্জ এবং ২০১৮ সালের গোল্ড কোস্ট গেমসে রুপো জেতেন সিন্ধু। এত দিন অধরা কমনওয়েলথ গেমসের সিঙ্গলসের সোনাও এ বার জিতে নিলেন তিনি। 

  • Achinta Sheuli: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    Achinta Sheuli: মায়ের ছেঁড়া শাড়িতেই নিরাপদ সোনাজয়ীর পদক! জানেন অচিন্ত্যকে কী বললেন মা

    মাধ্যম নিউজ ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ৭৩ কেজি ভারোত্তলন (Weaight Lifting) বিভাগে সোনার পদক (gold) জিতেছেন বাংলার ভারোত্তোলক অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। তাঁকে নিয়ে সারা দেশে চর্চা চলছে। দারিদ্র্যকেদূরে ঠেলে এগিয়ে গিয়েছেন তিনি। আজ প্রচারের লাইমলাইটে হাওড়ার দেউলপুরের ছেলে। ছেলের সাফল্য মায়ের আনন্দ। কিন্তু গ্রামের ভাঙা বাড়িতে ছেলের অর্জিত পদক ও ট্রফি রাখার ভাল জায়গা নেই। তাই নিজের ছেঁড়া শাড়িতেই ছেলের মহামূল্যবান পদক ও ট্রফিগুলি রেখেছেন অচিন্ত্য শিউলির মা পূর্ণিমা শিউলি। বাড়িতে আলমারি নেই, ট্রফি সাজানোর মতো জায়গাও নেই। তাই মা ছেলেকে একটি আলমারি কিনতে বলেছেন। সেখানে তিনি ছেলের পদক ও ট্রফিগুলি রাখবেন। অচিন্ত্যর  বাড়ি কলকাতা থেকে ২০ কিলোমিটার দূরে। অচিন্ত্যর মা জানান, বাড়িতে খাটের নিচে শাড়িতে জড়িয়ে অচিন্ত্যর ট্রফি ও মেডেলগুলি রাখা আছে। সেখানেই ওগুলো সব থেকে বেশি নিরাপদ বলেও জানান তিনি। 

    আরও পড়ুন: ঘরে ফিরলেন সোনার ছেলে! জানেন বাড়ি এসে কী করলেন অচিন্ত্য

    এখনও বাড়িতে ট্রফি রাখার আলাদা জায়গা করতে পারেননি সোনার ছেলে অচিন্ত্য। তবে ভবিষ্যতে নিশ্চয়ই করবেন। কমনওয়েলথ গেমসে (CWG 2022) সোনা জয়ের পর সেনাবাহিনীতেও এবার পদোন্নতির পথে বাংলার ভারোত্তোলক। সম্প্রতি দিল্লিতে সেনাবাহিনীতে কর্মরত পদকজয়ীদের সংবর্ধনা দিয়েছেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। বাহিনীতে কর্মরত কমনওয়েলথে পদকজয়ীদের হাতে স্মারক ও নগদ পুরস্কারমূল্য তুলে দেন সেনাপ্রধান। সেখানে ছিলেন অচিন্ত্যও। কমনওয়েলথ গেমসে প্রত্যেকের পারফরম্যান্সের প্রশংসা করেছেন সেনাপ্রধান। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, সেনাবাহিনীর প্রথা মেনে সকলেরই পদোন্নতি হবে। তাই আপাতত দিনবদলের আশায় বাংলার ভারোত্তোলক। 

