মাধ্যম নিউজ ডেস্ক: ডান্ডি মার্চ অর্থাৎ লবণ সত্যাগ্রহ (Dandi March Day) ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঔপনিবেশিক ভারতে অহিংস আইন অমান্য আন্দোলন। ২০২৫ সালের ১২ মার্চ পালন করা হচ্ছে ৯৫তম ডান্ডি মার্চ। লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত ডান্ডি অভিযান। ১৯৩০ সালের ১২ মার্চ মহাত্মা গান্ধী কর্তৃক শুরু হয়েছিল ডান্ডি পদযাত্রা। এই পদযাত্রাটি আমেদাবাদের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল এবং গুজরাটের ডান্ডি গ্রাম পর্যন্ত গিয়ে শেষ হয়।
ডান্ডি-মার্চকে স্মরণ প্রধানমন্ত্রী মোদির
১৯৩০ সালের ১২ মার্চ থেকে ১৯৩০ সালের ৬ এপ্রিল পর্যন্ত স্থায়ী ডান্ডি মার্চ (Dandi March Day) ছিল ব্রিটিশ লবণের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে এক কঠোর অভিযান। বুধবার, মহাত্মা গান্ধীর নেতৃত্বে ঐতিহাসিক ডান্ডি মার্চে অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “আজ আমরা ঐতিহাসিক ডান্ডি মার্চের সকল অংশগ্রহণকারীদের শ্রদ্ধা জানাই, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অমোঘ অধ্যায়। মহাত্মা গান্ধী কর্তৃক পরিচালিত এই মার্চ দেশব্যাপী আত্মনির্ভরতা এবং স্বাধীনতার জন্য আন্দোলনকে উজ্জীবিত করেছিল। ডান্ডি মার্চের অংশগ্রহণকারীদের সাহস, ত্যাগ এবং সত্য ও অহিংসার প্রতি অবিচল প্রতিশ্রুতি আজও প্রজন্মকে অনুপ্রাণিত করছে।”
ডান্ডি মার্চ-এক শক্তিশালী অবস্থান
কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীও এক্স-এ লিখে ডান্ডি মার্চকে (Dandi March Day) ঐতিহাসিক বলে সম্মান জানিয়েছেন। তিনি বলেন, “এই ডান্ডি মার্চ দিবসে, আমরা মহাত্মা গান্ধীর উপনিবেশ বিরোধী সাহসী অবস্থানকে সম্মান জানাই। তাঁর ঐতিহাসিক লবণ মার্চ একটি আন্দোলনকে জন্ম দেয় যা ভারতের স্বাধীনতা ও আত্মনির্ভরতার সংগ্রামকে আরও শক্তিশালী করে তুলেছিল।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডান্ডি মার্চের ৯৫তম বার্ষিকীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এক্স-এ বলেছেন, “১৯৩০ সালের এই দিনে, গান্ধীজি লবণ করের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ডান্ডি মার্চ শুরু করেছিলেন। এই সাহসী পদক্ষেপটি হাজার হাজার মানুষকে একত্রিত করে, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থান হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”