Tag: Cyclone Michaung

Cyclone Michaung

  • Weather Update: ডিসেম্বরেও ঘামছে কলকাতা! নিম্নচাপের প্রভাবে থমকে শীত, কবে হাওয়া বদল?

    Weather Update: ডিসেম্বরেও ঘামছে কলকাতা! নিম্নচাপের প্রভাবে থমকে শীত, কবে হাওয়া বদল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে শীতের (Weather Update) দেখা নেই। ডিসেম্বরেও ঘামছে কলকাতা। শুক্রবার হাওয়া অফিসের পূর্বাভাস, এখনই শীত পড়ছে না শহরে। ৪ তারিখ অবধি তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আবহবিদরা বলছেন, সাধারণ এই সময়টা শুকনো বাতাসের প্রভাব থাকে। অথচ এখন বাতাসে জলীয় বাষ্প বর্তমান। যা ঠান্ডার পথে কাঁটা হয়ে থাকছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, ২২ বছরে এই নভেম্বর ‘উষ্ণতম’।

    পারদ ঊর্ধ্বমুখী

    শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি হিমালয় সংলগ্ন জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৯ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।

    আরও পড়ুন: আজ দুবাইতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী, কতটা গুরুত্বপূর্ণ?

    নিম্নচাপের অবস্থান

    আবহাওয়া অফিস বলছে, এই মুহূর্তে একটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে। সেটি অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর এবং আন্দামান সাগর এর উপর। আন্দামান সাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার বঙ্গোপসাগরে তা ঘূর্ণিঝড়ের (Cyclone Michaung) রূপ নেবে। তার ফলে দেখা দিতে পারে দুর্যোগ। তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

    এই মুহূর্তে ঘূর্ণিঝড় যেহেতু তৈরিই হয়নি, তাই কোন পথে বা কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়ে এখনও সুনিশ্চিতভাবে কিছু জানায়নি আবহাওয়া দফতর। অন্ধ্রপ্রদেশের তামিলনাড়ু উপকূলে এই ঘূর্ণিঝড় পৌঁছবে সোমবার। আবহাওয়ার বিভিন্ন মডেল অনুযায়ী অনুমান, এই ঘূর্ণিঝড় তামিলনাডু উপকূল থেকে ওড়িশা উপকূলের যে কোনও জায়গাতেই আঘাত আনতে পারে। বাংলায় এর প্রভাবে থমকে রয়েছে শীতল হাওয়া। আগামী সপ্তাহে, সোমবার থেকে এই নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share