    আরও পড়ুন: জরিশিল্পীর কমনওয়েলথ সোনা উৎসর্গ দাদা ও কোচকে

    তবে যতদিন না পর্যন্ত ছেলে নিজের ঘর নতুন করে সাজাতে পারছে ততদিন তাঁর মা পূর্ণিমা শিউলি ছেলের মূল্যবান জিনিসগুলিকে রেখেছেন নিজের জিম্মায়। পূর্ণিমা বলেছেন, “আমি জানতাম অচিন্ত্য যখন আসবে তখন সবাই বাড়িতে ভিড় করবে। সেই জন্য আমি এই মেডেল-ট্রফিগুলো একটা টুলের ওপর সাজিয়ে রাখি, যাতে সবাই বুঝতে পারে আমার ছেলে কতটা প্রতিভাবান। আমি স্বপ্নেও ভাবিনি ও দেশের জন্য  সোনার পদক জিতবে। ও স্বপ্ন পূরণ করেছে।”
  • Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    Commonwealth Games 2022: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    মাধ্যম নিউজ ডেস্ক: খেলার মাঠে ভারত-পাকিস্তানের ম্যাচ (India-Pakistan Match) দেখতে অপেক্ষা করে বসে থাকে সবাই। এর মধ্যে ক্রিকেট খেলা হলে তো আর কথাই নেই। এই বছরেই প্রথমবার কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) মেয়েদের ক্রিকেট (Womens Cricket) অন্তর্ভুক্ত করা হয়েছে। আর ২০২২ কমনওয়েলথের অন্যতম বিশেষ আকর্ষণই হল মেয়েদের টি-২০ (Womens T20) ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতায় ভারত (India), পাকিস্তান (Pakistan) সহ কমনওয়েলথের অন্তর্ভুক্ত বাকি দেশগুলি অংশ নিচ্ছে। এবারে মেয়েদের ক্রিকেট নিয়ে অন্যরকমের উন্মাদনার সৃষ্টি হয়েছে। ফলে হুহু করে বিক্রি হচ্ছে টিকিট।

    আরও পড়ুন: ২০৩৬ অলিম্পিক্সের বিডিং, আয়োজনে ভারতকে সাহায্য করতে প্রস্তুত, জানাল রাশিয়া

    ২৯ জুলাই, শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস ২০২২-এর ক্রিকেট শুরু হতে চলেছে। এই ম্যাচ নিয়ে আগ্রহ থাকলেও আগামী ৩১ জুলাই, রবিবার যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে, তখন সেই খেলা দেখার জন্য স্বাভাবিকভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রথমবার কমনওয়েলথে বাইশ গজে পকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামবে দেশের মহিলা ক্রিকেট টিম (Indian Womens Cricket Team)।

    আরও পড়ুন: বিরাট-রোহিতদের সামনে বাবর-ওয়ার্নাররা! ভারত বনাম বিশ্ব একাদশ ম্যাচ চাইছে কেন্দ্র

    আয়োজকরা আশা করছেন, ৩১ জুলাই ম্যাচ দেখতে গোটা এজব্যাস্টন (Edgbaston) স্টেডিয়াম ভরে উঠবে দর্শকে। বার্মিংহ্যাম গেমসের সিইও ইয়ান রিড (Ian Reid) বলেন, “আমি নিজেও একজন বড় ক্রিকেট ভক্ত। ভারত-পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে এই ম্যাচের জন্য সাধারণ মানুষ সত্যিই আগ্রহী হয়ে পড়েছে। এটি একটি আইকনিক জায়গা, কয়েক সপ্তাহ আগেই পুরুষ ক্রিকেট টিম এখানে খেলেছে। সুতরাং, এটি অবশ্যই গেমসের অন্যতম সেরা আকর্ষণ হবে।” তিনি আরও বলেছেন, “সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। ইতিমধ্যেই আমরা ইভেন্টের জন্য ১২ ​​লক্ষের বেশি টিকিট বিক্রি করেছি। আমরা আশা করছি গেমসের কাছাকাছি সময়ে এই সংখ্যাটি আরও বাড়বে। তাই, আমি আশা করি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট খুব শীঘ্রই সব বিক্রি হয়ে যাবে।”

    ৭২টি কমনওয়েলথ দেশের পাঁচ হাজারের বেশি ক্রীড়াবিদ বার্মিংহ্যামে অংশ নিচ্ছে। যা লন্ডন অলিম্পিক্স ২০১২-র (London Olympics 2012) পর থেকে ব্রিটেনের (UK) সবচেয়ে বড় খেলার প্রতিযোগিতা হতে চলেছে।

LinkedIn
Share