Tag: cyber scam

cyber scam

  • Cyber Scam: ৫জি সিম আপগ্রেডের নামে সাইবার জালিয়াতির শিকার

    Cyber Scam: ৫জি সিম আপগ্রেডের নামে সাইবার জালিয়াতির শিকার

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে ৫ জি পরিষেবা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অক্টোবর মাসের প্রথম দিনেই ৫ জি নেটওয়ার্কের উদ্বোধন করেছেন। বর্তমানে ভারতে রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল ৫ জি পরিষেবা শুরু করেছে। পরবর্তী প্রজন্ম ৫জি পরিষেবা চালু হবার পর থেকেই বর্তমানে ৪জি ব্যবহারকারীরা তাঁদের ডিভাইসে ৫ জি চালু করার জন্য বিভিন্ন উপায় খুঁজে চলেছেন।

    আরও পড়ুন: হ্যাকিংয়ের থেকে বাঁচাতে গুগল নিয়ে আসছে ফিঙ্গারপ্রিন্ট ফিচার 

    সাইবার জালিয়াতরা (Cyber Scam ) এই সুযোগকে কাজ লাগিয়ে টেলিকম অপারেটর কোম্পানির আধিকারিক সেজে গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবার চেষ্টা করছে।

    [tw]


    [/tw]

    এই প্রতারকরা ৫জির নাম করে একটি লিঙ্ক পাঠাচ্ছে। লিঙ্ক ওপেন করলেই ফোন হ্যাক হইয়ে যাবার আশঙ্কা থাকছে। এছাড়াও অপারেটর কোম্পানির আধিকারিকের নাম করে ফোন করে ব্যক্তিগত তথ্য চাইছে। এমনকি অনেক সময় ওটিপি শেয়ার করতে বলা হচ্ছে এই ভাবে একাধিক মানুষ প্রতারনার শিকার হচ্ছেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ইউজাররা সাবধান! হ্যাক করা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ 

    বর্তমানে প্রতিটি রাজ্যের পুলিশ ৫জি স্ক্যামের (5G SIM Scam) এই খবর বাইরে আসার পর থেকেই সাধারণ মানুষকে সতর্ক করেছেন। গুরুগাঁওয়ের পুলিশ বর্তমানে এই প্রতারণা হাত থেকে বাঁচতে জনসচেতনতা মূলক প্রোগ্রাম চালু করেছে।

    [tw]


    [/tw]

    কেন্দ্রীয় সরকারের টেলিকম মন্ত্রক অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে প্রতারণার কিছু পদ্ধতি কথা উল্লেখ করেছেন। এবং প্রতারণা থেকে বাঁচতে বলেছেন

    •  প্রতারকরা ফোনে ৪জি থেকে ৫জি তে আপগ্রেড করার জন্য একটা লিঙ্ক পাঠাতে পারে। এই লিঙ্কে ক্লিক করতে বারন করেছে।
    •  টেলিকম অপারেটরের প্রতিনিধি সেজে কল করতে পারে এবং ওটিপি সহ ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক ডিটেইলস চাইতে পারে। নিজের ব্যাক্তিগত তথ্য শেয়ার করতে মানা করেছেন।
    • ৪জি থেকে ৫জি আপগ্রেড করার জন্য নানা নির্দেশ দিতে পারে এই ধরণের বিষয়গুলিকে বরদাস্ত না করার নিদান দিচ্ছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • ED Raid: হাজার কোটির সাইবার ‘প্রতারণা’! ‘কিংপিন’ কুণালের একাধিক ডেরায় হানা ইডির

    ED Raid: হাজার কোটির সাইবার ‘প্রতারণা’! ‘কিংপিন’ কুণালের একাধিক ডেরায় হানা ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: সাইবার প্রতারণা (Cyber Scam) মামলায় অভিযানে নামল ইডি (ED Raid)। বুধবার সকাল থেকে বেনিয়াপুকুর, বাগুইআটি সহ কলকাতার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। সূত্রের খবর, হাজার কোটি টাকার সাইবার প্রতারণা মামলায় তল্লাশি চালানো হচ্ছে। ইডি জানতে পেরেছে, ইকো স্পেসের ভিতরে ‘MET’ নামের কল সেন্টার চলছিল। এই কোম্পানির কর্ণধার ছিলেন কল সেন্টার প্রতারণা চক্রের কিংপিন কুণাল গুপ্ত। এদিন, কুণালের একাধিক পরিচিতের ঠিকানায় তল্লাশি অভিযান করেছেন আধিকারিকরা। 

    কোথায় কোথায় তল্লাশি

    ইডির (ED Raid) সূত্রে খবর, সাতসকালে  ১১ নম্বর বেনিয়াপুকুরের তাঁতিবাগান লেনে হানা দেন ইডির অফিসাররা। ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা করার অভিযোগে কুণাল গুপ্তকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তদন্তকারীরা জানাচ্ছেন, এই কুণালই নানা জায়গায় ভুয়ো কল সেন্টার খুলে সাইবার প্রতারণা করত। হাজার হাজার কোটি টাকা লুঠ করেছে সে। তাকে জেরা করেই এদিন বেনিয়াপুকুর, বাগুইআটি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। বেনিয়াপুকুরে কুণাল গুপ্তর ঘনিষ্ঠ শোয়েব আলমের বাড়িতে আজ হানা দেয় ইডি। তদন্তকারী আধিকারিকদের এক দল পৌঁছৈ যায় বাগুইহাটি দেশবন্ধু নগরে গৌতম গুপ্তের বাড়ি। ইডি সূত্রে খবর, এই গৌতম গুপ্ত আবার কুণাল গুপ্তের আত্মীয়। 

    আরও পড়ুন: ‘বিরুষ্কা’র কোলে দ্বিতীয় সন্তান, ছেলেন নাম ‘অকায়’, জানালেন কোহলি

    সাইবার প্রতারণায় কারা লাভাবান

    উল্লেখ্য, প্রথমে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Scam) থানা ভুয়ো কলসেন্টার চক্রের পর্দাফাঁস করে। সল্টলেকের সেক্টর ফাইভের বেঙ্গল ইন্টেলিজেন্স পার্কের ১৩ তলায় বিনীত টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে এক কল সেন্টারের হদিশ মেলে। সেখানেই হানা দিয়ে বিরাট মাপের প্রতারণা চক্রের হদিশ পান তদন্তকারীরা। ইডি (ED Raid) অফিসাররা বলছেন, এই শোয়েব হল কুণালের ডান হাত। এর সঙ্গে মিলেই সাইবার প্রতারণার ব্যবসা খুলে বসেছিল কুণাল। বহু লোকজনকে ঠকিয়ে কোটি কোটি টাকা তুলেছিল। বিধাননগর সাইবার থানায় প্রথম এমন সাইবার প্রতারণার অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু হয়। পরে সেই তদন্তভার এসে পৌঁছয় ইডির কাছে। কুণালকে দফায় দফায় জেরা করে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে আরও জানা যাচ্ছে, এই মামলায় কোনওরকম হাওয়ালা যোগ রয়েছি কি না, বা সাইবার প্রতারণায় কারা কারা লাভাবান হয়েছেন, সেই সমস্ত দিকগুলিও খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share