Tag: Danushka Gunathilaka

Danushka Gunathilaka

  • Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

    Danushka Gunathilaka: ধর্ষণের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে (Danushka Gunathilaka) ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল। সুপার ১২ থেকে আগেই বিদায় নিয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এবার আরও এক কলঙ্কের দাগ লাগল শ্রীলঙ্কার ক্রিকেট টিমে। রবিবার সকালে ধর্ষণের অভিযোগে সিডনিতে গ্রেফতার করা হল শ্রীলঙ্কার ক্রিকেটার দানুশকা গুনাথিলাকাকে। অস্ট্রেলিয়ার পুলিশ গুনাথিলাকার বিরুদ্ধে ২ নভেম্বর এক মহিলার সম্মতি ছাড়া যৌন মিলনের অভিযোগে অভিযুক্ত করেছে। সূত্রের খবর অনুযায়ী, টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাকে ছাড়াই রবিবার সকালে দেশের উদ্দেশে রওনা দিয়েছে শ্রীলঙ্কা দল।

    শ্রীলঙ্কা টিমের তরফে জানানো হয়েছে, এই অভিযোগ আসার পর ও গুনাথিলাকাকে গ্রেফতার করার পর শ্রীলঙ্কা দল তাকে ছাড়াই অস্ট্রেলিয়া ছেড়ে নিজের দেশের উদ্দেশে রওনা দিয়েছে। উল্লেখ্য, রবিবার ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা দল। চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলে শূন্য রানে আউট হন এই ব্যাটার। পরে, দল সুপার ১২ পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেও তিনি আহত হওয়ার ফলে টুর্নামেন্ট থেকে বাদ পড়েন। 

    আরও পড়ুন: আইসিসি সবার সঙ্গেই সমান আচরণ করে! সমালোচকদের কড়া বার্তা বিসিসিআই প্রেসিডেন্টের

    নিউ সাউথ ওয়েলস পুলিশ, তার ওয়েবসাইটে, একজন শ্রীলঙ্কার নাগরিককে গ্রেফতারের উল্লেখ করেছে। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন ২৯ বছর বয়সী এক নারী। ওই নারী বলেছেন, দানুশকা তাঁকে যৌন নির্যাতন করেছেন। এই ঘটনাটি এই সপ্তাহের শুরুতে ঘটেছে বলে জানা গিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ একটি বিবৃতি জারি করে বলেছে, ‘একটি অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে বেশ কয়েকদিন কথোপকথনের পর দুজনের দেখা হয়। অভিযোগ করা হয়েছে যে ২০২২ সালের ২ নভেম্বর সন্ধ্যায় দানুশকা ওই মহিলাকে যৌন হেনস্থা করেছিলেন। এর পরে, পুলিশ মহিলার বাসভবন ‘রোজ বে’-এ তদন্ত করার পর সিডনির সাসেক্স স্ট্রিটের একটি হোটেল থেকে ৩১ বছর বয়সী দানুশকাকে গ্রেফতার করা হয়। যদিও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এখনও এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

  • Danushka Gunathilaka: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকাকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

    Danushka Gunathilaka: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকাকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার দানুষ্কা গুণতিলকার জামিনের আর্জি খারিজ করে দিয়েছে সিডনির একটি আদালত। একই সঙ্গে গুণতিলকাকে সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও। সোমবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এগজিকিউটিভ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে শ্রীলঙ্কার হয়ে গুণতিলকাকে আর খেলতে দেখা যাবে না।

    সোমবার ভিডিও মাধ্যমে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেন গুণতিলকা। তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। কিন্তু ম্যাজিস্ট্রেট রবার্ট উইলিয়ামস তাঁকে জামিন দেননি। আগামী বুধবার এই মামলা আরও একবার আদালতে উঠবে। ততদিন পুলিশি হেফাজতেই থাকতে হবে শ্রীলঙ্কার ক্রিকেটারকে। ধর্ষণের অভিযোগে রবিবার ভোররাতে সিডনির একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় তাঁকে।  দানুষ্কাকে ছাড়াই রবিবার সকালে দেশে ফেরার বিমান ধরেছেন দাসুন শনাকারা। নিউ সাউথ ওয়েলস পুলিশের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘একটি ডেটিং অ্যাপে যোগাযোগের পর ২৯ বছরের এক মহিলার সঙ্গে এক জন পুরুষ দেখা করেছিলেন। মহিলার অভিযোগ, গত ২ নভেম্বর বুধবার সন্ধ্যায় ওই ব্যক্তি তাঁকে যৌন নিগ্রহ করেছেন। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করেছি। পুলিশ বিভাগের অপরাধ বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখছেন।’’

    আরও পড়ুন: শেষ চারে যেতে গেলে জিততে হবে ভারতকে! না হলে নানান অঙ্ক, জেনে নিন কোন দল কোন জায়গায়

    সিডনি পুলিশের বিবৃতিতে অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে অভিযুক্ত শ্রীলঙ্কার নাগরিক। তাঁর বয়স ৩১ বছর। সিডনির যে হোটেলে শ্রীলঙ্কা দল ছিল, সেই হোটেলে এই ঘটনা ঘটেনি। কাছেরই অন্য একটি হোটেলে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার গুণতিলকা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় ছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছে দ্বীপরাষ্ট্র। এবার তাদের দেশের এক ক্রিকেটারের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ওঠায় বিব্রত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share